| 10-JAN-2026 |
গত বছর চিলির কোদেলকোয় ১৩ লাখ ৩২ হাজার টন তামা উত্তোলন |
চিলির রাষ্ট্রায়ত্ত তামা উত্তোলনকারী কোম্পানি কোদেলকো। প্রতিষ্ঠানটিতে গত বছর ধাতুপণ্যটির উত্তোলন কিছুটা বেড়েছে। চিলির সংবাদমাধ্যম দৈনিক লা তেরসেরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কোদেলকোয় মোট তামা উত্তোলন দাঁড়িয়েছে ১৩ লাখ ৩২ হাজার টনে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় চার হাজার টন বেশি।প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে কোদেলকোয় তামা উত্তোলনের পরিমাণ ছিল ১৩ লাখ ২৮ হাজার টন। তবে উত্তোলনের এ পরিসংখ্যান নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কোদেলকো কর্তৃপক্ষ। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 21-DEC-2025 |
চীনে ইস্পাত উৎপাদন কমেছে |
চলতি বছর চীনে ইস্পাত উৎপাদন সাত বছরের মধ্যে সর্বনিম্নে নামতে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে নভেম্বরে ইস্পাত উৎপাদন কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টনে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ কম। ধারাবাহিকভাবে টানা ছয় মাস ধরে উৎপাদন কমেছে ধাতব পণ্যটির। নভেম্বরে উৎপাদনের পরিমাণ নেমে এসেছে ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্নে। খবর হেলেনিক শিপিং নিউজ। চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের মোট ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ৮৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টনে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম। নভেম্বরের দৈনিক উৎপাদনের ধারা ডিসেম্বরেও বহাল থাকলে পুরো বছরের মোট উৎপাদন দাঁড়াতে পারে প্রায় ৯৬ কোটি ৪০ লাখ টনে। সেক্ষেত্রে ২০১৮ সালের পর এটিই হবে সর্বনিম্ন বার্ষিক উৎপাদন। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 03-DEC-2025 |
ছয় সপ্তাহের সর্বোচ্চ থেকে কিছুটা কমেছে স্বর্ণের দাম |
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনায় সোমবার ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছিল স্বর্ণের দাম। এতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা (প্রফিট টেকিং) তৈরি হয়েছে। এ কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় কমে এসেছে। এছাড়া এ সময় মার্কিন ট্রেজারি ইল্ড বৃদ্ধিও মূল্যবান ধাতুটির দরপতনের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২০৩ ডলার ৫৫ সেন্টে নেমে আসে। এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয় ৪ হাজার ২৩৪ ডলার ৪০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ কম।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 30-NOV-2025 |
পরিশোধিত তামার উৎপাদন প্রবৃদ্ধি শ্লথ হয়ে আসার আশঙ্কা |
বিশ্বব্যাপী পরিশোধিত তামার উৎপাদন প্রবৃদ্ধি আগামী বছর উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেতে পারে। ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপের (আইসিএসজি) সেক্রেটারি জেনারেল পল হোয়াইট ওয়ার্ল্ড কপার কনফারেন্স ২০২৫-এ দেয়া এক বক্তব্যে এমন পূর্বাভাস দেন। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ। পল হোয়াইট জানান, ২০২৬ সালে পরিশোধিত তামার উৎপাদন প্রবৃদ্ধি হতে পারে দশমিক ৯ শতাংশ, যা আগে প্রকাশিত ৩ দশমিক ৪ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। তিনি আরো জানান, আগামী বছর তামার বাজারে ১ লাখ ৫০ হাজার টন ঘাটতি দেখা দিতে পারে। এ সময় পরিশোধিত তামার ব্যবহার বাড়তে পারে ২ দশমিক ১ শতাংশ। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 26-NOV-2025 |
বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের বাজারদর |
ডলারের বিনিময় হার বাড়ার পরও গতকাল বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে ভূমিকা রেখেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা বৃদ্ধি। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৪১ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি মূল্য ছিল ৪ হাজার ১৩৯ ডলার ১০ সেন্ট। এটি আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 17-NOV-2025 |
চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ১২ শতাংশ |
চীনে অক্টোবরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ। মাস ভিত্তিতে তা ২ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া-সংক্রান্ত বিধিনিষেধ, মুনাফা কমে যাওয়া ও রফতানি হ্রাসের কারণে চীনের কোম্পানিগুলো ইস্পাত উৎপাদন কমিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের প্রকাশিত ডাটা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশটি গত মাসে ৭ কোটি ২০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। এটি ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে চীনের ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টন।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 16-NOV-2025 |
চাহিদা কমার ইঙ্গিতে ব্যবহারিক ধাতুর দরপতন |
শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক তথ্যের দুর্বলতায় বিশ্ববাজারে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চলতি বছর আরেক দফা সুদহার হ্রাস নিয়ে প্রত্যাশা কমেছে। এটিও ধাতবপণ্যের দাম কমার বড় কারণ বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে শুক্রবার তামার দাম ১ শতাংশ কমে টনপ্রতি ১০ হাজার ৮৫০ ডলারে নেমে আসে। এদিনে লেনদেনের এক পর্যায়ে ধাতবপণ্যটির দাম টনপ্রতি ১০ হাজার ৮২২ ডলারে নেমে গিয়েছিল। তবে সপ্তাহ ভিত্তিতে ধাতবপণ্যটির মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২ শতাংশ।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 16-NOV-2025 |
চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের মজুদ আবিষ্কার |
চীন সাত দশকের বেশি সময় পরে দেশের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে। লিয়াওনিং প্রদেশে পাওয়া এ মজুদের পরিমাণ প্রায় ১ হাজার ৪৪৪ টন। মাত্র ১৫ মাসে এ স্বর্ণের অনুসন্ধান সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর ইউরো নিউজ। শুক্রবার চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস দাদংগো স্বর্ণের মজুদ আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই দেশটির সবচেয়ে বড় একক স্বর্ণের খনি আবিষ্কার। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ খনিতে ২৫ লাখ ৮৬ হাজার টন আকরিক রয়েছে, যার প্রতি টনে গড়ে দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ রয়েছে। এ হিসাবে মোট স্বর্ণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৪৪৪ টন।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 14-NOV-2025 |
স্থিতিশীলতায় ফিরেছে আকরিক লোহার দাম |
সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার পূর্বাভাসে বিশ্ববাজারে কমে গিয়েছিল আকরিক লোহার দাম। তবে চীনের ইস্পাত কারখানাগুলো পুনরায় মজুদ কার্যক্রম শুরু করেছে। এ কারণে গতকাল পণ্যটির দাম স্থিতিশীলতায় ফিরেছে। খবর বিজনেস রেকর্ডার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৭২ দশমিক ৫ ইউয়ানে (প্রায় ১০৮ ডলার ৪৫ সেন্ট) দাঁড়ায়। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে এ সময় পণ্যটির দাম দশমিক ৩২ শতাংশ কমে টনপ্রতি ১০২ ডলার ৪৫ সেন্টে নেমে আসে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 12-NOV-2025 |
চীনকে ছাড়িয়ে আফ্রিকার খনিজ সম্পদে শীর্ষ বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র |
দীর্ঘদিন ধরেই বৈশ্বিক খনিজ ও ধাতব বাজারে আধিপত্য ধরে রেখেছে চীন। বড় অংকের বিনিয়োগের মাধ্যমে আফ্রিকার খনিজ সম্পদ খাতে প্রভাব তৈরি করেছে দেশটি। তবে সাম্প্রতিক বছরে মহাদেশটিতে বিনিয়োগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য প্রতিযোগিতার নতুন ময়দানে পরিণত হয়েছে আফ্রিকা। খবর বিবিসি। দুষ্প্রাপ্য খনিজ, লিথিয়াম কোবাল্ট, ট্যাংস্টেনের মতো গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতব সম্পদে সমৃদ্ধ আফ্রিকা। ইলেকট্রনিক সামগ্রী, বিদ্যুচ্চালিত গাড়ি, ডাটা সেন্টার, এমনকি সামরিক অস্ত্র তৈরিতে এসব উপাদান অপরিহার্য।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 11-NOV-2025 |
আইভি ফ্লুইড উৎপাদনে বিনিয়োগ করবে ওরিয়ন ইনফিউশন |
ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড আইভি ফ্লুইডের চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যমান উৎপাদন লাইন সম্প্রসারণে ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানির পর্ষদ এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইকুলি এলাকায় অবস্থিত কারখানায় শিগগিরই নির্মাণকাজ শুরু করবে ওরিয়ন ইনফিউশন। প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ বাড়বে এবং বছরে অতিরিক্ত প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আয় হবে। কোম্পানিটি জানিয়েছে, এ বিনিয়োগ সামগ্রিক মুনাফা বৃদ্ধিতেও সহায়ক হবে। বিনিয়োগের অর্থ কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে দেয়া হবে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 03-NOV-2025 |
তৃতীয় কারখানায় বিনিয়োগ বাড়াবে বার্জার পেইন্টস |
বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের তৃতীয় উৎপাদন কারখানার জন্য বিনিয়োগ পরিকল্পনা সংশোধন করেছে। কোম্পানিটির পর্ষদ পূর্বনির্ধারিত ৮১৩ কোটি থেকে বাড়িয়ে ৯৮০ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানাটি নির্মাণ করা হচ্ছে। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য নকশা পরিবর্তন, উন্নত অটোমেশন, যন্ত্রপাতি ও উৎপাদন ব্যবস্থাপনা (এমইস) যুক্ত করা এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। নকশা পরিবর্তনের কারণে সময় বেশি লাগবে বিবেচনায় নিয়ে কোম্পানিটির পর্ষদ বাণিজ্যিক উৎপাদনের নতুন তারিখ ২০২৭ সালের ১ এপ্রিল নির্ধারণ করেছে। এর আগে চলতি বছরের এপ্রিলেই উৎপাদন শুরুর কথা ছিল। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 27-OCT-2025 |
বিশ্বব্যাপী চাহিদা কমছে কৃত্রিম হীরার |
অতিরিক্ত সরবরাহের কারণে জনপ্রিয়তা হারাচ্ছে কৃত্রিম হীরা। ক্রেতাদের পছন্দের তালিকায় পুনরায় জায়গা দখল করে নিচ্ছে প্রাকৃতিক হীরা। সম্প্রতি অ্যাঙ্গোলার লুয়ান্ডায় একটি খনি সম্মেলনে অংশ নিয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ওয়ার্ল্ড ডায়মন্ড কাউন্সিলের প্রেসিডেন্ট ফেরিয়েল জেরুকি। চীন ও ভারতে ল্যাবে তৈরি কৃত্রিম হীরার পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। ফলে এটির দাম কমেছে উল্লেখযোগ্য হারে। জেরুকি এ বিষয়ে বলেন, ‘সাম্প্রতিক প্রবণতা দেখলে বোঝা যায় কৃত্রিম হীরার দাম কমে গেছে। কারণ এ পণ্যে ভোক্তাদের আস্থা কমেছে।’
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 26-OCT-2025 |
ভারতে কমেছে স্বর্ণের চাহিদা চীন-সিঙ্গাপুরে ক্রয় বাড়ছে |
এশিয়ার স্বর্ণবাজারে গত সপ্তাহে মিশ্র চিত্র দেখা গেছে। এ সময় ভারতে দাম কিছুটা কমলেও ক্রেতারা বড় ধরনের মূল্য সংশোধনের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দরপতনের কারণে গত সপ্তাহে চীন ও সিঙ্গাপুরে স্বর্ণের ক্রয় বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতের স্থানীয় ডিলাররা গত সপ্তাহে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি আউন্সে সর্বোচ্চ ২৫ ডলার পর্যন্ত প্রিমিয়াম (মূল্য সংযোজন) ধার্য করেছেন, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত। উল্লেখ্য, এর মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 26-OCT-2025 |
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ১.৬% |
বিশ্বব্যাপী সেপ্টেম্বরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ১ দশমিক ৬ শতাংশ। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এ সময় মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ১৮ লাখ টনে। খবর হেলেনিক শিপিং নিউজ। ওয়ার্ল্ড স্টিল তার সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের ৭০টি দেশের ইস্পাত উৎপাদনের তথ্য প্রকাশ করেছে। ধাতব পণ্যটির বৈশ্বিক উৎপাদনে দেশগুলোর অবদান ৯৮ শতাংশ।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 22-OCT-2025 |
তামার আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র-ভারতের প্রভাব বাড়ছে |
বিশ্বে ধাতব পণ্য ব্যবহারে শীর্ষ দেশ চীন। দীর্ঘ দুই দশক ধরে দেশটির শিল্প ও অবকাঠামো খাতের বিস্তার তামার বৈশ্বিক বাজারকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করেছে। ২৫ বছর আগে প্রতি টন তামার দাম ছিল প্রায় ১ হাজার ৫০০ ডলার, যা এখন ১০ হাজার ডলার ছাড়িয়েছে। তবে উৎপাদন খাতের মন্থরতায় দেশটিতে এখন তামার চাহিদা অনেকটাই কমে এসেছে। এর বিপরীতে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও পঞ্চম অর্থনীতি ভারতে ধাতুটির ব্যবহার এখন ক্রমেই বাড়ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী এক দশকে বৈশ্বিক তামার বাজারে অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে দেশ দুটির ক্রমবর্ধমান চাহিদা। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 22-OCT-2025 |
৮৫২ কোটি টাকা ব্যয়ে হবে বিএসটিআইয়ের ফিজিক্যাল কেমিক্যাল ল্যাব |
বাংলাদেশের মাত্র ৩১৫টি পণ্যের বাধ্যতামূলক মান সনদ আছে। বাকি পণ্যগুলো স্বেচ্ছামূলক পণ্য হিসেবে সনদ দেয়া হয়েছে। ফলে পণ্য বা সেবার সুনির্দিষ্ট মান ও নিয়ন্ত্রণের পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট ভোক্তারা। এমনকি নকল ও নিম্নমানের পণ্য ও সেবায় প্রতারিত হওয়ার ঘটনাও ঘটছে আহরহ। এমন প্রেক্ষাপটে পণ্যের প্রত্যাশিত মান বা সেবা পেতে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) জন্য আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বিএসটিআইয়ের পদার্থ (ফিজিক্যাল) রসায়ন (কেমিক্যাল) পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পও রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮৫১ কোটি ৯৩ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 20-OCT-2025 |
দুষ্প্রাপ্য খনিজ সরবরাহে সমঝোতা চান আইএমএফ প্রধান |
দুষ্প্রাপ্য খনিজ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় পৌঁছবে বলে আশা করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, ‘এসব খনিজ সরবরাহ বন্ধ বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ খবর রয়টার্স। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষে সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘দুষ্প্রাপ্য খনিজের সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে প্রযুক্তি, ইলেকট্রনিকস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে উৎপাদন ও প্রবৃদ্ধি আরো বাধাগ্রস্ত হবে।’ |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 12-OCT-2025 |
ফের তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা |
দুষ্প্রাপ্য খনিজ রফতানি নিয়ন্ত্রণের নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারো তীব্র হয়েছে। গত কয়েক মাসের বাণিজ্যবিরতির পর উভয় দেশই ফের কঠোর অবস্থানে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের ওপর নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় বেইজিং দুষ্প্রাপ্য খনিজ ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির রফতানিতে সীমাবদ্ধতা এনেছে। এতে ওয়াল স্ট্রিটের শেয়ার সূচকগুলোয় বড় পতন ঘটেছে, প্রযুক্তি কোম্পানির শেয়ারদর কমেছে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 26-SEP-2025 |
আগস্টে বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদন হয়েছে ১৪.৫৩ কোটি টন |
বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগস্টে কিছুটা বেড়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ডস্টিল) দেয়া তথ্যানুযায়ী গত মাসে বিশ্বব্যাপী মোট উৎপাদনের পরিমাণ ছিল ১৪ কোটি ৫৩ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। ভারত, তুরস্ক, ইরান ও যুক্তরাষ্ট্রের উৎপাদন প্রবৃদ্ধি আগস্টে বিশ্বব্যাপী মোট ইস্পাত উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর হেলেনিক শিপিং নিউজ। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 26-SEP-2025 |
২০২৫ ও ২০২৬ সালে কমতে পারে তামা সরবরাহ |
বিশ্বব্যাপী খনি থেকে তামার সরবরাহ ২০২৫ ও ২০২৬ সালে কমতে পারে। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস। ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ খনিতে উত্তোলন ব্যাহত হওয়ায় আগে দেয়া প্রাক্কলনে এমন পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংকটি। খবর রয়টার্স। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উত্তোলনকারী খনি গ্রাসবার্গ। চলতি মাসের ৮ সেপ্টেম্বর খনিটির অভ্যন্তরে ভারী কাদামাটির ঢলে কর্মীরা আটকা পড়েন। এ ঘটনায় খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রিপোর্ট-ম্যাকমোরান ‘ফোর্স মেজর’ (অনিবার্য কারণবশত কার্যক্রম স্থগিত) ঘোষণা করে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 22-SEP-2025 |
বিশ্বব্যাপী প্লাটিনামের সরবরাহ কমতে পারে ১৫-২০ শতাংশ |
চলতি দশকের শেষ নাগাদ বিশ্বব্যাপী প্লাটিনামের সরবরাহ ১৫-২০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভ্যালটেরা প্লাটিনামের প্রধান নির্বাহী ক্রেইগ মিলার। এতে প্লাটিনাম গ্রুপ মেটালসের (পিজিএম) সরবরাহ ঘাটতি আরো বিস্তৃত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স। দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিলার বলেন, ‘প্লাটিনাম, প্যালাডিয়াম ও রোডিয়ামের চাহিদা গাড়ি নির্মাতাদের কাছে এখনো বেশি। প্রচলিত ও হাইব্রিড গাড়ি বিক্রি বেড়ে যাওয়ায় ক্যাটালাইটিক কনভার্টরে এসব ধাতুর ব্যবহারও বেশি হচ্ছে। এছাড়া জ্বালানি রূপান্তরের গতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ায় এ প্রবণতা দীর্ঘস্থায়ী হতে পারে।’ |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 15-SEP-2025 |
দুষ্প্রাপ্য খনিজ উত্তোলনে মাঠে নামছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র |
খনিজ চুক্তির অংশ হিসেবে বিনিয়োগ প্রকল্প চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) ও ইউক্রেনীয় কর্মকর্তাদের একটি দল মাঠ পর্যায়ে কাজ করছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের অর্থমন্ত্রী ওলেক্সি সোবোলেভ। খবর রয়টার্স। গত এপ্রিলে খনিজসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। এর আওতায় ইউক্রেনের নতুন খনিজ প্রকল্পগুলোয় অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাচ্ছে যুক্তরাষ্ট্র, বিনিময়ে ইউক্রেন পাবে বিনিয়োগ।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 28-AUG-2025 |
স্থিতিশীল আকরিক লোহার দাম |
আকরিক লোহার দাম গতকাল স্থিতিশীল ছিল। ইস্পাত তৈরির কাঁচামালটির সরবরাহ বাড়লেও শক্তিশালী চাহিদার কারণে দামে বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম দশমিক ৩৮ শতাংশ কমে টনপ্রতি পৌঁছেছে ৭৭৭ দশমিক ৫ ইউয়ানে (১০৮ ডলার ৭০ সেন্ট)। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি টনে স্থির হয়েছে ১০২ ডলার ৬০ সেন্টে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 25-AUG-2025 |
চিলির কোদেলকোয় কমতে পারে তামা উৎপাদন |
বিশ্বের সর্ববৃহৎ তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোদেলকোয় চলতি বছর তামা উৎপাদন কমতে পারে। চিলির রাষ্ট্রায়ত্ত এ খনি কোম্পানিটি জানিয়েছে, প্রধান খনি এল টেনিয়েন্তেতে টানেল ধসে পড়ার ঘটনার পর উৎপাদন ও সম্প্রসারণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ২০২৫ সালে এখানে মোট তামা উৎপাদন হতে পারে ১৩ লাখ ৪০ হাজার থেকে ১৩ লাখ ৭০ হাজার টন। এর আগে মার্চে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ লাখ ৭০ হাজার থেকে ১৪ লাখ টন। গত ৩১ জুলাই এল টেনিয়েন্তে খনিতে হঠাৎ টানেল ধসে ছয়জন শ্রমিক মারা যান। এ ধসের প্রভাব ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমান। এ ঘটনায় খনন ও পরিশোধন কার্যক্রম কয়েক দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। এতে প্রায় ৩৩ হাজার টন তামা উৎপাদন ব্যাহত হয়, যার আর্থিক ক্ষতি দাঁড়ায় ৩৪ কোটি ডলার। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 21-AUG-2025 |
চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ রফতানি ছয় মাসের সর্বোচ্চে |
চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ চুম্বক রফতানি জুলাইয়ে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি), জেট ইঞ্জিন ও উচ্চপ্রযুক্তির জন্য অপরিহার্য এ খনিজের বাণিজ্যপ্রবাহে মাস কয়েক আগে নিয়ন্ত্রণ আরোপ করে বেইজিং। এতে রফতানি দ্রুত কমে আসে। এখন বিধিনিষেধ শিথিল হওয়ার পর সরবরাহ বেড়েছে, যা রফতানি আগের স্তরে ফিরে আসার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। বিশ্বের বৃহত্তম দুষ্প্রাপ্য খনিজ চুম্বক সরবরাহকারী চীন। জুনের তুলনায় গত মাসে দেশটি থেকে এ ধাতুপণ্যের রফতানি প্রায় ৭৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৭ টনে পৌঁছেছে, যা চলতি বছরের জানুয়ারি পর একক মাস হিসাবে সর্বোচ্চ রফতানি। গতকাল চীনের শুল্ক কর্তৃপক্ষের দেয়া রফতানি তথ্য থেকে বিষয়টি জানা গেছে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 18-AUG-2025 |
দেশের বাজারে যাত্রা করল নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম |
নাসির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লোগো উন্মোচনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন নাসির গ্রুপের এমডি নাসিম বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাসির গ্রুপের উপদেষ্টা ও সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্থপতি, সারা দেশের পরিবেশক ও নাসির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 13-AUG-2025 |
চিলির কোডেলকোয় জুনে তামা উত্তোলন বেড়েছে ১৭% |
চিলির রাষ্ট্রায়ত্ত তামা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোডেলকো জুনে গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি তামা উত্তোলন করেছে। দেশটির কপার কমিশন (কোচিলকো) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় কোম্পানিটির খনি থেকে মোট তামা উত্তোলন দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ২০০ টনে। কোডেলকো বিশ্বের সবচেয়ে বড় তামা উত্তোলনকারী প্রতিষ্ঠান। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় তামা খনি বিএইচপির এসকনডিডা খনিতে জুনে উত্তোলন আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ কমে ৭৬ হাজার ৪০০ টনে নেমে এসেছে। এ সময় গ্লেনকোর ও অ্যাংলো আমেরিকান কোম্পানির যৌথভাবে পরিচালিত কোলাহুয়াসি খনিতে উৎপাদন কমেছে ২৯ শতাংশ। মোট উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩০০ টনে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 25-JUL-2025 |
ডালিয়ানে আকরিক লোহার দরপতন |
চীনের রিয়েল এস্টেট খাতের দীর্ঘমেয়াদি সংকটের কারণে আকরিক লোহার চাহিদা দিন দিন কমছে। সরকারি প্রণোদনার সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা পণ্যটির বাজার নিয়ে প্রত্যাশা তৈরি করলেও ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) বুধবার দরপতন হয়েছে আকরিক লোহার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে বুধবার আকরিক লোহার দাম কমেছে দশমিক ৪৯ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮১৩ ইউয়ানে (১১৩ ডলার ৪৯ সেন্ট)। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহের চুক্তিতে দাম দশমিক ৬১ শতাংশ কমে পৌঁছে প্রতি টনে ১০৪ ডলার ৭০ সেন্টে। দেশটিতে জুনে স্থাবর সম্পত্তিনির্ভর ঋণ দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ প্রথমার্ধে উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন আবাসনের দামও জুনে আট মাসের মধ্যে সবচেয়ে বেশি হারে কমেছে। এদিকে তিব্বতে ১৭ হাজার কোটি ডলারের জলবিদ্যুৎ প্রকল্প ইস্পাত ও কংক্রিট খাতকে কিছুটা চাঙ্গা করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ডালিয়ানে ইস্পাত তৈরির অন্যান্য উপাদান কোকিং কয়লা ও কোকের দাম যথাক্রমে ৯ দশমিক ২৪ ও ২ দশমিক ২২ শতাংশ বেড়েছে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 09-JUL-2025 |
Nearly half of production capacity remains unutilised in a decade |
Nearly half of the production capacity at the Shahjalal Fertilizer Factory-established at Fenchuganj in Sylhet at a cost of around Tk 50 billion to reduce import dependence by producing 580,800 tonnes of urea annually-has remained unutilised even after ten years of operation. The underperformance stems from a total of 1,017 days of downtime caused by gas supply disruptions, technical and mechanical failures, maintenance delays, inventory backlogs, and occasional fire incidents, reveals a report of the Implementation Monitoring and Evaluation Division (IMED). The report shows that the plant produced a total of 3.28 million metric tons of urea over the past decade, with an average capacity utilisation rate of 56.44 per cent-ranging from a low of 41.12 per cent in FY24 to a peak of 72.81 per cent in FY22. Full-capacity utilisation could have added over 2.52 million metric tons of fertiliser, significantly boosting agricultural output while saving foreign currency by cutting import dependence. Planning ministry officials said the project received approval in December 2011, with a Chinese loan of Tk 39.86 billion as strategy to reduce gap between domestic urea production and the country's annual requirement of 2.9 million metric tons, given the limited capacity of state-run factories.
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
The Financial Express |
View |
| 02-JUL-2025 |
‘ব্লাড গোল্ড’ যেভাবে পশ্চিম আফ্রিকায় সংঘাতের জ্বালানি |
২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দর ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক সংঘাতের মধ্যে সোনা হয়ে উঠেছে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়। কিন্তু এই সোনার উৎস সম্পর্কে সাধারণ মানুষ অল্পই জানে। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে এই মূল্যবান ধাতুর খনন অনেক ক্ষেত্রেই জঙ্গি গোষ্ঠী ও সামরিক সরকারের সহিংসতার অর্থের জোগানদাতা হয়ে উঠেছে। বুরকিনা ফাসো, মালি ও নাইজার মিলিয়ে প্রতি বছর আনুমানিক ২৩০ টন সোনা উৎপাদন করছে, যার বাজারমূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার। এই আয়ের একটি বড় অংশই সামরিক সরকারের হাতে যাচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, এই আয় দিয়ে দেশের ‘সার্বভৌমত্ব’ রক্ষা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই সোনার টাকা মূলত জঙ্গিবিরোধী অভিযানে ব্যয় হচ্ছে, আর এর সিংহভাগই জনগণের কাছে পৌঁছাচ্ছে না। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 16-JUN-2025 |
চলতি বছর বিশ্বব্যাপী ইস্পাতের দাম কিছুটা বাড়ার পূর্বাভাস |
বিশ্বব্যাপী ইস্পাতের দাম চলতি বছর সাম্প্রতিক বাজারদরের তুলনায় কিছুটা বাড়তে পারে। এ দাম বাড়ার পেছনে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে বৈশ্বিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা। তবে একই সময় চীন থেকে রফতানি বৃদ্ধি পণ্যটির দামে চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনের একটি ইউনিট) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী ইস্পাতের গড় দাম টনপ্রতি ৬৩০ ডলারেই বজায় থাকতে পারে, যা আগে দেয়া পূর্বাভাসের তুলনায় অপরিবর্তিত। তবে বছরের হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সম্ভাব্য সুরক্ষা নীতিমালার কারণে দাম কিছুটা বাড়তে পারে। এমন পরিস্থিতি চীনের চাহিদা হ্রাসের নিম্নমুখী চাপকে কিছুটা ঠেকাতে পারে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 16-JUN-2025 |
দুষ্প্রাপ্য খনিজের বিকল্পের খোঁজে ইউরোপীয় গাড়ি নির্মাতারা |
চীনের রফতানি নিয়ন্ত্রণের কারণে দুষ্প্রাপ্য খনিজ সরবরাহ চেইনে তৈরি হয়েছে ঘাটতি। এ পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর চুম্বক বা ম্যাগনেট ও দুষ্প্রাপ্য খনিজ সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় নেমেছে ইউরোপীয় গাড়ি নির্মাতারা। ব্যবসা টিকিয়ে রাখতে বিকল্প উৎস নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। খবর এফটি। গাড়ি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ দুষ্প্রাপ্য খনিজ। সাধারণত বিদ্যুচ্চালিত গাড়ির মোটরের পার্মানেন্ট ম্যাগনেটসহ অন্যান্য উপাদানে এটি ব্যবহার হয়। চীন হলো এ দুষ্প্রাপ্য খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতের প্রধান বৈশ্বিক উৎস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিবাদের আবহে চীন এপ্রিলে এসব উপকরণের রফতানি নিয়ন্ত্রণ আরো কঠোর করেছে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 15-JUN-2025 |
স্বর্ণের মূল্যবৃদ্ধিতে বাড়ছে প্লাটিনামের চাহিদা |
আন্তর্জাতিক বাজারে ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৭ শতাংশ। দামের এ ঊর্ধ্বমুখিতার কারণে গহনা ব্যবসায়ীদের কাছে প্লাটিনামের চাহিদা বেড়েছে। এর প্রভাবে চলতি বছর এখন পর্যন্ত প্লাটিনামের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। স্পট মার্কেটে ধাতুটির বাজারদর বর্তমানে আউন্সপ্রতি ১ হাজার ২০০ ডলারের কাছাকাছি। খবর বিজনেস ইনসাইডার। তবে শুধু স্বর্ণের দরবৃদ্ধি নয়, সরবরাহ ঘাটতিও প্লাটিনামের মূল্যকে ঊর্ধ্বমুখী করে তুলেছে বলে মনে করছেন ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তাদের এ পর্যবেক্ষণ উঠে আসে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 11-JUN-2025 |
হুন্দাইয়ের কাছে দুষ্প্রাপ্য খনিজের বড় মজুদ |
হুন্দাই মোটরের কাছে দুষ্প্রাপ্য খনিজের বড় ধরনের এক মজুদ রয়েছে, যা দিয়ে কোম্পানিটি প্রায় এক বছর পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে পারবে। ফলে চীনের রফতানি নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন ঘটলেও দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি স্বল্পমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না। বরং প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাজারে এগিয়ে থাকবে তারা। সম্প্রতি হুন্দাইয়ের বিনিয়োগকারী সম্মেলনে অংশ নেয়া এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।চীন এপ্রিলে দুষ্প্রাপ্য খনিজ ও সংশ্লিষ্ট চুম্বকের বিস্তৃত রফতানিতে বিধিনিষেধ আরোপ করে। এতে বিশ্বজুড়ে গাড়ি নির্মাতা, মহাকাশযান প্রস্তুতকারক, সেমিকন্ডাক্টর কোম্পানি ও সামরিক সরঞ্জাম নির্মাতাদের সরবরাহ চেইনে বিঘ্ন তৈরি হয়। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 28-MAY-2025 |
জাপানে এপ্রিলে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন কমেছে ৬.৪% |
জাপানে চলতি বছরের এপ্রিলে অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। দেশটির নির্মাণ খাতে ধাতব পণ্যটির নিম্নমুখী চাহিদা উৎপাদন কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। এছাড়া চীন সম্প্রতি বিশ্ববাজারে ইস্পাতের রফতানি বাড়িয়েছে। ফলে জাপানি ইস্পাতের বিদেশী বাজার সংকুচিত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন। খবর হেলেনিক শিপিং নিউজ।শিল্প সংগঠনটির তথ্যমতে, জাপান এপ্রিলে মোট ৬৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা মার্চের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ কম। বাজার বিশ্লেষকরা বলছেন, শ্রমিক সংকট ও কাঁচামালের দাম বেশি হওয়ায় অনেক নির্মাণ প্রকল্প পিছিয়ে যাচ্ছে। ফলে দেশের ভেতরে ইস্পাতের চাহিদা কমে গেছে। পাশাপাশি চীনের অতিরিক্ত রফতানির কারণে আন্তর্জাতিক বাজারেও জাপানি ইস্পাতের চাহিদা কমেছে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 25-MAY-2025 |
লন্ডনে বেড়েছে তামার দাম |
ডলারের নিম্নমুখী বিনিময় হার ও বৈশ্বিক চাহিদার সম্ভাব্য উন্নতির ফলে শুক্রবার তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বাণিজ্য উত্তেজনা হ্রাসের সম্ভাবনা এ বৃদ্ধির পেছনে ইতিবাচক ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সাপ্তাহিক লেনদেনের শেষদিনে তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৫৭৩ ডলার ৫০ সেন্টে। এছাড়া লন্ডনে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত তামার দাম ৫ শতাংশ বেড়েছে। কমোডিটি মার্কেট অ্যানালিটিকসের ব্যবস্থাপনা পরিচালক ড্যান স্মিথ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক বিরতির কারণে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা কিছুটা কমেছে। এছাড়া চীনের সাম্প্রতিক ম্যাক্রো অর্থনৈতিক ডাটাও বেশ ইতিবাচক। সব মিলিয়ে ব্যবহারিক ধাতু খাতে বিনিয়োগ প্রবণতা বাড়ছে।’ |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 21-MAY-2025 |
চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন কমেছে |
শক্তিশালী মুনাফা ও রফতানি বৃদ্ধির কারণে চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন বাড়ার প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা। তবে এ সময় দেশটিতে ধাতবপণ্যটির উৎপাদন মার্চের তুলনায় ৭ শতাংশ কমেছে। যদিও উৎপাদনের মাত্রা এখনো তুলনামূলক বেশি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। দেশটি গত মাসে মোট ৮ কোটি ৬০ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের এপ্রিলের তুলনায় প্রায় সমান এবং মার্চের ৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 12-MAY-2025 |
বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা সত্ত্বেও স্থিতিশীল ভারতের অ্যালুমিনিয়াম খাত |
যুক্তরাষ্ট্র অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বাড়ালেও চলতি অর্থবছরে ভারতের প্রাইমারি অ্যালুমিনিয়াম শিল্প খাত লাভজনক অবস্থান ধরে রাখবে। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে আর্থিক বিশ্লেষণী প্রতিষ্ঠান ক্রিসিল রেটিংস। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতের এ খাতটি স্থিতিশীলতা বজায় রাখবে। খবর বিজনেস লাইন।
যুক্তরাষ্ট্র অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেছে, যা ভারতের জন্য আগের ২ দশমিক ৫৫ শতাংশ তুলনায় অনেক বেশি। তবে ভারতের রফতানির মাত্র ৫ শতাংশেরও কম যুক্তরাষ্ট্রে যায় বলে এ শুল্ক বৃদ্ধির সরাসরি প্রভাব কম হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সব দেশের অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করেছে, যেখানে ভারতের জন্য আগে এ হার ছিল মাত্র ২ দশমিক ৫৫ শতাংশ। তবে ভারতের মোট রফতানিতে যুক্তরাষ্ট্রের হিস্যা ৫ শতাংশেরও কম। তাই এ শুল্ক বৃদ্ধির প্রভাব কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 11-MAY-2025 |
বিশ্বব্যাপী তামার দাম দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে বাড়ার পূর্বাভাস |
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা সামনের দিনগুলোয় কমে আসতে পারে। এছাড়া এ সময় শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে তামার চাহিদা স্থিতিশীল থাকতে পারে। এমন প্রেক্ষাপট বিবেচনা করে চলতি বছরের দ্বিতীয় (এপ্রিল-জুন) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জন্য ধাতবপণ্যটির দামের পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। ব্যাংকটি এক নোটে জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে তামার দাম হতে পারে যথাক্রমে টনপ্রতি ৯ হাজার ৩৩০ ও ৯ হাজার ১৫০ ডলার। এর আগে দেয়া পূর্বাভাসে যা ছিল ৮ হাজার ৬২০ ও ৮ হাজার ৩৭০ ডলার।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 10-MAY-2025 |
এলএমইতে কিছুটা বেড়েছে তামার দাম |
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম বেড়েছে। ডলারের বিনিময় হার কমে যাওয়া ও নিকটবর্তী সময়ের জন্য সরবরাহ ঘাটতি ধাতব পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। মেয়াদ অনুযায়ী পার্থক্যে দেখা গেছে, নিকটবর্তী সময়ে সরবরাহের জন্য তামা বেচাকেনায় মূল্য সংযোজন গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। এলএমইতে গতকাল তামার দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৪৪৩ ডলারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি আশা করেন, সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে। এ সময় চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমে আসতে পারে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 06-MAY-2025 |
দেশে উৎপাদন হলে বালাইনাশক মিলবে প্রায় অর্ধেক দামে—কেএসএম মোস্তাফিজুর রহমান |
ফসল উৎপাদন ও সুরক্ষার জন্য অত্যাবশকীয় উপাদান বালাইনাশক, যা ফসল উৎপাদন নিশ্চিত করে। স্বাধীনতার পর কৃষকদের বিনামূল্যে বালাইনাশক দেয়া হতো। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসে কেবল গত বছরই ৭ হাজার ৫০০ কোটি টাকার বালাইনাশক কিনতে হয়েছে কৃষকদের, যার মধ্যে আবার ৯০ শতাংশের বেশি আমদানি করতে হয়েছে। অথচ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোয় এ নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও কেন আমদানি করতে হয় এ নিয়ে কাজ করা প্রয়োজন। দেশীয় কোম্পানিগুলো কোথায় বাধাগ্রস্ত হচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। দেশেই উৎপাদনের ব্যবস্থা করলে কৃষক ৩০-৪০ শতাংশ কম মূল্যে তা কিনতে পারবেন। কৃষি উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিসহ বেশকিছু ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। এ সংকট থেকে উত্তরণের পাশাপাশি কৃষিকে নিরাপদ ও লাভজনক করতে হলে একটি কৃষি কমিশন গঠন করা জরুরি। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 03-MAY-2025 |
চলতি বছর পরিশোধিত দস্তা ও সিসা বাজারে উদ্বৃত্তের পূর্বাভাস |
বৈশ্বিক পরিশোধিত দস্তা ও সিসা বাজারে চলতি বছর উদ্বৃত্ত দেখা দেবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল লিড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ (আইএলজেডএসজি)। খবর মাইনিং উইকলি।
আইএলজেডএসজির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক পরিশোধিত সিসার সরবরাহ চাহিদার তুলনায় ৮২ হাজার টন বেশি হবে। এ সময় পরিশোধিত দস্তার সরবরাহ চাহিদার তুলনায় বেশি হবে ৯৩ হাজার টন। সংস্থাটি আরো জানায়, ২০২৫ সালে বৈশ্বিক পরিশোধিত সিসার চাহিদা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ কোটি ৩১ লাখ ৯০ হাজার টনে পৌঁছবে। এ সময় উৎপাদন ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টন হবে। উৎপাদন বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রাখবে চীন, ভারত, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 29-APR-2025 |
জাপানে ইস্পাত উৎপাদন কমেছে ৪.৫% |
বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। খাতসংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ ও উৎপাদন খাতে নিম্নমুখী চাহিদা উৎপাদন কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ চীন সম্প্রতি রফতানি বাড়িয়েছে। তাই জাপানের নিম্নমুখী রফতানিও উৎপাদন কমার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন এক প্রতিবেদনে জানায়, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমে ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টনে নেমে এসেছে, যা টানা তিন অর্থবছরের মতো পতন এবং ২০২০-২১ অর্থবছরের পর সর্বনিম্ন।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 26-APR-2025 |
বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন মার্চে বেড়েছে |
বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে বেড়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ৬৯টি দেশ মার্চে মোট ১৬ কোটি ৬১ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। খবর হেলেনিক শিপিং নিউজ।উল্লেখ্য, বৈশ্বিক মোট অপরিশোধিত ইস্পাত উৎপাদনে এ ৬৯ দেশের প্রায় ৯৮ শতাংশ হিস্যা রয়েছে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 20-APR-2025 |
চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১০ মাসের সর্বোচ্চে |
চীনে মার্চে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়ে গত ১০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) প্রকাশিত ডাটায় এমন তথ্য উঠে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মুনাফার হার বৃদ্ধি ও রফতানির গতি অব্যাহত থাকা এ সময় উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। এনবিএসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদনের পরিমাণ ছিল ৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টন। মাসভিত্তিক হিসাবে এ পরিমাণ ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 20-APR-2025 |
পেরুতে স্থিতিশীলতায় তামা উৎপাদন |
বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটিতে গত ফেব্রুয়ারিতে স্থিতিশীলতায় ছিল ধাতবপণ্যটির উৎপাদন। বুধবার পেরুর জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর হেলেনিক শিপিং নিউজ। মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ সময় দেশটি মোট ২ লাখ ১৬ হাজার ৯৫৫ টন তামা উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক ১ শতাংশ বেশি। এ সময় সবচেয়ে বেশি তামা উৎপাদন করেছে এমএমজি লিমিটেড মালিকানাধীন লাস বামবাস খনি কোম্পানি। এ কোম্পানিটির উৎপাদন গত ফেব্রুয়ারিতে ৫৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 17-APR-2025 |
২০২৫ সালে বিশ্বব্যাপী কমতে পারে অ্যালুমিনিয়ামের দাম |
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় ২০২৫ সালে অ্যালুমিনিয়ামের দাম কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। সোমবার প্রকাশিত এক নোটে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের আর্থিক প্রবৃদ্ধি ধীর হওয়ার পূর্বাভাস এবং ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স। গোল্ডম্যান স্যাকস জানায়, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের গড় দাম টনপ্রতি ২ হাজার ডলারে নেমে আসতে পারে। তবে বছরের শেষ নাগাদ অর্থাৎ আগামী ডিসেম্বরে তা আবার ২ হাজার ৩০০ ডলারে পৌঁছতে পারে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 09-APR-2025 |
চলতি বছর নিম্নমুখী থাকতে পারে ব্যবহারিক ধাতুর দাম |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ব্যবহারিক ধাতুর চাহিদায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জন্য এসব ধাতুর মূল্য নিয়ে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটিগ্রুপের গবেষণা শাখা সিটি রিসার্চ। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ও একাধিক বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর আরো বেশি হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে সাধারণত বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ে। ফলে ব্যবহারিক ধাতু, জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের চাহিদা কমে যায়। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 05-APR-2025 |
এলএমইতে ৫ শতাংশের বেশি কমেছে তামার দাম |
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবসায়িক লেনদেনের শেষদিন শুক্রবার তামার দাম ৫ শতাংশের বেশি কমেছে। ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বেগে শিল্প ধাতু ও খনি শিল্প সংস্থাগুলো বিক্রি বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে। খবর মাইনিং উইকলি। এলএমইতে শুক্রবার তামার দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৮৯০ ডলার ৫০ সেন্টে, যা ২০২২ সালের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 27-MAR-2025 |
গত মাসে জাপানে কমেছে ইস্পাত উৎপাদন |
জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ফেব্রুয়ারিতে আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। নির্মাণ খাতে নিম্নমুখী চাহিদায় এ হ্রাস দেখা গেছে বলে জানিয়েছে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন। খবর রয়টার্স। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, গত মাসে জাপানে ইস্পাত উৎপাদন কমে ৬৪ লাখ টনে নেমে এসেছে, যা ২০২০ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। এছাড়া এ সময়ের উৎপাদন জানুয়ারির তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 24-MAR-2025 |
অ্যালুমিনিয়াম খাতে সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবে ইইউ |
মার্কিন শুল্কের প্রভাব মোকাবেলায় অ্যালুমিনিয়াম খাতে সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবে ইউরোপিয়ান কমিশন (ইসি)। পাশাপাশি ইউরোপীয় স্ক্র্যাপ ধাতুর (পুরনো ধাতু) রফতানি শুল্ক প্রস্তাব করার কথাও বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত স্টিল অ্যাকশন প্ল্যানের খসড়া নথিতে এমন তথ্য জানানো হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। যুক্তরাষ্ট্র ইউরোপীয় অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেছে। ফলে তাদের রফতানি কমেছে। যুক্তরাষ্ট্রে রফতানি কমে যাওয়ায় ইউরোপসহ অন্যান্য বাজারে তাদের সরবরাহ বাড়তে পারে। এতে অভ্যন্তরীণ উৎপাদনকারী কোম্পানিগুলোর ওপর চাপ তৈরি হবে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব পরিস্থিতি মোকাবেলায় সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 27-JAN-2025 |
গত মাসে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ৫.৬% |
বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে বেড়েছে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)। খবর হেলেনিক শিপিং নিউজ।ওয়ার্ল্ড স্টিল বিশ্বের ৭১টি দেশের ইস্পাত উৎপাদনের তথ্য প্রকাশ করেছে। এ দেশগুলোর বিশ্বব্যাপী ধাতব পণ্যটি উৎপাদনের ৯৮ শতাংশ হিস্যা রয়েছে।সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ডিসেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৪ কোটি ৪৫ লাখ টনে পৌঁছেছে |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 09-JAN-2025 |
Surge in fertiliser subsidies feared |
Bangladesh Chemical Industries Corporation (BCIC) fears the government's fertiliser-import subsidy burden will get heavier as the state-run banks are compelled to clear bills at higher dollar rates, sources say.
It has requested the industries ministry to take steps in this regard.
The state-owned banks are supposed to pay urea import bills as per the Bangladesh Bank's bill collection (BC) rate. While opening letters of credit, they are supposed to buy per dollar at Tk 120, which is the BC rate.
However, the banks currently buy dollars at more than the BC rate and pay fertiliser import bills with that due to the Bangladesh Bank's reduced supply of greenbacks, says BCIC. |
Industry & Economic Services |
Chemical & Mineral |
The Financial Express |
View |
| 05-JAN-2025 |
১৯৫০ সালের পর সর্বনিম্নে স্টেলান্টিসের উৎপাদন |
ইতালির গাড়ি নির্মাতা কোম্পানি স্টেলান্টিসের উৎপাদন ২০২৪ সালে আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে গেছে। উৎপাদন নেমে এসেছে ৪ লাখ ৭৫ হাজার ৯০ ইউনিটে, যা ১৯৫০ সালের পর সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালে কোম্পানিটি সাড়ে সাত লাখের বেশি গাড়ি উৎপাদন করেছিল। চীনের সঙ্গে প্রতিযোগিতা, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাণে বিধিগত অনিশ্চয়তা ও চাহিদা কমায় উৎপাদনে ধস নেমেছে। এসব কারণে স্টেলান্টিসের মিরাফিওরি প্লান্টেই উৎপাদন ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফাইন্যান্সিয়াল টাইমস. |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 19-DEC-2024 |
চলতি মাসে ভারতে কমতে পারে স্বর্ণের আমদানি |
ভারত গত নভেম্বরে রেকর্ড স্বর্ণ আমদানি করেছিল। তবে ডিসেম্বরে তা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। বাণিজ্য ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তারা জানান, বর্তমানে ঊর্ধ্বমুখী দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। এছাড়া ডিসেম্বরে বড় কোনো উৎসব না থাকায় খুচরা ক্রেতারা মূল্যবান ধাতুটির ক্রয় স্থগিত রেখেছেন।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ। আমদানির এ হ্রাস ভারতের বাণিজ্য ঘাটতি (যখন কোনো দেশের রফতানি থেকে আমদানির পরিমাণ বেশি হয়) কমাতে ও রুপির বিনিময় হার স্থিতিশীল করতে সাহায্য করতে পারে।
উল্লেখ্য, কোন দেশ স্বর্ণ অথবা অন্য যেকোনো পণ্য যদি কম আমদানি করে, তাহলে বিদেশে অর্থ ব্যয় কমে যায়। ফলে বাণিজ্য ঘাটতিও কম হয়। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 17-DEC-2024 |
চীনে গত মাসে দৈনিক কয়লা উত্তোলনে রেকর্ড |
চীনে গত মাসে দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। গতকাল দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে চীন মোট ৪২ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৪২ লাখ ৭০ হাজার টন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ ধারাবাহিকতায় চলতি বছর দেশটি রেকর্ড উত্তোলন করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এনবিএসের তথ্যানুযায়ী, চীন অক্টোবরে দৈনিক গড়ে ১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টন উত্তোলন করেছিল। আগের মাসে করেছিল ১ কোটি ৩৮ লাখ ২০ হাজার টন। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 08-DEC-2024 |
এশিয়ায় স্বর্ণের চাহিদা নিম্নমুখী |
দাম বাড়ছে স্বর্ণের। এর ধারাবাহিকতায় ভারতের বাজারে কমছে মূল্যবান ধাতুটির চাহিদা। বড় ছাড় ঘোষণা করেও ক্রেতা পাচ্ছেন না দেশটির গহনা ব্যবসায়ীরা। একই পরিস্থিতি ভারতের প্রতিবেশী দেশ চীনে। প্রতি বছর এ সময় দেশটিতে পণ্যটির চাহিদা থাকে সবচেয়ে কম। এবারো তার ব্যত্যয় হয়নি। বৃহত্তম এ দুই বাজারের চাহিদা মন্দা সার্বিকভাবেই চাপে ফেলে দিয়েছে এশিয়ার স্বর্ণ খাতসংশ্লিষ্টদের। খবর রয়টার্স। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 08-DEC-2024 |
তিন সপ্তাহের সর্বোচ্চে তামার দাম |
ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। এ দেশে মজুদ কমে যাওয়া ও কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম। ধাতবপণ্যটির দাম বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর হেলেনিক শিপিং নিউজ, রয়টার্স।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 05-DEC-2024 |
খনি প্রকল্পে ৮,৩১৮ কোটি ডলার বিনিয়োগ করবে চিলি |
২০৩৩ সাল পর্যন্ত ৫১টি খনি প্রকল্পে ৮ হাজার ৩১৮ কোটি ডলার বিনিয়োগ করবে চিলি, যা গত বছরের পরিকল্পনার তুলনায় ২৭ শতাংশ বেশি। এ পরিকল্পনায় দেশটিকে বিশ্বের শীর্ষ তামা ও দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে পরিকল্পনায় বিএইচপির সম্প্রসারণ প্রকল্প অন্তর্ভুক্ত হয়নি, যেখানে বিনিয়োগ ১০ হাজার কোটি ডলার ছুঁতে পারে। নতুন পরিকল্পনায় মূল চালিকাশক্তি বড় কিছু কোম্পানির ১ হাজার ৫৬৬ কোটি ডলারের ১১টি প্রকল্প। ২০২৬ সালের মধ্যে বিনিয়োগের অর্ধেকের বেশি বা ৪ হাজার ২৯৬ কোটি ডলার ব্যয় হবে। খবর ও ছবি রয়টার্স |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 23-NOV-2024 |
জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে প্রায় ৮% |
জাপানের নির্মাণ ও উৎপাদন খাতে চাহিদা কমে যাওয়ায় টানা আট মাস ধরে কমছে অপরিশোধিত ইস্পাতের দাম। এ অবস্থায় গত মাসে ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। সম্প্রতি জাপানের আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ। |
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |
| 19-NOV-2024 |
চলতি বছর বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম বাড়তে পারে ৬ শতাংশ |
বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম চলতি বছর বাড়তে পারে ৬ শতাংশ। এ সময় ধাতব পণ্যটির দাম পৌঁছতে পারে ২ হাজার ৪৫০ ডলারে, আগের পূর্বাভাসে যা ছিল টনপ্রতি ২ হাজার ৪০০ ডলার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনের একটি ইউনিট)। খবর মাইনিংডটকম। বিএমআই জানায়, চলতি বছর অ্যালুমিনিয়ামের দাম বাড়ার পেছনে বাজারে কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ভূমিকা রাখতে পারে। এছাড়া চীনে ধাতবপণ্যটির চাহিদা বৃদ্ধিও দাম ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করবে।
|
Industry & Economic Services |
Chemical & Mineral |
Bonik Barta |
View |