পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা
Bonik Barta
দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংক পিএলসিতে আমানত ক্রমাগত বাড়ছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর পর পরই অর্থাৎ ওই বছরের অক্টোবর থেকে আমানত বৃদ্ধি পেতে শুরু করে। এ ধারাবাহিকতায় বছর শেষে ৭ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যাংকের আমানত পূর্ববর্তী বছরের ৪৪ হাজার কোটি থেকে ৪৭ হাজার ৪০০ কোটি টাকায় উন্নীত হয়। এদিকে চলতি বছরের জানুয়ারি-জুন অর্ধবার্ষিকীতে আরো ৭ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে আমানত ৫০ হাজার ৭০০ কোটি টাকায় দাঁড়ায়। বর্তমানে আইএফআইসি ব্যাংকের আমানত প্রায় ৫২ হাজার কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শেয়ারধারী বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
Bonik Barta
দেশের পুঁজিবাজারে তিন মাস ধরে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে। এ সময়ে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে গত তিন মাসে শেয়ারধারী বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও হিসাব) সংখ্যা কমেছে ২২ হাজার ৯৯৭টি। অন্যদিকে এ সময়ে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা কমেছে ১৬ হাজার ৮৯৭টি। দেশের পুঁজিবাজারে তিন মাস ধরে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে। এ সময়ে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে গত তিন মাসে শেয়ারধারী বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও হিসাব) সংখ্যা কমেছে ২২ হাজার ৯৯৭টি। অন্যদিকে এ সময়ে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা কমেছে ১৬ হাজার ৮৯৭টি।
ব্লক মার্কেটে ৮৬ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৮৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস, সি পার্ল, রেনাটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম ও মালেক স্পিনিং। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ৬ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮৪ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ সি পার্লের ৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওয়াল স্ট্রিটের শেয়ার সূচকে নিম্নমুখী প্রবণতা
Bonik Barta
আগের দিন পৌঁছেছিল রেকর্ড উচ্চতায়। সেখান থেকে গতকাল আবার নিম্নমুখী হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। মূলত সাপ্তাহিক ছুটির আগে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতা, একই সঙ্গে অর্থনৈতিক সূচকগুলো থেকে আসা মিশ্র বার্তা এবং মূল্যস্ফীতি ও চাকরির বাজার নিয়ে উদ্বেগের কারণে ওয়াল স্ট্রিটের শেয়ারসূচকগুলোয় নিম্নমুখিতা দেখা গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর এপি। সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৬ শতাংশ কমেছে। আগের দিনই সূচকটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এর পরও আগস্টে মোট ১ দশমিক ৯ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধির দেখা পেয়েছে এসঅ্যান্ডপি ৫০০ সূচক। চলতি বছর এ পর্যন্ত সূচকটি বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সেরা ব্যাংকের সম্মাননা পেল ব্র্যাক ব্যাংক
Bonik Barta
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ বাংলাদেশে বেসরকারি খাতের সেরা ব্যাংক হিসেবে সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যবসায়িক উৎকর্ষ, উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সুশাসন ও দেশের প্রতি অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রতি বছর গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, পরিচালন উৎকর্ষ ও টেকসই প্রভাবের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠানকে সম্মাননা জানায়।
ট্রাম্পের বেশির ভাগ শুল্ক অবৈধ তবে আপাতত বহাল থাকছে
Bonik Barta
বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। রায়টিকে ট্রাম্পের বাণিজ্যনীতির জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শুল্কগুলো আপাতত বহাল থাকবে। আদালত ট্রাম্প প্রশাসনকে রিপাবলিকানদের সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আপিল আদালতের রায়ের ফলে ট্রাম্পের পুরো অর্থনৈতিক নীতি একটি নজিরবিহীন চূড়ান্ত আইনি লড়াইয়ের মুখে পড়তে যাচ্ছে। কারণ একই সময়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতার বিষয়ে আরেকটি আইনি লড়াইও সর্বোচ্চ আদালতে গড়াচ্ছে।
জুলাইয়ে তুরস্কের ব্যাংক খাতের নিট মুনাফা ১১৮৪ কোটি ডলার
Bonik Barta
তুরস্কের ব্যাংক খাতের মুনাফা জুলাইয়ে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। দেশটির ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সি (বিডিডিকে) জানিয়েছে, গত মাসে তুরস্কের ব্যাংক খাতের নিট মুনাফা হয়েছে ৪৭ হাজার ৯২০ কোটি তুর্কি লিরা বা ১ হাজার ১৮৪ কোটি ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৩৭ দশমিক ৪ শতাংশ বেশি। জুলাই শেষে দেশটির ব্যাংক খাতের মোট সম্পদ দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭ ট্রিলিয়ন (৪০ লাখ ৭০ হাজার কোটি লিরা) বা ১ লাখ কোটি ডলারে। এর মধ্যে ঋণের পরিমাণ ৪৬ হাজার ৯০০ ডলার। এছাড়া আমানতের পরিমাণ ৫৮ হাজার ১১০ কোটি ডলারের সমপরিমাণ।
চাহিদা কমায় এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরপতন
Bonik Barta
এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে। নিম্নমুখী চাহিদা ও অতিরিক্ত সরবরাহের কারণে পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাশিয়ার আর্কটিক এলএনজি-২ প্রকল্প থেকে চীনে পণ্যটির সরবরাহ শুরু হয়েছে। এতে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় এলএনজির দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল গড়ে ১১ ডলার ১৫ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৪০ সেন্টের তুলনায় কম। এ বিষয়ে এনার্জি অ্যাসপেক্টসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট কেশর সুমিত বলেন, ‘এলএনজির বাজার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উত্তর-পূর্ব এশিয়ার প্রধান ক্রেতা দেশগুলোর কাছে পর্যাপ্ত মজুদ আছে। ফলে সীমিত সময়ের মধ্যে সরবরাহ চুক্তির আওতায় ক্রয়চাহিদা সীমিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সরবরাহের চালানগুলো এখনো প্রধানত ইউরোপমুখী।’
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে
Bonik Barta
চাহিদা কম থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে মসলাজাত পণ্যটির আমদানি কমে নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় হলুদ আমদানি কমেছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জুলাইয়ে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১ হাজার ২৩৫ টন, যার মূল্য ছিল ২০ কোটি ২৩ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৭৪ কোটি ৪৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৬১৯ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি কমেছে ২ হাজার ৩৮৪ টন।
Taka remains undervalued for 2 consecutive months: BB Study
The Financial Express
The Bangladeshi Taka (BDT) remained undervalued for two consecutive months, a recent study by Bangladesh Bank (BB) shows, indicating that depreciation pressures on the currency have reversed.
The report found that the equilibrium exchange rate, based on Real Effective Exchange Rate (REER) calculations, stood at Tk 121.55 in June 2025, leaving the taka undervalued by Tk 1.71 against the US dollar. The study, estimating equilibrium exchange rates for Bangladesh, was prepared by Deputy Governor Dr Md Habibur Rahman, Chief Economist's Unit Director Dr Md Salim Al Mamun, Joint Director Mr Nur-E-Alom Siddique, and a PhD candidate at Deakin University, Australia. According to the report, the Taka had been overvalued in past years: by Tk 9.09 in June 2021, Tk 8.11 in June 2022, and Tk 0.22 in June 2023. By June 2024, the currency turned slightly undervalued by Tk 1.11. Recent declines in the REER index were driven by currency depreciation and falling relative prices. The study highlighted that exchange rate imbalances can create pressure on foreign exchange reserves and intensify depreciation risks. While the Taka experienced sharp depreciation pressure in 2023, the rate of depreciation eased in the second half of 2024, as authorities implemented a series of policy measures aimed at strengthening external sector stability.
সপ্তাহজুড়ে রোবাস্তা কফির দাম বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ
Bonik Barta
রোবাস্তা কফির বাজারে টানা ঊর্ধ্বমুখী ধারা কিছুটা মন্থর হলেও সপ্তাহজুড়ে পণ্যটির দাম বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে রোবাস্তা কফির দাম শুক্রবার বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৮২৩ ডলারে। এর আগে আইসিইতে রোবাস্তা কফির দাম টনপ্রতি ৪ হাজার ৯৮৬ ডলারে পৌঁছেছিল, যা গত তিন মাসে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে কফি প্রক্রিয়াজাত কোম্পানিগুলো সরবরাহ সংকটের মধ্যে মজুদ নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে। ব্রাজিল থেকে আমদানির ওপর যুক্তরাষ্ট্র সরকার ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে এক্সচেঞ্জে মজুদ ক্রমান্বয়ে কমছে, যার প্রভাব পড়ছে দামে।
জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দরপতন
Bonik Barta
নিউজিল্যান্ডের গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ আন্তর্জাতিক নিলামে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক দশমিক ৩ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনের দিনগুলোয় বিশ্বব্যাপী দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন এবং সরবরাহ বাড়ার সম্ভাবনা আছে। তা সত্ত্বেও বিভিন্ন অঞ্চলের দেশগুলোয় চাহিদার বৈচিত্র্য ও ঊর্ধ্বমুখিতা পণ্যটির বাজারদরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। খবর এনজেড হেরাল্ড, আইরিশ ফারমারস জার্নাল ও মিল্ক ভ্যালু পোর্টাল। ফন্টেরার (নিউজিল্যান্ডের খামারিদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান) ফার্মগেট (কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ মূল্য) দুধের মূল্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ। (ডব্লিউএমপি) জিডিটির সর্বশেষ নিলামে এ পণ্যের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৩৬ ডলারে।
আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্রে জুলাইয়ে ভোক্তা ব্যয় বেড়েছে। দেশটিতে শুল্কের প্রভাবে আমদানি পণ্যের দাম কিছুটা বাড়ায় ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মাস ভিত্তিতে দশমিক ২ ও বার্ষিক ভিত্তিতে ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ তথ্য বিনিয়োগকারীদের মধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) শিগগির সুদহার কমাতে পারে, এমন জোরালো প্রত্যাশা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে আগস্টের শেষ সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। শুক্রবার স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম প্রায় ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪৪৩ ডলার ১৯ সেন্টে পৌঁছেছে, যা গত ১৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। এছাড়া আগস্টের এ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।
জুনে যুক্তরাষ্ট্রে রেকর্ড জ্বালানি তেল উত্তোলন
Bonik Barta
গত জুনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে নতুন রেকর্ড তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুযায়ী, ওই সময় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১ লাখ ৩৩ হাজার ব্যারেল বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ব্যারেলে। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের টেক্সাস দেশটিতে সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলন করে। জুনে এ অঞ্চলের উত্তোলন দৈনিক ১১ হাজার ব্যারেল বেড়ে ৫৭ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা গত এপ্রিলের পর সর্বোচ্চ। দ্বিতীয় বৃহত্তম উত্তোলনকারী নিউ মেক্সিকোয় দৈনিক ৪০ হাজার ব্যারেল বেড়ে মোট উত্তোলন দাঁড়িয়েছে ২২ লাখ ৪০ হাজার ব্যারেলে, যা মার্চের পর সর্বোচ্চ।
Higher US tariffs on India, China could divert up to $2.32b export orders to Bangladesh, says Zahid Hussain
The Financial Express
The higher tariffs on India and China imposed by the United States could divert $1.27–$2.32 billion in export orders from these countries to Bangladesh in the current fiscal year, FY2025-26, said Dr Zahid Hussain, former lead economist at the World Bank’s Dhaka office.
The economist added that a 30 per cent higher tariff on India alone could divert $1.2–2.07 billion in orders, while those from China could range from $74 million to $250 million. Zahid Hussain made the remarks while speaking at the “Moazzem Hossain Commemorative Lecture,” organised by the Economic Reporters’ Forum (ERF) in Dhaka on Saturday in memory of its founder president, late Moazzem Hossain, who was also the founding editor of the Financial Express.
Mahbubur Rahman, chairman of International Publications Limited (IPL), the parent company of the Financial Express, addressed the event at the ERF auditorium, which was presided over by ERF president Doulot Akter Mala. Highlighting Moazzem Hossain’s tireless efforts in establishing the Financial Express and his skill in building it as an economic newspaper, he said, “All of the investors and journalists also had confidence in Moazzem Hossain.”
আর্জেন্টিনা ও উরুগুয়ে থেকে সয়াবিন আমদানি বাড়াচ্ছে চীন
Bonik Barta
চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে কৃষিপণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ওপর নির্ভরতা বাড়াচ্ছে চীন। দেশটি আগামী এক বছরে আর্জেন্টিনা ও উরুগুয়ে থেকে রেকর্ড পরিমাণ সয়াবিন কিনতে যাচ্ছে। খবর রয়টার্স।
বাজারসংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ বিপণন মৌসুমে (আগস্ট পর্যন্ত) আর্জেন্টিনা ও উরুগুয়ে থেকে চীন রেকর্ড সর্বোচ্চ এক কোটি টন সয়াবিন কিনতে পারে। এরই মধ্যে সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ২৪ লাখ ৩০ হাজার টন সয়াবিন সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এল আরো ৪২০ টন চাল
Bonik Barta
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে এল আরো ৪২০ টন চাল। এ নিয়ে তিনদিনে ২৭টি ট্রাকে ৯৪৫ টন মোটা চাল ভারত থেকে আমদানি করা হলো। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। বেনাপোল বন্দর পরিচালক জানান, গত ২১ আগস্ট নয়টি ট্রাকে ৩১৫ টন, ২৪ আগস্ট ছয়টি ট্রাকে ২১০ টন এবং ২৭ আগস্ট ১২ ট্রাকে ৪২০ টন চাল বন্দর দিয়ে প্রবেশ করেছে। আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
হিলিতে আদার দাম কমেছে কেজিতে ৪০-৫০ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিসহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে সম্প্রতি আদা আমদানি বেড়েছে। সরবরাহ বৃদ্ধির কারণে কমে এসেছে মসণাপণ্যটির দাম। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আদা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০-১৬০ টাকা। সে অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ৪০-৫০ টাকা। হিলি বাজারের আদা বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘এর আগে ভারতের বাজারে আদার দাম বেড়ে গিয়েছিল। ফলে পণ্যটির আমদানি কমিয়েছিলেন দেশের ব্যবসায়ীরা। এতে সে সময় দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তবে সম্প্রতি আবারো ভারতে আদার দাম কিছুটা কমে এসেছে। এতে আবারো স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে।’
লোকসান এড়িয়ে বেসরকারি ড্রাই ডক ঘিরে লাভের আশা সেতু বিভাগের
Bonik Barta
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে চালু করা হয়। কিন্তু প্রাক্কলন অনুযায়ী, পর্যাপ্ত যানবাহন চলাচল না করায় এ টানেলের দৈনিক ব্যয়ের মাত্র এক-চতুর্থাংশ টোল আদায় হচ্ছিল। সম্প্রতি কর্ণফুলী নদীর অন্য প্রান্তে স্থাপিত একটি বেসরকারি ড্রাই ডকের কল্যাণে লোকসান এড়িয়ে লাভের সম্ভাবনা দেখছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিবিএ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কর্ণফুলী নদীর অন্য প্রান্তে বেসরকারি পর্যায়ে একটি ড্রাই ডক স্থাপন করা হয়। আনোয়ারা উপজেলায় অবস্থিত কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোনের এ জেটিগুলোয় বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য খালাস শুরু হয়েছে, যা কর্ণফুলী টানেল দিয়ে চট্টগ্রাম শহর হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরাসরি পরিবহন করা হচ্ছে। এ কারণে টানেলের আয় কয়েক মাসের মধ্যে প্রতিদিন গড়ে ৪-৫ লাখ টাকা করে বেড়েছে। এ ড্রাই ডকে ছয়টি জেটি থাকলেও বর্তমানে দুটি চালু রয়েছে। বাকি চারটি চালু হলে কর্ণফুলী টানেলের দৈনিক আয় লোকসান ছাড়িয়ে লাভের ধারায় ফিরতে পারে বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ।
এশিয়ায় মিশ্র প্রবণতায় চালের দাম
Bonik Barta
এশিয়ার চালের বাজারে চলতি সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময় ভিয়েতনামে খাদ্যশস্যটির রফতানিমূল্য আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। ভারতে চলতি সপ্তাহে চালের বাজারদরে তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে অতিরিক্ত মজুদের কারণে থাইল্যান্ডে দাম কিছুটা কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামে গত বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪৫৫-৪৬০ ডলার দরে বেচাকেনা হয়েছে, যা চলতি বছরের জানুয়ারির শুরুর পর সর্বোচ্চ। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরবরাহ সীমিত হলেও চাহিদা স্থিতিশীল রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ফিলিপাইন ৬০ দিনের জন্য চাল আমদানি স্থগিত করবে। এর আগেই বাজারে চালের দামের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। তবে ফিলিপাইনের সিদ্ধান্ত নিয়ে ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে। সংগঠনটি রফতানিকারকদের টেকসই রফতানি কার্যক্রম নিশ্চিত করতে আগাম পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
Freight forwarders oppose 20-80 per cent increase in container handling charges
The Financial Express
Freight forwarders oppose 20–80pc hike in container charges
Freight forwarders in Bangladesh have strongly opposed a sharp increase in container handling charges, warning that the move will severely impact the export trade. The Bangladesh Inland Container Depots Association (BICDA) has reportedly decided to raise charges by 20 percent to 80 percent for export containers, with the new rates set to take effect in September. The protest was made through a press conference held at the Dhaka Reporters Unity on Saturday, organized by the general members of the Bangladesh Freight Forwarders Association (BAFA). The conference was presided over by Abrarur Alam, with other key members, including Adnan Mohammad Iqbal, Abul Hasan Shamsul Haq, Mahfuz Raihan, and Anwar Hossain Milan, also in attendance. Abrarur Alam stated that solutions to existing problems could be found through improving efficiency, such as reducing cargo unloading times, using modern equipment, and addressing labor shortages—not by increasing costs. He urged BICDA to withdraw the decision, especially in light of the current economic downturn.
He also mentioned that the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has already expressed solidarity with the freight forwarders by writing a letter to the Chittagong Port Authority, and other exporters also support the demand for a rollback of the new charges. According to the freight forwarders, the new rates will significantly increase the cost of doing business. The charge for a 20-foot export container will jump from Tk 6,187 to Tk 9,900, while a 40-foot container will cost Tk 13,200 instead of Tk 8,250. The charge for a 45-foot high-cube container will rise from Tk 8,250 to Tk 14,900.
সমুদ্রতলের সম্পদ ঘিরে বাড়ছে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবসা
Bonik Barta
বৈশ্বিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে সমুদ্রতলের সম্পদ। এ সম্পদের সুরক্ষা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকে ঘিরে ব্যাপক মাত্রায় বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিরক্ষা খাতের কোম্পানি, সামুদ্রিক ঠিকাদার ও প্রযুক্তি স্টার্টআপগুলো। এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের আয় তুলে নেয়ার পরিকল্পনা করছে তারা। খবর এফটি। ইউরোপের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা ফিনকান্তিয়েরির পূর্বাভাস অনুসারে, বিশ্বব্যাপী সমুদ্রের তলদেশকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম ও প্রতিরক্ষা ব্যবসার আকার বছরে প্রায় ৫ হাজার কোটি ইউরো বা ৫ হাজার ৮৩৪ কোটি ডলার করে বাড়তে পারে। ইতালির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি আন্ডারওয়াটার বিভাগ সম্প্রতি এ খাত থেকে তাদের আয়ের লক্ষ্য বাড়িয়েছে। আগামী দুই বছরে ফিনকান্তিয়েরির আয় দ্বিগুণ হয়ে ৮২ কোটি ইউরোয় পৌঁছতে পারে।
ইউরোজোনের অর্থনীতিতে আস্থা কমছে ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের
Bonik Barta
একাধিক সংকটের কারণে কভিড মহামারী-পরবর্তী ইউরোজেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত গতি পায়নি। যার প্রভাব বিভিন্ন সময়ে অর্থনৈতিক সূচকগুলোয় ফুটে উঠেছে। পরিসংখ্যান বলছে, চলতি মাসে ইউরোজোনের অর্থনীতি নিয়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের আস্থা আবারো কমেছে। অঞ্চলটির অর্থনীতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্রমবর্ধমান আশঙ্কার প্রতিফলন দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এমন সময় পরিসংখ্যানটি সামনে এল যখন মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে ও শ্রম বাজার থেকে মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে। ফ্রান্সের রাজনৈতিক প্রেক্ষাপট সামনের দিনগুলোয় এ পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
প্রথমার্ধে মুনাফা থেকে লোকসানে প্রিমিয়ার ব্যাংক
Bonik Barta
প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সায়।
যুক্তরাষ্ট্র থেকে বাড়তি ২০৫ কোটি ডলার রফতানি আয়ের সুযোগ
Bonik Barta
ভারত ও চীনের ওপরে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কের হার বেশি হওয়ায় বাংলাদেশের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে প্রায় ২০৫ কোটি ডলার অতিরিক্ত রফতানি আয় করা যাবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজনে গতকাল সংস্থাটির মিলনায়তনে ‘সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় তিনি এ আশাবাদের কথা জানান। ড. জাহিদ হোসেন বলেন, ‘ভারত ও চীনের ওপরে ট্রাম্প প্রশাসন যে হারে শুল্ক আরোপ করেছে, তাতে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ২০৫ কোটি ডলার বেশি পণ্য রফতানি করার সুযোগ সৃষ্টি হয়েছে।’ ভারতের ওপর পাল্টা শুল্কের হার ৫০ শতাংশ, আর চীনের ওপর ৩০ শতাংশ। পাশাপাশি বাংলাদেশের ওপর পাল্টা শুল্কের হার ২০ শতাংশ। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আগে অনুমান করা হয়েছিল যে বাংলাদেশের রফতানি আয়ের ২২ শতাংশ ভারতে চলে যেতে পারে। পরে শুল্কহারের কারণে দৃশ্যপট পাল্টে গেছে। ভারত সরকারের এক হিসাব অনুযায়ী, নতুন শুল্কহারের কারণে প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে দেশটির।’
সংলাপ ছাড়া শ্রম আইন সংশোধন টেকসই হবে না
Bonik Barta
সামাজিক সংলাপ ছাড়া শ্রম আইন সংশোধন টেকসই হবে না—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের মতে, প্রস্তাবিত নতুন আইন শ্রমিকদের অধিকার সুরক্ষার পরিবর্তে উল্টো অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড মানা জরুরি হলেও দেশের বাস্তবতা ও সক্ষমতা উপেক্ষা করে আইন চাপিয়ে দিলে শ্রমবাজার ও বিনিয়োগ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
রাজধানীর গুলশানে গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তারা। বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘পাঁচ হাজার শ্রমিকের কারখানায় মাত্র ২০ জন মিলে যদি ট্রেড ইউনিয়ন গঠন করে, তা পুরো শ্রমিক সমাজের প্রতিনিধিত্ব করবে না। আবার সর্বোচ্চ পাঁচটি ইউনিয়ন করার সুযোগ থাকলে খুব কমসংখ্যক সদস্যও একাধিক ইউনিয়ন তৈরি করতে পারবে। এতে শিল্পে বিভাজন ও অস্থিতিশীলতা বাড়বে। ফলে ক্রয়াদেশ সরবরাহ ব্যাহত হতে পারে। পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হবে।’