11-Aug-2025

Tuesday 12 August 2025

13-Aug-2025

পাঁচ বছরের মধ্যে প্রথমবার গড় ভাড়া কমল গ্রেট ব্রিটেনে

Bonik Barta

পাঁচ বছরের মধ্যে প্রথমবার গড় বাড়ি ভাড়া কমেছে গ্রেট ব্রিটেনে। দেশটিতে বন্ধকি সুদহার কমায় ভাড়ার উত্তাপ কিছুটা প্রশমন হয়েছে। অনেক বছর ধরে মূল্যস্ফীতির তুলনায় ভাড়া বাড়তে থাকায় চাপে ছিল এখানকার পরিবারগুলো। তবে গত মাসে নতুন ভাড়ার ক্ষেত্রে গড় খরচ গত বছরের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। সব মিলিয়ে ২০২০ সালের আগস্টের পর প্রথমবার গ্রেট ব্রিটেনে বার্ষিক হারে বাড়ি ভাড়া কমল। তবে গড় চিত্র আঞ্চলিকভাবে বড় ধরনের তারতম্যকে আড়াল করছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। খবর দ্য গার্ডিয়ান

তোহোকুর পর্যটক ঘাটতি পূরণ করবে অ্যাডভেঞ্চার ট্রাভেল

Bonik Barta

অ্যাডভেঞ্চার ট্রাভেল। আউটডোর ঘোরাঘুরি ও সাংস্কৃতিক লেনদেনভিত্তিক এ পর্যটনের বৈশ্বিক বাজারমূল্য এখন ৪০ হাজার কোটি ডলারের বেশি। বৈশ্বিক পরিসরে এ সুযোগ কাজে লাগাতে তৎপর হয়েছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় তোহোকু কর্তৃপক্ষ। জাপান ন্যাশনাল ট্যুরিজম অরগানাইজেশন, তোহোকু ট্যুরিজম প্রমোশন অরগানাইজেশন ও অন্য কিছু পক্ষ মিলে এরই মধ্যে একটি ভ্রমণের পরিকল্পনা তৈরি করছে। এতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ট্যুর অপারেটর ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তারা সপ্তাহব্যাপী তোহোকুর প্রধান পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শন করবেন। এ ভ্রমণের অন্যতম আকর্ষণীয় দিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আউটডোর অ্যাডভেঞ্চার ও স্বতন্ত্র সাংস্কৃতিক অভিজ্ঞতা। যেখানে থাকছে ইওয়াতে প্রিফেকচারের উপকূলীয় শহর মিয়াকোর জোদোগাহামা বিচের কাছে সি-কায়াকিংয়ের সুযোগ। এছাড়া মিচিনোকু কোস্টাল ট্রেইলের একটি অংশে হাইকিং করবেন অতিথিরা। এটি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত সাজানো-গোছানো একটি প্রাকৃতিক ট্রেইল।

যুক্তরাষ্ট্র-চীন শুল্ক বিবাদে বিরতির মেয়াদ বাড়বে?

Bonik Barta

শুল্ক বিবাদে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান ৯০ দিনের বিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আজ। তবে তা বাড়ানো হবে কিনা এ নিয়ে শেষ মুহূর্তেও অস্পষ্টতা রয়ে গেছে। বাণিজ্য চুক্তি বিষয়ে সর্বশেষ বৈঠকের পর চীন আশাবাদী মনোভাব প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে স্পষ্ট ইঙ্গিত আসেনি। শুল্ক বিবাদে বিরতির মেয়াদ বাড়বে কিনা যুক্তরাষ্ট্রের পক্ষে সে সিদ্ধান্ত তিনিই দেবেন। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর সিএনবিসি। গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের জন্য শুল্ক বিবাদে বিরতি দিতে সম্মত হয়। এর আওতায় এপ্রিলে চীনা পণ্যের ওপর চাপিয়ে দেয়া ১৪৫ শতাংশ শুল্কহার কমানো হয় এবং কয়েকটি শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখা হয়। ওই সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে আজ।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ

Bonik Barta

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা বিনিয়োগকারী খাইশি গ্রুপ। এর অংশ হিসেবে ৪০ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য গতকাল বেপজা ও খাইশি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় অন্তর্বাস (ল্যানজেরি) ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিলম্বিত করা যেতে পারে এলডিসি গ্র্যাজুয়েশন

Bonik Barta

দেশের অন্যতম রফতানি খাত টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ বা এলডিসি গ্র্যাজুয়েশন বিলম্বিত করা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে গতকাল ‘বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এ অভিমত প্রকাশ করেন বক্তারা। আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের কারিগরি সহায়তায় ও মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ বাংলাদেশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের প্রবৃদ্ধিতে ইপিজেডই এগিয়ে

Bonik Barta

মাত্র ১৩ দশমিক ৯৫ বর্গকিলোমিটার ভূমি—মানচিত্রে বাংলাদেশের মোট আয়তনের তুলনায় এ জায়গা উপস্থাপন করতে গেলে প্রায় অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এ ক্ষুদ্র আয়তনেই তৈরি হয়েছে দেশের রফতানি ও বিদেশী বিনিয়োগের এক অনন্য গল্প। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নয়টি জোন কার্যক্রম পরিচালনা করছে যে জমিতে তা বাংলাদেশের আয়তনের মাত্র দশমিক শূন্য শূন্য ১ শতাংশ। কিন্তু দেশের মোট প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) প্রায় ছয় ভাগের এক ভাগ এসেছে এ জোনগুলোয়। বেপজা এ বছর ৪৫ বছরে পা রেখেছে। কম জমি ব্যবহার করে বেপজা তুলনামূলক বেশি বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এফডিআই প্রবৃদ্ধিতেও ইপিজেড-বহির্ভূত (নন-ইপিজেড) এলাকার চেয়ে ইপিজেডগুলো এগিয়ে। দেশে বিদেশী বিনিয়োগের গতিপ্রকৃতি নিয়ে নিয়মিতভাবে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে দেশের নন-ইপিজেড এলাকায় এফডিআই প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক ১৪ দশমিক ১ শতাংশ। ওই বছর ইপিজেডে এফডিআই প্রবৃদ্ধি হয় ৪১ দশমিক ৬ শতাংশ।

সম্পাদকীয় অর্থনৈতিক সংকট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু প্রবৃদ্ধির নতুন গতি সৃষ্টির দিকনির্দেশনা এখনো স্পষ্ট নয়

Bonik Barta

অন্তর্বর্তী সরকারের এক বছরকে মূল্যায়ন করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে—এটি শুরু হয়েছিল এক ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে। বিশ্ব অর্থনীতিও তখন একাধিক ধাক্কা সামলাচ্ছিল—যুক্তরাষ্ট্রের সুদহার বৃদ্ধির প্রভাব, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি। বাংলাদেশ তখন উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং বিনিয়োগ স্থবিরতার মতো সমস্যায় জর্জরিত। গত এক বছরে সরকার কিছু স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে—বিশেষ করে মুদ্রানীতি কিছুটা সংযত রাখা, ব্যাংক খাতে শৃঙ্খলা আনার উদ্যোগ এবং কিছু খাতভিত্তিক প্রণোদনা। তবে বাস্তবতা হলো, এ পদক্ষেপগুলো এখনো কাঙ্ক্ষিত ফল দেয়নি। মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি, বরং নিত্যপণ্যের দাম অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে উচ্চ পর্যায়ে রয়ে গেছে।

যুক্তরাষ্ট্র-চীন শুল্ক স্থগিতাদেশ নভেম্বরে পর্যন্ত বাড়ল

Bonik Barta

সোমবার ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক স্থগিতাদেশ বাড়ানোর নির্দেশ দেন। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫% শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করবে এবং চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫% শুল্ক স্থগিত রাখবে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর বর্তমানে কার্যকর ৩০% শুল্ক বজায় রাখবে, আর চীন মার্কিন পণ্যে ধরে রাখবে ১০% শুল্ক।

বেপজা অর্থনৈতিক অঞ্চল ভবিষ্যতের শিল্পনগরী

Bonik Barta

২০১৮ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ একটি বৃহৎ শিল্প জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বেপজা। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বেজা থেকে জমি বুঝে পায় প্রতিষ্ঠানটি। যদিও বর্তমানে বেপজার অধীনে পরিচালিত আটটি ইপিজেডের মোট আয়তন মাত্র ২ হাজার ৩০৭ একর, অন্যদিকে শুধু বেপজা অর্থনৈতিক অঞ্চলের আয়তনই ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর, যা এককভাবে বেপজার অধীন জোনগুলোর মধ্যে সর্ববৃহৎ শিল্প জোন।

উত্তরা ইপিজেড দারিদ্র্য থেকে সম্ভাবনায়, কৃষি থেকে শিল্পে

Bonik Barta

একসময় নীলফামারী ছিল একেবারে প্রান্তিক, কৃষিনির্ভর একটি জনপদ। মৌসুমি কৃষিকাজ ছিল এখানকার মানুষের একমাত্র জীবিকা। বছরের ছয় মাস কাজ থাকত, বাকি সময় ছিল দারিদ্র্যের ভয়াবহ স্মৃতি। দিনমজুরির ভিত্তিতে চলা পরিবারগুলোর জীবন ছিল অনিশ্চয়তায় ঘেরা। হাতে কাজ না থাকায় কেউ হতো রাজধানী ঢাকামুখী, কেউবা দেশের অন্য কোনো প্রান্তে। এমন এক বাস্তবতায় নীলফামারী জেলার সংগলশী ইউনিয়নে স্থাপিত হয় উত্তরা ইপিজেড। ২০০১ সালে যখন উত্তরা ইপিজেড প্রতিষ্ঠিত হয়, তখন কেউ কল্পনাও করেনি এটি একদিন হবে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় রফতানিমুখী শিল্প কেন্দ্র। কেননা চট্টগ্রাম বন্দর বা রাজধানী থেকে ৫০০-৭০০ কিলোমিটার দূরের এ অঞ্চলে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করাই ছিল একটি বিশাল চ্যালেঞ্জ।

কুমিল্লা ইপিজেড পূর্বাঞ্চলের কর্মসংস্থানের বাতিঘর

Bonik Barta

দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৌশলগত মধ্যবিন্দুতে অবস্থিত কুমিল্লা ইপিজেড এখন পূর্বাঞ্চলের শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের এক শক্তিশালী উপকেন্দ্র। ২০০০ সালে কুমিল্লা শহরের অদূরে পুরনো বিমানবন্দরের রানওয়ের একাংশসহ ২৬৭.৪৬ একর জমিতে কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম ও ঢাকা ইপিজেডের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বেপজা এ অঞ্চলে ইপিজেড স্থাপন করে। রাজধানী ঢাকার নৈকট্য, অন্যদিকে চট্টগ্রাম বন্দর থেকে কম সময়ে পণ্য আমদানি-রফতানির সুবিধা, যোগাযোগ ও লজিস্টিক সুবিধার এ অনন্য সমন্বয় বিনিয়োগকারীদের কাছে কুমিল্লা ইপিজেডকে করে তুলেছে এক আকর্ষণীয় গন্তব্যে।

সরকারি প্রতিষ্ঠানের ২২০০ কোটি টাকা আমানত ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

Bonik Barta

রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদ্মা ব্যাংকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বড় অংকের অর্থ আমানত রাখা হয়েছিল। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। নজিরবিহীন ঋণ জালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির কারণে কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে পদ্মা ব্যাংক। যত দিন যাচ্ছে ব্যাংকটির অবস্থা আরো খারাপ হচ্ছে। প্রায় ৫ হাজার কোটি টাকার মূলধন ঘাটতি নিয়ে পদ্মা ব্যাংক বর্তমানে দেউলিয়া হওয়ার পথে। এ অবস্থায় ব্যাংকটির কাছে গচ্ছিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানতের অর্থ ফেরতের জন্য করণীয় নির্ধারণে গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটিকে আমানতের অর্থ ফেরত দেয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে। যদিও অনিয়মে বিপর্যস্ত পদ্মা ব্যাংকের কাছ থেকে সরকারি প্রতিষ্ঠানের আমানতের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Apparel exporters eye 'first sale' rule to boost competitiveness

The Financial Express

Bangladeshi apparel exporters are exploring the 'First Sale' window of opportunity in the United States to help their buyers and retailers secure lower tariffs and thus enhance their export competitiveness on the high-duty US market. In the American customs law, the first-sale rule allows an importer to pay 15-to 20-percent lowered landed duty through declared lowered value of goods based on the manufacturer's price through a multi-tiered transaction -- such as manufacturer to middleman to US importer -- rather than the final price paid by the US buyer. Garment exporters in the know say this rule helps them avoid high tariffs. The rest of the price is paid as a research and development cost to the manufacturers, but this requires the involvement of another entity. In a letter to the Ministry of Commerce, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has noted that the first-sale method is becoming increasingly popular among US buyers. The letter also mentions that a recent survey found major retail groups, such as PVH, VF, Kontoor Brands, AEO, Kohl's, and JCPenney, source a significant portion of their total purchases through this duty-deduction conduit.

https://bonikbarta.com/economy/ARgVZummD9vG9NFG

Bonik Barta

আবারো বাংলাদেশী পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এই বিধিনিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। রফতানি পণ্যের এসব ধরন এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে নেয়া যাবে না। শুধুমাত্র মুম্বাইয়ের নাভা শেবা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে। সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তরের (ডিজিএফটি) বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন বিধিনিষেধে অন্তর্ভুক্ত পণ্যগুলো হলো— ব্লিচড ও আনব্লিচড বোনা কাপড় (জুট ও অন্যান্য বাস্ট ফাইবার); জুটের টুইন, কর্ডেজ, রশি ইত্যাদি; টুইন, কর্ডেজ, রশি ও কেবল; জুটের বস্তা ও ব্যাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পণ্যগুলোর আমদানি বাংলাদেশ থেকে কোনো স্থলবন্দর দিয়ে করা যাবে না। তবে মুম্বাইয়ের নাভা শেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। আগের ২৭ জুনের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

Further US tariff cut likely under deal being negotiated

The Financial Express

Bangladesh has negotiated an agreement with the US that allows its next elected government to amend or cancel it, if necessary, and that may yield further tariff cuts. Disclosing major provisions of the deal to businesses in Dhaka on Monday, National Security Adviser of the interim government Dr Khalilur Rahman left a broad hint that the US 'reciprocal tariff' might go down further for Bangladesh from the already-pared-down rate of 20 per cent. "We are negotiating with President Trump's government an agreement that is revocable," he said at a reception arranged by Bangladesh Textile Mills Association (BTMA) Sunday at Gulshan Club. The textile millers -- a major stakeholder in Bangladesh's export-centric clothing industry -- hosted the reception to congratulate the Bangladesh team led by Commerce Adviser of the post-uprising government Sk Bashir Uddin that is negotiating the US reciprocal tariffs with the success in the steep rate of 35 per cent cut to 20 per cent. "...We have negotiated on three principles," Mr Rahman said, explaining the first thing that they are not an elected government and they are not going to obligate the next government. "The next government must have the power to make changes or modifications or cancellation."

ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল মিডল্যান্ড ব্যাংক

Bonik Barta

‘ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ডস (অ্যাসোসিয়েট ক্লায়েন্ট)’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেল ‘ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করল সাউথইস্ট ব্যাংক

Bonik Barta

সাউথইস্ট ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে। শরিয়াহ নীতিমালা মেনে তৈরি বিশেষ এ কার্ড গ্রাহককে সুদবিহীন আর্থিক সমাধান ও বিশেষ সুবিধা দেবে। এ উপলক্ষে সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রাশেদুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ধীর হয়ে এসেছে বৈশ্বিক জ্বালানি খাতের রূপান্তর প্রক্রিয়া

Bonik Barta

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প জীবাশ্ম জ্বালানির উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বলেছিলেন ‘ড্রিল বেবি, ড্রিল’। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ আহ্বানে সাড়া দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রতিশ্রুতি থেকে সরে এসে আবারো জীবাশ্ম জ্বালানি উত্তোলন বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে এ খাতের বৈশ্বিক জায়ান্ট কোম্পানিগুলো। আবার ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক দেশ এখন ডিকার্বনাইজেশনের পরিবর্তে জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে জীবাশ্ম থেকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভরতায় রূপান্তরের বৈশ্বিক প্রক্রিয়াটি এখন অনেকটাই ধীর হয়ে এসেছে। খবর এফটি।

Experts urge govt to delay LDC graduation

The Financial Express

Experts have urged the government to consider delaying Bangladesh's graduation from Least-Developed Country (LDC) status until the country is better prepared to manage the economic challenges that may arise following the transition. Speaking at a seminar titled "The Impact and Challenges of Bangladesh's Transition from the LDC List" at the Press Institute of Bangladesh (PIB) in the capital, experts highlighted examples of other countries that have successfully delayed their graduation deadlines. They emphasised that Bangladesh can similarly seek an extension, as the process to request a delay is not complicated. The event, jointly organised by the International research organisation Third World Network (TWN) and Nagorik Uddyog (The Citizen's Initiative), featured senior researchers Sanya Reid Smith and Ranja Sengupta from TWN, alongside lawyer and intellectual property expert Taslima Jahan. They noted that Bangladesh's primary export markets, including the United States and European Union, may impose higher tariffs on goods once the country graduates from LDC status, which could impact trade competitiveness. Sanya Reid Smith pointed out that several countries, such as Myanmar and Timor-Leste, have delayed their LDC graduations citing political and economic reasons, despite meeting the UN's eligibility criteria.

প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চে তামার দাম

Bonik Barta

ডলারের বিনিময় হার কমে যাওয়া ও চীনে চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় গতকাল এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে তামার দাম। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে ধাতব পণ্যটির দাম বেড়েছে দশমিক ৭৫ শতাংশ। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৭৯ হাজার ১০ ইউয়ানে (১১ হাজার ৫ ডলার ২৫ সেন্ট), যা গত ৩০ জুলাইয়ের পর সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল তিন মাসের সরবরাহের চুক্তিতে তামার দাম টনপ্রতি ৯ হাজার ৭৮৯ ডলারে পৌঁছেছে, যা গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ।

মালয়েশিয়ায় দুই বছরের সর্বোচ্চে পাম অয়েলের মজুদ

Bonik Barta

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ জুলাইয়ে প্রায় দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) দেয়া তথ্যানুযায়ী, মাস ভিত্তিতে দেশটির মজুদ ৪ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। এ সময় মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ১০ হাজার টনে। খবর বিজনেস রেকর্ডার। এমপিওবি জানায়, জুলাইয়ে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ৭ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ১৮ লাখ ১০ হাজার টনে দাঁড়িয়েছে, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। অন্যদিকে জুলাইয়ে দেশটি থেকে পাম অয়েল রফতানির পরিমাণ ছিল ১৩ লাখ ১০ হাজার টন, যা আগের তুলনায় ৩ দশমিক ৮২ শতাংশ বেশি।

২০২৫ সালে রুপার গড় মূল্য হতে পারে আউন্সপ্রতি ৩৫.১৪ ডলার

Bonik Barta

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড পর্যায়ে পেঁৗছেছে। এ কারণে রুপা খাতে বিনিয়োগ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবও ধাতুটির বিনিয়োগ চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এমন প্রেক্ষাপটে আগামী তিন বছরের জন্য রুপার মূল্য নিয়ে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে ব্রিটিশ বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এইচএসবিসি। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে রুপার গড় দাম দাঁড়াতে পারে আউন্সপ্রতি ৩৫ ডলার ১৪ সেন্ট, আগে দেয়া পূর্বাভাসে যা ছিল ৩০ ডলার ২৮ সেন্ট। এর আগে এইচএসবিসি ২০২৬ সালে প্রতি আউন্স রুপার দাম ২৬ ডলার ৯৫ সেন্ট হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। সর্বশেষ প্রাক্কলনে তা সংশোধন করে আউন্সপ্রতি ৩৩ ডলার ৯৬ সেন্ট হতে পারে বলে জানিয়েছে। এছাড়া ২০২৭ সালে প্রতি আউন্স রুপার গড় দাম হতে পারে ৩১ ডলার ৭৯ সেন্ট, আগে দেয়া পূর্বাভাসে যা ছিল ২৮ ডলার ৩০ সেন্ট।

খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ডের পথে বিশ্ব

Bonik Barta

চলতি বছর বিশ্বব্যাপী চিনি ছাড়া অন্য সব ধরনের খাদ্যপণ্যের উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এর মধ্যে কয়েকটির উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এফএওর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ধান, ভুট্টা, জোয়ার ও তেলবীজের বৈশ্বিক উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। তবে প্রতিকূল আবহাওয়া, ভূরাজনৈতিক অস্থিতিশীলতা, বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা ও অর্থনৈতিক পরিস্থিতি বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

More RMG buyers flock to Bangladesh after Trump tariff on China, India

The Business Standard

What initially seemed like a heavy blow to Bangladesh's garment exporters has unexpectedly turned into a major opportunity, with many buyers -- who would previously source from China and India -- are now making initial negotiations for apparel orders. When US President Donald Trump imposed a 35% reciprocal tariff on Bangladeshi apparel – significantly higher than the proposed rates for India and Pakistan – exporters braced for a severe setback. However, in a dramatic last-minute revision just hours before the 1 August deadline, Washington reduced Bangladesh's tariff to 20%, while raising India's to 25%, with an additional 25% tariff scheduled for India on 27 August over its purchase of Russian oil. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel This shift has transformed the landscape. Buyer queries (initial negotiation for order) are now pouring in from buyers who previously sourced from India, China, and Myanmar. Local garment makers, sensing an opportunity, are dusting off expansion plans, reopening shuttered factories, and considering fresh investments. The ripple effect is extending beyond domestic firms. Chinese investors, eyeing the changing global sourcing patterns, are actively exploring Bangladesh as a new production hub. What began as a threat has now evolved into one of the country's most significant trade advantages in years.

বিজিআইসির ঋণমান ‘‌ট্রিপল এ’

Bonik Barta

তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের সিপিএ (দাবি পরিশোধের সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিজিআইসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৬ পয়সায়।

কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের শেয়ারদর

Bonik Barta

সম্প্রতি বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ১৩ জুলাই দুলামিয়া কটনের শেয়ারদর ছিল ৭৫ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০০ টাকা ৭০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩৪ দশমিক ২৭ শতাংশ।

Health sector reform: Many plans, little progress on system overhaul

The Business Standard

In the past year, medicine prices have not increased in the private sector; the prices of 33 essential drugs produced by the state-owned Essential Drugs Company have decreased, cancer medicine prices have dropped by 5-10%, and the cost of cardiac stents has also fallen. Despite all these successes, there has been little real progress in the health sector. With the sector programme discontinued, many ongoing activities have been disrupted. Over the past year, senior officials at the health ministry have spoken about various plans – launching GP clinics for urban primary healthcare, forming a pharmacy network, and expanding the list of essential drugs – but implementation has yet to begin. Professor Dr AM Zakir Hossain, member of the Health Sector Reform Commission, told The Business Standard, "Over the past year, the health ministry has focused heavily on two areas – community clinics and medicines. They reduced the price of cardiac stents and visited community clinics. "But they have not addressed the issue of reorganising the system. As long as structural reform does not happen, everything will work only for a limited period, and solutions will remain individual-centric. If the person is good, it will work; if not, it won't. Without structural reform, there will be no lasting impact."

পিপলস লিজিংয়ের পুঞ্জীভূত লোকসান ৪,৯০৮ কোটি টাকা

Bonik Barta

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) চলতি ২০২৫ হিসাব বছরের ৩০ জুন শেষে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৮ কোটি টাকায়। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান প্রায় ১৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের ৩০ জুন শেষে পিপলস লিজিংয়ের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৮ কোটি ২৫ লাখ ২ হাজার ১ টাকায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে পুঞ্জীভূত লোকসান ছিল ৪ হাজার ৭১৯ কোটি ৩২ লাখ ২১ হাজার ৭৪৭ টাকা।

Loan rescheduling facility for 300 firms draws mixed reactions from bankers, economists

The Business Standard

The Bangladesh Bank (BB) has approved a loan rescheduling facility for around 300 companies, including some of the country's largest corporate defaulters. Under the plan, firms may be allowed to extend repayments for up to 15 years, with a low down payment and grace periods of up to three years. The move has drawn mixed reactions from bankers and economists. They note that while this gives commercial banks the option to reschedule loans, it will not necessarily improve their cash management. At the same time, many agree that factors like the rising dollar value and increasing interest rates have contributed to companies defaulting, and these businesses deserve a chance to recover. However, they also cautioned that similar opportunities in the past have not always led to loan recovery. Arief Hossain Khan, executive director and spokesperson of the Bangladesh Bank, told TBS that the decision was made after a thorough review by a committee comprising experts, ministry officials, and business representatives.

ড্যাফোডিল কম্পিউটারসের মূলধন বৃদ্ধির প্রস্তাব বাতিল করেছে বিএসইসি

Bonik Barta

ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি ঋণকে শেয়ারে রূপান্তর করে বিদ্যমান শেয়ারহোল্ডারদের অনুকূলে সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। এর মাধ্যমে ৪৬ কোটি ৭০ লাখ টাকা মূলধন বাড়াতে চেয়েছিল কোম্পানিটি। তবে এ প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেয়া ঋণ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ইকুইটিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি ৬৭ লাখ নতুন শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছিল ড্যাফোডিল কম্পিউটারসের পর্ষদ। তবে ৭ আগস্ট এক চিঠিতে বিএসইসি জানিয়েছে, এ প্রস্তাবে সম্মতি দেয়া কমিশনের পক্ষে সম্ভব নয়।