16-Nov-2025

Monday 17 November 2025

18-Nov-2025

বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করতে দুবাইয়ের কোম্পানির সঙ্গে খুলনা পাওয়ারের চুক্তি

Bonik Barta

দুবাইয়ের সাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে একটি ‘‌সম্পদ ক্রয় চুক্তি’ স্বাক্ষর করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। বিদ্যুৎ কেন্দ্র বিক্রির জন্য এ চুক্তি করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে চুক্তির আওতায় যশোরের নওয়াপাড়ায় অবস্থিত কেপিসি ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সাবসন এনার্জি এফজেডসিওর কাছে বিক্রি বা উৎপাদিত বিদ্যুৎ পুনরায় রফতানি করবে খুলনা পাওয়ার। এর আগে খুলনার খালিশপুরে অবস্থিত ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি ইউনিট-২ বিদ্যুৎ কেন্দ্রের সম্পদ বিক্রির জন্য তুরস্কের আকসা এনার্জি ইউরেতিম এ এসের সঙ্গে সম্পদ ক্রয় চুক্তি করেছিল কেপিসিএল।

ইউপি ইস্যুতে সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে

Bonik Barta

দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও গতিশীল করতে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর পুরো প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) নামের স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এনবিআর আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক এক বৈঠকে গতকাল সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর সঙ্গে গার্মেন্টস, নিটওয়্যার, অ্যাকসেসরিজ, টেক্সটাইল ও লেদারগুডস খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএইএ, বিটিএমএ ও এলএফএমইএবির প্রতিনিধিরা একমত হয়েছেন।

কেডিএসের ঋণমান ‘ডাবল এ মাইনাস’

Bonik Barta

প্রকৌশল খাতে তালিকাভুক্ত কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সাফকো স্পিনিংয়ের লোকসান কমেছে

Bonik Barta

বস্ত্র খাতে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কমেছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ৯৪ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়।

প্যারামাউন্টের নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ

Bonik Barta

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ১৯ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৭৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১০ পয়সায়।

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেলের আয় বেড়েছে ৬৬%

Bonik Barta

ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৬৬ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৭৩ কোটি ২৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৪ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউনিক হোটেলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ১৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ কোটি ৯৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯৭ পয়সায়।

সৌদি আরবে আরঅ্যান্ডডি খাতে ব্যয় বেড়েছে ৩০.৪ শতাংশ

Bonik Barta

সৌদি আরবে গত বছর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে ব্যয় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ কোটি সৌদি রিয়াল বা ৭৮৬ কোটি ডলারে। এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্যবসা খাত, ৪০ দশমিক ৩ শতাংশ। এর পরই ৪০ দশমিক ২ শতাংশ হিস্যা ছিল সরকারি খাতের। ১৯ দশমিক ৫ শতাংশ হিস্যা নিয়ে দেশটির আরঅ্যান্ডডি ব্যয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উচ্চশিক্ষা খাত। ২০২৪ সালে সৌদি আরবে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত কর্মী ১৪ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৯৩ জনে।

ইউরোজোনে বাড়ছে বাণিজ্য উদ্বৃত্ত

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ট্রান্স-আটলান্টিক বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর ইউরোজোনে পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত বেড়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরে বাণিজ্য উদ্বৃত্ত নতুন গতি পেয়েছে। এমন সময়ে খবরটি এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিসংক্রান্ত অস্থিরতা কিছুটা থিতু হয়ে এসেছে। খবর ইউরো নিউজ। ইউরোস্ট্যাট প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ইউরোজোনে বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ হাজার ৯৪ কোটি ইউরোয়, যা আগস্টের ১৯০ কোটি ইউরোর তুলনায় অনেক বেশি। গত বছরের সেপ্টেম্বরে ইউরো মুদ্রাভিত্তিক অঞ্চলটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ১ হাজার ২৯০ কোটি ইউরো।

২০ বছর পর ঋণমানে দক্ষিণ আফ্রিকার অগ্রগতি

Bonik Barta

দুই দশক পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ঋণমান উন্নীত করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। দেশটির নানা সংস্কার উদ্যোগ ও রাজস্ব আদায় বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বভৌম ঋণমান এক ধাপ বাড়িয়ে বিবি করেছে বৈশ্বিক রেটিং সংস্থাটি। একে দেশটির অর্থনীতির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন অর্থনীতিবিদরা। খবর এফটি। এসঅ্যান্ডপির তথ্যানুযায়ী দক্ষিণ আফ্রিকার বৈদেশিক মুদ্রার রেটিং বিবি মাইনাস থেকে বেড়ে বিবি হয়েছে। স্থানীয় মুদ্রার রেটিংও এক ধাপ বাড়িয়ে বিবি প্লাস করা হয়েছে। যদিও এখনো এটি বিনিয়োগযোগ্য গ্রেডে পৌঁছায়নি। তবে সংস্থাটি বলেছে, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক আর্থিক অগ্রগতি ভবিষ্যতে আরো উন্নতির সুযোগ তৈরি করেছে।

ব্রিটিশ তরুণদের চাকরি সংকট বাড়ছে

Bonik Barta

অনুসারে গত বছরের জুন থেকে ব্রিটিশ কোম্পানিগুলো বাদ দিয়েছে নিয়মিত বেতনভুক্ত ১ লাখ ৭০ হাজার কর্মী। এর মধ্যে প্রায় ৪৬ শতাংশের বয়স ২৫ বছরের কম। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। খবর দ্য গার্ডিয়ান। লেবার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডেভিড ব্লাংকেট বলেন, ‘যুক্তরাজ্যের তরুণদের মধ্যে যে মাত্রায় বেকারত্ব বাড়ছে, তা পুরো একটি প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এ পরিস্থিতি একটি হারিয়ে যাওয়া প্রজন্ম তৈরি করতে পারে। এখনই পদক্ষেপ না নিলে এর অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত পরিণতি ভয়াবহ হবে।’

চীনের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগের নতুন গতি

Bonik Barta

কয়েক বছরের অর্থনৈতিক দুর্বলতা ও নীতিগত অনিশ্চয়তার পর চীনের পুঁজিবাজারে ফের বিদেশী বিনিয়োগের জোয়ার দেখা যাচ্ছে। গত জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশটির মূল ভূখণ্ড ও হংকং মিলিয়ে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিষয়টিকে চীনা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকদের একটি অংশ। তারা বলছেন, একসময় ‘অবিনিয়োগযোগ্য’ বিবেচিত এ বাজার নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীরা নতুন করে ভাবছেন।

চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ১২ শতাংশ

Bonik Barta

চীনে অক্টোবরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ। মাস ভিত্তিতে তা ২ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া-সংক্রান্ত বিধিনিষেধ, মুনাফা কমে যাওয়া ও রফতানি হ্রাসের কারণে চীনের কোম্পানিগুলো ইস্পাত উৎপাদন কমিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের প্রকাশিত ডাটা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশটি গত মাসে ৭ কোটি ২০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। এটি ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে চীনের ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টন।

আমদানির খবরে পাইকারিতে কমলেও খুচরায় অপরিবর্তিত পেঁয়াজের দাম

Bonik Barta

দেশের বাজারে সম্প্রতি পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এ কারণে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিচ্ছে সরকার। তবে আমদানীকৃত পেঁয়াজের চালান এখনো দেশে পৌঁছেনি। ফলে আমদানির খবরে পাইকারিতে কিছুটা কমলেও খুচরায় এখনো অপরিবর্তিত মসলাপণ্যটির দাম। খুচরায় বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ১১৫-১২০ টাকায় লেনদেন হচ্ছে। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের চাক্তাই, কোরবানিগঞ্জ, আছদগঞ্জ ও পাহাড়তলির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসের শুরুতে পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি সর্বোচ্চ ১১৫ টাকায় পৌঁছেছিল। বর্তমানে তা কিছুটা কমে ১০৭ টাকায় নেমেছে। এছাড়া সাধারণ মানের দেশী পেঁয়াজ বেচাকেনা হচ্ছে কেজিপ্রতি ৯৮-১০৫ টাকায়। মূলত দেশীয় পেঁয়াজের আকারের ওপর নির্ভর করে দাম ওঠানামা করে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

Bonik Barta

ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার জ্বালানি কেন্দ্র নভোরোসিস্কের একটি ডিপোতে আঘাত হেনেছে। এরপর বন্দরটি জ্বালানি তেল রফতানি স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রভাবে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। এছাড়া গত সপ্তাহজুড়েও তা ঊর্ধ্বমুখী ছিল। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার ব্যারেলপ্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৪ ডলার ৩৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম পৌঁছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৪০ সেন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের মূল্যবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১ দশমিক ২ ও দশমিক ৬।

আমানত ও রেমিট্যান্স সংগ্রহের শীর্ষে ইসলামী ব্যাংক

Bonik Barta

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছর প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে। এর মাধ্যমে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করে ব্যাংক খাতে শীর্ষে অবস্থান করছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল ব্যবসায় পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএমডি মো. আলতাফ হুসাইন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের প্রধান ও করপোরেট শাখাপ্রধানরা।

মেট্রোরেল নির্মাণে ঋণ চুক্তির শর্তারোপ দ্বিতীয়বার দরপত্র ও আলোচনার সুযোগ নেই ডিএমটিসিএলের

Bonik Barta

বিমানবন্দর-কমলাপুর ও নতুনবাজার-পূর্বাচলের মধ্যে নির্মিতব্য মেট্রোরেল (এমআরটি লাইন ১) প্রকল্পটির অনুমোদিত নির্মাণ ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। পাতাল ও উড়ালপথের সমন্বয়ে এ মেট্রো লাইন নির্মাণের জন্য ঠিকাদাররা যে সর্বনিম্ন দর প্রস্তাব করেছেন, তাতে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ৯৭ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা। ঠিকাদাররা কাজের জন্য বেশি দর প্রস্তাব করায় এ প্রকল্পের একাধিক প্যাকেজে দ্বিতীয়বার দরপত্র আহ্বানের জন্য ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) অনুরোধ করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ডিএমটিসিএল। তবে জাইকা পুনরায় দরপত্র আহ্বানের অনুমতি দেয়নি। আবার জাইকার সঙ্গে হওয়া ঋণ চুক্তি অনুযায়ী, দর কমানোর জন্য ঠিকাদারদের সঙ্গে কোনো আলোচনাও করতে পারবে না ডিএমটিসিএল। এমন পরিস্থিতিতে প্রকল্পটির ব্যয় কমানোর কার্যত আর কোনো পথ ডিএমটিসিএলের হাতে নেই।

শীতে কমছে বিদ্যুতের চাহিদা, বাড়ছে বকেয়া

Bonik Barta

শীতের আবহ শুরু হতেই দেশে বিদ্যুতের চাহিদা কমে আসছে। দিনের বেলায় চাহিদা নেমে এসেছে আট হাজার মেগাওয়াটের নিচে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে যা আরো কমতে পারে। অন্যদিকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বকেয়া ধারাবাহিকভাবে বাড়ছে। স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বকেয়া চলতি বছরের মার্চ থেকে নিয়মিত পরিশোধ হচ্ছে না। এরই মধ্যে বিপিডিবির কাছে তাদের বকেয়ার পরিমাণ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। শীতে বিদ্যুতের ব্যবহার আরো কমলে বিপিডিবির রাজস্ব আয়ও কমে যাবে। তাতে কেন্দ্র ভাড়া ও অন্যান্য খরচের চাপ বাড়লে বকেয়ার অংক আরো বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Automated bond utilization permission mandatory for export industries

The Financial Express

Using automated system is made mandatory for issuing utilization permission (UP) for export-oriented industries from December 1, as allegations of misuse of duty-free facility galore. The National Board of Revenue (NBR) announced the decision Sunday, after a meeting with leaders of the country's business bodies. The UP would have to be obtained from the Customs Bond Management System (CBMS) developed to modernize, ensure transparency, and make the country's bond-management system technology-driven. The NBR launched the automated software January 1, 2025. However, the response from the exporters was not inspiring in the last 10 months to obtain automated UP, says a press statement issued by the NBR.

New shipping hub to spur Bangladesh's export growth

The Financial Express

A new shipping hub in sight at the Laldia Container Terminal (LCT) will help debottleneck Bangladesh's export growth and lower import costs, resulting in a trade boost, says the global chief executive of the foreign lessee. "It's going to create a port that can go from the current size of about 3000-TEU ships to double that. And what we know when we double the size of the ships, the slot cost goes down, (and) the efficiency goes up," says Keith Svendsen, Global CEO of APM Terminals. "And it would really help create much more flow and efficiency in the ocean part of the transport sector," says Mr Svendsen in an exclusive interview with The Financial Express, ahead of deal signing.

Here's why T-bond yields are rising again

The Financial Express

Yields on government securities (G-Secs) have again crossed 10 per cent as the government's appetite for fresh funds has increased ahead of the national polls scheduled for February this year The rise and fall of yields depend on the government's fund requirement to meet the budgetary shortfall and the liquidity situation in banks. The policy rate set by the Bangladesh Bank also influences T-bond interest rates, as banks borrow from the central bank at the repo rate - 10 per cent at present - the same as the policy rate. The yield on 20-year Treasury bonds peaked at 12.75 per cent in March this year. Similar to the long-term investment instrument, medium- and short-term investment tools had also gone remarkably high by that time, as the government needed funds to meet the last phase of the Annual Development Programme (ADP) implementation target in FY25 amid an overall economic slowdown.

মূল্যস্ফীতি উদ্বেগের মধ্যে খাদ্যপণ্যে শুল্ক কমাল ট্রাম্প প্রশাসন

Bonik Barta

মার্কিন বাজারে নিত্যপ্রয়োজনীয় ২০০টির বেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ এসব পণ্যের ওপর শুল্কছাড় কার্যকর হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। মূল্যস্ফীতি নিয়ে ভোক্তাদের ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এটি ওয়াশিংটনের বড় নীতিগত পরিবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। এতদিন ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন তার আরোপিত আমদানি শুল্ক মূল্যস্ফীতি বাড়াচ্ছে না। তবে সাংবাদিকদের শুক্রবার তিনি বলেন, কিছু ক্ষেত্রে দাম বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই।

বৈশ্বিক অংশীদারত্বে ২০ মিলিয়ন ডলারের লাইফলাইন, বেক্সিমকোর বন্ধ ১৫ কারখানা চালু হবে ডিসেম্বরে

The Business Standard

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইলসভুক্ত ১৫টি কারখানা। এজন্য বেক্সিমকো টেক্সটাইলসের বড় ঋণদাতা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, জাপানী কোম্পানি রিভাইভাল গ্রুপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোমিলির যৌথ উদ্যোগ এবং বেক্সিমকো গ্রুপের মধ্যে আগামী সপ্তাহে লিজ চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বেক্সিমকো গ্রুপের কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবার চুক্তির খসড়া জনতা ব্যাংকের বোর্ডে অনুমোদনের পর এই চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। আর শ্রম উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি চুক্তিটি অনুমোদনের পর কারখানাগুলো চালু হবে।

ফের ব্যর্থ অপারেটর নিয়োগের চেষ্টা; অলস পড়ে আছে ৮,৩০০ কোটি টাকার তেল খালাস স্থাপনা

The Business Standard

মহেশখালীর অদূরে বাংলাদেশের ফ্ল্যাগশিপ অপরিশোধিত তেল আমদানির স্থাপনা—৮ হাজার ৩০০ কোটি টাকার সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পটি—আরও বেশ কিছুদিন অব্যবহৃতই পড়ে থাকতে পারে। কারণ এটি পরিচালনার জন্য অপারেটর নিয়োগের সর্বশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। এসপিএম নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে (সিপিপিইসি) প্রথমে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আওতায় স্থাপনাটি পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই পরিকল্পনা বাতিল করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এক ডজনেরও বেশি কোম্পানি দরপত্র কিনলেও জমা দেয় মাত্র দুটি প্রতিষ্ঠান: বয়া প্রস্তুতকারক ব্লুওয়াটারের সঙ্গে সিপিপিইসির যৌথ উদ্যোগ এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পারতামিনা। এর মধ্যে সিপিপিইসি-ব্লুওয়াটারকে অযোগ্য ঘোষণা করা হয় এবং পারতামিনার প্রস্তাবিত দর বাজেটের চেয়ে বেশি ছিল।

এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহেও স্থিতিশীল ছিল এলএনজির দাম

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে। চুক্তিভিত্তিক পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী চাহিদা জ্বালানি পণ্যটির দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স ও বেয়ার্ড মেরিটাইম। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ডিসেম্বরে সরবরাহের জন্য স্পট মার্কেটে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ১০ সেন্ট। এ সময় জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে পণ্যটি প্রতি এমএমবিটিইউ ১১ ডলার ৫ সেন্টে বেচাকেনা হয়।

BB to halt sale of savings certificates, prize bonds

The Financial Express

Bangladesh Bank is set to discontinue five types of customer-level services, including the sale of Savings Certificates (Sanchayapatra) and Prize Bonds, as part of a major move to modernise its operations and strengthen security at its main offices.The central bank’s Motijheel office will initially cease these services from 30 November. The decision will be rolled out gradually across its divisional offices outside Dhaka.