13-Sep-2025

Sunday 14 September 2025

15-Sep-2025

বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাকের পরিকল্পনা বাতিল র‌্যামের

Bonik Barta

বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি খাত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। কারণ প্রত্যাশা ও বাজার চাহিদার গরমিল। ফলে অনেক অটো জায়ান্ট পরিকল্পনায় পরিমার্জন আনছে, আবার কেউ পুরো পরিকল্পনা বাতিল করছে, যার নতুন উদাহরণ র‌্যাম ১৫০০ পিকআপ ট্রাক। পুরোপুরি বিদ্যুচ্চালিত মডেলটি বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে স্টেলান্টিস। কোম্পানিটি বলছে, ইভির চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির এক মুখপাত্র বলেন, ‘উত্তর আমেরিকায় সম্পূর্ণ ব্যাটারিভিত্তিক বিদ্যুচ্চালিত (বিইভি) ট্রাকের চাহিদা কমে যাওয়ায় স্টেলান্টিস তাদের পণ্য কৌশল পুনর্বিবেচনা করছে। তাই পূর্ণাঙ্গ ব্যাটারি ইলেকট্রিক পিকআপের উন্নয়ন পরিকল্পনা বন্ধ করতে যাচ্ছে।’ প্রাথমিক পরিকল্পনা অনুসারে, ট্রাকটি ২০২৪ সালের শেষ নাগাদ বাজারে আসার কথা ছিল। কিন্তু স্টেলান্টিস দুই দফা প্রকল্প পিছিয়ে দেয়। এখন তা পুরো বাতিল হলো। তবে এখনো রÅাম ব্র্যান্ডের অধীনে একটি এক্সটেন্ডেড-রেঞ্জ ইলেকট্রিক ট্রাক বাজারে আনার পরিকল্পনা বজায় রেখেছে স্টেলান্টিস।

অর্থনীতি চীনা ও ভারতীয় পণ্যে শুল্ক আরোপে জি৭ দেশগুলোর ওপর মার্কিন চাপ

Bonik Barta

চীনা ও ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করতে জি৭ দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর একই ধরনের চাপ দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে বলা হচ্ছে, জ্বালানি তেল ক্রয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে চীন ও ভারত। জি৭ অর্থমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক ফোন বৈঠকে যুক্তরাষ্ট্র এ আহ্বান জানিয়েছে। গত শুক্রবারের বৈঠকটি পরিচালনা করেন কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপান। পরে কানাডার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, রাশিয়াকে যুদ্ধ বন্ধে চাপ দেয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

আমদানি কমছে প্রধান ভোগ্যপণ্যের

Bonik Barta

দেশের ভোগ্যপণ্যের বাজারে আমদানি ও এলসি (ঋণপত্র) খোলার হার হঠাৎই কমে গেছে। বড় শিল্পগোষ্ঠীগুলো সতর্কতামূলক অবস্থান নেয়ায় সয়াবিন ও পাম অয়েলসহ নিত্যপণ্যের আমদানিতে এ ভাটা তৈরি হয়েছে। বিশ্ববাজারে নিত্যদিনই ভোজ্যতেলের দাম ওঠানামা করছে। কিন্তু সরকারের সঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগের মাধ্যমে দেশের বাজারে দাম সমন্বয় করতে পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে ঝুঁকি বিবেচনায় ভোজ্যতেলের চাহিদা অনুযায়ী ঋণপত্র (এলসি) খোলায় সক্রিয় হচ্ছেন না উদ্যোক্তারা।

ডিজিপের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি করল ইবিএল

Bonik Barta

পেমেন্ট সিস্টেম অপারেটর ডিজিপের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ডিজিপের পরিচালক শাফকত মাতিন। এ সময় উপস্থিত ছিলেন ইবিএলের এম-কমার্স ও ই-কমার্স বিভাগের প্রধান ফয়সাল এম ফাতেহ-উল ইসলাম, ডিজিপের প্রধান বিক্রয় কর্মকর্তা মো. মাসুদুজ্জামানসহ অন্যরা।

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৪ শতাংশ। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর ১২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ টাকা ৪০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর গত ২৪ আগস্ট ছিল ৭ টাকা ৯০ পয়সা। এর পর থেকেই ফান্ডটির দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ১২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে ফান্ডটির দর বেড়েছে ৬৩ শতাংশের বেশি।

অর্থনীতি সব এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বীমা সুরক্ষার আওতায় আনল ব্র্যাক ব্যাংক

Bonik Barta

সব এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে সম্প্রতি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় এখন থেকে ব্র্যাক ব্যাংকের সব এজেন্ট ব্যাংকিং আউটলেট ‘ক্যাশ-ইন-সেফ’ ও ‘ক্যাশ-ইন-ট্রানজিট’ বীমার মাধ্যমে সুরক্ষিত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রথম ব্যাংক হিসেবে বিস্তৃত বীমা সুরক্ষা ব্যবস্থা চালু করল ব্র্যাক ব্যাংক।

যাত্রীপ্রতি ট্রেনের ভাড়া বাড়বে ২২৬ টাকা পর্যন্ত

Bonik Barta

নতুন নির্মিত সেতুগুলোতে ‘এক্সট্রা ডিস্ট্যান্স অব পন্টেজ চার্জ’ আরোপ করে বিনিয়োগের অর্থ ফেরত নেয়া শুরু করেছে রেলওয়ে। কিন্তু এবার দীর্ঘদিনের পুরনো সেতু, কালভার্টেও পন্টেজ চার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ সিদ্ধান্তের আলোকে পূর্বাঞ্চল রেলে নতুন করে ২০টি সেতুতে পন্টেজ চার্জ (রক্ষণাবেক্ষণ মাসুল) আরোপ করলে বিভিন্ন গন্তব্যে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া বাড়বে ২২৬ টাকা। তবে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি বৃহৎ সেতুতে আগেই চার্জ আরোপ হওয়ায় আপাতত পশ্চিমাঞ্চল রেলের ভাড়া বাড়ছে না। পূর্বাঞ্চলের ১০০ মিটার বা ১০০ মিটারের বড় সেতুগুলোয় বাড়তি চার্জ আরোপের পরিকল্পনা চূড়ান্ত হলেও পশ্চিমাঞ্চলের সিদ্ধান্তটি আপাতত বাস্তবায়ন করবে না রেলওয়ে।

কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করছে

Bonik Barta

ধীরগতির প্রবৃদ্ধি, বিনিয়োগ খরাসহ নানা কারণে দেশে কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ অর্থনীতিবিদ বলেন, ‘দেশে কর্মসংস্থান সংকটের পাশাপাশি মানসম্মত শিক্ষার অভাব এখন প্রকট। আমরা শিক্ষা ও শিখন উভয় ক্ষেত্রেই পিছিয়ে পড়েছি। মানসম্মত শিক্ষার অভাবেও তরুণরা চাকরি পাচ্ছে না।’ গতকাল রাতে পিপিআরসি আয়োজিত ‘হোয়াট ইজ ড্রাইভিং দ্য পভার্টি রিভার্সেল ইন বাংলাদেশ?’ শীর্ষক এক অনলাইন সংলাপে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠানটি কর্তৃক প্রকাশিত ‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেভেল ইন মিড-২০২৫’ শীর্ষক প্রতিবেদনের ওপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ অনলাইন সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকরা অংশ নেন।

চীনের ওপর শুল্ক, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা—যুদ্ধ বন্ধে ট্রাম্পের ফর্মুলা

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে শর্ত হলো ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। খবর বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এর এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ন্যাটো দেশগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে একই কাজ করবে অর্থাৎ, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, তখন আমি মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।' বারবারই মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রেমলিনও সেইসব হুমকির সময়সীমা ও নিষেধাজ্ঞার উপেক্ষা করে যাচ্ছে। তবুও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি ট্রাম্প।

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৪ শতাংশ। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর ১২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ টাকা ৪০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর গত ২৪ আগস্ট ছিল ৭ টাকা ৯০ পয়সা। এর পর থেকেই ফান্ডটির দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ১২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে ফান্ডটির দর বেড়েছে ৬৩ শতাংশের বেশি।

অর্থনীতি সাপ্তাহিক পুঁজিবাজার সূচক কমেছে ১ দশমিক ৬১ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ১১ দশমিক ৪৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৯০ দশমিক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৮৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ২৩০ পয়েন্ট।

ইউনিয়ন ব্যাংকের দর কমেছে ১৩ শতাংশ

Bonik Barta

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসির শেয়ারদর কমেছে ১৩ শতাংশ। এতে ব্যাংকটির শেয়ার সাপ্তাহিক দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২ টাকা ৩০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনিয়ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১৫ টাকা ৪১ পয়সায়।

গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম

The Business Standard

গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড তাদের আবিষ্কৃত কোভিড-১৯ টিকা 'বঙ্গভ্যাক্স'-এর জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট অর্জন করেছে। এটি বাংলাদেশের স্বাধীনতার পর ৫৪ বছরে দেশের ওষুধশিল্পে অর্জিত প্রথম মার্কিন পেটেন্ট। আজ রোববার গ্লোব বায়োটেকের কার্যালয়ে এ অর্জনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্লোব বায়োটেকের গবেষক ড. কাকন নাগ বলেন, এমআরএনএ ভিত্তিক একমাত্র সিঙ্গেল ডোজ ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। ১৬৫ টি দেশ টিআরআইপিএস এর আইন মানতে বাধ্য। আগামী বছর নভেম্বরের মধ্যে বাংলাদেশ টিআরআইপিএস সুবিধা পাবে৷ বঙ্গভ্যাক্সের ইউএস প্যাটেন্ট একটি দরজা খুলে দিয়েছে, এখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করে অন্য ওষুধও তৈরি করতে পারবো এবং তা বাধাহীন ভাবে অন্য দেশে রপ্তানী করতে পারবো।

ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৯৩ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৪৪ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম।

৭ বছরেও আইপিওর টাকায় ব্যবসা সম্প্রসারণ করতে পারেনি আমান কটন

Bonik Barta

ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের উদ্দেশ্যে ২০১৮ সালে পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮০ কোটি টাকা সংগ্রহ করেছিল আমান কটন ফাইব্রাস পিএলসি। তবে আইপিওতে আসার সাত বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ব্যবসা সম্প্রসারণে ১ টাকাও ব্যয় করতে পারেনি কোম্পানিটি। আইপিও তহবিলের ৮৯ দশমিক ৬৯ শতাংশ অর্থ এখনো অব্যবহৃত রয়েছে বলে নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এসেছে। আইপিও তহবিল ব্যবহারসংক্রান্ত নিরীক্ষকের প্রতিবেদনের তথ্যানুসারে, এ বছরের জুলাই শেষে আইপিওর ৮০ কোটি টাকার মধ্যে ৮ কোটি ২৫ লাখ ১ হাজার ৬৬৩ টাকা ব্যয় করেছে আমান কটন, যা মোট তহবিলের ১০ দশমিক ৩১ শতাংশ। অব্যবহৃত রয়েছে ৭১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৩৩৭ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি বাবদ ৬৬ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ও ব্যবসা সম্প্রসারণ বাবদ ৫ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৬৫ টাকা বরাদ্দ থাকলেও এখনে পর্যন্ত এ দুই খাতে কোনো অর্থ ব্যয় করতে পারেনি কোম্পানিটি।

RPGCL re-tenders to buy one more LNG cargo

The Financial Express

State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) re-tendered to buy one more liquefied natural gas (LNG) cargo from international spot market for November 25-26 delivery window. The volume of the spot LNG cargo is around 3.36 million British thermal unit (MMBtu). This cargo is to be delivered to Moheshkhali Island, with an option to discharge it at either of the country's two floating storage re-gasification units (FSRUs) located on the island. The RPGCL had floated tenders last week to buy three spot LNG cargoes, including in November 25-26 delivery window, but could not select a bidder for the later date as the suppliers quoted higher than expected price, said a senior RPGCL official. Bangladesh's purchase of the total spot LNG cargoes for November delivery window would reach three given the success of the re-tender attempt. It already procured one spot LNG cargo for December delivery window. The country bought four spot LNG cargoes for October, three for September and five for August delivery windows.

নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে সরকার, সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা

Bonik Barta

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণে জাতিসংঘের সব শর্তই বাংলাদেশ পূরণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী। এমনকি বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ভালো বলেও দাবি করেছেন তিনি। তার মতে, এ অবস্থায় ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ সম্ভব। তাই সরকারও নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তিন বছর সময় না বাড়িয়ে, বরং ঝুঁকি নিয়ে হলেও ব্যবসায়ীদের কাজ করার পরামর্শ দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে এলডিসি তিন বছর পেছানোর জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এলডিসি উত্তরণে সম্ভাব্য সমস্যা ও সেগুলো সমাধানের একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা জরুরি। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন তারা।

BSEC seeks law, board revamp to strengthen Stabilisation Fund

The Financial Express

The securities regulator has proposed restructuring the board of the Capital Market Stabilisation Fund (CMSF) and introducing an act to streamline its operations so that it can best serve the interests of investors. The new commission, formed after the political changeover last year, identified anomalies in the Fund's operations and now considers strengthening its legal foundation by transforming it into a statutory body. An ordinance or act is required to achieve this. Md. Abul Kalam, spokesperson of the Bangladesh Securities and Exchange Commission (BSEC), said the regulator had suggested an act that would consolidate previous rules and regulations, and the proposal was now awaiting the finance ministry's consent. In its submission to the ministry, the BSEC proposed a separate section in the act dedicated to all matters related to the Stabilisation Fund.

মার্কিন অর্থনীতিতে প্রত্যাশিত গতি ফেরাতে পারবে ফেডের সুদহার কর্তন?

Bonik Barta

যুক্তরাষ্ট্রের জিডিপিতে শ্লথতার আশঙ্কা বাড়াচ্ছে অর্থনীতির বিভিন্ন সূচকের দুরবস্থা। বিশেষ করে শ্রমবাজারের তথ্য ভাবিয়ে তুলছে দেশটির নীতিনির্ধারকদের। এমন এক পরিস্থিতিতে চলতি সপ্তাহেই এক নীতিনির্ধারণী বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্তাব্যক্তিরা। সংশ্লিষ্ট সবার প্রত্যাশা, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকে চলতি বছরে প্রথমবারের মতো সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হবে। মূল্যস্ফীতির শঙ্কা মোকাবেলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বেশ আঁটসাঁট মুদ্রানীতি বজায় রেখেছে ফেড। এ নিয়ে সংস্থাটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানাপড়েনও তৈরি হয়েছে অনেক। এ টানাপড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বিবেচিত ফেডের নীতি প্রণয়নের স্বাধীনতা বজায় রাখা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তবে শেষ পর্যন্ত ফেড সুদহার কমানোর পথেই হাঁটবে বলে মনে করছেন সবাই। তবে ফেডের এমন সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিতে প্রত্যাশিত মাত্রায় গতি ফেরাতে পারবে কিনা সে বিষয় নিয়েও রয়েছে নানামুখী আলোচনা।

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

Bonik Barta

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় চারদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। কয়েকদিন আগে কেজিপ্রতি দেশীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে, যা বর্তমানে ৬৫ টাকা। সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে দাম আরো কমতে পারে বলে ধারণা বিক্রেতাদের। বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে গত মাসে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। তবে এর কয়েকদিনের মাথায় আবারো আমদানির অনুমতি বন্ধ করে দেয়। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সরবরাহ কমায় দেশীয় পেঁয়াজের ওপর চাপ বাড়ায় দাম বাড়তে শুরু করে। তবে দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের নজরদারি ছিল লক্ষণীয়।

তামার দাম পাঁচ মাসের সর্বোচ্চে

Bonik Barta

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) দ্রুত সুদহার কমানো র প্রত্যাশা ও সরবরাহ ঘাটতির শঙ্কায় তামার দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তামার তিন মাস মেয়াদি চুক্তির দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭ ডলারে। মার্চের পর এটিই সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার। চলতি বছরে এ পর্যন্ত তামার দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বেকার ভাতার জন্য আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় ফেড দ্রুত সুদহার কমাতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়। এর প্রভাব পড়ে ধাতব পণ্যটির বাজারে।

Indices up in first hour of trade at DSE, CSE

The Financial Express

Both Dhaka and Chattogram bourses witnessed a rise in indices during the first hour of trading on Sunday, with most companies’ share prices edging higher. On the Dhaka Stock Exchange (DSE), the key index, DSEX, advanced by 8 points in the opening hour. Among other indices, the Shariah-based DSES gained 4 points while the blue-chip DS30 went up by 3 points. Of the issues traded, the prices of 161 advanced, 135 declined and 99 remained unchanged. The turnover at the DSE crossed Tk 300 crore during the first hour of trade. Chittagong Stock Exchange (CSE) also saw an upward trend as the overall index gained 20 points. Of the 99 issues traded, 52 advanced, 31 declined and 16 remained unchanged. The turnover at the CSE stood at Tk 5 crore in the first hour.

যুক্তরাষ্ট্রে রেকর্ড ভুট্টা উৎপাদনের পূর্বাভাস

Bonik Barta

চলতি শরতে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ)। ১৯৩৩ সালের পর এ বছর সবচেয়ে বেশি জমি থেকে ফসল কাটা হবে। ফলে দেশটির ভুট্টা উৎপাদন দুই বছর আগের রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সরকারি বিভাগটি। খবর রয়টার্স। ইউএসডিএর মাসিক সরবরাহ ও চাহিদাসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড উৎপাদনের কারণে যুক্তরাষ্ট্রে ভুট্টার মজুদ ৫৯ শতাংশ বেড়ে সাত বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। যদিও একই সময়ে রফতানিও রেকর্ড পরিমাণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আয় কমায় অর্থনৈতিক ঝুঁকিতে যুক্তরাজ্যের একাধিক অঞ্চল

Bonik Barta

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এখন দেশটির অর্থনীতিকেই হুমকিতে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরম আর্থিক চাপে থাকায় বিশ্ববিদ্যালয়নির্ভর বিভিন্ন অঞ্চল আর্থিকভাবে ঝুঁকিতে রয়েছে। খবর ইউরো নিউজ। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো গত বছর ১২ লাখ মানুষের কর্মসংস্থান দিয়েছে এবং অর্থনীতিতে ৮ হাজার কোটি পাউন্ড বা ১০ হাজার ৮৫০ কোটি ডলারের মূল্য সংযোজন (জিভিএ) করেছে। প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ অর্থনীতিতে লন্ডন ও সাউথইস্টের বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ অবদান রাখে, জিভিএর আকার ২ হাজার ৫০০ কোটি ডলার। অন্যদিকে নর্থইস্ট ও ওয়েলসের মতো অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়নির্ভর। তবে জিডিপিতে অঞ্চলগুলোর অবদান তুলনামূলক কম। এখন বিশ্ববিদ্যালয়গুলো চরম আর্থিক চাপে থাকায় এসব অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

জুলাইয়ে ব্রিটিশ অর্থনীতিতে শূন্য প্রবৃদ্ধি

Bonik Barta

ব্রিটিশ অর্থনীতি জুলাইয়ে কোনো প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। এ পরিস্থিতির পেছনে বিশেষ ভূমিকা রেখেছে উৎপাদন খাত। এক বছরের মধ্যে খাতটিতে সবচেয়ে বড় সংকোচন দেখা গেছে জুলাইয়ে। খবর বিবিসি। যুক্তরাজ্যের পরিসংখ্যান দপ্তর ওএনএস জানিয়েছে, জুনে অর্থনীতি দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছিল। কিন্তু জুলাইয়ে তা শূন্য শতাংশে নেমে আসে। তবে এ তথ্য বাজার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মাসভিত্তিক অর্থনৈতিক তথ্য দ্রুত পরিবর্তনশীল হতে পারে। তাই ওএনএস এখন তিন মাসের গড় হিসাবকে বেশি গুরুত্ব দিচ্ছে। সে হিসেবে মে-জুলাই পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যের অর্থনীতির গড় প্রবৃদ্ধি হয়েছে দশমিক ২ শতাংশ। ওএনএস বলছে, এ তিন মাসে পরিষেবা খাত দশমিক ৪ বেড়েছে, তবে উৎপাদন খাতে পতন হয়েছে। শুধু জুলাইয়েই ম্যানুফ্যাকচারিং আউটপুট কমেছে ১ দশমিক ৩ শতাংশ, যা এক বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক সংকোচন। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ছিল দশমিক ৭ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দশমিক ৩ শতাংশ।

রাষ্ট্রীয় অর্থ তছরুপের বিষয়ে গত এক বছরেও শুরু হয়নি কোনো ফরেনসিক অডিট

Bonik Barta

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রীয় ব্যয়ের আড়ালে বিপুল অর্থ লুণ্ঠনের অভিযোগ রয়েছে। এমনকি দেশী-বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে উন্নয়ন ব্যয়ের নামে বড় অংকের অর্থ খরচ করা হয়েছে। ফলে রাষ্ট্রের দেনার পরিমাণ দিন দিন বেড়েছে। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার কেনাকাটার ক্ষেত্রেও বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি ব্যাংকগুলোয় ঘটেছে অর্থ তছরুপের ঘটনা। গত বছরের আগস্টে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকে প্রত্যাশা করেছিলেন অতীতে রাষ্ট্রীয় ব্যয়ের নামে অর্থ তছরুপের যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে ফরেনসিক অডিট হবে। এর মাধ্যমে তছরুপকৃত অর্থের পরিমাণ নির্ধারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে সরকার। যদিও গত ১৩ মাসে অন্তর্বর্তী সরকারের দিক থেকে এ ধরনের কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার গতানুগতিক পদ্ধতিতেই কার্যক্রম চালিয়ে গেছে, যার কারণে এ ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে সরকারের দাবি, সক্ষমতা অনুসারে যতটুকু সম্ভব সেটি করার চেষ্টা হয়েছে।

মালয়েশীয় পাম অয়েলের দরপতন

Bonik Barta

মালয়েশীয় পাম অয়েলের দাম ফিউচার মার্কেটে কমেছে। সপ্তাহজুড়ে দরপতনে ছিল ভোজ্যতেলটির বাজার। টানা ছুটির আগে ব্যবসায়ীদের মুনাফা তুলে নেয়ায় দরপতনে ভূমিকা রেখেছে। একই সঙ্গে রিঙ্গিতের শক্তিশালী বিনিময় হার ও পাম অয়েলের দুর্বল চাহিদাও ভোজ্যতেলের বাজারে চাপ সৃষ্টি করেছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে শুক্রবার পাম অয়েলের দাম কমেছে ৯ রিঙ্গিত বা দশমিক ২ শতাংশ। এদিন প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে ৪ হাজার ৪৪৫ রিঙ্গিতে (১ হাজার ৫৮ দশমিক ৩৩ ডলার)। সপ্তাহজুড়ে পণ্যটির দাম কমেছে দশমিক শূন্য ৭ শতাংশ।

For a better statistics on trade in services

The Financial Express

The country's trade in services has been gaining momentum over the years, a trend that is not in line with the services sector's dominant contribution to the gross domestic product (GDP). However, the share of services in total external trade has doubled to around 10 per cent, a significant leap from less than 5 per cent almost a decade ago. Currently, the services sector accounts for approximately 70 per cent of the global GDP and around one-fourth of global trade. The key activities include transportation, travel, telecommunication, information, and digital services. Global trade in services typically occurs under the rules established by the General Agreement on Trade in Services (GATS), which was concluded in 1995 during the establishment of the World Trade Organization (WTO). The WTO classified the supply of services under four modes.

দুই দশকে যুক্তরাষ্ট্রে কফির দামে রেকর্ড বৃদ্ধি

Bonik Barta

যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে কফির দাম বেড়ে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। আগস্টে কফির দাম গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ২১ শতাংশ। যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, এক বছরের ব্যবধানে বৃদ্ধির হার হিসেবে এটি ১৯৯৭ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। মাসিক হিসাবে আগস্টে দাম বেড়েছে ৪ শতাংশ, যা গত ১৪ বছরে সর্বোচ্চ। খবর সিএনএন। দেশটিতে কফির দামের এ ঊর্ধ্বগতির অন্যতম কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা উচ্চশুল্ক। বিশ্বের বৃহত্তম কফি আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র নিজস্ব উৎপাদনের ওপর নির্ভর করতে পারে না। ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, ভোক্তা পর্যায়ে দেশটিতে মোট কফি ব্যবহারের প্রায় ৯৯ শতাংশই আমদানিনির্ভর।

এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম সামান্য বেড়েছে। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি পণ্যটির বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। তবে উত্তর-পূর্ব এশিয়ায় কম চাহিদা ও উচ্চ মজুদ এলএনজির দরবৃদ্ধি সীমিত রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৫০ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৩০ সেন্টের তুলনায় বেশি। নভেম্বরে সরবরাহের জন্য গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ ডলার ৬০ সেন্ট।