আমদানিতে অগ্রিম কর ২.৫ শতাংশ বাড়ছে, প্রভাব পড়বে শিশুখাদ্য থেকে শুরু করে গাড়িতে
The Business Standard
সরকার আসন্ন ২০২৫-২৬ বাজেটে বাণিজ্যিক আমদানির ওপর অগ্রিম কর উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রস্তাবিত এ কর বৃদ্ধির বিরুদ্ধে ব্যবসায়ী ও ভোক্তা অধিকারকর্মীরা ইতোমধ্যে কড়া সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন পণ্যের দামে তাৎক্ষণিক প্রভাব পড়বে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, শিশু খাদ্য, মশলা, ফল, পোশাক, যানবাহন, খেলনা, সিরামিক পণ্য, বাথরুম ও বৈদ্যুতিক ফিটিংস, সুইচ এবং চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন আমদানিকৃত পণ্যে অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হবে। একই সঙ্গে আগামী অর্থবছর থেকে স্থানীয় সরবরাহে বর্তমানে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এছাড়া, শিল্প উপকরণের ওপর আরোপিত ৩ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশ করা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ব্যাপক ভ্যাট ফাঁকির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ধারণা, আমদানির ওপর অগ্রিম কর বাড়ালে আগামী অর্থবছরে ৪ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হবে।
চীন থেকে উৎপাদন লাইন আমদানি করবে অলিম্পিক
Bonik Barta
চীনের ঝংশান ডিংসন ফুড মেশিনারি লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন মাল্টিকালার কুকিজ (বিস্কুট) উৎপাদন লাইন আমদানি ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, বছরে ৯ হাজার ৪৮ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ লাইন আমদানিতে ব্যয় হবে ১৩ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। এটি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নিজস্ব কারখানায় স্থাপন ও চালু করা হবে।
এনবিআর পৃথকের অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে
Bonik Barta
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু অধ্যাদেশটি প্রয়োজনীয় সংশোধন করে বাস্তবায়ন করার কাজটি অনেক সময়সাপেক্ষ, সেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে। কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম সম্পাদন করবেন। বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে পৃথক্করণের প্রশাসনিক কাঠামো কীভাবে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড ও গুরুত্বপূর্ণ সব অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে। কাস্টমস ও কর ক্যাডারের সদস্যদের কোনো পদ পদবি কমানোর পরিকল্পনা সরকারের নেই বরং সংস্কারকাজ সম্পাদন হলে তাদের পদসংখ্যা বৃদ্ধি পাবে এবং সচিব পদে নিয়োগসহ পদোন্নতির সুযোগ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে।
সিটি ব্যাংকের ঋণমান ‘ট্রিপল এ’
Bonik Barta
ব্যাংক খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে হয়েছে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সায়।
Base rate of import AT may rise for one-time settlement
The Financial Express
Commercial imports are set to be levied 7.5-percent advance tax as the government may increase the AT base rate at import stage, for one-time settlement, in the upcoming budget. The advance tax, collected at import stages from commercial imports, might be set at 7.5 per cent in a rise from 5.0 per cent in the new budget to be adopted, outside parliament, by the interim government on June 2, 2025. Most import cargos are subject to the AT during import and it is adjustable with the actual payable taxes. A senior official of the National Board of Revenue (NBR) says the commercial importers were subject to paying 5.0-percent tax in advance at import stage and 7.5 per cent at local stage, totaling 12.5 per cent, which would come to only 7.5 per cent with the final settlement. "Traders also have long demanded settling entire tax at import stage on commercial imports to get rid of further scrutiny and hassles," he adds about the merit of amalgamation. For manufacturers, the AT would be cut down to 2.0 per cent from the existing rate of 3.0 per cent. In such arrangement the AT might be considered finally-paid tax from the upcoming fiscal year with no scope of adjustment or additional tax demand by VAT officials. With the major change in the fiscal measure, the National Board of Revenue expects to mobilise Tk 140 billion from AT on commercial imports.
নগদ লভ্যাংশ পাঠিয়েছে সামিট পাওয়ার
Bonik Barta
বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সামিট পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৪ পয়সায়। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সামিট পাওয়ারের ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৫ পয়সায়।
Bangladesh's toy story going global
The Financial Express
Bangladesh's toy industry is emerging fast as a promising export sector, showing consistent growth over the past few years.
In the fiscal year 2016-17, the country exported toys worth $15.23 million. By FY21, the figure rose to $36.5 million, with toys reaching 46 countries, including the United States, Russia, Japan, Germany, India, and China, according to Bangladesh Plastic Goods Manufacturers & Exporters Association (BPGMEA). The momentum continued in FY22, with exports growing to $44.52 million. During this period, key export items included tricycles, scooters, pedal cars, and dolls, which were mainly shipped to Spain, Italy, France, Japan, the US, the UK, and Germany. In FY23, exports surged to $77 million, with products going to about 88 countries. "If the current average annual growth rate of around 24 per cent continues, projections suggest that toy exports from Bangladesh could hit $466.31 million by 2030, placing the country among the world's top 30 exporters," said BPGMEA President Shamim Ahmed. This rapid growth is supported by a combination of government incentives, such as tax benefits and export subsidies, and the country's cost-effective, competitive labour force.
পণ্যের দাম বাড়াচ্ছে নাইকি
Bonik Barta
বিভিন্ন পণ্যের দাম বাড়াবে স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি। ‘মৌসুমভিত্তিক পরিকল্পনার’ অংশ হিসেবে আগামী ১ জুন থেকে দামে এ পরিবর্তন আসছে। এতে যেসব জুতার দাম ১০০ ডলারের বেশি, সেগুলোয় সর্বোচ্চ ১০ ডলার বেশি খরচ হবে। তবে ১০০ ডলারের কম হওয়ায় জনপ্রিয় এয়ারফোর্স ওয়ান ট্রেইনারের দাম বাড়ছে না। অন্যান্য পণ্যে খরচ ২-১০ ডলার বাড়বে। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিবিষয়ক বাণিজ্য অনিশ্চয়তা নিয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি নাইকি। গত মাসে প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস সতর্ক করে বলেছিল, শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাজেল ও সাম্বার মতো জনপ্রিয় ট্রেইনারের দাম বাড়তে পারে।
লেনোভোর মুনাফা কমেছে ৬৪ শতাংশ
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের শীর্ষ পিসি নির্মাতা লেনোভোর মুনাফা কমেছে ৬৪ শতাংশ। কোম্পানির তারল্যপ্রবাহ না কমলেও ওয়ারেন্ট ভ্যালু কমে যাওয়ায় এ পতন হয় বলে উল্লেখ করেছে কোম্পানিটি। গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে লেনোভো। খবর রয়টার্স। প্রসঙ্গত, ওয়ারেন্ট হলো কোনো তালিকাভুক্ত কোম্পানির ইস্যুকৃত এক ধরনের সিকিউরিটি, যার মাধ্যমে এর ধারককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট মূল্যে ওই প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচার নিশ্চয়তা দেয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে সরাসরি কোম্পানির কাছ থেকে শেয়ার কিনতে হয় (কল ওয়ারেন্ট)। অথবা সরাসরি কোম্পানির কাছেই শেয়ার বিক্রি করতে হয় (পুট ওয়ারেন্ট)। পুঁজিবাজারে আকস্মিক উত্থান-পতন থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয় ওয়ারেন্ট।
জার্মানিতে শূন্য প্রবৃদ্ধির পূর্বাভাস
Bonik Barta
চলতি বছরের জন্য জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে শূন্য শতাংশে নামিয়ে এনেছে জার্মান কাউন্সিল অব ইকোনমিক এক্সপার্টস (এসভিআর)। এর আগে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সরকারি পরামর্শক সংস্থাটি। খবর আনাদোলু।অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের এ বোর্ড ২০২৫-২৬ সময়ের জার্মান অর্থনীতির জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করেছে। এর আগে গত নভেম্বর সর্বশেষ পূর্বাভাস দিয়েছিলেন তারা।চলতি বছরে শূন্য প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও আগামী বছর জার্মান অর্থনীতি ১ শতাংশ সম্প্রসারণ হবে বলে পূর্বাভাস দিয়েছেন এ অর্থনীতিবিদরা। তারা আশা করছেন, নতুন ৫০ হাজার কোটি ইউরোর অর্থনৈতিক প্যাকেজ নির্মাণ ও যন্ত্রপাতি বিনিয়োগ এবং সরকারি ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রথমবার ১ লাখ ১০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম
Bonik Barta
নতুন মাইলফলক গড়ল বিটকয়েন। গতকাল প্রথমবারের মতো এ ক্রিপ্টোকারেন্সির দাম ১ লাখ ১০ হাজার ডলার ছাড়িয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র সিনেটে গুরুত্বপূর্ণ স্টেবলকয়েন বিলের অগ্রগিতর প্রভাব পড়ে বাজারে। খবর আনাদোলু। সংশ্লিষ্ট সংস্থা কয়েনমার্কেটক্যাপের তথ্যানুযায়ী, গতকাল দুপুরে ক্রিপ্টোকারেন্সির বৈশ্বিক বাজারের আকার ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছে। এর মধ্যে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনও রয়েছে, যার মূল্য সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ১ লাখ ১১ হাজার ৮৬০ ডলারে পৌঁছে। সপ্তাহজুড়ে প্রায় ৮ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। পরে অবশ্য দাম কিছুটা কমে আসে।
নাইকি-অ্যাডিডাসের পর চীনের বাজার ধরার প্রতিযোগিতায় অন
Bonik Barta
টেনিস তারকা রজার ফেদেরারের বিনিয়োগ থাকা আলোচিত সুইস ফুটওয়্যার নির্মাতা ‘অন’ এখন চীনে ব্যবসা বিস্তারের পরিকল্পনায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে। দ্রুতবর্ধনশীল ব্র্যান্ডটি জানিয়েছে, তারা এশিয়ার স্বাস্থ্য ও ফিটনেস বাজারে নিজেদের উপস্থিতি জোরদার করতে চায়, বিশেষ করে মূল ভূখণ্ড চীনের মূল ভূখণ্ড ও জাপানে। খবর এফটি। অন ব্র্যান্ডের ক্লাউডটেক প্রযুক্তির ফাঁপা সোলবিশিষ্ট জুতাগুলো এখন দৌড়বিদদের পাশাপাশি সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তা ও জাপানের স্টাইলপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানি ২০২১ সালে নিউইয়র্কের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি ডলার, যা স্পষ্ট করে দেয় তারা কীভাবে নাইকি ও অ্যাডিডাসের মতো স্পোর্টসওয়্যার জায়ান্টদের কাছ থেকে বাজার দখল করছে।
BB warns against forex hoarding
The Financial Express
Bangladesh Bank Governor Dr Ahsan H. Mansur Thursday gave a clear message to the aggregators in particular against getting involved in foreign-exchange hoarding to make a killing on the market-driven exchange regime. "Don't hold (US) dollars. How many days you can? ...not more than five working days and I can bet on that. So don't do that," the central bank governor said at a roundtable hosted by Bonik Barta at a city hotel. Indicating the aggregators, the governor said the exchange rate here should be determined by Bangladesh, not someone else from somewhere. Calling upon the remitters, the leader of the banking regulator said Bangladeshi citizens working abroad should not hoard remittance riding on any form of speculations over rate rise as it will not bring any returns for them from the market which is stable and in good shape. "So, don't wait. Send money whenever you want to your family back home," he said. The BB governor notes that the exporters should be very careful in taking exchange-rate risks through delaying bringing back their receipts, which will be costly for them.
সাত বছরে প্রথমবার চীনা এফডিআই বেড়েছে ইউরোপে
Bonik Barta
সাত বছরের মধ্যে ২০২৪ সালে ইউরোপে সরাসরি চীনা বিনিয়োগ প্রথমবারের মতো বেড়েছে। এতে মূল চালিকাশক্তি ছিল হাঙ্গেরিতে বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি প্রকল্পে ব্যাপক বিনিয়োগ। তবে চীনা কোম্পানিগুলো ক্রমে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খবর এফটি। বার্লিনভিত্তিক মার্কেটর ইনস্টিটিউট ফর চায়না স্টাডিজ ও পরামর্শক প্রতিষ্ঠান রডিয়াম গ্রুপের তথ্যানুযায়ী, গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে চীনের মোট সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার কোটি ইউরো।
ডলারের বিপরীতে ক্রমেই শক্তিশালী হচ্ছে এশীয় দেশগুলোর মুদ্রা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের চলমান বাণিজ্য আলোচনার বড় একটি অংশজুড়ে থাকবে মুদ্রার বিনিময় হার সংক্রান্ত চুক্তি। বিনিয়োগকারীদের এমন ধারণার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক মুদ্রাবাজারে গতকাল এশীয় বেশ কয়েকটি মুদ্রার বিনিময় হার ছিল ঊর্ধ্বমুখী। এফটির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, গত কয়েক সপ্তাহে কোরিয়ান ওন, জাপানি ইয়েন ও তাইওয়ান ডলার ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে। বিনিময় হার বৃদ্ধির দিক থেকে এ তিন এশীয় মুদ্রা চলতি বছরে এখন পর্যন্ত শীর্ষস্থানীয় পারফরম্যান্স বজায় রেখেছে। বাজারসংশ্লিষ্টরা আশা করছেন, দেশগুলো কীভাবে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করবে সেটি শুল্ক কমানোর আলোচনায় উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবে।
বাণিজ্য সংগঠন বিধিমালায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সন্তোষ প্রকাশ
Bonik Barta
বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর আওতায় বিধিমালা ২০২৫ গেজেট আকারে প্রকাশ করায় সন্তোষ জানিয়েছে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সন্তোষ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আবুল কাশেম হায়দার, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানকে জনবান্ধব করার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ব্যবসায়ী সমাজ ও এফবিসিসিআই সংস্কারের দাবির ভিত্তিতে বাণিজ্য সংগঠন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। সারা দেশের চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে লিখিত প্রস্তাব সংগ্রহ করে তা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।
শিকাগোর বাজারে গমের দাম নিম্নমুখী
Bonik Barta
মার্কিন বাজারে দাম কমেছে গমের। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল খাদ্যশস্যটির দাম কমেছে প্রায় দশমিক ৬ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, রুশ একটি কনসালট্যান্সি প্রতিষ্ঠান দেশটিতে গম উৎপাদন বাড়ার পূর্বাভাস দেয়ায় কৃষিপণ্যটির বাজারদরে প্রভাব পড়তে দেখা গেছে। খবর রয়টার্স । সিবিওটিতে গতকাল সবচেয়ে বেশি লেনদেনকৃত চুক্তির আওতায় প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম কেনাবেচা হয়েছে ৫ ডলার ৪৬ সেন্টে। ১৩ মে সিবিওটিতে পণ্যটির দাম নেমে এসেছিল প্রতি বুশেল ৫ ডলার ৬ সেন্টে, যা পাঁচ বছরে সর্বনিম্ন।
পাম অয়েলের দরপতন অব্যাহত
Bonik Barta
মালয়েশিয়ার বাজারে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো দাম কমেছে পাম অয়েলের। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিকল্প পণ্য সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী হয়ে ওঠায় বাজারে পাম অয়েলের চাহিদা নিয়ে সংশয় তৈরি হয়েছে। একই সঙ্গে সামনের দিনগুলোয় উৎপাদন ও সরবরাহ বাড়ারও জোর সম্ভাবনা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় গতকাল পাম অয়েলের দাম কমেছে টনে ৫০ রিঙ্গিত। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েল কেনাবেচা হয়েছে ৩ হাজার ৮৪৪ রিঙ্গিতে (সর্বশেষ বিনিময় হার অনুযায়ী ৯০৩ ডলার ৪৩ সেন্টের সমপরিমাণ)। আগের দিনের তুলনায় দরপতনের হার ১ দশমিক ২৮ শতাংশ।
এক দশকে তামার বৈশ্বিক সরবরাহে ৩০ শতাংশ ঘাটতির আশঙ্কা
Bonik Barta
টানা হ্রাস পেয়ে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী তামার মোট সরবরাহ নেমে আসতে পারে চাহিদার তুলনায় ৩০ শতাংশ কম পর্যায়ে। চাহিদার তুলনায় তামার সরবরাহ ব্যাপক মাত্রায় কমে যাওয়ার বিষয়টি বিশ্বব্যাপী জ্বালানি খাতের নবায়নযোগ্য রূপান্তরের পথে বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। কারণ তামা হলো এমন একটি ধাতু যা বিদ্যুৎ ব্যবস্থা, সোলার প্যানেল ও উইন্ড টারবাইনের মতো পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খবর দ্য গার্ডিয়ান। আইইএর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তামার খনি আবিষ্কার থেকে শুরু করে উৎপাদনে যেতে গড়ে ১৭ বছর সময় লাগে। এতে চাহিদা বাড়লেও সরবরাহ দ্রুত বাড়ানো সম্ভব নয়। তাই আগামী এক দশকের মধ্যেই বিশ্বব্যাপী বড় ধরনের তামার সংকট দেখা দিতে পারে।
জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি
Bonik Barta
অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন জুলাইয়েও বৃদ্ধি নিয়ে আলোচনা করছে ওপেক প্লাস। এ খবরে আন্তর্জাতিক বাজারে গতকাল পণ্যটির দাম ১ শতাংশের বেশি কমেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, সামনের দিনগুলোয় জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৩ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম এ সময় কমেছে ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬০ ডলার ৬০ সেন্টে।
বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাবনাময় দিগন্ত বাংলাদেশ-জাপান করিডোরে
Bonik Barta
জাপান-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা ও কৌশলগত গুরুত্ব তুলে ধরতে সম্প্রতি একটি অর্থনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আয়োজনে সহযোগিতায় ছিল জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার আর সম্মিলিত উদ্যোগ থাকলে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ নিতে পারে।’ স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপানের সিইও ইউসুকে আসাই বলেন, ‘জাপান বিশ্বের অন্যতম গ্লোবালাইজড ইকোনমি। আমাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত আছে। এরই মধ্যে ৩০০টিরও বেশি জাপানি কোম্পানি এখানে কাজ করছে।’ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সমস্যাগুলো বুঝি এবং তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করি। স্বচ্ছতা ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’
Police charge batons, use tear gas to disperse protesting RMG workers from Dhaka-Tangail highway
The Business Standard
Industrial Police charged batons and used tear gas shells to disperse protesting ready-made garment (RMG) workers demanding unpaid wages from the Dhaka-Tangail highway in Gazipur's Kaliakair today (23 May). "The workers of closed Mahmud Jeans Limited blocked the busy highway around 10am, demanding their unpaid wages, causing long traffic tailbacks. We intervened to clear the road," Superintendent of Gazipur Industrial Police-2 AKM Zahirul Islam told The Business Standard. "Around 11am, the workers were dispersed from the Chandra intersection. Additional forces have been in the area to prevent further unrest," he added.