17-Oct-2025

Saturday 18 October 2025

19-Oct-2025

ডমিনেজ স্টিলের ১০২ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ১০১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসেবে দৈনিক গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডমিনেজ স্টিলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২২ পয়সায়।

ট্রাম্প আরোপিত লাখ ডলারের ভিসা ফি নিয়ে মামলা

Bonik Barta

এইচ-১বি ভিসার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া ১ লাখ ডলার ফির বিরুদ্ধে মামলা করেছে ইউএস চেম্বার অব কমার্স। প্রায় তিন লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠনটি বলছে, সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে নতুন এইচ-১বি ভিসার ওপর ফি আরোপ করেছেন ট্রাম্প এবং কংগ্রেস নির্ধারিত ভিসা কাঠামোয় হস্তক্ষেপ এটি। দক্ষতাসম্পন্ন বিদেশী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এইচ-১বি প্রোগ্রাম। বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলো এ ভিসার ওপর নির্ভরশীল। এর আওতায় বছরে ৬৫ হাজার ভিসা অনুমোদন পায়, পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের আরো ২০ হাজার ভিসা মঞ্জুর হয়। খবর ও ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির আলোচনা ইউক্রেনের

Bonik Barta

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির অর্থনীতিবিষয়কমন্ত্রী ওলেক্সি সোবোলেভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রুশ হামলার কারণে আমরা প্রাকৃতিক গ্যাস উৎপাদনের একটি অংশ হারিয়েছি। তাই মার্কিন এলএনজি ও কম্প্রেসার সরঞ্জাম কেনার অর্থায়ন কাঠামো নিয়ে আলোচনা করছি।’ সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গ্যাস স্থাপনাগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী সভেতলানা হ্রিনচুক গত সপ্তাহে বলেন, ‘অবকাঠামোয় বিমান হামলার পর দেশটি প্রাকৃতিক গ্যাস আমদানি ৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে।’

সপ্তাহজুড়ে পাম অয়েলের দাম কমেছে ০.৬৮%

Bonik Barta

অপরিশোধিত জ্বালানি তেলের দরবৃদ্ধির প্রভাবে সপ্তাহজুড়ে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে দশমিক ৬৮ শতাংশ। গতকাল জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে ভোজ্যতেলটির দাম টনে ৬ রিঙ্গিত বা দশমিক ১৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৫১৪ রিঙ্গিতে (১ হাজার ৬৮ ডলার ৬৬ সেন্ট)। কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গ এক্সের প্রপ্রাইটরি ট্রেডার ড্যাভিড এনজি বলেন, ‘জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বায়োডিজেলের কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা কমেছে।’মালয়েশিয়া বিশ্বের অন্যতম প্রধান পাম অয়েল উৎপাদনকারী দেশ। দেশটির উষ্ণ ও আর্দ্র জলবায়ু পাম গাছের জন্য উপযুক্ত। দেশটি সম্প্রতি চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। যদিও পরিবেশ ও বনাঞ্চল সংরক্ষণে মালয়েশিয়া টেকসই পাম অয়েল উৎপাদনে আন্তর্জাতিক মান মেনে চলার চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ায় উল উৎপাদন বাড়ার সম্ভাবনা

Bonik Barta

কয়েক বছরের খরা ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার কিছু উল খামারি এ খাত ছাড়ার পথে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে উলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের উৎপাদনে আগ্রহ বেড়েছে। এতে দেশটিতে পণ্যটির উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাজারসংশ্লিষ্টরা। খবর অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন। অস্ট্রেলীয় উল শিল্পের ইস্টার্ন মার্কেট সূচক (ইএমআই) ১৯৮৭ সালের পর এবারই প্রথম টানা ১১ সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। খাতসংশ্লিষ্টরা জানান, চীনের চাহিদা বৃদ্ধির কারণে অস্ট্রেলীয় উলের দাম বাড়ছে। চীন বর্তমানে অস্ট্রেলিয়ার প্রায় ৮৫ শতাংশ উল আমদানি করছে, যা মূল্যবৃদ্ধির মূল চালিকাশক্তি। ব্রোকার ফার্ম এল্ডার্স ডাব্বোর জেলা উল ম্যানেজার লিন্ডসে ব্রাউন বলেন, ‘গত ১২-২৪ মাসে যারা খাতটিকে আঁকড়ে ছিলেন, তারা উপকৃত হবেন।’

Rehman Sobhan calls for clear inclusion of climate costs in Bangladesh's debt planning

The Business Standard

Noted economist and Chairman of the Centre for Policy Dialogue (CPD) Rehman Sobhan has stressed the need to explicitly link climate-related costs and fiscal management within Bangladesh's debt sustainability framework. Speaking at a discussion on debt sustainability and climate change at Mohakhali BRAC Centre in the capital yesterday, he said that while the Centre for Policy Dialogue (CPD) study provides an important foundation, it needs to go further in assessing how climate-related expenditures are being financed and utilised.

ভাসমান বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ব্যয় কমাতে নতুন উদ্যোগ

Bonik Barta

দ্রুত বায়ুবিদ্যুৎ কেন্দ্র ইনস্টলেশনে একটি পদ্ধতি উদ্ভাবন করেছে জাপানের প্রকৌশল কোম্পানি তোদা। এটি অফশোর বায়ু টারবাইন নির্মাণ ব্যয় ২০ শতাংশ বা এক-পঞ্চমাংশ কমাবে। নতুন এ পদ্ধতিতে টারবাইনের টাওয়ার ও ব্লেডসহ পুরো কাঠামো আগেই স্থলভাগে বা জাহাজে জোড়া লাগানো হয়। তারপর ক্রেন-বার্জ দিয়ে সমুদ্রে নির্দিষ্ট জায়গায় বসানো হয়। সাধারণভাবে এ ধরনের টারবাইন বানাতে ১০ দিন লাগে। তোদার প্রযুক্তি ব্যবহার করলে সময় চার ভাগের এক ভাগে নেমে আসে। স্থায়ী অফশোর বায়ু টারবাইনগুলোর ভিত্তি সমুদ্রতলে স্থাপন করা হয়। অন্যদিকে ভাসমান বায়ু টারবাইন দেখতে অনেকটা রশিতে বাঁধা ভাসমান বয়ার মতো। প্রায় পুরোপুরি গভীর উপকূলীয় জলে পরিবেষ্টিত দ্বীপদেশ জাপানের জন্য ভাসমান টারবাইন বেশি উপযোগী। তবে প্রায়ই সমস্যা হয়ে দাঁড়ায় নির্মাণ ব্যয়। এখনো ইউনিট-প্রতি টারবাইন বসাতে দাম পড়ে ১ হাজার ইয়েন বা প্রায় ৬ কোটি ৬০ লাখ ডলার পর্যন্ত, যা স্থায়ী টারবাইনের তুলনায় অনেক ব্যয়বহুল।

অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয় বেড়েছে ২০%

Bonik Barta

রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক স্থবিরতায় গত অর্থবছরের প্রথম প্রান্তিকে মন্দা ভাব দেখা গিয়েছিল রাজস্ব আদায়ে। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মন্দা ভাব কিছুটা কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া গেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক প্রতিবেদনে। এ অর্থবছরের প্রথম প্রান্তিক তথা জুলাই-সেপ্টেম্বরে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আহরণ বেড়েছে ২০ শতাংশ। এটি রাজস্ব আহরণের ইতিহাসে যেকোনো অর্থবছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ সংগ্রহ বলেও দাবি করেছে এনবিআর।গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এনবিআর বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মোট রাজস্ব আহরণ হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা। যেখানে গত অর্থবছরের একই সময়ে আহরণকৃত রাজস্বের পরিমাণ ছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ২১ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এ আয় ছিল ৭৬ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ ও ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।

Ctg port: Businesses issue 7-day ultimatum to revoke 41% tariff hike

The Business Standard

Business leaders in Chattogram have given the government a seven-day ultimatum to withdraw the 41 % tariff hike imposed by the Chittagong Port Authority (CPA), warning that they will shut down port operations if their demand is not met. The announcement came from a protest rally organised by the Port Users' Forum at the Navy Convention Hall in Chattogram today afternoon (18 October). The meeting was chaired by Amir Humayun Chowdhury, former president of the Chittagong Chamber of Commerce and Industry (CCCI).

বৈশ্বিক শেয়ারবাজারের অধিকাংশ সূচক নিম্নমুখী প্রবণতায়

Bonik Barta

বৈশ্বিক শেয়ারবাজারে গতকাল অধিকাংশ সূচকই ছিল নিম্নমুখী প্রবণতায়। এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত নিয়ে আশঙ্কা। ওয়াল স্ট্রিটে এখন আঞ্চলিক ব্যাংকগুলোর শেয়ারে দেখা যাচ্ছে বড় ধরনের বিক্রয়চাপ। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ব্যবসায়িক খাতে ঋণপ্রবাহ নেটওয়ার্কের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়ে উদ্বেগের কারণে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধস নামে। এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারেও গতকাল এ ধসের প্রভাব দেখা যায়। যুক্তরাষ্ট্রের আর্থিক ও ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি ইউরোপ ও এশিয়ায়ও বড় ধরনের আশঙ্কা তৈরি করেছে। এর প্রভাবে গতকাল ভারতের বিএসই সেনসেক্স ছাড়া এশিয়া-প্যাসিফিকের অধিকাংশ শেয়ার সূচকই পতনের মধ্য দিয়ে গেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে চীনে গতকাল সাংহাইয়ে এসই কম্পোজিট ইনডেক্সের পতন হয়েছে ১ দশমিক ৯৫ শতাংশ। জাপানে নিক্কেই ২২৫ সূচকের পতন হয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।

ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্প চীনের প্রবৃদ্ধিতে গতি ফেরাতে পারবে কি

Bonik Barta

ইয়ালুং সাংপো (ব্রহ্মপুত্র) জলবিদ্যুৎ প্রকল্পকে সম্প্রতি ‘শতাব্দীর শীর্ষ প্রকল্প’ হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেশটিতে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টিকারী প্রকল্প ও সবুজ জ্বালানিনির্ভরতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে প্রকল্পটিকে। পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম চীনের অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় সহায়তার পাশাপাশি এর রয়েছে ভূরাজনৈতিক গুরুত্ব। যদিও বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের জায়গা থেকে প্রকল্পটিকে চীনের জন্য বড় অর্জন হিসেবে দেখা হলেও দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের ক্ষেত্রে তা ভূমিকা রাখতে পারে সামান্যই। উচ্চাভিলাষী এ জলবিদ্যুৎ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬৮ বিলিয়ন ডলার। মাস তিনেক আগে বাঁধ নির্মাণ উদ্বোধনকালে লি কিয়াং বলেন, ‘প্রকল্পটি হবে ব্যাপক পরিসরের, দীর্ঘস্থায়ী ও বড় ধরনের প্রভাবশালী।’

রাশিয়া-যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে ‘পুতিন-ট্রাম্প রেল টানেল’ নির্মাণের প্রস্তাব

Bonik Barta

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ দূত ও রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ তার প্রস্তাবে বলেন, মস্কো ও ‘আন্তর্জাতিক অংশীদারদের’ অর্থায়নে গৃহীত ৮ বিলিয়ন ডলারের একটি প্রকল্পের আওতায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) দীর্ঘ একটি রেল ও পণ্যবাহী টানেল নির্মাণ করা হবে। এ টানেল নির্মাণে সময় লেগে যেতে পারে আট বছর। রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগ স্থাপনে ‘পুতিন-ট্রাম্প রেল টানেল’ নির্মাণের প্রস্তাব ক্রেমলিন প্রতিনিধির কিরিল দিমিত্রিয়েভ। দেশদুটির মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে টানেলটি দুই দেশের জন্য যৌথভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের পথ তৈরি করে দেবে বলে প্রত্যাশা করছেন তিনি।

কাস্টম হাউজের স্বীকৃতি পেল ভোমরা স্থলবন্দর

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টম হাউজ’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এক পত্রের মাধ্যমে এ স্বীকৃতি দেয়। এর ফলে খুলনা কাস্টম হাউজের পরিবর্তে এখন থেকে ভোমরা স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা সম্পূর্ণ রূপে ভোমরা কাস্টম হাউজের অধীনে এল। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রফতানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে ও আঞ্চলিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। এদিকে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এ পদক্ষেপকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা এক যৌথ বিবৃতিতে বলেন, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভোমরা স্থলবন্দরকে কাস্টম হাউজ ঘোষণার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি পেল। আমরা সরকারের এ দূরদৃষ্টিসম্পন্ন ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

লিন্ডে বাংলাদেশের নিট মুনাফা কমেছে ৯৫%

Bonik Barta

বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা কমেছে ৯৫ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির মূল ব্যবসা থেকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৬২ লাখ টাকা। এর আগে সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটি হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয় মিলিয়ে ৬২৮ কোটি ৫৯ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছিল। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

১৭ বছরে সর্বোচ্চ সাপ্তাহিক দরবৃদ্ধি স্বর্ণের

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। গতকাল স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। সপ্তাহজুড়ে স্বর্ণের মূল্য বেড়েছে প্রায় ৮ দশমিক ৬ শতাংশ, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরবৃদ্ধি। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৩৫৯ ডলার ৩১ সেন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। এদিন লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ ডলার ৬৯ সেন্টে পৌঁছে। এছাড়া এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৭২ ডলার ১০ সেন্টে লেনদেন হয়।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর কমেছে ২৭ শতাংশ

Bonik Barta

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১৮ টাকা ৪২ পয়সায়।

রুশ জ্বালানি তেল আমদানি অর্ধেক কমাবে ভারত

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। আলোচনার পর পরই ভারতীয় পরিশোধনকারী কোম্পানিগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি প্রায় ৫০ শতাংশ কমাতে শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ভারতের সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কতটা কমানো হয়েছে তার নির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। ডিসেম্বর বা জানুয়ারির আমদানি পরিসংখ্যানে এর প্রভাব প্রতিফলিত হতে পারে। নভেম্বরে সরবরাহের জন্য এরই মধ্যে দেয়া কিছু অর্ডার ডিসেম্বরেও এসে পৌঁছাবে। ফলে তাৎক্ষণিক পরিবর্তন দেখা না যাওয়াই স্বাভাবিক।

ইসলামিক ফাইন্যান্সের নিট লোকসান কমেছে

Bonik Barta

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট লোকসান কমেছে ৮৪ দশমিক ৭৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ইসলামিক ফাইন্যান্সর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭১ পয়সা পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ টাকা ৭৪ পয়সায়।