17-Dec-2025

Thursday 18 December 2025

19-Dec-2025

জর্ডানের পর্যটন আয় বেড়েছে ৭ শতাংশ

Bonik Barta

২০২৫ সালের ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) জর্ডানের পর্যটন খাতে আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশটির পর্যটন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২০ কোটি ডলারে। জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রাথমিক তথ্যের বরাতে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা। খবর আরব নিউজ। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু নভেম্বরেই পর্যটন আয় ১২ দশমিক ৬ শতাংশ বেড়ে পৌঁছেছে ৬০ কোটি ৬৬ লাখ ডলারে। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কিছুটা চাপ থাকলেও ২০২৫ সালে পর্যটন খাতে স্থিতিশীল প্রবৃদ্ধি জর্ডানের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে কয়লার বৈশ্বিক চাহিদা

Bonik Barta

বিশ্বব্যাপী কয়লার চাহিদা চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) ‘কোল ২০২৫’ শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে কয়লার ব্যবহার কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিদ্যুৎ উৎপাদনে এখনো এটি সবচেয়ে বড় জ্বালানির উৎস। তাই চলতি বছর জ্বালানি পণ্যটির চাহিদা বেড়ে রেকর্ড ৮৮৫ কোটি টনে পৌঁছেছে বলে প্রাথমিকভাবে হিসাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে কয়লা ব্যবহারে ভিন্নধর্মী প্রবণতা দেখা গেছে। এ সময় ভারতে টানা ভারি মৌসুমি বৃষ্টির কারণে জলবিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ফলে এ সময় দেশটিতে পাঁচ দশকের মধ্যে তৃতীয়বারের মতো কয়লা ব্যবহার কমেছে।

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দরপতন

Bonik Barta

বাড়তি মজুদ ও নিম্নমুখী রফতানি চাহিদায় ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। তবে এ সময় দরপতনের ধারাটিকে সীমিত করে তুলেছে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দামের ঊর্ধ্বগতি। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের মূল্য নেমেছে টনপ্রতি ৩ হাজার ৯৫৭ রিঙ্গিতে, যা আগের দিনের তুলনায় ৫ রিঙ্গিত বা দশমিক ১৩ শতাংশ কম। কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গ এক্স এসডিএনবিএইচডির প্রোপ্রাইটরি ট্রেডার ডেভিড এনজি জানিয়েছেন, রফতানি চাহিদা কম ও বেশি মজুদ থাকার কারণে পাম অয়েলের দাম কমেছে।

বিশ্ববাজারে তামার দাম বেড়েছে

Bonik Barta

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্যের প্রভাবে গতকাল বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) ধাতুপণ্যটির মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৯২ হাজার ৫৫০ ইউয়ানে (১৩ হাজার ১৩৯ ডলার ৪০ সেন্ট), যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহ চুক্তিতে গতকাল প্রতি টন তামা বেচাকেনা হয়েছে ১১ হাজার ৭০৪ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯৭ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার। যুক্তরাষ্ট্রে নভেম্বরে কর্মসংস্থার বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ তথ্য দেশটির অর্থনীতি কিছুটা শক্তিশালী হওয়ার ইঙ্গিত। ফলে শিল্প ও নির্মাণ খাতে তামার চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সময় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মিশ্র এ প্রবণতার কারণে গতকাল তামার দাম খুব বেশি বাড়েনি। যদিও সরবরাহ নিয়ে উদ্বেগ ও চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে দীর্ঘমেয়াদে ধাতুটির দাম টনপ্রতি ১১ হাজার ৬০০ ডলারের ওপরে থাকতে পারে।

কাশেম ইন্ডাস্ট্রিজের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

Bonik Barta

প্রকৌশল খাতে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য আগামী বছরের ৭ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬ পয়সায়।

ভূরাজনৈতিক ঝুঁকির মুখে জাপানের বিগ-বি প্রকল্প

Bonik Barta

এক দশকেরও বেশি সময় আগে বঙ্গোপসাগর ঘিরে অর্থনৈতিক সংযোগ, বন্দর উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ প্রকল্প নিয়েছিল জাপান। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে পরিকল্পনা করা এ মেগা প্রজেক্টকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিপরীতে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে জাপানের কৌশলগত অবস্থানের শক্তিশালী স্তম্ভ হিসেবে ভাবা হচ্ছিল। তবে উচ্চাভিলাষী এ প্রকল্প এখন জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। ২০২২ সালে জাপানের অর্থনৈতিক মন্থরতা ও শ্রীলংকা দেউলিয়া হয়ে যাওয়ার পর এ প্রকল্পে স্থবিরতা দেখা দেয়। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি এ অঞ্চলজুড়ে রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন ও শাসন কাঠামোর ভঙ্গুরতায় বিগ-বি প্রকল্প ঝুঁকির মুখে পড়েছে।

সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প এখন সাড়ে ১০ হাজার কোটিতে

Bonik Barta

বিগত সরকারের আমলে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটি নতুন ডুয়াল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। ভারতের ঋণে (লাইন অব ক্রেডিট বা এলওসি) প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয় ৫ হাজার ৫৮০ কোটি টাকা। মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় জমির বেশির ভাগ অধিগ্রহণ করা হয়েছে। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় ভারত। প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে একটি প্রাক-উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সংস্থাটি। পিডিপিপিতে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১০ হাজার ৩৯১ কোটি টাকা।

টেসলার বিক্রি বন্ধের আদেশ আপাতত স্থগিত ক্যালিফোর্নিয়ার

Bonik Barta

টেসলার বিক্রি স্থগিতের আদেশ এখনই কার্যকর করছে না ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রক সংস্থা। এতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি অভিযোগের জবাব দেয়ার জন্য অতিরিক্ত সময় পাচ্ছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি) টেসলার উৎপাদন ও বিক্রির লাইসেন্স ৩০ দিনের জন্য স্থগিতের আদেশ দিলেও সেটি তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হয়েছে। খবর রয়টার্স। ডিএমভি পরিচালক স্টিভ গর্ডন জানান, সংস্থাটি টেসলাকে পরিস্থিতি ঠিক করার জন্য আরো একবার সুযোগ দিতে চায়।

জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাসে আমদানি ব্যয় কমেছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার

Bonik Barta

গত এক দশকের কম সময়ে বাংলাদেশে জ্বালানি দক্ষতা ১৩ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। যেখানে বার্ষিক গড় বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরেই সাত মিলিয়ন টন তেলের সমপরিমাণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার এড়ানোর ফলে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার আমদানি ব্যয় কমেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখলে বাংলাদেশ সময়সীমার আগেই জ্বালানি দক্ষতার লক্ষ্য অর্জন করতে পারে বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)। ‘বাংলাদেশ এনার্জি এফিশিয়েন্সি গোলস উইথিন রিচ’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে জ্বালানি দক্ষতার উন্নতির ফলে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানি আমদানিতে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে, যা দেশের জন্য অর্থনৈতিক ও পরিবেশগত সুফল এনেছে। আইইইএফএ দক্ষিণ এশিয়ার বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম এ প্রতিবেদনের লেখক।

পাঁচ মাসে নিটওয়্যারের নেতিবাচক রফতানি প্রবৃদ্ধি

Bonik Barta

নিটওয়্যার ও ওভেন—মোটাদাগে এ দুই ধরনের পোশাক বিশ্ববাজারে রফতানি করে বাংলাদেশ। এসব পোশাক রফতানিতে গত অর্থবছরে বাংলাদেশের মূল্য সংযোজনের হার ছিল ৫৯ শতাংশ। স্থানীয় উৎস থেকে পোশাকের কাঁচামাল উৎপাদন সক্ষমতা বিবেচনায় ওভেনের চেয়ে নিটওয়্যার পোশাক পণ্যের মূল্য সংযোজন সক্ষমতা বেশি। কিন্তু চলতি অর্থবছরের পাঁচ মাসে নিটওয়্যার রফতানির প্রবৃদ্ধি নেতিবাচক।

শ্রমবাজার বলতে এখন শুধুই সৌদি আরব

Bonik Barta

কর্মসংস্থানের উদ্দেশে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ১০ লাখ ৭৬ হাজার বাংলাদেশী। যার প্রায় ৬৭ শতাংশ কর্মী ভিসায় গিয়েছেন সৌদি আরবে। এর বাইরে বাকি কর্মীদের অধিকাংশ গেছেন সিঙ্গাপুর, মালদ্বীপসহ মধ্যপ্রাচ্যের তিন দেশে। দেশে ক্ষমতার পালাবদলের পর বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ শ্রমিক প্রেরণ, বন্ধ শ্রমবাজার চালু করা এবং নতুন শ্রমবাজারের সন্ধান ছিল অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা। কিন্তু দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরবকেন্দ্রিক হয়ে পড়েছে। বন্ধ অনেক শ্রমবাজার উন্মুক্ত হয়নি।

পাঁচ মাসে প্রথমবার বাণিজ্য উদ্বৃত্ত জাপানে

Bonik Barta

পাঁচ মাসে প্রথমবারের মতো বাণিজ্য উদ্বৃত্তের দেখা পেয়েছে জাপান। দেশটির বাণিজ্য উদ্বৃত্ত নভেম্বরে দাঁড়িয়েছে ৩২ হাজার ২৩০ কোটি ইয়েনে (২০০ কোটি ডলার)। যুক্তরাষ্ট্রে রফতানি বাড়ায় জাপানের বাণিজ্য পরিস্থিতিতে এ ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আনাদোলু। জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশটির মোট রফতানি নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৭১ হাজার কোটি ইয়েনে (৬ হাজার ২৬০ কোটি ডলার)। এটি টানা তৃতীয় মাসের মতো রফতানি বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে এশিয়ার বাজারে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক যন্ত্রাংশের রফতানি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ওষুধপণ্যের রফতানিও বেড়েছে। অন্যদিকে জাপানে নভেম্বরে আমদানি বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৩৯ হাজার কোটি ইয়েনে (৬ হাজার ৫০ কোটি ডলার)। ইউরোপীয় ইউনিয়ন থেকে ইঞ্জিন আমদানি ও এশিয়া থেকে সেমিকন্ডাক্টর চিপ আমদানির কারণে আমদানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

Garment exports to EU might lose duty-free access after graduation

The Financial Express

Bangladeshi-made readymade garments might not get duty-free market access to the European Union (EU) under GSP-plus facility after its graduation and related transition period up to 2029, sources say. After the year 2029, Bangladesh will lose its duty-free market access to the EU under the current EBA or everything-but-arms facility and will eligible to apply for GSP-plus package deal, they say, But locally made garment exports might not get the duty-free benefit under the EU's new GSP scheme. The European Commission, its Council and Parliament on December 01 struck an agreement to revise the GSP scheme with effect from January 01, 2027 for ten years. The concessional-trade scheme, among others, confirms lower product-graduation thresholds, according to an EC statement available on its official website.

পাচারের অর্থ পুনরুদ্ধারে দেশ-বিদেশে ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ

Bonik Barta

বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে দেশে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বিদেশে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তিসহ মোট ৬৬ হাজার ১৪৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে। গতকাল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সমন্বয় কমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ১১টি কেসের জন্য গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দলের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। উল্লিখিত অগ্রাধিকার কেসের ক্ষেত্রে এরই মধ্যে ১০৪টি মামলা করা হয়েছে, ১৪টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং চারটিতে রায় দিয়েছেন আদালত। এছাড়া দেশে মোট ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, বিদেশে মোট ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্থাৎ সর্বমোট ৬৬ হাজার ১৪৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ সংযুক্ত এবং অবরুদ্ধ করা হয়েছে।

নতুন মাইক্রোক্রেডিট ব্যাংকের পরিকল্পনা, পরিচালিত হবে সামাজিক ব্যবসা মডেলে

The Business Standard

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রবর্তিত "সামাজিক ব্যবসার" ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি বিশেষায়িত 'মাইক্রোক্রেডিট ব্যাংক' প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ব্যাংক প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়াও তৈরি করেছে। প্রস্তাবিত এই ব্যাংকটি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সীমাবদ্ধতা এড়িয়ে ক্ষুদ্র ও উদীয়মান উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্য নিয়ে কাজ করবে। এর মূল কাঠামোর বিশেষত্ব হলো—ব্যাংকের ঋণগ্রহীতারাই হবে সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারী। পাশাপাশি এই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সরাসরি নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে পরিচালিত হবে। চলতি সপ্তাহেই মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটি খসড়া অধ্যাদেশ তৈরি করে অংশীজনদের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬ শতাংশে। এ হার চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এমন তথ্য দেশটির শ্রমবাজারে দুর্বলতার আরো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটিতে সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪ শতাংশ। দীর্ঘ শাটডাউনে সরকারি দপ্তর বন্ধ থাকার কারণে শ্রমবাজার সম্পর্কিত অক্টোবরের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা যায়নি বলে জানিয়েছে দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

একীভূতকরণ আলোচনায় স্পিরিট ও ফ্রন্টিয়ার

Bonik Barta

ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংসের সঙ্গে একীভূতকরণ নিয়ে আলোচনা চালাচ্ছে আর্থিক সংকটে থাকা যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইন সংস্থা স্পিরিট এভিয়েশন হোল্ডিংস। আলোচনা চলমান থাকলেও এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। তবে চলতি মাসের মধ্যেই সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। স্পিরিট ও ফ্রন্টিয়ারের মধ্যে একীভূতকরণ নিয়ে আলোচনা নতুন নয়। ২০২২ সাল থেকেই দুই সংস্থা সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলে আসছে। তবে এতদিন কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছেনি। সর্বশেষ খবরে আলোচনা এগোনোর ইঙ্গিত পাওয়ার পর বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এর প্রভাবে ফ্রন্টিয়ারের লেনদেন পরবর্তী শেয়ারদর ৯ শতাংশের বেশি বেড়েছে।