ওয়ালটনের নিট মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ
Bonik Barta
প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফ বেড়েছে ৪৮ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪৯ কোটি ৩ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের আয় হয়েছে ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২১৪ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৯২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০৭ টাকা ৪ পয়সায়।
ফিউচার মার্কেটে কিছুটা বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম
Bonik Barta
উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস ও ভারতের চাহিদা নিয়ে উদ্বেগের পরও ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গতকাল কিছুটা বেড়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে এ সময় ভোজ্যতেলটির মূল্য নির্ধারণ হয়েছে টনপ্রতি ৪ হাজার ১২৬ রিঙ্গিত (৯৭৬ ডলার ৮০ সেন্ট)। খবর বিজনেস রেকর্ডার। মুম্বাইভিত্তিক ভেজিটেবল অয়েল ব্রোকার কোম্পানি সানভিন গ্রুপের গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, ‘মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন চলতি বছর দুই কোটি টন ছাড়াতে পারে। এছাড়া ইন্দোনেশিয়ার উৎপাদনও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।’
স্থিতিশীলতায় ফিরেছে আকরিক লোহার দাম
Bonik Barta
সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার পূর্বাভাসে বিশ্ববাজারে কমে গিয়েছিল আকরিক লোহার দাম। তবে চীনের ইস্পাত কারখানাগুলো পুনরায় মজুদ কার্যক্রম শুরু করেছে। এ কারণে গতকাল পণ্যটির দাম স্থিতিশীলতায় ফিরেছে। খবর বিজনেস রেকর্ডার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৭২ দশমিক ৫ ইউয়ানে (প্রায় ১০৮ ডলার ৪৫ সেন্ট) দাঁড়ায়। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে এ সময় পণ্যটির দাম দশমিক ৩২ শতাংশ কমে টনপ্রতি ১০২ ডলার ৪৫ সেন্টে নেমে আসে।
২০৫০ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদা
Bonik Barta
বিশ্বব্যাপী জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের চাহিদা ২০৫০ সাল পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। পাশাপাশি এ সময় বিশ্বে দ্রুত পরিচ্ছন্ন জ্বালানির দিকে রূপান্তর ঘটবে বলে মনে করছে সংস্থাটি। আইইএর প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দেশে জ্বালানি খাতে বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকলে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা দাঁড়াতে পারে দৈনিক ১১ কোটি ৩০ লাখ ব্যারেলে। এটি ২০২৪ সালের মোট ব্যবহারের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি খাতে মোট চাহিদা বাড়বে প্রায় ১৫ শতাংশ।
Make revenue fiscal side a high national priority, says IMF
The Financial Express
The International Monetary Fund (IMF) on Thursday emphasised the need for making the revenue fiscal side "a high national priority" to streamline the economy of Bangladesh. "Without (higher) revenue collection, it is very difficult to fix the banking sector, very difficult to tend to fiscal issues, including social spending," said Chris Papa Georgiou, the IMF mission chief for Bangladesh. He was briefing newsmen virtually at the end of the 2025 Article IV consultation and the fifth review of the IMF's Extended Credit Facility (ECF), Extended Fund Facility (EFF), and Resilience and Sustainability Facility (RSF). Mr Papageorgiou said another IMF mission would visit Bangladesh in early May 2026 and consider whether to conduct the fifth and sixth reviews combined.
Finance goes tightfisted, trims ADP down to Tk 2.0t
The Financial Express
Government's finance authority gets further tightfisted with the current development budget downsized by Tk 300 billion to Tk 2.0 trillion, officials say, citing hard times on the economic front in the interim period. The Finance Division has slashed Annual Development Programme (ADP) outlay for the current fiscal year 2025-2026 and reset the spending ceiling for the Revised ADP (RADP). Of the total allocation, Tk 1.28 trillion will come from government exchequer, while Tk 720 billion will be sourced as project aid in the form of loans and grants from development partners. At the beginning of the fiscal year, the National Economic Council (NEC) had approved the Tk 2.30-trillion ADP, including Tk 1.44 trillion from local resources and Tk 860 billion as project aid.
চলতি অর্থবছর ঊর্ধ্বমুখীই থাকবে বাংলাদেশের মূল্যস্ফীতি
Bonik Barta
চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি আরো কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশে পৌঁছতে পারে, যা গত অক্টোবরের ৮ দশমিক ২ শতাংশের চেয়েও বেশি। তবে ২০২৬-২৭ অর্থবছরে তা ধীরে ধীরে কমে ৫ দশমিক ৫ শতাংশে নামতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ঢাকায় সফর শেষে গতকাল এক বিবৃতিতে আইএমএফ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিও এ তথ্য জানান।
হাপাগ-লয়েডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
Bonik Barta
চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জার্মান কনটেইনার শিপিং প্রতিষ্ঠান হাপাগ-লয়েডের নিট মুনাফা ৫০ শতাংশ কমে ৮৪ কোটি ৬০ লাখ ইউরো বা ৯৮ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী কনটেইনার শিপিং বাজারের অস্থিরতা ও খরচ বাড়ার কারণে প্রতিষ্ঠানটি পূর্ণ বছরের আয়ের পূর্বাভাসও কমিয়েছে। খবর রয়টার্স। চলতি বছরের জন্য সুদ ও কর-পূর্ব আয়ের (ইবিআইটি) পূর্বাভাস কমিয়ে ১০০ কোটি ইউরো পর্যন্ত প্রাক্কলন করেছে হাপাগ-লয়েড। এর আগে আগস্টে সর্বোচ্চ পূর্বাভাস ছিল ১১০ কোটি ইউরো। পাশাপাশি ২০৪৫ সালের মধ্যে জলবায়ু নিরপেক্ষ শিপিং কার্যক্রম নিশ্চিত করতে কোম্পানিটি নতুন ২২টি ছোট জাহাজ কেনারও ঘোষণা দিয়েছে।
খাদ্যমূল্য কমাতে ট্রাম্পের আমদানি শুল্কনীতিতে পরিবর্তন আসার ইঙ্গিত
Bonik Barta
খাদ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্কনীতিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। বিশেষ করে কলা ও কফির মতো জনপ্রিয় ভোক্তাপণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্কহারে বড় ধরনের কর্তন দেখা দিতে পারে বলে অভিমত তাদের। খবর এফটি . বর্তমানে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রায় ব্যয়ের ঊর্ধ্বমুখিতার জন্য বিগত জো বাইডেন প্রশাসনকে দায়ী করছেন ট্রাম্পঘনিষ্ঠ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, এখনো এ সংকট লাখ লাখ মার্কিন নাগরিকের জীবনযাপনকে প্রভাবিত করছে। তা মোকাবেলায় চাপ বাড়ছে হোয়াইট হাউজের বর্তমান প্রশাসনের ওপর।
সেপ্টেম্বরে বাণিজ্য ঘাটতি কমেছে যুক্তরাজ্যের
Bonik Barta
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৭০ কোটি পাউন্ড বা ২ হাজার ৭১৮ কোটি ডলারের সমতুল্য। ঘাটতির এ আকার আগের মাসের তুলনায় কিছুটা কম। খবর আনাদোলু। এর আগে বাজারসংশ্লিষ্টরা পূর্বাভাস দিয়েছিলেন, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বাণিজ্য ঘাটতি দাঁড়াতে পারে ২ হাজার ৮০ কোটি পাউন্ডে। যুক্তরাজ্যে ওই মাসে রফতানি বাবদ আয় হয়েছে ২ হাজার ৯৪০ কোটি পাউন্ড, যা আগের মাসের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম। পণ্য আমদানি কমেছে ২ শতাংশ, যার আকার ৫ হাজার ১০ কোটি পাউন্ড।
মার্কিন শাটডাউন অবসানের ঘোষণায় আবার ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার
Bonik Barta
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থায়ন বিল স্বাক্ষরের মাধ্যমে অবসান হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের। দেশটিতে সরকারি কার্যক্রম পুনরায় সচল হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে বিনিয়োগকারীদের মনোবলও ফিরে এসেছে। গতকাল এর প্রতিফলন দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা কাটায় বাজারে স্বস্তি ফিরেছে। এরই প্রভাব দেখা যাচ্ছে এশিয়ার শেয়ার সূচকগুলোয়। খবর এপি ও এফটি। ডোনাল্ড ট্রাম্প নতুন অর্থায়ন বিল স্বাক্ষরের পর ওয়াল স্ট্রিটের সূচকগুলো প্রায় রেকর্ডের কাছাকাছি অবস্থায় স্থিতিশীল থাকতে দেখা গেছে। ফিউচার সূচকগুলোও কিছুটা বেড়েছে। এশিয়ার শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার বেশির ভাগ সূচক বেড়েছে।
যমুনা অয়েলের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে যমুনা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩ পয়সায়।
লোকসান থেকে মুনাফায় ফিরেছে ডেসকো
Bonik Barta
বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান থেকে মুনাফায় ফিরেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফ হয়েছে ৫৮ কোটি ৩২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট লোকসান ছিল ৩২ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তিন কোম্পানির সঙ্গে চামড়া বিক্রির চুক্তি
Bonik Barta
তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেড সম্পৃক্ত তিনটি ফুটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে প্রস্তুতকৃত চামড়া বিক্রির চুক্তি করেছে। কোম্পানিগুলো হলো এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুটবেড ফুটওয়্যার লিমিটেড ও নুভো শুজ (বিডি) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় এ চুক্তি অনুমোদন করা হয়। চুক্তির আওতায় ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানিগুলোর কাছে বাজারমূল্যে বিভিন্ন গ্রেড ও মানের প্রস্তুতকৃত চামড়া সরবরাহ করবে এপেক্স ট্যানারি। তিন প্রতিষ্ঠানের কিছু পরিচালক এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদেরও সদস্য হওয়ায় চুক্তিটি সম্পৃক্ত পক্ষের লেনদেন হিসেবে গণ্য হবে।