টানা দ্বিতীয় সপ্তাহের মতো পাম অয়েলের দরপতন
Bonik Barta
ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম। গত সপ্তাহের লেনদেনের শেষদিনে তা কমেছে ১ শতাংশের বেশি। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে রিঙ্গিতের বিনিময় হার বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দরপতন। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে টনে ৭৪ রিঙ্গিত বা ১ দশমিক ৮৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৩ হাজার ৯০৬ রিঙ্গিতে (৯৫৮ ডলার ৭৬ সেন্ট), যা গত ১২ জুনের পর সর্বনিম্ন। এছাড়া সপ্তাহজুড়ে পাম অয়েলের দরপতনের হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ।
স্পট মার্কেটে রেকর্ড সর্বোচ্চে রুপার দর
Bonik Barta
বিনিয়োগ চাহিদা ও সরবরাহ সংকটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে রুপার দাম। এ সময় বেচাকেনার এক পর্যায়ে স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম পৌঁছে আউন্সপ্রতি ৬৭ ডলার ৪৫ সেন্টে। পরবর্তী সময়ে তা আউন্সপ্রতি ৬৭ ডলার ৪৫ সেন্টে স্থির হয়। সব মিলিয়ে গত সপ্তাহে রুপার দাম বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। খবর রয়টার্স। রুপার দাম চলতি বছর ১৩২ শতাংশ বেড়েছে। দামের এ ঊর্ধ্বমুখিতার পেছনে মূল ভূমিকা রেখেছে বিনিয়োগ চাহিদা বৃদ্ধি ও কম সরবরাহ। ব্লু লাইন ফিউচারের হেড অব মার্কেট স্ট্র্যাটেজিস্ট ফিলিপ স্ট্রাইবল বলেন, ‘রুপাভিত্তিক ইটিএফ ও খুচরা খাতে চাহিদা বৃদ্ধির কারণে মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির প্রবণতা অব্যাহত আছে।’
যুক্তরাষ্ট্রে দুর্বল হয়ে আসছে আবাসন খাতের প্রবৃদ্ধি
Bonik Barta
যুক্তরাষ্ট্রে নভেম্বরে পুরনো বাড়ি বিক্রি কিছুটা বেড়েছে। যদিও চাহিদার বিপরীতে সীমিত জোগান এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশটির আবাসন খাতের প্রবৃদ্ধি এখন দুর্বল হয়ে পড়েছে। মার্কিন রিয়েল এস্টেট খাতের শিল্প সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস (এনএআর) জানিয়েছে, নভেম্বরে দেশটিতে পুরনো বাড়ি বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ লাখ ৩০ হাজার ইউনিটে। তবে রয়টার্সের এক জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা তা ৪১ লাখ ৫০ হাজার ইউনিটে পৌঁছার পূর্বাভাস দিয়েছিলেন।
বড়দিনের মৌসুমে বিশ্বব্যাপী আকাশপথে ৩০ কোটির বেশি যাত্রী
Bonik Barta
বড়দিন ও নববর্ষের ছুটিকে ঘিরে চলতি মৌসুমে বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছতে যাচ্ছে। এয়ারলাইনস ডাটা প্লাটফর্ম অফিশিয়াল এভিয়েশন গাইডের (ওএজি) তথ্যানুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ৪০টি দেশ থেকে মোট ৩০ কোটি ৯ লাখ মানুষ উড়োজাহাজে ভ্রমণ করবে। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। বিশ্লেষকরা বলছেন, চীন, ভারত, ব্রাজিল ও মেক্সিকোর মতো বড় দেশগুলো থেকে আকাশপথে ভ্রমণ চাহিদা শক্তিশালী থাকায় যাত্রী সংখ্যা বাড়ছে। কভিড-১৯ মহামারীর পর আকাশপথে ভ্রমণ খাতে যে পুনরুদ্ধার শুরু হয়েছিল, তা এখন আরো জোরালো হয়ে উঠছে।
মার্কিন ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগ ১৭ বছরের সর্বনিম্নে
Bonik Barta
মার্কিন ট্রেজারি বন্ডে অক্টোবরে চীনের বিনিয়োগ কমে ১৭ বছরের সর্বনিম্নে নেমেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যের ভিত্তিতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সেপ্টেম্বরে মার্কিন ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগের পরিমাণ ছিল ৭০ হাজার ৫০ কোটি ডলার, যা অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮৭০ কোটি ডলারে। চীনা আর্থিক তথ্য প্রতিষ্ঠান উইন্ডের তথ্যানুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগ ৬৮ হাজার ৮৭০ কোটি ডলারে নেমেছে, যা ২০০৮ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। একই সঙ্গে এটি ২০১৩ সালের নভেম্বরে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি ডলারের সর্বোচ্চ পরিমাণ থেকে ৪৭ শতাংশের বেশি কম।
নভেম্বরে যুক্তরাজ্যে খুচরা বিক্রি কমেছে
Bonik Barta
যুক্তরাজ্যে নভেম্বরে খুচরা বিক্রি কমেছে। দেশটির পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, এ সময় আগের মাসের তুলনায় খুচরা বিক্রির পরিমাণ কমেছে দশমিক ১ শতাংশ। তবে পূর্বাভাসে তা ৩ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছিল। অক্টোবরে এটি কমেছিল দশমিক ৯ শতাংশ। দেশটিতে স্বর্ণের চাহিদা কমায় অনলাইনভিত্তিক জুয়েলারি বিক্রেতাদের বিক্রি কমেছে। টানা চার মাস কমেছে সুপারমার্কেটে বিক্রি। তবে নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি বেড়েছে দশমিক ৬ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে কম। খবর আনাদোলু
অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে
Bonik Barta
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুদ্ধের অবসান হলে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এ আশাবাদ ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল পরিবহন ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তাকে ছাপিয়ে গেছে। এর প্রভাবে গতকাল দাম কমেছে জ্বালানি পণ্যটির। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১২ সেন্ট বা দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৫৯ ডলার ৭০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে ৫৫ ডলার ৯৯ সেন্টে। গত সপ্তাহের তুলনায় ব্রেন্টের দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ। ডব্লিউটিআইয়ের কমেছে ২ দশমিক ৫ শতাংশ।
Patuakhali’s Dashmina emerges as livestock hub, boosting local economy
The Business Standard
Cattle rearing in the vast char areas of Dashmina upazila of the district has evolved from a supplementary livelihood into a major driver of the local economy, significantly contributing to poverty alleviation and employment generation. Alongside agriculture, thousands of small and marginal farmers in the upazila are becoming self-reliant through cow and buffalo rearing, mostly using their own labour and limited capital, without depending on bank loans.
ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার বেশি লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৮৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস লিমিটেড, বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড।
চীনে ইস্পাত উৎপাদন কমেছে
Bonik Barta
চলতি বছর চীনে ইস্পাত উৎপাদন সাত বছরের মধ্যে সর্বনিম্নে নামতে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে নভেম্বরে ইস্পাত উৎপাদন কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টনে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ কম। ধারাবাহিকভাবে টানা ছয় মাস ধরে উৎপাদন কমেছে ধাতব পণ্যটির। নভেম্বরে উৎপাদনের পরিমাণ নেমে এসেছে ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্নে। খবর হেলেনিক শিপিং নিউজ। চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের মোট ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ৮৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টনে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম। নভেম্বরের দৈনিক উৎপাদনের ধারা ডিসেম্বরেও বহাল থাকলে পুরো বছরের মোট উৎপাদন দাঁড়াতে পারে প্রায় ৯৬ কোটি ৪০ লাখ টনে। সেক্ষেত্রে ২০১৮ সালের পর এটিই হবে সর্বনিম্ন বার্ষিক উৎপাদন।
ভিয়েতনামে প্রায় দুই বছরের সর্বনিম্নে কফির মূল্য
Bonik Barta
অনুকূল আবহাওয়ার প্রভাবে ভিয়েতনামে কফির ফলন বেড়েছে। সরবরাহ বৃদ্ধির কারণে দেশটিতে প্রায় দুই বছরের সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশটির সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে গত সপ্তাহে কৃষকরা প্রতি কেজি কফি বিন বিক্রি করছেন ৮৮ হাজার ৭০০ থেকে ৯০ হাজার ডংয়ে (প্রায় ৩ ডলার ৩৭ সেন্ট থেকে ৩ ডলার ৪২ সেন্টে)। এটি আগের সপ্তাহের কেজিপ্রতি ১ লাখ ১ হাজার ৩০০ থেকে ১ লাখ ২ হাজার ডংয়ের তুলনায় কম।
এশিয়ার স্পট মার্কেটে ২০ মাসের সর্বনিম্নে এলএনজির দাম
Bonik Barta
এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। কম চাহিদা ও বাড়তি সরবরাহ থাকায় জ্বালানিপণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৫০ সেন্ট। এটি আগের সপ্তাহের ১০ ডলারের তুলনায় কম এবং ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। কেপলারের বিশ্লেষক নেলসন ঝিয়ং জানান, উত্তর-পূর্ব এশিয়ায় প্রাকৃতিক গ্যাসের নিম্নমুখী চাহিদায় দাম কমে এসেছে। চীনে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল আছে। এছাড়া জাপানে নবায়নযোগ্য শক্তির উৎপাদন বেশি হওয়ায় এলএনজির চাহিদা কম।
২০২৬ শেষে স্বর্ণের আউন্সপ্রতি মূল্য দাঁড়াবে ৪৯০০ ডলারে কমবে জ্বালানি তেলের দাম
Bonik Barta
২০২৬ সাল শেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ ডলার ছাড়াতে পারে। মূল্যবান ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও বিপরীত চিত্র দেখা যাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। প্রায় সব বাজার আদর্শেই দাম কমবে পণ্যটির। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে ২০২৭ সালের শেষ প্রান্তিকের আগ পর্যন্ত। ব্যবহারিক ধাতুর বাজারে কিছুটা কমতে পারে তামার দাম। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স। স্বর্ণের দামকে আগামী বছর ঊর্ধ্বমুখী করে রাখবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী চাহিদা ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান মূল্যস্তরের তুলনায় আগামী বছর স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। তবে বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে সম্পদ বৈচিত্র্যকরণের প্রবণতা আরো বিস্তৃত হলে মূল্যবান ধাতুটির দাম আরো বাড়তে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংক্ষিপ্ত তালিকায় রাশিয়া চীন সিঙ্গাপুরের চার কোম্পানি
Bonik Barta
দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাস এলএনজিতে রূপান্তর করে ঢাকা ও আশপাশের শিল্প-কারখানায় বড় পরিসরে সরবরাহের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ। এ উদ্দেশ্যে দেশী-বিদেশী অন্তত নয়টি কোম্পানি আগ্রহ প্রকাশ করলেও প্রাথমিক যাচাই শেষে চারটি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে কোম্পানিগুলো সর্বনিম্ন ১২ থেকে সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে যাতে সরবরাহ ব্যাহত না হয়, সে জন্য উভয় প্রান্তে পাঁচদিনের এলএনজি মজুদ রাখতে অবকাঠামো নির্মাণের কথাও জানিয়েছে কোম্পানিগুলো।
সম্পদের তুলনায় আট গুণের বেশি দায়
Bonik Barta
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের সম্পদের তুলনায় দায় আট গুণের বেশি। ফলে এসব দায় পরিশোধের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংশয় দেখা দিয়েছে। কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। নিরীক্ষক তার মতামতে জানিয়েছে, চলতি বছরের ৩০ জুন শেষে গ্লোবাল হেভি কেমিক্যালসের মোট দায় ১৩৮ কোটি ২৫ লাখ টাকার বেশি। এর মধ্যে ব্যাংক ঋণ প্রায় ৯১ কোটি ৫৫ লাখ, আন্তঃকোম্পানি দায় ১৯ কোটি ৭৪ লাখ এবং অন্যান্য সরবরাহকারী ও পাওনাদারের কাছে পরিশোধযোগ্য বকেয়া প্রায় ১৮ কোটি ৮৪ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটির চলতি সম্পদের পরিমাণ মাত্র ১৬ কোটি ৯৮ লাখ টাকা, অর্থাৎ ১ টাকার সম্পদের বিপরীতে দায় ৮ টাকা ১৪ পয়সা।
বালাইনাশকের উৎপাদন বাড়াতে নীতিগত সংস্কারের দাবি উৎপাদকদের
Bonik Barta
কৃষি ফসলের সুরক্ষায় অত্যাবশ্যকীয় উপাদান বালাইনাশকের কাঁচামালের সহযোগী উপাদান আমদানিতে স্থানীয় উৎপাদকদের ৫৮ দশমিক ৬০ শতাংশ শুল্ক দিতে হয়। আর বিদেশ থেকে প্রস্তুত কীটনাশক, আগাছানাশক ও ছত্রাকনাশক আমদানিতে শুল্ক মাত্র ৫ থেকে ১০ শতাংশ। এ অবস্থায় দেশে বালাইনাশক উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমাতে কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্যে নামিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় উৎপাদকরা। পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সংস্কারের কথাও বলেছেন তারা।
বগুড়ায় দুই বছরে ১৭ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ কমেছে
Bonik Barta
সাধারণত আমন মৌসুম শেষে রবিশস্য আবাদ শুরু হয়। বগুড়ায় গত দুই বছরে বৃষ্টিপাত ও বন্যার কারণে আমন আবাদের জন্য নির্ধারিত সময়ে জমি প্রস্তুত করতে পারেননি কৃষক। এতে ধান কাটতেও দেরি হওয়ায় পিছিয়ে যাচ্ছে সরিষা আবাদ। ফলে কৃষিপণ্যটির আবাদ কমিয়ে দিচ্ছেন চাষীরা। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে ৪৫ হাজার ৪৭১ হেক্টর জমিতে পণ্যটি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। তবে এখন পর্যন্ত আবাদ হয়েছে ৩০ হাজার ৬৫ হেক্টর জমিতে। ডিসেম্বর নাগাদ জেলায় চাষের লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে ৩৮ হাজার হেক্টর জমিতে। সেক্ষেত্রে এ বছর প্রায় ৭ হাজার হেক্টর জমিতে আবাদ কমতে পারে। গত বছর রবি মৌসুমে ৪৫ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয় ৩৭ হাজার ৫০২ হেক্টর জমিতে। সে হিসাবে সাড়ে নয় হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়নি। ২০২৩ সালে জেলায় তেলবীজ জাতীয় এ ফসল আবাদ হয়েছিল ৪৫ হাজার হেক্টর জমিতে। সব মিলিয়ে গত দুই বছরে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে ফসলটির আবাদ কমেছে।
বিশ্বজুড়ে জেনারেটিভ এআই খাতে গ্রাহক ব্যয় ৭০০ বিলিয়ন ডলারে পৌঁছবে
Bonik Barta
টেক্সট, ছবি বা সংগীতের মতো কনটেন্ট তৈরি করতে পারা জেনারেটিভ এআই খাতে গ্রাহকদের ব্যয় প্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের জন্য এআই সফটওয়্যার ও এটি চালানোর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার তৈরি উভয়ই খুব দ্রুত বাড়ছে। একই সঙ্গে বিশ্বব্যাপী জেনারেটিভ এআই প্রযুক্তিতে গ্রাহকের খরচও ঊর্ধ্বমুখী। ২০৩০ সালের মধ্যে এ ব্যয় প্রায় ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার ডলারে পৌঁছতে পারে।
সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
The Business Standard
বাংলাদেশ কৃষি ব্যাংক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে পারছে না। ফলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ খাতের প্রণোদনাও পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। কৃষি ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে সিএমএসএমই খাতে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত ২৭ নভেম্বর পর্যন্ত এ খাতে বিতরণ করা হয়েছে মাত্র ২ হাজার ৩৬৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৯১ শতাংশ। দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএসএমই খাতের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক গত ১৭ মার্চ জারি করা এক সার্কুলারে জানিয়েছে, চলতি ২০২৫ সালের শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতির ২৫ শতাংশ সিএমএসএমই খাতে থাকতে হবে। কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে কৃষি ব্যাংক।
Lack of tax incentives deters RMG firms from going public
The Financial Express
Readymade garment (RMG) companies are among the major targets for new listings to help the secondary market grow, but they have not been offered any incentives to go public. A major purpose of listing is to get tax benefits but RMG companies, irrespective of their status as listed or non-listed, pay taxes at a much higher rate than the rates applied to listed firms of other sectors, except for telecom and tobacco firms. Most listed companies pay taxes at rates ranging from 20 per cent to 22.5 per cent depending on their paid-up capitals. But the effective tax rate for profit-making RMG companies stands above 30 per cent.