22-Nov-2025

Sunday 23 November 2025

24-Nov-2025

ইস্টার্ন লুব্রিক্যান্টসের মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট মুনাফা প্রায় দ্বিগুণ বেড়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৮২ পয়সায়। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের পর্ষদ। এ বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৩১ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার ওষুধ কোম্পানি এলি লিলি

Bonik Barta

স্থূলতা নিয়ন্ত্রণ ও ডায়াবেটিসের ওষুধের বিপুল চাহিদায় যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এলি লিলির বাজারমূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছুঁয়েছে। কোম্পানির শেয়ারের দাম শুক্রবার প্রায় ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫১ ডলারে পৌঁছলে প্রথম ওষুধ কোম্পানি হিসেবে ‘ট্রিলিয়ন ডলার ক্লাবে’ প্রবেশ করে এলি লিলি। খবর রয়টার্স। চাহিদা বেড়ে যাওয়ার প্রধান কারণ ওবেসিটি বা স্থূলতা নিয়ন্ত্রণের নতুন প্রজন্মের ওষুধ। গত দুই বছরে উচ্চ কার্যকারিতার এসব ওষুধ বাজারে আসার পর স্বাস্থ্যসেবা খাতে এটিই সবচেয়ে দ্রুতবর্ধনশীল একটি বিভাগে পরিণত হয়েছে। এলি লিলির টিরজেপাটাইড-নির্ভর দুটি ওষুধ—টাইপ২ ডায়াবেটিসের জন্য মাউনজারো এবং স্থূলতার জন্য জেপবাউন্ড—বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধ হিসেবে মের্কের কিট্রুডাকে ছাড়িয়ে গেছে।

বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ হাজার জাহাজ সরবরাহ

Bonik Barta

বিশ্বে প্রথমবারের মতো কোনো কোম্পানি হিসেবে পাঁচ হাজার জাহাজ সরবরাহের রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই। গত সপ্তাহে এ বৈশ্বিক রেকর্ড উদযাপন করেছে কোম্পানিটি, যা আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্বস্থানীয় অবস্থান তুলে ধরল। খবর কোরিয়া হেরাল্ড। এইচডি হুন্দাইয়ের মাইলফলক জাহাজটি ছিল ডিয়েগো সিলাং। কোম্পানির উলসান শিপইয়ার্ডে ফিলিপাইন নেভির জন্য তৈরি হয়েছে এ অত্যাধুনিক পেট্রোল ফ্রিগেট। এর মাধ্যমে কার্যক্রম শুরুর ৫০ বছর পর মাইলফলকের অংশ হলো শিপইয়ার্ডটি।

গতি হারাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির উৎপাদন খাত

Bonik Barta

যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের প্রবৃদ্ধি এখন চার মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুল্কের কারণে আমদানি পণ্যের দাম বাড়ায় ভোক্তা চাহিদা কমেছে দেশটিতে। এতে কারখানাগুলোয় নতুন ক্রয়াদেশ কমে মজুদ বাড়তে শুরু করেছে অবিক্রীত পণ্যের। বিশ্লেষকদের মতে, এ শ্লথগতি অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি আরো কমতে পারে। খবর রয়টার্স। মিশিগান বিশ্ববিদ্যালয় পরিচালিত ভোক্তা জরিপের তথ্যানুযায়ী ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি বা আসবাবের মতো দীর্ঘস্থায়ী পণ্য কেনার উপযোগী আর্থিক অবস্থা নভেম্বরে আগের তুলনায় বেশ কমেছে। ভোক্তারা এখনো উচ্চমূল্য ও আয় কমে যাওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতা আরো দুর্বল হয়ে পড়েছে।

দুই সপ্তাহের সর্বনিম্নে তামার বাজারদর

Bonik Barta

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সাপ্তাহিক লেনদেনের শেষদিনে তামার দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে গেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্কিন শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারের বিক্রয় চাপজনিত ধস ও দেশটির কর্মসংস্থানের তথ্য এ দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। এলএমইতে তিন মাসে সরবরাহ চুক্তিতে তামার দাম কমেছে দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ১০ হাজার ৭০০ ডলারে। দিনব্যাপী লেনদেনের একপর্যায়ে তামার দাম টনপ্রতি ১০ হাজার ৬০৭ ডলার ৫০ সেন্টে নেমে গিয়েছিল, যা গত ৫ নভেম্বরের পর সবচেয়ে কম। সপ্তাহ ভিত্তিতে ধাতবপণ্যটির দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ।

আইভরি কোস্ট থেকে কমতে পারে কোকো সরবরাহ

Bonik Barta

বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট। দেশটিতে ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর-মার্চে উৎপাদিত কোকো সরবরাহের চুক্তি বিক্রি হয়েছে ১৩ লাখ টন। এটি গত বছরের একই সময়ের ১৪ লাখ টনের তুলনায় কম। দেশটির কফি অ্যান্ড কোকো কাউন্সিল (সিসিসি) সংশ্লিষ্ট দুই সূত্র রয়টার্সকে জানিয়েছেন, এ হ্রাসের পেছনে ভূমিকা রেখেছে কোকো ফসলের সংগ্রহ ও উৎপাদন কমে যাওয়া। খবর রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানান, কৃষকরা ২০২৫-২৬ অর্থবছরে পর্যাপ্ত বিনিয়োগ করেনি। এছাড়া পুরনো খেত, ফসলের রোগ ও অপ্রত্যাশিত বৃষ্টিপাতের কারণে উৎপাদন কমেছে। সূত্রের দেয়া তথ্যানুযায়ী আইভরি কোস্টের প্রধান দুই বন্দর থেকে ২০২৬ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত কোকো সরবরাহের পরিমাণ ৩০ শতাংশ কমে যেতে পারে। তবে উৎপাদনকারীরা চুক্তি অনুযায়ী কোকো সরবরাহ করতে পারবে।

ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম কমেছে ২ শতাংশের বেশি

Bonik Barta

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম সাপ্তাহিক লেনদেনের শেষদিনে ২ শতাংশের বেশি কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদা কমে যাওয়া ও রিঙ্গিতের বিনিময় হার বৃদ্ধি ভোজ্যতেলটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম শুক্রবার টনে ৮৭ রিঙ্গিত বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৬৮ রিঙ্গিত (৯৮১ ডলার ১৯ সেন্ট)। সপ্তাহজুড়ে ভোজ্যতেলটির দাম কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

বিশ্ববাজারে কফির দাম কমেছে

Bonik Barta

ব্রাজিল থেকে কফি আমদানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আরোপিত এ শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে সেপ্টেম্বরে কফির দাম ৪০ শতাংশ বেড়ে গিয়েছিল, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। তবে ট্রাম্প সম্প্রতি ব্রাজিলের কৃষিপণ্যের ওপর আরোপিত ৪০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করেছেন। এ ঘোষণার পর বিশ্ববাজারে কফির বড় দরপতন হয়েছে। আইসিই এক্সচেঞ্জে গত শুক্রবার ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে অ্যারাবিকা কফির দাম ২ শতাংশ কমে পাউন্ডপ্রতি ৩ ডলার ৭০ সেন্টে নেমেছে। এদিন লেনদেনের এক পর্যায়ে পণ্যটির দর ৬ শতাংশ পর্যন্ত কমে দুই মাসের সর্বনিম্নে নেমে যায়।

স্পট মার্কেটে সামান্য বেড়েছে এলএনজির দাম

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে। এ সময় এলএনজির বাজারে মূল্যবৃদ্ধিকে সীমিত করে রাখে ইউরোপে চাহিদার নিম্নমুখিতা ও মজুদ বৃদ্ধির তথ্য। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জানুয়ারিতে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৬৬ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ১০ সেন্টের তুলনায় কিছুটা বেশি।

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১ লাখ ১৯ হাজার

Bonik Barta

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে ১ লাখ ১৯ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে এ সময়ে দেশটির বেকারত্বের হার আগের মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে ৪ দশমিক ৪ শতাংশে, যা চার বছরের সর্বোচ্চ। কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা ব্লুমবার্গ জরিপে অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি। তারা ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন। খবর ফাইন্যান্সিয়াল টাইমস

প্রায় সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু

Bonik Barta

নাটোর সুগার মিলসে ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। এবার ১ লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাটোর সুগার মিলসের কেইন কেরিয়ারে গতকাল আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ ও বাণিজ্যিক) আজহারুল ইসলাম। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টন আখ মাড়াই করে ৬ হাজার ১৪৮ টন চিনি উৎপাদন করেছিল মিলটি। উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদ হোসেন, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান ও আখচাষীদের প্রতিনিধি মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নেই বাংলাদেশে

Bonik Barta

দেশের শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ কৃষি খাতের সঙ্গে যুক্ত। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও এ খাতের শ্রমিকদের জন্য গঠিত হয়নি ন্যূনতম মজুরি কাঠামো। প্রতিবেশী দেশ ভারত ও চীনের বিভিন্ন রাজ্যে ন্যূনতম মজুরি কাঠামো রয়েছে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারেও কৃষি শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোয়ও কৃষি শ্রমিকদের জন্য রয়েছে ন্যূনতম মজুরি কাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, ন্যূনতম মজুরি নিশ্চিত করা গেলে লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য কমবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটবে এবং কমবে নগরকেন্দ্রিক কর্মসংস্থানের চাপ।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করতে হবে

Bonik Barta

দেশের উন্নয়নের চাবিকাঠি জ্বালানি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের মোট জ্বালানির একটি বড় অংশই এখন আমদানিনির্ভর। বিদ্যুৎ খাতে ব্যবহৃত জ্বালানির বড় অংশই আসে আমদানি করা কয়লা, তেল ও গ্যাস থেকে। স্থানীয় গ্যাস সরবরাহ দিন দিন কমছে এবং জ্বালানি ব্যবস্থায় আমদানিনির্ভরতা ক্রমেই বাড়ছে। গবেষণায় উঠে এসেছে, গত ১০ বছরে প্রতি বছর গড়ে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমেছে। এখন সেই ঘাটতি আরো বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুটে। স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোয় উৎপাদন হ্রাস পাওয়া, নতুন অনুসন্ধান না হওয়া এবং বাপেক্সের সীমিত সক্ষমতার কারণে এ ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছে। পূর্ববর্তী সরকারগুলো গ্যাস উৎপাদন বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিলেও সেগুলোর কোনোটি এখনো প্রত্যাশিত ফল দেয়নি। অন্যদিকে আমদানীকৃত গ্যাসের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। দেশের বিদ্যমান দুটি এলএনজি টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ১০০ কোটি ঘনফুট। এ সীমিত সক্ষমতার কারণে বেশি গ্যাস আমদানি করা সম্ভব নয়।

বাংলাদেশের মধ্য দিয়ে ভুটানের প্রথম পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু আজ

Bonik Barta

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের মধ্যেই আজ (২২ নভেম্বর) থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের (ট্রানজিট) প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা 'ট্রায়াল রান' শুরু করছে দেশটি। ২২ থেকে ২৪ নভেম্বর—এই তিন দিনে চট্টগ্রাম বন্দর থেকে ১৫ টনের একটি চালান নিয়ে বুড়িমারী স্থলবন্দর হয়ে এবং ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হলেই দক্ষিণ এশিয়ার এই স্থলবেষ্টিত দেশটি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের ওপর দিয়ে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত পণ্য পরিবহন করতে পারবে। এদিকে, একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এবং এ সময় তিনি ভিভিআইপি প্রটোকল পাবেন।

ICB in freefall: Tk5,000cr portfolio wiped out, loans choking the Institution

The Business Standard

For decades, it was the one state financial institution that rarely stumbled - steady, profitable, almost boring in its reliability. But that old image of the Investment Corporation of Bangladesh (ICB) now stands shattered. What was once the government's most trusted market stabilizer is now fighting for its own survival - dragged down by reckless borrowing, disastrous bets on overpriced stocks, and a staggering erosion of asset value that has wiped out the gains of an entire generation of prudent investing.