সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ভারত থেকে আমদানি বন্ধ ও দেশী পেঁয়াজের সরবরাহ কমে আসা পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল সরজমিনে হিলি বাজারে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এর পরও পণ্যটির দাম গত সপ্তাহের তুলনায় ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬৫ টাকায় পৌঁছেছে।
ভারতে পাম অয়েল আমদানি কমেছে
Bonik Barta
ভারতের পাম অয়েল আমদানি সেপ্টেম্বরে চার মাসের সর্বনিম্নে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটির পরিশোধনকারী কোম্পানিগুলো তুলনামূলক সস্তা সয়াবিন তেলের ব্যবহার বাড়িয়েছেন। এ কারণে কমে এসেছে পাম অয়েলের দাম। মুম্বাইয়ের পাঁচজন ব্যবসায়ী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। খবর বিজনেস রেকর্ডার। সূত্রের দেয়া তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ভারতে পাম অয়েল আমদানি মাস ভিত্তিতে ১৫ দশমিক ৯ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানির পরিমাণ নেমে এসেছে ৮ লাখ ৩৩ হাজার টনে, যা গত মে মাসের পর সর্বনিম্ন। একই সময় দেশটিতে সয়াবিন তেল আমদানি ৩৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ লাখ ৫ হাজার টনে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। এছাড়া এ সময় সূর্যমুখী তেলের আমদানি ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ লাখ ৭২ হাজার টনে পৌঁছেছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে জিরা আমদানি
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জিরা আমদানি কমেছে। গতকাল বন্দরসংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে ভালো চাহিদা না থাকা জিরা আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে। ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩৯২ টন। যার মূল্য ছিল ১৭ কোটি ৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ২১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ৫১১ টন জিরা আমদানি হয়েছে। এ হিসাবে ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ১১৯ টন।
এশিয়ায় চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল রফতানি দেড় বছরের সর্বোচ্চে
Bonik Barta
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি সেপ্টেম্বরে গত ১৮ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এশিয়ার বাজারে জ্বালানি পণ্যটির চাহিদা বৃদ্ধি এবং দেশটির অভ্যন্তরীণ পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম রফতানি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লুক্সেমবার্গভিত্তিক আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, গত মাসে দেশটির দৈনিক গড় রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ব্যারেলে। এটি ২০২৪ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স।
আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর বেকারত্ব বেড়েছে
Bonik Barta
যেসব দেশ ১৯৮১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচিতে যুক্ত হয়েছে সেগুলোর কর্মসংস্থানের ওপর কী প্রভাব পড়েছে এ নিয়ে গবেষণা করেছেন দুই গ্রিক অর্থনীতিবিদ মাইকেল ক্লেটসস ও আন্দ্রেয়াস সিন্টোস। ওই গবেষণায় দেখা যায়, কঠোর শর্তযুক্ত এ ঋণ গ্রহণকারী দেশগুলোয় বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং শ্রমবাজারে অনিশ্চয়তা গভীরতর হয়েছে। আন্তর্জাতিক আর্থিক পরিসংখ্যান ও ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসের তথ্য বিশ্লেষণ করে গবেষক দুজন দেখিয়েছেন, আইএমএফের শর্তযুক্ত ঋণ কর্মসূচিতে অংশ নেয়া দেশগুলো বাজেট ঘাটতি কমানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ, শ্রমবাজার উদারীকরণ ও সরকারি ব্যয় সংকোচনের মতো শর্ত বাস্তবায়নের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ‘দি ইফেক্টস অব আইএমএফ কন্ডিশনাল প্রোগ্রাম অন দি আনএমপ্লয়মেন্ট রেট’ শীর্ষক এ গবেষণা প্রকাশ করে ইউরোপিয়ান জার্নাল অব পলিটিক্যাল ইকোনমি।
অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য রফতানি প্রবৃদ্ধি নেমেছে ৫.৬৪ শতাংশে
Bonik Barta
বাংলাদেশের পণ্য রফতানি খাত ২০২৪-২৫ অর্থবছরের ১২ মাস শেষ করে নেতিবাচক বা ঋণাত্মক প্রবৃদ্ধি দিয়ে। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে রফতানি কমেছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রফতানি বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। যা গত পাঁচ অর্থবছরের একই সময়ে দ্বিতীয় সর্বনিম্ন রফতানি প্রবৃদ্ধি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল প্রকাশিত হালনাগাদের সঙ্গে পূর্ববর্তী পরিসংখ্যান বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।গতকাল জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে রফতানি হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি হয় ১ হাজার ১৬৫ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। এ হিসাবে চলতি অর্থবছরের সমাপ্ত প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে বা পণ্য রফতানি বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।
সৌদি আরব হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য বিকল্প বাজার
Bonik Barta
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনির্মাণে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। নবগঠিত সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) আয়োজনে রাজধানীতে এ সামিটে অংশ নিচ্ছে বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা। গতকাল সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসএবিসিসিআইর সভাপতি আশরাফুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বাণিজ্যিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে। সে পারস্পরিক সম্পর্ক টেকসই ও দীর্ঘস্থায়ী করতে ব্যবসায়ী মহল অনেক আগেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি প্লাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৫৪ বছরেও তা বাস্তবায়ন হয়নি। এবার আমরা সেই মাইলফলক অর্জন করতে যাচ্ছি।
গত সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি
Bonik Barta
যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার (শাটডাউন) কারণে টানা সাত সপ্তাহের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। গত সপ্তাহে তা ঊর্ধ্বমুখী হয়েছে ৩ শতাংশের বেশি। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা বাড়ায় মূল্যবান ধাতুটির বাজারদর আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে (শুক্রবার) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৮৪ ডলার ১৯ সেন্টে পৌঁছেছে। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির বাজারদর স্থির হয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৯০৮ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ বেশি।
বিশ্বব্যাপী তুলার মজুদ ১৩ বছরের সর্বনিম্নে
Bonik Barta
বিশ্বব্যাপী ২০২৪-২৫ (আগস্ট-জুলাই) মৌসুমে তুলার সমাপনী মজুদ ২০১১-১২ মৌসুমের পর সর্বনিম্নে নেমে এসেছে। ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি (আইসিএসি) জানিয়েছে, চীনে তুলার মজুদ উল্লেখযোগ্য হারে কমে যাওয়াই মজুদ হ্রাসের মূল কারণ। খবর ফাইবার টু ফ্যাশন। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনের অক্টোবর, ২০২৫ সংস্করণ অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টনে। এ সময় পণ্যটির ব্যবহারের পরিমাণ হতে পারে ২ কোটি ৫৪ লাখ টন।
অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ১৬%
Bonik Barta
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহে যে উল্লম্ফন শুরু হয়েছিল, সেটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত রয়েছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরেও দেশে প্রবাসী আয় এসেছে ২৬৯ কোটি বা ২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় ৩২ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে এসেছে ৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে এসেছিল ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা ১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার প্রায় ১৬ শতাংশ।
জাপানে বয়স্কদের খেলনার বাজারে রেকর্ড প্রবৃদ্ধি
Bonik Barta
জাপানে বয়স্কদের মাঝে চাহিদা বাড়ায় খেলনা বাজারে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে অনেকেই শখ হিসেবে খেলনাকে সাশ্রয়ী পণ্য বিবেচনা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ার মাধ্যম হিসেবেও ব্যবহার করছেন। সব মিলিয়ে এশিয়ার অন্যতম এ অর্থনীতিতে জন্মহার কমলেও খেলনা খাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাপান টয় অ্যাসোসিয়েশন। খবর কিয়োদো। ২০২৪ অর্থবছরে জাপানের খেলনা বাজার আগের বছরের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে রেকর্ড ১ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। টয় অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত ১০ বছরে দেশটির খেলনা বাজার ৩৬ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এতে মূল প্রভাবকের ভূমিকায় রয়েছে ট্রেডিং কার্ড ও জনপ্রিয় চরিত্রভিত্তিক পণ্য।
এশিয়ায় ভেঞ্চার ক্যাপিটাল কার্যক্রমে ধীরগতি
Bonik Barta
চলতি বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে এশিয়ায় ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি) বিনিয়োগের গতি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অস্থির শুল্কনীতি ও সামগ্রিক বাজার পরিস্থিতির কারণে সৃষ্ট তারল্য সংকট ও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বাজারকে চাপে ফেলেছে। খবর নিক্কেই এশিয়া। বাজার বিশ্লেষক সংস্থা পিচবুকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এশিয়ায় ভিসি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ কোটি ডলারে, যা গত বছরের মোট বিনিয়োগের অর্ধেকের কিছু বেশি।
‘কম নিয়োগ, কম ছাঁটাই’ চক্রে আটকে আছে শীর্ষ অর্থনীতিগুলো
Bonik Barta
বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর শ্রমবাজার ‘লো হায়ার, লো ফায়ার’ বা ‘কম নিয়োগ, কম ছাঁটাই’ চক্রে আটকে আছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য জি৭ দেশে কর্মসংস্থান বৃদ্ধির হার গত বছরের তুলনায় ধীর হয়েছে। বাণিজ্য অস্থিরতার কারণে নিয়োগ ও ছাঁটাই পিছিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মী মনোভাবেও ব্যতিক্রম দেখা যাচ্ছে, তারা চাকরি পরিবর্তনে অনিচ্ছুক। এতে প্রভাবক হিসেবে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান, বাণিজ্য ও করনীতি সম্পর্কিত অনিশ্চয়তা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবিবাদ। খবর এফটি।
গ্লোবাল ইন্স্যুরেন্সের ঋণমান ‘ট্রিপল এ’
Bonik Barta
গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ২১ পয়সায়।
বাণিজ্য উদারীকরণ ও সরকারি হস্তক্ষেপ কমিয়ে যেভাবে ঘুরে দাঁড়াল চীন-ভিয়েতনাম
Bonik Barta
২০০৮ সালের পর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ব-একাধিপত্যের পতনের ধারা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর ৮০ বছর চলেছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী বৈশ্বিক-আধিপত্য (হেজিমনি)। ১৯৪৫-৯১ পর্বে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র প্রতিরোধ চালিয়ে গেছে। ফলে ওই পর্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য কোনো দেশেই ‘আনচ্যালেঞ্জড একাধিপত্যে’ পরিণত হতে পারেনি। প্রায় সব দেশেই ওই পর্বে সরকার পরিবর্তনের পেছনে হয় মার্কিন হস্তক্ষেপে নয়তো সোভিয়েত সহযোগিতা কার্যকর থাকত। কিন্তু ওই পর্বে লাতিন আমেরিকায় কিউবা ও নিকারাগুয়া ছাড়া অন্য কোনো দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠতে দেয়নি যুক্তরাষ্ট্র। কয়েকটি লাতিন আমেরিকার দেশে কয়েকবার সমাজতান্ত্রিক বিপ্লব সফল হলেও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ আগ্রাসন কিংবা গোপন ক্যু-দেতার কারণে সেসব সরকারের পতন ঠেকানো যায়নি।
বেনাপোল বন্দর দিয়ে যাত্রী কমেছে অর্ধেকের বেশি
Bonik Barta
যাত্রার আগেই ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভাল ওয়েবসাইটের আবেদন ফরমে পাসপোর্টধারী যাত্রীর সম্পর্কে চাওয়া তথ্য পূরণ করতে হবে। ১ অক্টোবর থেকে চালু করা নতুন এ নিয়মের কারণে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতগামী যাত্রী কমেছে অর্থেকের বেশি। গত তিনদিনে বেনাপোল দিয়ে ৩ হাজার ৮৮২ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। স্বাভাবিক সময়ে চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন সাত-আট হাজার যাত্রী যাতায়াত করতেন।
৩ কোটির বেশি শেয়ার হস্তান্তর করবেন ইয়াসির আব্বাস
Bonik Barta
ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস ৩ কোটি ১৩ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ শেয়ার তিনি তার মা আফরোজা আব্বাসকে (ব্যাংকটির উদ্যোক্তা) উপহার হিসেবে দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে ডিএসইতে গতকাল ঢাকা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। সে হিসাবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।
বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে ৩০ বছরে সর্বনিম্নে ডলারের হিস্যা
Bonik Barta
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের অংশীদারত্ব তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ সময়ে বৈশ্বিক রিজার্ভে ডলারের হিস্যা ছিল ৫৬ দশমিক ৩ শতাংশ, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কম। ১৯৯৫ সালের পর এটি বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভে মার্কিন ডলারের সর্বনিম্ন অনুপাত। তবে এমন নয় যে এ সময় কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার বিক্রি বাড়িয়েছে, বরং বিনিময় হারে ডলারের অবমূল্যায়ন ঘটেছে। খবর আরটি
রেকর্ড সোয়া লাখ ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম
Bonik Barta
বাজারমূল্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দামের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। গতকাল এ ডিজিটাল মুদ্রা ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলারের বেশি দামে লেনদেন হয়। খবর রয়টার্স। এর আগে গত আগস্টে বিটকয়েনের সর্বোচ্চ দর ছিল প্রায় ১ লাখ ২৪ হাজার ৫০০ ডলার। সাম্প্রতিক সপ্তাহগুলোয় মার্কিন শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা, ক্রিপ্টো ইটিএফে বিনিয়োগপ্রবাহ ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তুলনামূলক সহায়ক নীতিমালা বিটকয়েনের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
মার্কিন ভোক্তা পর্যায়ে স্পষ্ট হয়ে উঠছে শুল্কের প্রভাব
Bonik Barta
ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্কের প্রভাব মার্কিন ভোক্তা পর্যায়ে স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি দেশটিতে স্যুপের ক্যান থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত বিভিন্ন ভোক্তা পণ্যে দাম বাড়তে শুরু করেছে। তবে সামগ্রিক মূল্যস্ফীতি এখনো মাঝারি গতিতে বাড়ছে। খবর এফটি। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য ও কোম্পানিগুলোর বিবৃতি ইঙ্গিত দিচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুরনো মজুদ বিক্রি শেষে এখন শুল্কজনিত খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। ফলে আমদানিনির্ভর খাতগুলোয় পণ্যের দাম দ্রুত বাড়ছে।
এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই কমছে সহজ শর্তের ঋণ, বৈদেশিক ঋণের ৪৩ শতাংশই এখন বাজারভিত্তিক
Bonik Barta
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) আগেই বাংলাদেশের নমনীয় বা সহজ শর্তের ঋণ প্রবাহ ক্রমাগত কমছে। এতে ব্যয়বহুল হয়ে পড়ছে বৈদেশিক ঋণ। এমনকী গেল অর্থবছরে সরকারের মোট বৈদেশিক ঋণের প্রায় অর্ধেকই বাজারভিত্তিক হারে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকরা মনে করছেন, এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে—এলডিসি উত্তরণের পর সহজ শর্তের বা নমণীয় ঋণের ওপর নির্ভরতা কমার প্রভাব তেমন বড় হবে না, কারণ এ ধরনের ঋণ কমে আসার ধারা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। কারণ হিসাবে তারা উল্লেখ করেন, এলডিসি উত্তরণের সঙ্গে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-সহ বহুপাক্ষিক এবং জাপান চীনের মতো দ্বি-পাক্ষিক ঋণদাতাদের—সরাসরি কোনো সম্পর্ক নেই।
বিক্রি কমলেও মদের ব্যবসায় রেকর্ড ১৯০ কোটি টাকা মুনাফা কেরুর
The Financial Express
বিক্রি কিছুটা কমলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৯০ কোটি টাকা মুনাফা করেছে, যা প্রায় নয় দশকের ইতিহাসে সর্বোচ্চ। বিদেশি মদ আমদানিতে কঠোর বিধিনিষেধ ও চড়া মুনাফার স্থানীয় কার্যক্রমের সুবাদে রাষ্ট্রীয় মালিকানাধীন এই ডিস্টিলারিটি দারুণ সাফল্য পেয়েছে, যা কোম্পানিটির মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। লোকসানি চিনি ইউনিটের ৬২ কোটি টাকা লোকসান সমন্বয় করার পরও কেরুর সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। শুধু ডিস্টিলারি ইউনিট থেকেই মুনাফা গত অর্থবছরের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেড়েছে। এ থেকেই স্পষ্ট, মদের ব্যবসাই এখন কোম্পানিটির মূল আর্থিক চালিকাশক্তি।
BB issues master circular on outward remittances
The Financial Express
Bangladesh Bank (BB) has issued a comprehensive master circular on outward remittances, consolidating all existing regulatory instructions into a single reference document. The circular, released on September 30, will remain effective for one year from the date of issuance. It aims to simplify and clarify the regulatory framework for outward remittances, covering a wide range of areas including travel, private transfers, profit and dividend repatriation, institutional remittances, export claims, remittances related to insurance and reinsurance, payments through international cards, and the use of card platforms as payment channels. However, the guidelines exclude provisions related to import payments and transport service remittances. According to the central bank, the consolidation is intended to remove procedural ambiguities and improve efficiency in cross-border transactions.
World Bank to back $8.5b 'Blue Network' megaproject
The Financial Express
The World Bank has agreed to lend US$600 million in the first go to support the interim government's flagship 'Blue Network Programme' that seeks to restore to life and protect all rivers, canals and drainage channels in and around Dhaka. Officials say the initiative aims to create an integrated ecological system for flood control, sanitation, and water security - marking one of Bangladesh's most ambitious urban-resilience projects to date. The funding will cover around 60 per cent of the $1.0 billion required for financing the programme's first phase, to be implemented between 2026 and 2031. The wider initiative is expected to continue until 2040, with an aggregate investment projected at $8.5 billion, officials at the Economic Relations Division (ERD) have said.