Date Title Summary Sector Sub Sector Source Link
17-NOV-2025 শীতে কমছে বিদ্যুতের চাহিদা, বাড়ছে বকেয়া শীতের আবহ শুরু হতেই দেশে বিদ্যুতের চাহিদা কমে আসছে। দিনের বেলায় চাহিদা নেমে এসেছে আট হাজার মেগাওয়াটের নিচে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে যা আরো কমতে পারে। অন্যদিকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বকেয়া ধারাবাহিকভাবে বাড়ছে। স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বকেয়া চলতি বছরের মার্চ থেকে নিয়মিত পরিশোধ হচ্ছে না। এরই মধ্যে বিপিডিবির কাছে তাদের বকেয়ার পরিমাণ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। শীতে বিদ্যুতের ব্যবহার আরো কমলে বিপিডিবির রাজস্ব আয়ও কমে যাবে। তাতে কেন্দ্র ভাড়া ও অন্যান্য খরচের চাপ বাড়লে বকেয়ার অংক আরো বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। Power & Energy Power-Transmission Bonik Barta View
11-NOV-2025 বকেয়ার ৩ কোটি ডলার পরিশোধ করেছে বিপিডিবি, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে আদানি অর্থপরিশোধ নিয়ে চলমান বিরোধের মধ্যেই—বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানি পাওয়ারকে ৩ কোটি ডলার পরিশোধ করেছে। এর ফলে বিদ্যুৎ আমদানি বিল বকেয়া নিয়ে ভারতীয় বিদ্যুৎ উৎপাদক জায়ান্টটির পক্ষ থেকে দেওয়া সরবরাহ বন্ধের হুমকি আপাতত ঠেকানো গেছে বলে মনে করা হচ্ছে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিপিডিবি গতকাল বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ডলারের একটি লেটার অব ক্রেডিট (এলসি) খুলে অর্থ পাঠিয়েছে। আদানির দাবিকৃত ৪৯৬ মিলিয়ন (৪৯.৬০ কোটি) ডলারের মধ্যে আংশিক অর্থ পরিশোধের মাধ্যমে বিপিডিবি ১,৬০০ মেগাওয়াট সক্ষমতার ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছে। Power & Energy Power-Transmission Bonik Barta View
21-OCT-2025 মার্চে শেষ হচ্ছে ত্রিপুরার বিদ্যুৎ ক্রয় চুক্তি, নবায়নে তোড়জোড় এনভিভিএনের ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি)। এর মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। বিপিডিবির সঙ্গে চুক্তি নবায়নের জন্য এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে ভারতীয় কোম্পানি বিদ্যুৎ ভ্যাপর নিগম লিমিটেড (এনভিভিএন)। ভারতীয় গণমাধ্যম পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এনভিভিএন ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে নেয়া বিদ্যুতের ক্রয় চুক্তি নবায়নে কাজ শুরু করেছে। কোম্পানির কর্মকর্তারা ১৮ অক্টোবর পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেন। Power & Energy Power-Transmission Bonik Barta View
14-OCT-2025 বাংলাদেশে জলবিদ্যুৎ রফতানিতে সড়ক ব্যবহার করতে দেবে ভারত বাংলাদেশে জলবিদ্যুৎ রফতানির ক্ষেত্রে ভারত তার সড়ক ব্যবহার করতে দেবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহী ভুটান জানিয়ে তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে ২০২৩ সালের ট্রানজিট চুক্তি অনুযায়ী একটি ট্রায়াল রান পরিচালিত হচ্ছে। এরই মধ্যে সেপ্টেম্বরে একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এটি ট্রানজিট অনুযায়ী সড়কপথে ভুটান যাবে।’ রাজধানীর ইস্কাটনে গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত কান্ট্রি লেকচারে এ কথা বলেন ভুটানের রাষ্ট্রদূত হামু দর্জি। ‘বাংলাদেশ-ভুটান সম্পর্ক: পারস্পরিক সমৃদ্ধির পথে বন্ধুত্বের নতুন দিগন্ত’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। Power & Energy Power-Transmission Bonik Barta View
26-JUN-2025 জুনেই পরিশোধ করল ৪ হাজার ১০৮ কোটি টাকা সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ভর্তুকির ৩ হাজার ৬০০ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সেখানে আদানি পাওয়ারকে বকেয়া হিসেবেই পরিশোধ করা হয়েছে প্রায় ৪ হাজার ১০৮ কোটি টাকা বা ৩৩ কোটি ৬০ লাখ ডলার। অথচ ভারতের এ প্রতিষ্ঠানটির সঙ্গে করা চুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও তার সমাধান হয়নি এখনো। উল্টো নানা চাপ দিয়ে আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি অর্থ আদায় করে নিচ্ছে আদানি। বিদ্যুৎ বিক্রি বাবদ বিপিডিবির কাছে আদানি পাওয়ারের বিপুল পরিমাণ পাওনা বকেয়া পড়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। তখন যা পরিশোধ করা হতো প্রতি মাসে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার চেয়ে তিন-চার গুণ আদায় করছে আদানি। Power & Energy Power-Transmission Bonik Barta View
24-JUN-2025 মেঘনা ইকোনমিক জোনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের (এমইজেডএল) আওতাধীন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা হবে। এজন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ ও মেঘনা ইকোনমিক জোনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকায় বিআরইবির সদর দপ্তরে গতকাল প্রতিষ্ঠান তিনটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বিআরইবির সচিব দিলরুবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশের কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং এমজিআই চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিআরইবি সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আবদুর রহিম মল্লিক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহিদুল ইসলাম, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেন, সিনিয়র জিএম শেখ মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১), পাওয়ার গ্রিড বাংলাদেশের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (সিস্টেম প্ল্যানিং) মো. মামুনুর রহমান ও এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. শরফুদ্দিন হোসেন, ডেপুটি অ্যাডভাইজর একেএম মনোয়ার হোসেন আখন্দসহ উপস্থিত ছিলেন. Power & Energy Power-Transmission Bonik Barta View
15-JUN-2025 আজ নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ পেতে শুরু করবে বাংলাদেশ আজ হতে আনুষ্ঠানিকভাবে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী পাঁচ মাস ভারত হয়ে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে। চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, নেপাল থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনাও খতিয়ে দেখছে। কারণ, শীতের সময় নেপালের নদীতে ভারী তুষারপাতের কারণে নেপালের জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। শীতকালে দেশের বিদ্যুৎ ব্যবহার কমে যাওয়ায় নীতিনির্ধারকরা মনে করছেন, বাংলাদেশ একই পরিমাণ বিদ্যুৎ নেপালে রপ্তানি করতে পারে। এতে দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ জ্বালানি বাণিজ্য গড়ে উঠবে। ফাওজুল কবির খান বলেন, 'আমরা শীতকালে বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব পাঠাব।' তিনি আরও বলেন, 'এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা নেপালের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠাব, যাতে সম্ভাব্য বিদ্যুৎ রপ্তানি নিয়ে আলোচনা শুরু করা যায়।' এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি চূড়ান্ত করতে কাঠমান্ডুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষর করে। Power & Energy Power-Transmission The Business Standard View
24-APR-2025 Govt arms up to face summer power crisis, goes for equal load-shedding in cities, villages As temperatures inch upward and the sun readies its summer assault, the government has begun laying out its battle plan to stave off an impending power crisis – this time with a more equitable approach than in years past. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Gone is the old playbook of funneling electricity into Dhaka's arteries at the cost of dimming rural homes, officials say. The interim administration has drawn a line in the sand: this summer, villages will not be left to sweat in silence so that city lights and air conditioners (ACs) can stay on. In a move emblematic of this fresh resolve, the Power Division is turning to heavy fuel oil (HFO)-based power plants, run by independent power producers (IPPs), to bolster the grid. These high-cost, high-output plants have often remained idle in peacetime, but the IPPs now say they are on standby – ready to fire up their turbines. Money, often the weakest link in this chain, has been fast-tracked. The Finance Division has released Tk2,400 crore to secure imports of liquefied natural gas – a key fuel for power generation. In tandem, the government has quietly settled its outstanding dues with international energy partners, a gesture aimed at mending frayed ties and ensuring supply stability. Power & Energy Power-Transmission The Business Standard View
13-APR-2025 Adani shuts both units of 1,496mw plant, restarts one After suspending electricity supply from both the units of a dedicated plant for 18 hours, in a recurrent seesaw, India's Adani resumed operation of one unit on Saturday evening to a sigh relief from imminent outages in Bangladesh, said sources. The Adani Power Jharkhand Ltd (APJL) plant had shut full-scale operations at the zero-hour Saturday citing a technical fault, stated the state-run Bangladesh Power Development Board (BPDB) about the shutdown of operation of the power plant located inside Indian territory. "The unit-1 of the 1,496-megawatt power plant was synchronized with the power-distribution systems at around 6:15 pm on the day and electricity generation reached around 45.79mw during the writing of the report at 7 pm," an official familiar with the matter told The Financial Express. Power & Energy Power-Transmission The Financial Express View
06-APR-2025 বাতিল হয়নি চুক্তি, সংস্কারে ধীরগতি আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি, লুণ্ঠন বন্ধ এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি ও আর্থিক চাপ কমাতে শুরুতেই এ খাতের বিশেষ আইন স্থগিত এবং পরে বাতিল করা হয়। পাশাপাশি বিদ্যুতের ক্রয়চুক্তি পর্যালোচনা, ট্যারিফ সংশোধনেরও উদ্যোগ নেয়া হয়। কিন্তু সরকারের ক্ষমতা গ্রহণের আট মাস পেরিয়ে গেলেও এ উদ্যোগে বিদ্যুতের সামগ্রিক ব্যয় যেমন কমেনি, তেমনি ভোক্তার বিদ্যুৎ খরচও কমানো যায়নি। এমনকি বিদ্যুতের কোনো ক্রয়চুক্তিও বাতিল করতে পারেনি অন্তর্বর্তী সরকার। Power & Energy Power-Transmission Bonik Barta View
15-MAR-2025 Govt to buy three spot LNG cargoes by mid-April Bangladesh’s state-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) intends to buy three spot liquefied natural gas (LNG) cargoes by mid-April to meet mounting demand during summer. RPGCL has already floated tenders to purchase the spot LNG cargoes for the April 01-02, April 12-13 and April 14-15 delivery windows, a senior RPGCL official told The Financial Express on Saturday. RPGCL might float more tenders to buy spot LNG cargoes to meet the scorching summer demand in April, which is considered the hottest month of summer in Bangladesh, said the official. The country’s energy demand is expected to go up from early April and in subsequent months with the rise of the mercury, he said. Bangladesh bought four spot LNG cargoes for March delivery windows. The bid winners will deliver the LNG cargoes to Moheshkhali island in the Bay of Bengal, with options to discharge the cargo at either of the country’s two floating storage re-gasification units (FSRUs) located on Moheshkhali island. RPGCL, a wholly owned subsidiary of state-run Bangladesh Oil, Gas, and Mineral Corporation, or Petrobangla, looks into LNG trading in Bangladesh.The volume of each spot LNG cargo will be around 3.36 million MMBtu. Bangladesh previously awarded its latest spot LNG cargo tender to Excelerate Energy LP for the March 25-26 delivery window at US$14.30 per million British Thermal unit (MMBtu). Power & Energy Power-Transmission The Financial Express View
12-MAR-2025 Conglomerate resumes full-scale electricity export to Bangladesh India's Adani resumes full-scale operation and supply of electricity from both of its dedicated power-plant units following a call from Bangladesh at the start of Ramadan. The Adani Power Jharkhand Ltd (APJL) plant supplied around 1,362 megawatts (MW) of electricity against its combined capacity to supply 1,496 MWs on Monday, according to official data from the state-run Bangladesh Power Development Board (BPDB). The power board last month asked the Indian conglomerate to resume full operations at APJL to meet a mounting demand here during Ramadan and the upcoming summer. The Indian firm supplied electricity from both of its units, each having a generation capacity of 750 MWs, in October 2024. Power & Energy Power-Transmission The Financial Express View
11-MAR-2025 কয়লা আমদানিতে চীনের রেকর্ড চীনের কয়লা আমদানি চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে। শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত চীনের কয়লা আমদানির পরিমাণ ছিল ৭ কোটি ৬১ লাখ ২০ হাজার টন। গত বছরের একই সময় দেশটি ৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করেছিল। বছরের প্রথম দিকে চীনের কয়লা আমদানি বাড়লেও সামনের দিনগুলোয় তা উল্লেখযোগ্য হারে কমতে পারে। সাংহাইভিত্তিক গ্যালাক্সি ফিউচার্সের এক বিশ্লেষক রয়টার্সকে বলেন, ‘‌জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে কয়লার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আমদানি মুনাফা কমেছে। বন্দরে জ্বালানি পণ্যটির মজুদও বেশি। এ কারণে ধারণা করা হচ্ছে, মার্চ ও এপ্রিলে কয়লা আমদানির বার্ষিক বৃদ্ধির হার আরো কমে যাবে।’চীনের কয়লা আমদানি ক্রমে চাপের মুখে পড়ছে। গত সপ্তাহে দুটি প্রধান শিল্প সংস্থা নিম্নমানের কয়লা আমদানির ওপর সীমাবদ্ধতা আরোপের আহ্বান জানিয়েছে। এছাড়া স্বাভাবিক গড়ের তুলনায় বেশি তাপমাত্রা থাকায় চাহিদা কমেছে, যা প্রভাব পড়েছে অভ্যন্তরীণ দামে। এদিকে প্রধান কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান শেনহুয়া এনার্জি বন্দরের মজুদ বাড়তে থাকায় স্পট আমদানি স্থগিত করেছে। Power & Energy Power-Transmission Bonik Barta View
05-MAR-2025 ২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী এলএনজির চাহিদা বাড়তে পারে ৬০ শতাংশ বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা ২০৪০ সালের মধ্যে ৬০ শতাংশ বাড়তে পারে। চাহিদা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে এশিয়ার দেশগুলোর দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্প খাতকে কার্বনমুক্ত করার উদ্যোগ হিসেবে এলএনজির ব্যবহার বৃদ্ধি। ব্রিটিশ বহুজাতিক জ্বালানি কোম্পানি শেলের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এমন পূর্বাভাস উঠে আসে। শেলের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সাল নাগাদ বৈশ্বিক এলএনজির চাহিদা পৌঁছতে পারে ৬৩ কোটি থেকে ৭১ কোটি ৮০ লাখ টনে। গত বছর জ্বালানি পণ্যটির মোট চাহিদা ছিল ৪০ কোটি ৭০ লাখ টন। এর আগে দেয়া পূর্বাভাসে কোম্পানিটি জানিয়েছিল, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী এলএনজির চাহিদা পৌঁছতে পারে ৬২ কোটি ৫০ লাখ থেকে ৬৮ কোটি ৫০ লাখ টনে। কোম্পানিটির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের পূর্বাভাসের তুলনায় এ হার ১০ শতাংশীয় পয়েন্ট বেশি। এছাড়া এটি ভারত ও চীনের ঊর্ধ্বমুখী চাহিদার প্রতিফলন। Power & Energy Power-Transmission Bonik Barta View
22-FEB-2025 ২০২৬ সাল থেকে বিশ্বব্যাপী এলএনজির সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা এলএনজিভিত্তিক নতুন কয়েকটি প্রকল্প আগামী বছর চালু হতে পারে। এটি তুরস্ক, ভারত ও জাপানসহ ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশগুলোকে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। সরবরাহ বাড়ায় সামনের দিনগুলোয় জ্বালানি পণ্যটির দামও কমে আসতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বিরল আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান। ফাতিহ বিরল বলেন, ‘‌বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ বৃদ্ধি শুরু হতে পারে ২০২৬ সাল থেকে। পরবর্তী তিন বছর এ ধারাবাহিকতা বজায় থাকবে।’ তিনি জানান, ছয়-সাত বছর আগে যুক্তরাষ্ট্র ও কাতারে কয়েকটি এলএনজি প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছিল। বর্তমানে তা শেষ হওয়ার পথে রয়েছে। শিগগিরই এসব প্রকল্প থেকে সরবরাহ করা এলএনজি বাজারে আসবে। ফলে কমে আসবে প্রাকৃতিক গ্যাসের দাম। আইইএ প্রধান বলেন, ‘‌নতুন সরবরাহে ইউরোপ, তুরস্ক, ভারত ও জাপানের মতো প্রধান আমদানিকারক দেশগুলো উপকৃত হবে। সামনের দিনগুলোয় দেশগুলোর বাণিজ্যিক অবস্থান শক্তিশালী হবে।’ আইইএর তথ্যানুসারে, গত বছরে বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ প্রায় ২ শতাংশ বেড়েছিল। তবে এটি চার বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি। সে সময় এলএনজি সরবরাহ বেড়েছে মাত্র এক হাজার কোটি ঘনমিটার। চলতি বছর এলএনজি উৎপাদন ৬ শতাংশ বাড়তে পারে। এতে বিশ্বব্যাপী গ্যাসের সরবরাহ বাড়তে যাচ্ছে তিন হাজার কোটি ঘনমিটার। Power & Energy Power-Transmission Bonik Barta View
18-FEB-2025 গরম ঘনাচ্ছে; রমজানে বিদ্যুৎ চাহিদা মেটাতে তোড়জোড় সরকারের রমজান ও গ্রীষ্মের তীব্রতা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি বাড়ানো এবং এয়ার কন্ডিশনার ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের মতো পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হিসাব অনুযায়ী, রমজানে বিদ্যুতের ব্যবহার চার হাজার মেগাওয়াটের বেশি বাড়তে পারে। এর ফলে পিক আওয়ারে বর্তমান চাহিদা ১১ হাজার ৮০৮ মেগাওয়াট থেকে বেড়ে প্রায় ১৬ হাজার মেগাওয়াটে পৌঁছাবে। এ চাহিদা সামাল দিতে হলে সরকারকে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্তরের কাছাকাছি যেতে হবে। ২০২৪ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ রেকর্ড-সর্বোচ্চ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল। Power & Energy Power-Transmission The Business Standard View
16-FEB-2025 Adani agrees to restore full power supply Adani Power has agreed to fully restore supply from a 1,600 MW India power plant to Bangladesh in a few days after a gap of three months but has rejected Dhaka's request for discounts and tax benefits, two sources told Reuters. Billionaire Gautam Adani's company halved supply to Bangladesh on October 31 due to payment delays as the country battled a foreign exchange shortage. This led to the shutdown of one of the two equal-sized units of the plant on November 1, followed by Bangladesh's request to keep supplying only half the power, citing low winter demand and as the payment issue bubbled. Ahead of summer demand and on Bangladesh Power Development Board's (BPDB) request, Adani Power has agreed to resume full supplies by next week, said the two sources who had direct knowledge of the matter but declined to be named as they were not authorised to talk to the media. The plant in eastern India sells only to Bangladesh. Power & Energy Power-Transmission The Business Standard View
16-FEB-2025 Adani agrees to restore full power supply NEW DELHI, Feb 14: Adani Power has agreed to fully restore supply from a 1,600 MW India power plant to Bangladesh in a few days after a gap of three months but has rejected Dhaka's request for discounts and tax benefits, two sources told Reuters. Billionaire Gautam Adani's company halved supply to Bangladesh on October 31 due to payment delays as the country battled a foreign exchange shortage. This led to the shutdown of one of the two equal-sized units of the plant on November 1, followed by Bangladesh's request to keep supplying only half the power, citing low winter demand and as the payment issue bubbled. Ahead of summer demand and on Bangladesh Power Development Board's (BPDB) request, Adani Power has agreed to resume full supplies by next week, said the two sources who had direct knowledge of the matter but declined to be named as they were not authorized to talk to the media. The plant in eastern India sells only to Bangladesh. Power & Energy Power-Transmission The Financial Express View
11-FEB-2025 Dhaka-Ctg pipeline may become operative in April The Dhaka-Chattogram fuel oil transportation pipeline is likely to become operational in April as the project is completed. The 250km pipeline is likely to be commissioned next month, while Bangladesh Petroleum Corporation (BPC) plans to commence transporting fuel oil in April under its own management, said sources. Implemented at a cost of Tk 36 billion, it is Bangladesh's first-ever oil transport pipeline project, which aims to save time, reduce transportation costs, and reduce system losses and environmental pollution. BPC officials said the pipeline would save Tk 1.5 billion in transportation costs per year, adding its pre-commissioning is underway. The pipeline will transport over 2.7 million metric tonnes of diesel, including high speed diesel (HSD), annually and has been designed with a future capacity increase to 5 million metric tonnes. HSD is one of the most important fuel types for agricultural work in the northern districts. Under the project, 241.28 kilometres of pipelines have been installed from Guptakhal in Patenga to Godnail in Narayanganj via Feni, Cumilla, Chandpur, and Munshiganj. Power & Energy Power-Transmission Bonik Barta View
06-FEB-2025 ভর্তুকি কমাতে বিদ্যুৎ কেনার বেঞ্চমার্ক দাম নির্ধারণ করবে সরকার: জ্বালানি উপদেষ্টা বিদ্যুতের ভর্তুকি নিয়ে সরকার অনেক চাপে থাকলে নিকট ভবিষ্যতে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, "বিদ্যুতের ভর্তুকি কমাতে সরকারের পাওয়ার পারচেজ রেট কমানোর জন্য বেঞ্চমার্ক প্রাইস নির্ধারণ করে তা কার্যকর করা হবে।" বুধবার (৫ ফেব্রুয়ারি) আসন্ন রমজান ও গ্রীষ্ম মওসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রস্তুতি মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। Power & Energy Power-Transmission The Business Standard View
24-JAN-2025 রুশ গ্যাস বন্ধে ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে ইইউ রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ। সম্প্রতি সৌদি আরবের ফিউচার মিনারেলস ফোরামে তিনি বলেন, ‘‌রাশিয়া থেকে গ্যাস নেয়া বন্ধের পর অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ রাশিয়ার অর্থনীতি স্থিতিশীলতা প্রদর্শন করছে।’ Power & Energy Power-Transmission Bonik Barta View
19-JAN-2025 প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের ৬১১ কোটি টাকা লোকসান সঞ্চালন লাইনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বড় অংকের বিদেশী ঋণ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এসব বিদেশী ঋণ নিয়ে বিপাকে পড়েছে কোম্পানিটি। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) টাকার অবমূল্যায়নের কারণে কোম্পানিটির ৬১১ কোটি টাকা লোকসান হয়েছে। ফলে এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ২৫৬ কোটি টাকায়। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল অনুষ্ঠিত সভায় প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে পাওয়ার গ্রিডের পর্ষদ। Power & Energy Power-Transmission Bonik Barta View
27-DEC-2024 অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি চার বছরের সর্বোচ্চে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটির অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির পরিমাণ ছিল ৯৩ লাখ টন। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। এদিকে চলতি বছরের প্রথম ১১ মাসেও (জানুয়ারি-নভেম্বর) অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ ছিল ৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টন, গত বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টন। উল্লেখ্য, ২০২০ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন সরকার কভিড-১৯ মহামারীর উৎপত্তি নিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। সে সময় চীন ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। বিষয়টিকে চীন তার প্রতি মহামারী ছড়ানোর অভিযোগ ও দোষারোপের ইঙ্গিত হিসেবে দেখেছিল। এর প্রতিক্রিয়ায় দেশটি অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানিতে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। তবে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ উৎপাদন ও ইস্পাত তৈরির জন্য উচ্চ মানের অস্ট্রেলিয়ান কয়লা চীনের আমদানিকারকদের পছন্দের শীর্ষে। পরে চীন এ নিষেধাজ্ঞা শিথিল করে। Power & Energy Power-Transmission Bonik Barta View
22-DEC-2024 চীনে পাইপলাইনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার গত ২০ ডিসেম্বর রাশিয়া থেকে চীনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে রপ্তানি করা হয়েছে। এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম পিজেএসসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ কত, সেটি সুনির্দিষ্ট করেনি গ্যাজপ্রম। এর আগে সর্বোচ্চ গ্যাস রপ্তানি করা হয়েছিল গত ৭ ডিসেম্বরে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইউরোপের সাথে রাশিয়া জ্বালানি ব্যবসা কিছুটা মন্থর হয়ে পড়েছে। তবে পাওয়ার অব সাইবেরিয়ান পাইপলাইন শুরুর পর গত পাঁচ বছরে চীনে গ্যাস সরবারাহের পরিমাণ ক্রমশ বেড়েছে। সেক্ষেত্রে চলতি বছর দেশটিতে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস রপ্তানি প্রথমবারের মতো ইউরোপকেও ছাড়িয়ে গেছে। Power & Energy Power-Transmission The Business Standard View
20-DEC-2024 জ্বালানি রূপান্তরে ইউরোপের বিদ্যুৎ অবকাঠামোর সক্ষমতা নিয়ে প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ২০৩০ সালের মধ্যে ন্যূনতম ৪২ দশমিক ৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করার লক্ষ্য অর্জন করতে হবে। এর অর্থ অঞ্চলজুড়ে বিদ্যুতায়ন বাড়াতে পারে। লক্ষ্যমাত্রার মেয়াদ যত কাছাকাছি আসছে, বিদ্যুতের চাহিদাও তত বাড়ছে। তবে ইউরোপের বিদ্যুৎ অবকাঠামো পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের জন্য প্রস্তুত কিনা সে বিষয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। ইউরোপীয় বহুজাতিক বিদ্যুৎ ও গ্যাস কোম্পানি ইওএন বলছে, বিদ্যুৎ অবকাঠামো নিয়ে সক্ষমতা ও সমন্বিতকরণের সমস্যায় ভুগছে ইউরোপ। কোম্পানির সিইও লিওনহার্ড বার্নবাউম উদাহরণ দিয়ে বলেন, ‘আপনার এলাকার সড়কগুলো কল্পনা করুন, যেগুলো দৈনিক গাড়ির চাপ সামলানোর উপযোগী। এবার সে সড়কে আরো দুই কোটি গাড়ি নামিয়ে দিন। চিন্তা করতে পারেন যানজট, দুর্ঘটনা ও বিলম্ব কতটা সমস্যা তৈরি হবে? ইউরোপের বিদ্যুৎ অবকাঠামো নিয়ে আমরা ঠিক এ সমস্যার মুখোমুখি হচ্ছি।’ Power & Energy Power-Transmission Bonik Barta View
01-DEC-2024 Merchant power plant policy overthrows indemnified IPP regime A newly devised mechanism styled merchant power plant policy (MPPP) provides for business-to-business electricity trade to replace the indemnified Independent Power Producers (IPPs) law that allows only private-to-public electricity business.Power, energy and mineral resources adviser of the interim government Muhammad Fouzul Kabir Khan Saturday unveiled power-sector overhaul plans that include this transition. Explaining the new policy features, he said the power producers will have to find their own customers while the government will purchase a maximum 10-20 per cent of power from such plants and will provide transmission facilities in exchange for rent. The adviser made the declaration while addressing as chief guest a seminar titled 'Rapid Transition to Renewables: Role of Domestic Financial Institutions', organised by Economic Reporters Forum (ERF) at its auditorium. Power & Energy Power-Transmission The Financial Express View
01-DEC-2024 বিপিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করে সর্বোচ্চ অর্থ নিয়েছে আদানিসহ ১০ কোম্পানি সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে আইপিপি ও ভাড়াভিত্তিক বহু কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এছাড়া ভারত থেকেও বিপুল অর্থ ব্যয় করে আমদানি হচ্ছে বিদ্যুৎ। ২০২৩-২৪ অর্থবছরে আইপিপি-রেন্টাল ও ভারত থেকে অন্তত ৭৯ হাজার ৩৯০ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বিপিডিবি। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়েছে আদানি পাওয়ারসহ ১০টি কোম্পানি। টাকার অংকে ৪৭ হাজার ১৯৭ কোটি। কেবল আদানিই নিয়েছে ১২ হাজার ১৪৬ কোটি টাকার বেশি।বিপিডিবির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার গত অর্থবছরে বিপিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করে ৮১৬ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার কিলোওয়াট। বিপরীতে অর্থ নিয়েছে ১২ হাজার ১৪৬ কোটি ৯৬ লাখ টাকা। বিদ্যুৎ বিক্রি করে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ নিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। পটুয়াখালীর পায়রায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি গত অর্থবছর বিপিডিবির কাছে মোট ৭৫৪ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার কিলোওয়াট বিদ্যুৎ বিক্রি করে। বিনিময়ে এ সময়ে কোম্পানিটি ৮ হাজার ৯৩১ কোটি ৭৩ লাখ টাকা পেয়েছে। Power & Energy Power-Transmission Bonik Barta View
Id Title Summary Sector Sub Sector Source Link