বৈশ্বিক প্রযুক্তি কর্মীদের আকৃষ্ট করতে চীনে নতুন ভিসা
Bonik Barta
প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিভাদের আকর্ষণে চীনে চালু হয়েছে নতুন ভিসা কর্মসূচি। ‘কে-ভিসা’ শীর্ষক এ উদ্যোগ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রযুক্তি শিল্প উন্নয়ন পরিকল্পনার অংশ। অবশ্য চীনের অভ্যন্তরে অনেকেই কর্মসূচিটি নিয়ে সমালোচনা করছেন। বিশেষ করে তরুণদের একটি অংশ বলছে, নতুন ভিসার কারণে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চাকরির প্রতিযোগিতা আরো তীব্র হবে। খবর এফটি। চীন সরকারের মুখপত্র পিপলস ডেইলি জানিয়েছে, ‘কে-ভিসা’ মূলত যোগ্য তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাজীবীদের আকৃষ্ট করার জন্য তৈরি হয়েছে। ভিসাধারীরা শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসা ও উদ্যোক্তা খাতে কাজের সুযোগ পাবেন। এতে অন্য ভিসার মতো নিয়োগকর্তার স্পন্সরশিপ লাগবে না।
ফিলিস্তিনি কৃষকদের ন্যায্যমূল্য দেয়া কোম্পানির বিক্রি বাড়ছে যুক্তরাজ্যে
Bonik Barta
ফিলিস্তিনি কৃষকদের উৎপাদিত পণ্য যুক্তরাজ্যে বিক্রি করছে জয়তুন নামের একটি ব্রিটিশ কোম্পানি। এসব পণ্য উৎপাদনের জন্য ফিলিস্তিনি কৃষকদের ন্যায্যমূল্য পরিশোধ করা হয় বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। জয়তুন জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে কোম্পানিটির বিক্রি বাড়ছে। এর মধ্যে ২০২৪ সালেই কোম্পানিটির বিক্রি বেড়েছে আগের বছরেরর তুলনায় ৫০ শতাংশ বেশি। খবর দ্য গার্ডিয়ান। বিষয়টি নিয়ে জয়তুনের ভাষ্য হলো, এর মধ্য দিয়ে ইসরায়েলি নির্যাতনের শিকার পশ্চিম তীর ও গাজার মানুষের প্রতি ব্রিটিশ নাগরিকদের সহানুভূতির বিষয়টি প্রকাশ পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনি পণ্য ক্রয়কে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে সাধারণ মানুষ।
পুঁজিবাজারের পেশাজীবীদের জন্য প্রথম এআই-বিষয়ক প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজের অংশগ্রহণ
Bonik Barta
দেশের পুঁজিবাজারের পেশাজীবীদের জন্য প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনোভেশন হাবে ৩ ও ৪ অক্টোবর আয়োজিত"‘এআই এসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস’ শীর্ষক এ কর্মশালায় লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ৩০ কর্মকর্তা অংশ নেন। ইউআইইউর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল পুঁজিবাজারের পেশাজীবীদের আর্থিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোয় এআইয়ের বাস্তবসম্মত দক্ষতা অর্জনে সহায়তা করা।
ব্লক মার্কেটে ১২৮ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২৭ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১১৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ৫৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ২৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫২৮ টাকা ৮০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ বার্জার পেইন্টস বাংলাদেশের ৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১ হাজার ৪৬১ টাকা ৯০ পয়সায়।
সরবরাহ সংকটে ১৬ মাসের সর্বোচ্চে তামার দাম
Bonik Barta
বিশ্ববাজারে তামার দাম শুক্রবার ১৬ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং ডলারের বিনিময় হার কমে যাওয়ায় ধাতবপণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের নিম্নমুখী চাহিদা মূল্যবৃদ্ধির প্রবণতাকে কিছুটা সীমিত করে তুলেছে। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তামার দাম ১ শতাংশ বেড়ে টনপ্রতি ১০ হাজার ৫৯৯ ডলার ৫০ সেন্টে স্থির হয়। এর আগে ধাতবপণ্যটির দাম সর্বোচ্চ ১০ হাজার ৫২০ ডলারে পৌঁছেছিল, যা গত বছরের মে মাসের পর সর্বোচ্চ।
মালয়েশীয় পাম অয়েলের দরবৃদ্ধি অব্যাহত
Bonik Barta
বিনিয়োগকারীদের শর্ট কভারিংয়ের প্রভাবে গত শুক্রবার ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। এছাড়া চার সপ্তাহের পতনের পর প্রথমবারের মতো সপ্তাহ ভিত্তিতে ভোজ্যতেলটির বাজারদরে উত্থান দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত পাম অয়েলের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ৪৪৮ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার ২৮ সেন্ট)। এটি আগের দিনের তুলনায় ২ রিঙ্গিত বা দশমিক শূন্য ৪ শতাংশ বেশি। এছাড়া সপ্তাহজুড়ে চুক্তিটির দাম বেড়েছে ১ দশমিক ৩৬ শতাংশ।
চীনের চাহিদায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে অস্ট্রেলীয় উলের দাম
Bonik Barta
চীনে চাহিদা বৃদ্ধি ও সরবরাহ নিয়ে শঙ্কার কারণে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে অস্ট্রেলীয় উলের দাম। টানা ১১ সপ্তাহের মতো বেড়ে পণ্যটির নিলামে রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর নিক্কেই এশিয়া। অস্ট্রেলিয়ান উল এক্সচেঞ্জের (এডব্লিউইএক্স) ইস্টার্ন মার্কেট ইনডেক্স (ইএমআই) গত সপ্তাহে মাত্র দুদিনের লেনদেনে উলের দাম বেড়েছে কেজিতে ১ দশমিক ১২ অস্ট্রেলীয় ডলার (মার্কিন মুদ্রায় ৭০ সেন্টের সমান)। এতে এ সূচকে ১৯৯৬ সালের পর থেকে পঞ্চম বৃহত্তম সাপ্তাহিক উত্থান দেখা গেছে।
নতুন রেকর্ডের পথে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানি
Bonik Barta
যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা রফতানি আগামী বিপণন বর্ষে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। পশুখাদ্য ও জ্বালানি খাতে চাহিদা বৃদ্ধি দেশটির রফতানি বাড়ার পেছনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিক্কেই এশিয়া। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইইউএসডিএ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ (সেপ্টেম্বর-আগস্ট) বিপণন বর্ষে আন্তর্জাতিক বাজারে মার্কিন ভুট্টা রফতানি ২৯৭ কোটি বুশেলে (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ছাড়িয়ে যেতে পারে। এটি আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় ১০ কোটি বুশেল বেশি। এর আগের বিপণন বর্ষে যুক্তরাষ্ট্র মোট ২৮৩ কোটি বুশেল ভুট্টা রফতানি করেছিল।
ব্রাজিল হতে পারে বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী দেশ
Bonik Barta
জলবায়ু সহনশীলতার মতো গুণ ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে ভিয়েতনামকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী হিসেবে দেশের অবস্থান গড়ে তুলতে চাইছে ব্রাজিল। নেদারল্যান্ডসভিত্তিক রাবোব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে রোবাস্তা কফির উৎপাদন সাম্প্রতিক বছরগুলোয় ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫ সালে তা ২ কোটি ৪৭ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, ভিয়েতনাম ২০২৫-২৬ মৌসুমে প্রায় তিন কোটি ব্যাগ রোবাস্তা কফি উৎপাদন করতে পারে।
সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৮ শতাংশ
Bonik Barta
ওপেক প্লাসভুক্ত দেশগুলোয় সম্ভাব্য উত্তোলন বৃদ্ধির খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে ব্রেন্টের (অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ) দাম কমেছে ৮ দশমিক ১ শতাংশ। এটি তিন মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন। খবর রয়টার্স। তবে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ব্রেন্টের দাম ব্যারেলে ৪২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৪ ডলার ৫৩ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার ৮৮ সেন্টে স্থির হয়, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে ডব্লিউটিআইয়ের দরপতন হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
ব্র্যাক ব্যাংক ও ভেলক্সপেইজের মধ্যে অ্যাপভিত্তিক রেমিট্যান্স সেবা চালু
Bonik Barta
অস্ট্রেলিয়ার রেমিট্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভেলক্সপেইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং ভেলক্সপেইজের প্রতিষ্ঠাতা ও সিইও মো. রিয়াজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবালসহ অন্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের জন্য রেমিট্যান্স পাঠানো আরো সহজ ও সুবিধাজনক হবে।
জার্মানিতে খাদ্যপণ্যের মেলায় প্রাণ
Bonik Barta
জার্মানির কোলন শহরে শুরু হওয়া বিশ্বের বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০২৫’-এ অংশ নিয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান প্রাণ। গতকাল শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় শতাধিক দেশের প্রায় আট হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করেন যা থেকে আমরা বৈশ্বিক খাদপণ্যের বাজার সম্পর্কে ধারণা পাই। এছাড়া নতুন ক্রেতাদের সামনেও পণ্য উপস্থাপনের সুযোগ হয় যা বাংলাদেশের রফতানি বৃদ্ধিতে ভূমিকা রাখে।’
যুক্তরাষ্ট্রে শীর্ষ ১ শতাংশ ধনীর মালিকানায় ৫২ ট্রিলিয়ন ডলারের সম্পদ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সম্পদের বণ্টনগত ব্যবধান দিন দিন প্রকট হয়ে উঠছে। দেশটিতে একদিকে শেয়ারবাজারের উল্লম্ফন থেকে ধনিদের আয় ফুলেফেঁপে উঠছে, অন্যদিকে নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিরা দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন প্রতিবেদন অনুসারে, সম্পদ আহরণে ওপর সারিতে থাকা ১ শতাংশ মার্কিন ধনীর সম্পদ পৌঁছেছে ৫২ ট্রিলিয়ন বা ৫২ লাখ কোটি ডলারে। এছাড়া দেশটির ভোক্তা ব্যয়ের প্রায় অর্ধেকই দখলে রেখেছেন শীর্ষ ১০ শতাংশ। খবর সিএনবিসি।
যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান
Bonik Barta
বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার দেশ জাপান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো নিবিড় করতে দ্বিপক্ষীয় চুক্তি বা অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা চলছে আড়াই বছরের বেশি সময় ধরে। চলতি বছর চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে প্রস্তাবিত চুক্তির প্রতিশ্রুতি। বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, চূড়ান্ত পর্যায়ে থাকা ইপিএর দরকষাকষিতে শুল্ক সুবিধা আদায়ের কৌশল হিসেবে উল্লেখ করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে দেয়া শুল্ক সুবিধার বিষয়গুলো। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধার দাবি করা হচ্ছে জাপানের পক্ষ থেকে।
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ টাকা ছুঁইছুঁই
Bonik Barta
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দাম অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
কর্মসংস্থান সৃষ্টি ভিসা ও বন্দর নিয়ে আলোচনা
Bonik Barta
নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই বৈঠক করেছেন। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ বাংলাদেশী নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়। গতকাল এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বৈঠকে ইউএইর জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এডি পোর্টস ও ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা-সমর্থন কামনা করেন। ইউএইর জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
২০ বছরের মধ্যে মহাকাশে হবে ডাটা সেন্টার: জেফ বেজোস
Bonik Barta
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছেন, ১০-২০ বছরের মধ্যে মহাকাশে গিগাওয়াট স্কেলের ডাটা সেন্টার তৈরি হবে। ইতালির তুরিনে অনুষ্ঠিত টেক উইকে তিনি উল্লেখ করেন, মহাকাশের ডাটা সেন্টারের সুবিধা হলো ২৪ ঘণ্টা সোলার পাওয়ার পাওয়া যাবে এবং আবহাওয়া বা বৃষ্টি-ধুলার কারণে কোনো ব্যাঘাত হবে না। বেজোস আশা করেন, এ মহাকাশভিত্তিক ডাটা সেন্টার পৃথিবীর ডাটা সেন্টারের চেয়ে আরো কার্যকর হবে। তিনি বলেন, ‘এটি মহাকাশের ব্যবহার আরো বাড়াবে এবং পৃথিবীতে মানুষের জীবন উন্নত করতে সাহায্য করবে।’
হিলি বন্দর দিয়ে পণ্য রফতানি বাড়ানোর পদক্ষেপ নিতে হবে —রংপুর বিভাগীয় কমিশনার
Bonik Barta
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেছেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে আমরা ভারত থেকে পণ্য আমদানি বেশি করছি। আমরা যেন পণ্য রফতানির দিকেও নজর দিই। বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য রফতানি হচ্ছে, সে পরিমাণটা আরো বাড়ানো দরকার।’ গতকাল বেলা ১টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শহিদুল ইসলাম বলেন, ‘বন্দর দিয়ে পণ্য রফতানি বাড়ানো গেলে ব্যালেন্সটা একটু ভালো হবে, যা দেশের অর্থনীতির জন্যও ভালো হবে। রফতানি বাড়াতে যে যে বিষয়ে পদক্ষেপ নেয়া দরকার সেসব বিষয়ে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।’
খেলাপি মামলায় জড়িয়েছেন ১০ হাজারের বেশি ঋণ গ্যারান্টর
The Business Standard
গত বছর আগস্টে একটি ঋণপত্র বা এলসি খুলতে ব্যাংকে যান শাহীন হাওলাদার, সেদিন তিনি ভেবেছিলেন নিয়মিত কাগজপত্র জমা দেওয়ার কাজ শেষ করেই ফিরবেন। কিন্তু, উল্টো উদ্বেগে বিচলিত হয়ে ফিরতে হয় তাঁকে; কারণ তাঁকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডাটাবেজে তার নাম উঠে গেছে ঋণখেলাপিদের তালিকায়। আরও বড় ধাক্কা আসে পরে— যখন শাহীন জানতে পারেন তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা হয়েছে এমন একটি ঋণ নিয়ে, যা তিনি কখনো নেননি। চিকিৎসা সরঞ্জাম আমদানিকারক শাহীন ব্যাংকিং খাতে নিখুঁত লেনদেনের রেকর্ডের অধিকারী, পড়েছিলেন আর্থিক ব্যবস্থার সবচেয়ে স্বল্প-পরিচিত—গ্যারান্টর বা ঋণ জামিনদারের ফাঁদে।
Five merging banks see shares hit record lows, Tk926cr erased in last 3 months
The Business Standard
The five Islamic banks set to merge have seen their share prices plummet over the past year following last year's political change, with Tk926 crore in their total market value wiped out in just three months (July-September) amid sharp sell-offs by anxious equity investors. On 30 September 2025, the five banks' shares hit record lows, with First Security Islami Bank at Tk2.6 against a face value of Tk10, Global Islami Bank at Tk1.8, Union Bank at Tk1.9, Social Islami Bank at Tk4.4, and EXIM Bank at Tk4.0. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Among them, Social Islami Bank suffered the steepest fall, losing Tk342 crore in market capitalisation over the three months, according to Dhaka Stock Exchange (DSE) data.
অত্যাধুনিক প্রযুক্তিতে দেশে পরিবেশবান্ধব রড উৎপাদনে পথিকৃৎ জিপিএইচ ইস্পাত
The Business Standard
বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে রড উৎপাদন করে কার্বণ নিঃসরণের পরিমাণ কমিয়েছে জিপিএইচ ইস্পাত। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইস্পাত উৎপাদনে কার্বন নিঃসরণ ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে—যে খাতটি বিশ্বব্যাপী উচ্চ কার্বন নিঃসরণের জন্য পরিচিত। শুধু কাঁচা লোহা আহরণের পরিবর্তে স্ক্র্যাপ লোহা পুনর্ব্যবহার করার মাধ্যমে প্রতি টন ইস্পাত উৎপাদনে ১.৬৭ টন কম কার্বন নিঃসরণ হচ্ছে। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের ব্যবহার ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Central bank about to attain long-cherished autonomy as regulator
The Financial Express
Bangladesh Bank is set to become a much-envisaged independent regulatory body for the banking sector as the central bank prepares to place the agenda to the advisory council of the interim government this week. Along with the bank mergers-related roadmap, the banking regulator has taken all necessary preparations to present the Bangladesh Bank Order Amendment 2025 to get final approval from the advisory council led by chief adviser of the interim government and Nobel-laureate Professor Muhammad Yunus, sources at the BB and the Ministry of Finance said.
Bhola gas finds insufficient buyers as conversion plan stalls
The Financial Express
The government is struggling to find buyers for the gas discovered in Bhola, as no international firms have shown interest in converting it into liquefied natural gas (LNG) and transporting it to the industrial belt near Dhaka. The Energy and Mineral Resources Division (EMRD) has taken steps to move the plan forward, but a lack of interested customers continues to stall progress. Industries in Narayanganj, Munshiganj, Gazipur and parts of Cumilla have long been suffering from an acute gas shortage. Yet, despite Bhola's promising reserve of over 5.0 trillion cubic feet (tcf) of natural gas, the absence of buyers has kept the initiative in limbo.
Rice prices keep rising despite record harvest, high imports
The Financial Express
Rice prices continue to rise in Bangladesh despite record local production and high imports, increasing hardship for ordinary consumers. In Dhaka's retail markets, coarse rice sells at Tk 58-62 per kg, medium quality at Tk 65-72, and fine rice at Tk 75-98, marking a Tk 2-3 increase over the past two weeks, according to grocers. Although the government has cut import duties on rice to nearly zero this fiscal year, prices have not eased. According to the Food Ministry, rice imports have reached 0.35 million tonnes over the last one and a half months, with the private sector contributing about 85 per cent. The Department of Agricultural Extension (DAE) estimates that Boro season production will hit 22 million tonnes -- the highest ever.
JICA writes to govt for kick-starting project works
The Financial Express
Six years already lost in the labyrinth of procrastination, the Japanese funding agency has now reminded government authorities of Bangladesh about the urgency of expediting implementation of the mainline MRT-1 and MRT-5 metro-rail projects in Dhaka. Officials said Saturday the Japan International Cooperation Agency (JICA) recently wrote to Road Transport and Bridges Adviser of the interim government Muhammad Fouzul Kabir Khan for taking initiative to expedite the two under-construction MRT lines stuck in toils of dilemma. The JICA has also sent the copies of the letter to Finance Adviser Dr Salehuddin Ahmed, the ERD Secretary and the DMTCL Managing Director.
Over 62,500 BO accounts closed in nine months amid market volatility
The Financial Express
Amid persistent volatility in the equity market, as many as 62,552 beneficiary owners' (BO) accounts have been closed over the past nine months, reflecting investors' growing frustration and reduced participation. According to data from Central Depository Bangladesh Ltd (CDBL), the number of active BO accounts stood at just over 1.29 million as of September 30, down from nearly 1.36 million at the beginning of the year. The closures occurred despite the benchmark index of the Dhaka Stock Exchange (DSE), DSEX, recording a gain of 3.77 per cent or 197 points during the period.
এফআরসির নির্দেশনা অনুসারে ইকুইটির অর্থকে শেয়ারে রূপান্তর করেনি
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের কাছ থেকে ইকুইটি হিসেবে ১৫২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা নিয়েছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুসারে শেয়ার মানি ডিপোজিট হিসেবে অর্থ হাতে পাওয়ার ছয় মাসের মধ্যে সেটিকে শেয়ার মূলধনে রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। যদিও কোম্পানিটি এ নির্দেশনা অনুসারে সরকারের কাছ থেকে নেয়া অর্থ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার মূলধনে রূপান্তর করেনি। বাংলাদেশ সাবমেরিন কেবলসের নিরীক্ষক কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে তার মতামতে এ তথ্য তুলে ধরেছেন।
ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের মুদ্রা ছাড়ার পরিকল্পনা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী বছর ১ ডলারের স্মারক মুদ্রা প্রকাশের পরিকল্পনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ। এতে থাকতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। প্রকাশ্যে এসেছে সে মুদ্রার প্রথম খসড়া। মুদ্রার সামনের দিকে রয়েছে ট্রাম্পের পাশমুখী প্রতিকৃতি, যার ওপরের দিকে লেখা ‘লিবার্টি’, নিচে ‘ইন গড উই ট্রাস্ট’ এবং পাশে দুটি সাল ১৭৭৬ ও ২০২৬। মুদ্রার পেছনের দিকে দেখা যাচ্ছে ট্রাম্পের মুষ্টি উঁচিয়ে ধরা বিখ্যাত ছবি, এটি পেনসিলভানিয়ার বাটলার শহরে গত বছরের জুলাইয়ে তাকে হত্যা চেষ্টার পর তোলা হয়। ছবির ওপরে লেখা ‘ফাইট ফাইট ফাইট’ এবং পেছনে উড়ছে আমেরিকার পতাকা। খবর ও ছবি সিএনএন
এশিয়ায় সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় প্রযুক্তি জায়ান্টদের আধিপত্য
Bonik Barta
বাণিজ্য উত্তেজনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিজনিত অস্থিরতার মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতি, যার প্রভাব পড়েছে প্রযুক্তি খাতেও। এরই মাঝে এশিয়ার সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকার শীর্ষ চারটিই দখলে রেখেছে প্রযুক্তি কোম্পানিগুলো। ১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বাজারমূল্য নিয়ে এশিয়ায় শীর্ষ কোম্পানির অবস্থানে রয়েছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। গত জানুয়ারি থেকে এটি বিশ্বের দশম সর্বাধিক মূল্যবান কোম্পানি হিসেবে অবস্থান ধরে রেখেছে।