16-Dec-2025

Wednesday 17 December 2025

18-Dec-2025

বারাকা পাওয়ারের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা

Bonik Barta

বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ঋণ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ায় কোম্পানিটির সিলেটের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্ভর করে চলছে। এ অবস্থায় বারাকা পাওয়ারের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক। কোম্পানিটির নিরীক্ষক কাজী জহির খান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তার মতামতে জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ১৫৫ কোটি ৩২ লাখ ৮ হাজার ৯৯৭ টাকা ঋণ দিয়েছে বারাকা পাওয়ার। নথিপত্র দুর্বল থাকায় এ টাকা ফেরত আসবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফলে কোম্পানিটির নতুন বিনিয়োগের ক্ষমতাও কমে গেছে।

বিনা দরপত্রে গ্যাস অনুসন্ধানে শেভরনের প্রস্তাব যাচাই করছে কমিটি

Bonik Barta

গ্যাস অনুসন্ধানের আওতা বাড়াতে শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাবটি মূল্যায়নে গত ১২ নভেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সচিব ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাপেক্সের চেয়ারম্যান ইসতিয়াক আহমদ ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ কমিটি শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর পেট্রোবাংলার গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন জমা দেবে।

২০ হাজার কোটি টাকার ইসলামিক ট্রেজারি বন্ড ইস্যু করতে চায় সরকার

Bonik Barta

রাজস্ব আয়ের অর্থে পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় প্রতি বছরই স্থানীয় ও বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। স্থানীয় উৎস থেকে নেয়া ঋণের বড় একটি অংশ আসে ট্রেজারি বিলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদহার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এ অবস্থায় ব্যয় কমাতে শরিয়াহভিত্তিক ট্রেজারি বিলের দিকে ঝুঁকছে সরকার। চলতি অর্থবছরেই ২০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামিক ট্রেজারি বিল ইস্যু করতে চাইছে অর্থ বিভাগ। বিশেষ এ ট্রেজারি বিলের কারিগরি বিষয়ে অভিজ্ঞতা নিতে আগামী সপ্তাহে বাহরাইনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের আট কর্মকর্তা।

বিশ্বব্যাপী এআই-নির্ভর অনলাইন কেনাকাটা পৌঁছতে পারে ২৬৩ বিলিয়ন ডলারে

Bonik Barta

বিশ্বব্যাপী ছুটির মৌসুমের কেনাকাটায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা দ্রুত বাড়ছে। উপহার সম্পর্কে ধারণা পাওয়া, দোকানভেদে পণ্যের দাম তুলনা করা, পণ্য সম্পর্কে ক্রেতাদের মতামত বা পর্যালোচনা দেখা কিংবা কেনাকাটা—সব কাজেই এখন ব্যবহার করা হচ্ছে এআই টুলের। চলতি বছরের ছুটির মৌসুমে এভাবে এআইয়ের সহায়তায় কেনাকাটার পরিমাণ ২৬৩ বিলিয়ন কোটি ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান সেলসফোর্স। খবর সিএনবিসি সেলসফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের মাধ্যমে হওয়া বিক্রির এ পরিমাণ বিশ্বব্যাপী মোট অনলাইন অর্ডারের ২১ শতাংশের সমান। অর্থাৎ এবারের ছুটির মৌসুমে প্রতি পাঁচটি অনলাইন অর্ডারের একটিই আসতে পারে এআই টুলের সাহায্য নিয়ে। ক্রেতারা এখন গুগলের প্রচলিত সার্চের বাইরে গিয়ে বিভিন্ন এআই চ্যাটবটে প্রশ্ন করে কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে রয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটির মতো চ্যাটবট।

নভেম্বরে সৌদি আরবে মূল্যস্ফীতি কমে ১ দশমিক ৯ শতাংশ

Bonik Barta

সৌদি আরবে নভেম্বরে মূল্যস্ফীতি নেমে এসেছে ১ দশমিক ৯ শতাংশে। আগের দুই মাসে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএসট্যাট) তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৩ শতাংশ। এরপর নভেম্বরে প্রথমবারের মতো তা ২ শতাংশের নিচে নেমেছে। মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে দেশটির আবাসন খাত। নভেম্বরে সৌদি আরবে আবাসন খাতের প্রকৃত ভাড়া বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। একই সময়ে খাদ্য ও পানীয়র দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। পরিবহন খাতে এ হার ১ দশমিক ৫ শতাংশ। খবর আরব নিউজ

নভেম্বরে সৌদি আরবে মূল্যস্ফীতি কমে ১ দশমিক ৯ শতাংশ

Bonik Barta

সৌদি আরবে নভেম্বরে মূল্যস্ফীতি নেমে এসেছে ১ দশমিক ৯ শতাংশে। আগের দুই মাসে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএসট্যাট) তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৩ শতাংশ। এরপর নভেম্বরে প্রথমবারের মতো তা ২ শতাংশের নিচে নেমেছে। মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে দেশটির আবাসন খাত। নভেম্বরে সৌদি আরবে আবাসন খাতের প্রকৃত ভাড়া বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। একই সময়ে খাদ্য ও পানীয়র দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। পরিবহন খাতে এ হার ১ দশমিক ৫ শতাংশ। খবর আরব নিউজ

যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত

Bonik Barta

যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ব্রিটিশ সরকার বলছে, এ চুক্তির ফলে যুক্তরাজ্যে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে এবং দেশটির অর্থনীতিতে অন্তত কয়েক বিলিয়ন পাউন্ড যুক্ত হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ, গাড়ি উৎপাদন, অ্যালকোহল ও আর্থিক সেবা খাত এ চুক্তি থেকে সবচেয়ে বেশি লাভবান হবে। নতুন চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ৯৮ শতাংশ বাণিজ্য শুল্কমুক্ত থাকবে। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান চুক্তির সমতূল্য শর্ত যুক্ত করা হয়েছে। ব্রেক্সিটের পর দক্ষিণ কোরিয়ার জন্য যুক্তরাজ্য সাময়িকভাবে যে শুল্কমুক্ত সুবিধা বজায় রেখেছিল, সেটিই এখন স্থায়ী রূপ পাচ্ছে। আগের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে শুল্ক বাড়ার ঝুঁকি থেকে যুক্তরাজ্যের প্রায় ২০০ কোটি পাউন্ডের রফতানি সুরক্ষিত থাকবে।

৩২ শীর্ষ গ্রাহককে ঝুঁকিপূর্ণ ঋণ, রূপালী ব্যাংকের খেলাপি দাঁড়াল ১৪,১৫৬ কোটি টাকা

Bonik Barta

রূপালী ব্যাংকের ৩২টি বৃহৎ গ্রাহকের কাছে দেওয়া ঋণের বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ কোটি টাকায়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পর্যালোচিত ব্যাংকটির নথিপত্র অনুযায়ী, এসব গ্রাহকের অধিকাংশই বিশেষ অনুমোদনের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে ঋণ পেয়েছে। নথিতে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী ৪৭ গ্রাহক রূপালী ব্যাংকের নিয়ন্ত্রক মূলধনের ১০ শতাংশের বেশি ঋণ পেয়েছে, ফলে তারা "বড় ঋণগ্রহীতা" হিসেবে শ্রেণিভুক্ত। এর মধ্যে মাত্র ৩২ গ্রাহকের ঋণের পরিমাণ বর্তমানে ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় ৬৩ শতাংশ। এসব গ্রাহকের প্রত্যেকের কাছে ব্যাংকের ঝুঁকি এক্সপোজার ২৫ শতাংশের সীমা ছাড়িয়ে গেছে, যদিও ঝুঁকির অতিরিক্ত কেন্দ্রীকরণ ঠেকাতে এই সীমা নির্ধারণ করা হয়েছিল।

আকরিক লোহার দাম বেড়েছে

Bonik Barta

চীনের কারখানাগুলো ইস্পাতের মজুদ বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের এ প্রত্যাশায় ধাতব পণ্যটি উৎপাদনের প্রধান কাঁচামাল আকরিক লোহার দাম গতকাল কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে টনপ্রতি ৭৫৮ ইউয়ানে (১০৭ ডলার ৬৩ সেন্ট), যা আগের দিনের তুলনায় দশমিক ৬৬ শতাংশ বেশি। সিঙ্গাপুর এক্সচেঞ্জে এ সময় জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম পৌঁছায় টনপ্রতি ১০১ ডলার ৯৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪১ শতাংশ বেশি।

দালাল চক্রের জালিয়াতির কারণে বিদেশে শ্রমবাজারের ক্ষতি হচ্ছে : প্রধান উপদেষ্টা

Bonik Barta

দালাল চক্রের জালিয়াতির কারণে বিদেশে শ্রমবাজারের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে (মিডিল ইস্ট) যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল ভুয়া। শুধু ভুয়া কাগজের জন্য বাংলাদেশ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। জালিয়াতির জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আজ (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা।

Bangladesh ‘freezes’ Tk 661bn assets to recover laundered money, domestically and globally

The Financial Express

The interim government has reported that immovable and movable assets worth Tk 661.46 million belonging to different industrial groups, both in Bangladesh and abroad, have been “attached or blocked” as part of efforts to recover laundered funds. A media statement issued by the Finance Ministry on Wednesday said, of this, Tk 556.38 billion is held domestically, while Tk 105.08 billion is abroad. The release did not specify which countries or individuals’ assets have been frozen. Finance Advisor Salehuddin Ahmed led the National Coordination Committee in its 30th meeting on Wednesday to formulate and implement policies and directives to prevent money laundering and terror financing.

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে। এতে রাশিয়ার ওপর দেয়া বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দেশটি থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে গতকাল দাম কমেছে পণ্যটির। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৮৯ সেন্ট বা প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমে এসেছে ৫৯ ডলার ৬৭ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৫ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৯২ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কম। এছাড়া গতকাল উভয় বাজার আদর্শেই জ্বালানি পণ্যটির দাম নেমে এসেছে চলতি বছরের মে মাসের পর সর্বনিম্নে।

দাম কমায় পাম অয়েল আমদানি বেড়েছে ভারতে

Bonik Barta

দাম কমায় গত মাসে পাম অয়েল আমদানি বাড়িয়েছে ভারত। দেশটির শীর্ষ শিল্প সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের (এসইএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। এসইএর দেয়া তথ্য অনুযায়ী, নভেম্বরে ভারতের মোট পাম অয়েল আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ৩২ হাজার ৩৪১ টন। এটি অক্টোবরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটির আমদানি বাড়ার কারণে শীর্ষ উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মজুদ কমতে পারে। এতে ফিউচার মার্কেটে ঊর্ধ্বমুখী হতে পারে পাম অয়েলের দাম।

রেলপথে এক বছরে পণ্য আমদানি কমেছে ৭০ হাজার টন

Bonik Barta

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে এক বছরের ব্যবধানে রেলপথে পণ্য আমদানি কমেছে ৭০ হাজার টন। মূলত বেনাপোল-পেট্রাপোল রেলস্টেশন দিয়ে চলতি বছর কোনো ধরনের খাদ্যপণ্য না আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রেলওয়ে সূত্রে বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল স্থলবন্দরে রেলপথে আমদানি হয়েছে মাত্র ৮ হাজার ৩০০ টন পণ্য, যা থেকে রাজস্ব আহরণ হয়েছে ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৭৮ হাজার ২০০ টন পণ্য আমদানি করা হয়েছিল। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেলপথে আমদানি কমেছে ৭০ হাজার টন। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে এ পথে ১ লাখ ৭ হাজার ২০০ টন পণ্য আনা হয়েছিল।

একদিনে ভারতে গেল রেকর্ড সোয়া ৩ কোটি টাকার মাছ

Bonik Barta

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনে ভারতে রেকর্ড পরিমাণ মাছ রফতানি হয়েছে। গত সোমবার দিনভর মোট ২৭টি ট্রাকে অন্তত সোয়া ৩ কোটি টাকার মাছ দেশটিতে পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এর আগে একদিনে এত পরিমাণ মাছ রফতানি হয়নি। মূলত বিজয় দিবসসহ বিভিন্ন কারণে বাংলাদেশে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এ রেকর্ড সৃষ্টি হয়েছে। জানা যায়, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রাজ্যে প্রতিনিয়তই রফতানি করা হয়। এ মাছ মূলত ত্রিপুরায় পাঠানো হলেও স্থানীয় ব্যবসায়ীরা সেখান থেকে বাকি ছয় রাজ্যে সরবরাহ করে থাকে।

জেনেক্স ইনফোসিসের নিট মুনাফা বেড়েছে ১৭%

Bonik Barta

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ১৭ শতাংশের বেশি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৪ পয়সায়।

বিনিময় হার স্থিতিশীল রাখতে আরও ৬৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

The Business Standard

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (১৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সাতটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে মোট ৬৭ মিলিয়ন ডলার ক্রয় করেছে। সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট কিনেছে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এ ছাড়া শুধু ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় ব্যাংক ৬৯১ মিলিয়ন ডলার কিনেছে। চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে।কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা—সরবরাহ বেশি ও চাহিদা কম থাকলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দর বাড়ার সুযোগ রাখা। ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমার পেছনে একাধিক কারণ কাজ করেছে। তারা বলেছেন, সরকারের বড় অংকের বৈদেশিক পেমেন্টের চাপ কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদাও হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতি শ্লথ হওয়ায় মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে। ডলারের প্রাপ্যতা থাকা সত্ত্বেও চলতি বছরের সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৬ দশমিক ২৯ শতাংশে, যা আমদানি কার্যক্রমেও মন্দাভাবের ইঙ্গিত দেয়। অন্যদিকে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। নভেম্বর শেষে প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা ডলারের সরবরাহ আরও শক্তিশালী করেছে।

ইইউ থেকে শস্য উৎপাদন ও রফতানি বাড়ার সম্ভাবনা

Bonik Barta

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে ২০২৫-২৬ বিপণন বর্ষে শস্য উৎপাদন ও রফতানি উল্লেখযোগ্য মাত্রায় বাড়তে পারে। ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। প্রতিবেদন অনুযায়ী, ইইউতে ২০২৫-২৬ বিপণন বর্ষে মোট শস্য উৎপাদন হতে পারে ২৮ কোটি ৮১ লাখ টন। এর আগে ২৭ কোটি ৯২ লাখ টন শস্য উৎপাদন হবে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। ইউএসডিএ আরো জানায়, উৎপাদন বৃদ্ধির কারণে ২০২৫-২৬ বিপণন বর্ষে ইইউভুক্ত দেশগুলোর মোট শস্য রফতানি ৪ কোটি ৫৭ লাখ টনে পৌঁছতে পারে, যা ২০২৪-২৫ মৌসুমের ৩ কোটি ৭০ লাখ টনের তুলনায় বেশি।