এক বছরে বাজার মূলধন কমেছে ২১২৩১ কোটি টাকা
Bonik Barta
বেশ কয়েক বছর ধরেই দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের হতাশ করছে। চলতি বছরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বিশেষ করে পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০২৫ সালে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, বেড়েছে ৩টির। এ সময়ে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন
Bonik Barta
টানা দুই বছর ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এ পুরস্কার তুলে দেন। বিদেশ থেকে রেমিট্যান্স প্রবাহ সহজতর করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে মোট ২.১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে। এ ব্যাংকের লক্ষ্য হলো বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।
কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে কাজ করছে বিএডিসি
Bonik Barta
কৃষির উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে বীজ, সেচ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সংস্থাটি নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে সার আমদানি, সংরক্ষণ ও বিতরণে বিএডিসির কার্যক্রম কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হয়েছে। বর্তমানে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশে সার বিতরণ নিশ্চিত করছে বিএডিসি। ডিজিটাল নজরদারি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সার চুরি ও অনিয়ম রোধ করা হচ্ছে। সীমিত জনবল সত্ত্বেও কৃষকদের দোরগোড়ায় সময়মতো মানসম্পন্ন সার পৌঁছে দিয়ে দেশের খাদ্যনিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে বিএডিসি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এল আরো ৫৬ হাজার ৮৯০ টন গম
Bonik Barta
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকারি পর্যায়ে (জি-টু-জি ২) আমদানীকৃত গমের প্রথম চালান দেশে পৌঁছেছে। ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে ‘এমভি ইভিটা’ নামের জাহাজটি গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে এ গম আমদানি করা হয়েছে। গতকাল খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে সরকার টু সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে পৌঁছেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন চট্টগ্রামে আর অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত এ গম খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে জি-টু-জি ওয়ান চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে।
বাজার থেকে ছয় মাসে ৩ বিলিয়নের বেশি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেই বাজার থেকে ৩ বিলিয়ন ডলারের বেশি কিনেছে বাংলাদেশ ব্যাংক। মূলত বৈধ পথে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা গেছে। এতে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার দর স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে প্রায় সাড়ে ১১ কোটি ডলার ক্রয় করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেন খান জানান, চলতি ডিসেম্বরে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে ৯২ কোটি ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রাটির দর স্থিতিশীল থাকার পাশাপাশি বাজারে টাকার সরবরাহ বেড়েছে। যদিও ডলার কিনে বাজারে টাকা সরবরাহ করায় মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।
একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত থেকে আমদানি কমা ও দেশী পেঁয়াজের সরবরাহ হ্রাস কৃষিপণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। হিলি বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, একদিন আগেও যা ছিল কেজিপ্রতি ৫০ টাকা। তবে এ সময় ভারত থেকে আমদানীকৃত পেঁয়াজ কেজিপ্রতি ৫০ টাকায় স্থিতিশীল ছিল। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, সম্প্রতি ভারত থেকে পেঁয়াজের আমদানি কিছুটা কমেছে। আগে হিলি স্থলবন্দর দিয়ে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা কমে ৭-১০ ট্রাকে নেমে এসেছে।তিনি জানান, আগে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। এখন তা বেড়ে মণপ্রতি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মণপ্রতি দাম ২০০-৩০০ টাকা বেড়ে যাওয়ার কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।
ভিয়েতনামের বাজারে বাড়ছে কফি সরবরাহ
Bonik Barta
ভিয়েতনামে চলতি মৌসুমের নতুন কফি বিন আসতে শুরু করেছে। এ কারণে পণ্যটির সরবরাহ বাড়িয়েছেন দেশটির কৃষকরা। অন্যদিকে বড়দিন ও নববর্ষের ছুটিকে সামনে রেখে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার কফি বাজারে লেনদেন তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলের কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন ৯৫ হাজার ২০০ থেকে ৯৭ হাজার ডং দরে বিক্রি করেছেন। এক সপ্তাহ আগেও যা ছিল কেজিপ্রতি ৮৮ হাজার ৭০০ থেকে ৯০ হাজার ডং। এদিকে মার্চে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম চলতি সপ্তাহের শুরু থেকে ১৮৯ ডলার বেড়ে গত সপ্তাহের লেনদেনের শেষ দিন বুধবার টনপ্রতি ৩ হাজার ৮৫৮ ডলারে পৌঁছে।
উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি, লোকসানের মুখে ভালুকার খামারিরা
Bonik Barta
বেশি দামে মুরগির খাদ্য কিনে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসানে পড়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কয়েকশ পোলট্রি খামারি। কয়েক দিন ধরে পাইকারি বাজারে উৎপাদন খরচের চেয়েও কম দামে ডিম বিক্রি করতে হচ্ছে বলে খামারিরা জানিয়েছেন। উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকটি বড় আকারের পোলট্রি খামার থাকলেও ছোট ও মাঝারি আকারের খামারের সংখ্যা বেশি। এর মধ্যে ভালুকা, মল্লিকবাড়ী, উথুরা, হবিরবাড়ী ও ডাকাতিয়া ইউনিয়নে পাঁচ শতাধিক প্রান্তিক খামারি রয়েছেন। এসব খামার থেকে প্রতিদিন কয়েক লাখ ডিম ঢাকার তেজগাঁও ও কারওয়ান বাজারের আড়তগুলোতে সরবরাহ করা হয়।
Manufacturers fret over Tk120b unsold apparel raw material
The Financial Express
Millers fret over a stockpile of unsold local yarn worth Tk 120 billion amid massive influx of the cheap-rated clothing raw material, allegedly meant to undercut domestic industry, manufacturers say. The country's primary textile millers, especially spinners, say yarn imports from India increased 137 per cent last fiscal year as traders over there are dumping the raw material at significantly cut-down prices. This competitive pressure has already forced 50 local spinning mills to shut down while another 50 are on the verge of closure, threatening the stability of the country's garment sector and its reliance on foreign raw materials. Russell made the remarks at a press conference held Sunday at Gulshan Club in Dhaka.
T-bill yields edge down
Bonik Barta
The yields on treasury bills (T-bills) edged down on Sunday as the central bank purchased US$115 million more from three banks on the day to keep the exchange rate stable. On the day, the government raised Tk 70 billion by issuing three types of T-bills to partially finance its budget deficit. The cut-off yield, generally known as interest rate, on the 91-Day T-bills fell to 10.52 per cent on the day from 10.53 per cent of the previous level while the yield on 182-day T-bills remained almost unchanged at 10.65 per cent. The yield on the 364-day T-bills declined to 10.71 per cent from 10.72 per cent earlier, according to the auction results.
Bangladesh Bank issues risk-based supervision framework for banks
Bonik Barta
Bangladesh Bank (BB) has issued a detailed framework outlining how banks will shift to risk-based supervision (RBS), with the new supervisory system set to be implemented across the banking sector from January 2026.
Directing all commercial banks to comply with the framework, the central bank issued a circular on Sunday outlining the operational, supervisory and reporting arrangements applicable from the commencement of RBS.
In view of increasing globalisation of financial services, rapid technological advancement, product innovation and heightened interconnectedness of financial institutions, the complexity of banking operations and the overall risk profile of banks have significantly increased, the circular said. Traditional compliance-based supervision, which primarily emphasises rule-checking and reliance on historical data, is no longer sufficient to proactively address these evolving challenges and risks, it added.
২০২৬ সালে রাশিয়ায় জ্বালানি তেল উত্তোলন বাড়ার পূর্বাভাস
Bonik Barta
রাশিয়ায় ২০২৬ সালে জ্বালানি তেল উত্তোলন বেড়ে ৫২ কোটি ৫০ লাখ টনে পৌঁছতে পারে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। খবর ক্রুড অয়েল প্রাইস টুডে।
নোভাক আরো জানান, রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ২০২৫ সালে আগের বছরের ৫১ কোটি ৬০ লাখ টনে স্থিতিশীল থাকবে। এছাড়া চলতি বছরের মোট উত্তোলন দৈনিক প্রায় ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ব্যারেলের সমান হবে। এটি ২০৩৬ সালে বেড়ে দৈনিক প্রায় ১ কোটি ৫ লাখ ৪০ হাজার ব্যারেলে উন্নীত হবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, রাশিয়ায় ২০২৬ সালে জ্বালানি তেল উত্তোলন বাড়বে চলতি বছরের তুলনায় প্রায় ২ শতাংশ। আগামী পাঁচ বছরে উত্তোলন ৫৪ কোটি টনে পৌঁছতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে খাতটিতে নতুন বিনিয়োগ প্রয়োজন হতে পারে।
আমদানি শুরু হলেও সাতক্ষীরায় দাম কমেনি মাষকলাই ডালের
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো মাষকলাই আমদানি শুরু হয়েছে চলতি অর্থবছরের জুলাইয়ে। এর পরও অঞ্চলটিতে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী বলে জানা গেছে। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে আমদানীকৃত মাষকলাই খুচরায় বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল ১১৫-১২০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘সাতক্ষীরায় ডাল-কুমড়ার বড়ি তৈরি শুরু হয়েছে। এ কারণে মাষকালাই ডালের চাহিদা বেড়েছে। তবে সে তুলনায় সরবরাহ কম। তাই পণ্যটি এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে।’ ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে স্থলবন্দরটি দিয়ে মাষকলাই আমদানি হয়েছে ৮ হাজার ৬২২ টন, যার মূল্য ছিল ১১৮ কোটি ২৯ লাখ টাকা।
টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে জাপানি রাবারের মূল্য
Bonik Barta
ফিউচার মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে জাপানি রাবারের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, থাইল্যান্ডের প্রধান উৎপাদনকারী অঞ্চলে প্রতিকূল আবহাওয়া সরবরাহে প্রভাব ফেলতে পারে। সরবরাহ বিঘ্নের আশঙ্কায় পণ্যটির দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুনে সরবরাহ চুক্তিতে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে প্রাকৃতিক রাবারের দাম কেজিপ্রতি ২ দশমিক ১ ইয়েন বা দশমিক ৬২ শতাংশ কেড়েছে। এ সময় প্রতি কেজির মূল্য পৌঁছেছে ৩৪০ দশমিক ৯ ইয়েনে (২ ডলার ১৮ সেন্ট)। এছাড়া গত সপ্তাহজুড়ে জাপানি রাবারের মূল্যবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭৭ শতাংশ।
কয়েক সপ্তাহের ব্যবধানে চিনির দাম বেড়েছে মণপ্রতি ১০৫ টাকা
Bonik Barta
দেশে শীতকালে চিনির চাহিদা সাধারণত কম থাকে। এর গত কয়েক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে মণপ্রতি ১০৫ টাকা। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন রমজান ঘিরে ব্যবসায়ীদের মধ্যে মজুদপ্রবণতা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের বাজারে দাম বেড়েছে পণ্যটির। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক সপ্তাহ আগেও দেশে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) চিনির দাম ছিল ৩ হাজার ২০০ টাকা, বর্তমানে তা মণপ্রতি ৩ হাজার ৩০৫ টাকায় পৌঁছেছে।
ইউরোজোনে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে বুলগেরিয়া
Bonik Barta
নতুন বছরের প্রথম দিনে ইউরো মুদ্রা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বুলগেরিয়া। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা ও রাশিয়াসমর্থিত ভুল তথ্যের কারণে দেশটিতে নতুন মুদ্রার প্রতি অবিশ্বাস বেড়েছে। খবর দ্য গার্ডিয়ান। ৬৫ লাখ জনসংখ্যার বলকান দেশ বুলগেরিয়া ২১তম সদস্য হিসেবে যোগ দেবে ইউরোজোনে। ব্রাসেলস ও সোফিয়ার নীতিনির্ধারকরা আশা করছেন এ উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে দরিদ্র দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বলেছেন, ‘ইউরোর কারণে বুলগেরিয়ায় আরো বাণিজ্য, বিনিয়োগ এবং গুণমানসম্পন্ন কর্মসংস্থান ও আয় বাড়বে।’
আরো ফুলেফেঁপে উঠবে ক্ল্যাসিক গাড়ির বাজার
Bonik Barta
বিশ্বজুড়ে শৌখিন ও ক্ল্যাসিক গাড়ির বাজার ২০২৬ সালে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছেন বিখ্যাত বিমা ও গাড়ি সংগ্রাহক প্লাটফর্ম হ্যাগার্টির প্রধান নির্বাহী ম্যাককিল হ্যাগার্টি। মূলত নতুন প্রজন্মের সংগ্রাহকদের আগ্রহ এবং অনলাইনভিত্তিক কেনাকাটার প্রসার এ শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত করতে যাচ্ছে বলে তার পূর্বাভাস। খবর সিএনবিসি।
হ্যাগার্টির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরে নিলাম ও অনলাইনে ক্ল্যাসিক গাড়ির বিক্রি ১০ শতাংশ বেড়ে ৪৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ব্যক্তিগত পর্যায়ে গাড়ির হাতবদল ও বাজারের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে হ্যাগার্টি বলছে, আগামী বছর এ চাহিদা আরো বাড়বে। এ পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জেন এক্স, মিলেনিয়াল ও জেন-জি প্রজন্ম।
জার্মানির ব্যয় বৃদ্ধির ওপর নির্ভর করছে ইউরোপের প্রবৃদ্ধি?
Bonik Barta
বহুদিন ধরেই স্থবিরতা, যুদ্ধজনিত অনিশ্চয়তা ও রফতানি খাতে চাপের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে জার্মান সরকারের বড় আকারের ব্যয় পরিকল্পনা। বলা হচ্ছে, ২০২৬ সালে ইউরোপের প্রবৃদ্ধিতে ফিরবে কিনা, তার অনেকটাই নির্ভর করছে জার্মানির এ ব্যয় পরিকল্পনার ওপর। তবে বিষয়টি নিয়ে যে সবাই একমত এমনও নয়। এ ব্যয় সত্যিই কি ইউরোপের অর্থনীতিকে নতুন গতি দেবে, নাকি পুরনো কাঠামোগত দুর্বলতার ভেতরই তার প্রভাব সীমাবদ্ধ থাকবে, এ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে রয়েছে তীব্র মতভেদ।জার্মানির আলোচিত ব্যয় পরিকল্পনার আকার ১ ট্রিলিয়ন ইউরো। ঋণনির্ভর এ ব্যয়ের প্রধান খাত হলো অবকাঠামো ও প্রতিরক্ষা। এ ব্যয় ইউরোপের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে কিনা, সে প্রসঙ্গে এফটির এক জরিপে অংশ নেন ৮৮ অর্থনীতিবিদ। তাদের অনেকে মনে করেন, বার্লিনের ব্যয় পরিকল্পনা ‘ইউরোপীয় পুনর্জাগরণ’ ঘটাতে পারে। কারো আশঙ্কা, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এ উদ্যোগের প্রভাব ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে।
আইটি কনসালট্যান্টসের ঋণমান ‘এএএ ওয়ান’
Bonik Barta
তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালট্যান্টস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৩, ২০২৪ ও ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।