29-Nov-2025

Sunday 30 November 2025

01-Dec-2025

ঝুঁকিতে পদ্মা অয়েলের ১৯৩ কোটি টাকার আমানত

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি পিএলসির ৩০ জুন ২০২৫ পর্যন্ত একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও বেসরকারি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে ১৯৩ কোটি ৪ লাখ টাকা রয়েছে। আমানত নগদায়নে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ইতিবাচক সাড়া পায়নি কোম্পানিটি। ফলে এ আমানত উচ্চঝুঁকিতে রয়েছে বলে মতামত দিয়েছে কোম্পানিটির নিরীক্ষক এমএম রহমান অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও মাহমুদ সবুজ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

ব্লক মার্কেটে ৯১ কোটি টাকার বেশি লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৯১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৬৭ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর চূড়ান্ত অনুমোদন

The Business Standard

পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর চূড়ান্ত অনুমোদন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক- এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন 'সম্মিলিত ইসলামী ব্যাংক' -এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের। ফলে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো। আজ রোববার (৩০ নভেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক- এই পাঁচটি ব্যাংককে একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠন করা হয়েছে।এর আগে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালের আবেদনের পরিপ্রেক্ষিতে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' -এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। যেখানে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজিএসসি) থেকে কোম্পানি নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধি-বিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

জুলাই-অক্টোবরে বৈদেশিক অর্থছাড়ের প্রায় সমপরিমাণ পরিশোধও করেছে বাংলাদেশ

The Business Standard

জুলাই-অক্টোবরে বৈদেশিক অর্থছাড়ের প্রায় সমপরিমাণ পরিশোধও করেছে বাংলাদেশ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যে পরিমাণ বৈদেশিক ঋণ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা, প্রায় একই পরিমাণ অর্থ পরিশোধও করেছে বাংলাদেশ। আজ রোববার (৩০ নভেম্বর) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালানাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে উন্নয়ন সহযোগীরা ছাড় করে ১.৬৬ বিলিয়ন ডলার। আর এসময়ে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করেছে ১.৫৮৫ বিলিয়ন ডলার। একই সময়ে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৭৫ শতাংশ। আর ঋণের অর্থছাড় বেড়েছে ৩৮.৫১ শতাংশ।

সবচেয়ে বড় সমস্যা এখন জ্বালানি সংকট —এ কে আজাদ

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের ২৩ নভেম্বর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ, যা এ বছর কমে দাঁড়াবে ৩ দশমিক ৯৭ শতাংশে। অর্থাৎ অর্থনীতির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৩৬ শতাংশ। তবে প্রশ্ন দাঁড়ায়, এ বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল এবং কারা নিল? বিষয়টি এরই মধ্যে গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তারা অবশ্যই এ অর্থের উৎস অনুসন্ধান করবেন এবং দায়ীদের আইনের আওতায় আনবেন। এক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের গ্রহণ করা নীতিও বিবেচনা করা যেতে পারে।

আমন মৌসুমে চাল আমদানি ও ধানের দাম কমানোর ফলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক

Bonik Barta

এবার অভ্যন্তরীণ উৎস থেকে সাত লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ছয় লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল ও ৫০ হাজার টন ধান। সেদ্ধ চাল ক্রয়ের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৫০ টাকা। আতপ ৪৯ ও ধান ৩৪ টাকা। গত বোরো মৌসুমের তুলনায় এবার আমন চালের দাম বৃদ্ধি করা হয়েছে প্রতি কেজি ১ টাকা। পক্ষান্তরে ধানের দাম কমানো হয়েছে কেজিতে ২ টাকা। সরকার চাল সংগ্রহ করে থাকে চাতালের মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে। ধান কেনে সরাসরিভাবে কৃষকের কাছ থেকে। এবার চালের সংগ্রহমূল্য বৃদ্ধির কারণে লাভবান হবেন ব্যবসায়ীরা। ধানের দর কমায় ক্ষতিগ্রস্ত হবেন উৎপাদনকারী কৃষক। তাছাড়া ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা খুবই কম নির্ধারণ করায় অনেক কম দামে কৃষকের কাছ থেকে ধান কেনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। ফলে তারা ধান ক্রয় ও চাল বিক্রয় উভয় ক্ষেত্রেই বেশি সুবিধা পাবেন। এটি সরকারের ব্যবসায়ীবান্ধব নীতি, কৃষকবান্ধব নয়।

অক্টোবরে তুরস্কে বেকারত্বের হার কমে ৮ দশমিক ৫ শতাংশে

Bonik Barta

তুরস্কে গত অক্টোবরে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা তুর্কস্ট্যাটের তথ্যানুযায়ী, গত মাসে বেকারের সংখ্যা ২৭ হাজার কমে দাঁড়িয়েছে ৩০ লাখ ৩০ হাজারে। একই সময়ে কর্মসংস্থান বেড়েছে ১ লাখ ৮৫ হাজার। এতে তুরস্কে মোট কর্মীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ২৭ লাখ ৭০ হাজারে। শ্রমশক্তির অংশগ্রহণের হার অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৮ শতাংশে। তবে যুব বেকারত্ব (১৫-২৪ বছর) বেড়ে পৌঁছেছে ১৫ দশমিক ৬ শতাংশে.

হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

Bonik Barta

সরবরাহ বাড়ায় দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা। দুইদিন আগেও প্রতি কেজি মরিচ ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহের ধারা অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে মনে করেন বিক্রেতারা। হিলি বাজারে মরিচ কিনতে আসা আইয়ুব আলী বলেন, ‘দুইদিন আগেও বাজার থেকে কাঁচামরিচ কিনেছিলাম ১৪০ টাকা কেজি দরে। গতকাল মরিচ কিনতে এসে শুনি দাম কমে অর্ধেকে নেমে এসেছে। যে কাঁচামরিচ দুইদিন আগে ১৪০ টাকায় কিনেছিলাম সেটি এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামের কারণে আগে চাহিদামতো মরিচ কিনতে পারছিলাম না। তবে দাম কমায় প্রয়োজন অনুযায়ী পণ্যটি কিনতে পারছি।’

ব্যয় বাড়লেও মূল্য স্থির, সংকটে দেশের ওষুধ শিল্প

The Business Standard

বাংলাদেশের ওষুধ শিল্প—যা বহু দিন ধরে দেশের সবচেয়ে সফল উৎপাদন খাতগুলোর একটি হিসেবে বিবেচিত—এখন গভীর সংকটে পড়েছে। কারণ উৎপাদন ব্যয় লাগামছাড়া বাড়লেও সরকারের নির্ধারিত মূল্যসীমা ২০২২ সালের পর থেকে অপরিবর্তিত রয়ে গেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালের পর থেকে মূল্য সমন্বয় বন্ধ হয়ে যায়। পাশাপাশি কাঁচামালের ব্যয় বৃদ্ধি, ডলারের দরে অস্থিরতা, বিদ্যুৎ–গ্যাসের দাম বাড়া এবং ব্যাংক ঋণের উচ্চ সুদ—সব মিলিয়ে অনেক কোম্পানি টানা লোকসানে পড়েছে। কয়েকটি প্রয়োজনীয় ওষুধ ইতোমধ্যে উৎপাদন লাইন থেকে উঠে গেছে, ফলে রোগীরা বাধ্য হয়ে বহুগুণ দামী আমদানিকৃত ওষুধের ওপর নির্ভর করছেন। ওষুধ কোম্পানিগুলোর দাবি, অনেক জীবনরক্ষাকারী ওষুধের সরকারিভাবে নিয়ন্ত্রিত দাম উৎপাদন ব্যয়ের অনেক নিচে নেমে গেছে, ফলে ন্যূনতম ব্যাচ উৎপাদনও আর সম্ভব হচ্ছে না। কোম্পানিগুলো আইনগতভাবে দাম বাড়াতে না পারায়, শিল্প নেতারা বলছেন—খাতটি এখন ভাঙনের মুখে।

Banking sector may need 5-10 yrs for NPL cleanup, says Mansur

The Financial Express

The new bank born out of the merger of five severely liquidity-starved unconventional banks will be launched this week, Bangladesh Bank (BB) Governor Dr Ahsan H. Mansur informed Thursday, on an upbeat note about its strong start-up capital base.The process of launching the much-talked-about Sammilito Islami Bank begins today, incidentally amid a crisis stemming from bad-loan burdens on banks.Speaking as the chief guest at the 4th Bangladesh Economic Conference 2025, he said five struggling Islamic banks are being merged into the country's biggest commercial bank under the bank resolution ordinance."This newborn bank will be launched next week (the week begins today)," he told the audience at the conference hosted by Bangla business daily Banik Barta at a city hotel on Saturday.

Industrial growth slows as key sectors contract

The Financial Express

Bangladesh's large industrial sector recorded a subdued performance in September, weighed down by contractions in major segments including clothing and textiles. The slowdown comes despite earlier signs of momentum at the start of the fiscal year. Large industries, which make up more than 11 per cent of the country's US$461 billion economy, expanded by only 2.43 per cent in September 2025, according to the Bangladesh Bureau of Statistics (BBS).This marks a sharp moderation from nearly 7.0 per cent growth in July, the first month of the 2026 fiscal year, and more than 3.0 per cent in August.

আর্জেন্টিনায় রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস

Bonik Barta

আর্জেন্টিনায় ২০২৫-২৬ মৌসুমে জমি থেকে গম সংগ্রহ রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। দেশটির বুয়েনস আইরেস গ্রেইন এক্সচেঞ্জ জানায়, চলতি মৌসুমে মোট গম সংগ্রহ পৌঁছতে পারে ২ কোটি ৫৫ লাখ টনে। এটি এর আগে দেয়া পূর্বাভাস ২ কোটি ৪০ লাখ টনের তুলনায় বেশি। খবর হেলেনিক শিপিং নিউজ। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত জমি থেকে ৩৩ দশমিক ৯ শতাংশ গম সংগ্রহ সম্পন্ন হয়েছে। এছাড়া মূল কৃষি অঞ্চলগুলোয় খাদ্যশস্যটির ফলন প্রত্যাশার চেয়ে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ফসল উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

ভিয়েতনামে কমেছে কফি সরবরাহ

Bonik Barta

ভিয়েতনামের বাজারে কফি বেচাকেনা গত সপ্তাহেও নিম্নমুখী ছিল। গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের কারণে কফি বিন সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ব্যাহত হওয়ায় এ সময় সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। দেশটির সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন ১ লাখ ১০ হাজার ৫০০ থেকে ১ লাখ ১১ হাজার ৫০০ ডং (প্রায় ৪ ডলার ১৯ সেন্ট থেকে ৪ ডলার ২৩ সেন্ট) দরে বিক্রি করেছেন, এক সপ্তাহ আগেও এর দর ছিল কেজিপ্রতি ১ লাখ ১১ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৫০০ ডং।

বিশ্ববাজারে রেকর্ড সর্বোচ্চে রুপার দাম

Bonik Barta

বিশ্ববাজারে রুপার দাম গত সপ্তাহের লেনদেনের শেষ দিনে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোমেক্স এক্সচেঞ্জে ‘কুলিং সিস্টেম বিকল’ হওয়ায় দীর্ঘ সময় লেনদেন বন্ধ ছিল। এ কারণে বাজারে অস্থিতিশীলতা বেড়েছে। খবর মাইনিং ডটকম। স্পট মার্কেটে শুক্রবার রুপার দাম ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৫ ডলার ৬৬ সেন্টে পৌঁছেছে। এ সময় ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতেও ধাতবপণ্যটির দাম বেড়েছে ৫ শতাংশ।

ভোমরা স্থলবন্দর দি‌য়ে আদা আমদা‌নি বেড়েছে

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ব্যবসায়ীরা পণ্যটির আমদানি বাড়িয়েছেন বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব বিভাগ থে‌কে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছ‌রের জুলাই-অক্টোবর পর্যন্ত চার মাসে এ বন্দর দি‌য়ে ১৬ হাজার ৯৪৫ টন আদা আমদা‌নি হ‌য়ে‌ছে। যার মূল্য ছিল ২০৫ কোটি ৯০ লাখ টাকা। গত অর্থবছ‌রের একই সময় এ বন্দর দিয়ে ১৮২ কো‌টি ৪৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৩০৮ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী চল‌তি অর্থবছ‌রের প্রথম চার মাসে এ বন্দর দিয়ে আদা আমদা‌নি বেড়েছে ১ হাজার ৬৩৭ টন।

গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল এশিয়ার চালের বাজার

Bonik Barta

এশিয়ার প্রধান চালের বাজারগুলোয় গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময় উৎপাদন ব্যাহত হওয়া ও মুদ্রার বিনিময় হারে ওঠানামার প্রভাবে থাইল্যান্ডে খাদ্যশস্যটির দাম বাড়তি ছিল। তবে নিম্নমুখী চাহিদার প্রভাবে কমেছে ভারতীয় চালের দাম। খবর বিজনেস রেকর্ডার। থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম পৌঁছেছে টনপ্রতি ৩৭০ ডলারে। এটি এর আগের সপ্তাহের তুলনায় ৩০ ডলার বেশি এবং ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ। দেশটির বিভিন্ন উৎপাদন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, চাহিদা এখনো খুব বেশি নয়। তবে বন্যার প্রভাব ও সাম্প্রতিক নতুন কিছু চুক্তির খবরে দাম বেড়েছে।

অস্ট্রেলিয়ায় বাড়ির দাম বাড়বে ৭ শতাংশ

Bonik Barta

অস্ট্রেলিয়ায় বাড়ির দামে ঊর্ধ্বগতি আগামী বছরও অব্যাহত থাকবে। বাজারে সরবরাহ কম ও চাহিদা স্থিতিশীল থাকায় ২০২৬ সালে দেশটিতে বাড়ির দাম বাড়তে পারে প্রায় ৭ শতাংশ। ১৫ জন সম্পত্তি বিশেষজ্ঞকে নিয়ে রয়টার্স পরিচালিত এক জরিপে এ পূর্বাভাস পাওয়া গেছে। কভিড-১৯ মহামারীর সময় দেশটিতে বাড়ির দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছিল। পরে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ালে দাম ৯ শতাংশ কমে যায়। তবে ২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাংকের ৭৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর ফলে আবারো ক্রেতাদের আগ্রহ বাড়ে। অক্টোবরে দেশটিতে বাড়ির দামের গড় মধ্যমা (মিডিয়ান হোম প্রাইস) বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৮ লাখ ৭২ হাজার ৫৩৮ অস্ট্রেলিয়ান ডলারে।

পরিশোধিত তামার উৎপাদন প্রবৃদ্ধি শ্লথ হয়ে আসার আশঙ্কা

Bonik Barta

বিশ্বব্যাপী পরিশোধিত তামার উৎপাদন প্রবৃদ্ধি আগামী বছর উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেতে পারে। ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপের (আইসিএসজি) সেক্রেটারি জেনারেল পল হোয়াইট ওয়ার্ল্ড কপার কনফারেন্স ২০২৫-এ দেয়া এক বক্তব্যে এমন পূর্বাভাস দেন। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ। পল হোয়াইট জানান, ২০২৬ সালে পরিশোধিত তামার উৎপাদন প্রবৃদ্ধি হতে পারে দশমিক ৯ শতাংশ, যা আগে প্রকাশিত ৩ দশমিক ৪ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। তিনি আরো জানান, আগামী বছর তামার বাজারে ১ লাখ ৫০ হাজার টন ঘাটতি দেখা দিতে পারে। এ সময় পরিশোধিত তামার ব্যবহার বাড়তে পারে ২ দশমিক ১ শতাংশ।

পাইকারিতে পাম অয়েলের দরপতন, কমছে না খুচরায়

Bonik Barta

বিশ্ববাজারে সম্প্রতি পাম অয়েলের দাম কমে এসেছে। এছাড়া শীতকালে দেশের বাজারে ভোজ্যতেলটির চাহিদাও কমে যায়। এসবের প্রভাবে পাইকারিতে পাম অয়েলের দরপতন হয়েছে। তবে খুচরা বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি পর্যায়ে আমদানীকৃত পাম অয়েলের দামের সমন্বয় না হওয়ায় বিশ্ববাজার ও দেশের পাইকারি বাজারে কমলেও খুচরায় এখনো কমছে না পাম অয়েলের দাম।

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের ফুড ব্যাংক নির্ভরতা বাড়ছে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি অনুদানের ভিত্তিতে পরিচালিত হয় বেশকিছু ফুড ব্যাংক। নানা উৎস থেকে পাওয়া সহায়তার ভিত্তিতে অলাভজনক বিভিন্ন সংস্থা এসব খাদ্য বিতরণ করে থাকে। এক্ষেত্রে দাতব্য ও করপোরেট সংস্থার পাশাপাশি দেশটির সরকারও ভূমিকা রাখে। এতদিন এ ধরনের সহায়তা কার্যক্রমে সুবিধাভোগীর সংখ্যা ছিল অনেক কম। তবে বর্তমানে সে চিত্র বদলে যাচ্ছে। ফুড ব্যাংকগুলোয় এখন খাদ্যসহায়তা নিতে আসছে প্রাক্কলনের তুলনায় অনেক বেশি মানুষ। বিপুল পরিমাণ মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে ফুড ব্যাংকগুলোর কর্মীদের। বিশেষ করে চলতি থ্যাংকস গিভিং মৌসুমকে সামনে রেখে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদের। কারণ এবার ফুড ব্যাংকে সহায়তা নিতে আসা মানুষের সংখ্যা ছিল তাদের হিসাবের চেয়ে অনেক বেশি।

বেনাপোল স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি-রফতানি বাণিজ্য

Bonik Barta

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত এক বছরেও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের আশানুরূপ উন্নতি হয়নি। একের পর এক প্রতিবন্ধকতা ও নিষেধাজ্ঞার কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যে প্রভাব পড়েছে। ফলে দেশের সর্ববৃহৎ এ স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমেছে ৭৫ হাজার ৭২৯ টন। অন্যদিকে রফতানি কমেছে ৭৫ হাজার ২৩২ টন। এছাড়া রেলপথে আমদানি কমেছে ২৯ হাজার টন। ব্যবসায়ীরা দাবি করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের বাণিজ্য ও রাজস্ব ঘাটতি তৈরি হবে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকার চাইলে বাণিজ্য বৈঠকে এসব বিষয়ে পদক্ষেপ নেবে।

‘কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে রিমোট ওয়ার্ক’

Bonik Barta

ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে অফিসের কাজ করার সুবিধা-অসুবিধা নিয়ে বিশ্বব্যাপী নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ মহলে তর্ক-বিতর্ক চলছে। এমনই এক সময়ে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখতে পারে রিমোট ও হাইব্রিড ওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়, অফিসে না এসে কাজ করার সুবিধা কোম্পানিগুলোকে কর্মী ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি গবেষকরা এও উল্লেখ করেছেন, নমনীয় কাজের ব্যবস্থা এমন কিছু মানুষকে পুনরায় শ্রমবাজারে ফিরিয়ে আনে, যারা এ ধরনের শর্ত ছাড়া কাজ করতে পারতেন না।