9.9pc growth of remittance inflow till Oct 28
The Financial Express
Inflow of remittances witnessed a year-on-year growth of 9.9 percent reaching US$2,339 million in the first 28 days of October, according to the latest data of Bangladesh Bank (BB) issued. Last year, during the same period, the country’s remittance inflow was $2,129 million, reports BSS. During the July to October 28, 2025 of the current fiscal year, expatriates sent remittances of $9,925 million, which was $8,672 million during the same period of the previous fiscal year.
Bangladesh's economy shows signs of stabilisation amid weak investment
The Financial Express
Bangladesh’s economy is showing signs of stabilisation, supported by steady remittance inflows, prudent fiscal management, and a gradual improvement in foreign exchange reserves, though overall growth remains sluggish amid weak investment and persistent inflationary pressures, according to the Policy Research Institute (PRI). The PRI reported that GDP growth fell sharply to 3.35 per cent in the April–June quarter of the last fiscal year from 4.86 per cent in the preceding quarter, mainly due to a sluggish investment climate, softer export performance, and a prolonged slowdown in domestic demand. The observations were presented in the latest edition of the Monthly Macroeconomic Insights (MMI), developed under PRI’s Centre for Macroeconomic Analysis (CMEA) in collaboration with the Department of Foreign Affairs and Trade (DFAT) of the Australian Government.
বিশ্বব্যাপী একীভূতকরণ ও অধিগ্রহণ বেড়েছে ১০ শতাংশ
Bonik Barta
চলতি বছরের শুরু থেকে বৈশ্বিক অর্থনৈতিক পরিমণ্ডলে আশঙ্কার বড় কারণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। এ সংক্রান্ত অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংঘাতের মাঝেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে বৈশ্বিক একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রমে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ২০২৪ সালের একই সময়ের তুলনায় খাতটিতে লেনদেন বেড়েছে ১০ শতাংশ। বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থার ২২তম বার্ষিক ‘গ্লোবাল এমঅ্যান্ডএ রিপোর্ট ২০২৫’-এ বলা হচ্ছে, বছরের শুরুর দিকে খাতটিতে দুর্বলতা দেখা যায়। তা কাটিয়ে বৈশ্বিক এমঅ্যান্ডএ বাজার এখন গতি ফিরে পাচ্ছে। তবে সামগ্রিক বৈশ্বিক আশাবাদ নয়, বরং অভিজ্ঞ বিনিয়োগকারীদের কৌশলগত সিদ্ধান্ত এ পুনরুদ্ধারের পেছনে কাজ করছে।
মুক্ত বাণিজ্য চুক্তি পরিমার্জন করল চীন ও আসিয়ান বণিক বার্তা ডেস্ক
Bonik Barta
বিদ্যমান মুক্তবাণিজ্য চুক্তি পরিমার্জন ও তাতে স্বাক্ষর করেছে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান। উভয় পক্ষ গতকাল জানিয়েছে, চুক্তির এ ধাপে ডিজিটাল ও সবুজ অর্থনীতিসহ নতুন শিল্প খাতগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর রয়টার্স। মালয়েশিয়ায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে আসিয়ান-চীন মুক্তবাণিজ্য চুক্তির ‘৩.০ সংস্করণ’ স্বাক্ষর হয়। এর আগে সম্মেলন চলাকালে রোববার চলমান এশিয়া সফরের প্রথম যাত্রা বিরতির স্থান হিসেবে মালয়েশিয়ায় উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার শীর্ষ অর্থনীতি চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ১১ সদস্যবিশিষ্ট আসিয়ান ব্লক। গত বছর তাদের লেনদেনের আকার ছিল ৭৭ হাজার ১০০ কোটি ডলার। আসিয়ান অঞ্চলের সম্মিলিত জিডিপির আকার ৩ লাখ ৮০ হাজার কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প আরোপিত আমদানি শুল্কের প্রভাব মোকাবেলায় বেইজিং এখন অঞ্চলটিতে বাণিজ্য আরো জোরদার করতে চায়। গতকাল চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেন, ‘আমাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ এবং প্রক্রিয়া আরো গতিশীল করতে হবে। শিল্প খাতে আরো শক্তিশালী সংহতি ও পারস্পরিক নির্ভরশীলতা প্রয়োজন।’
জাপানে কাগজের স্ট্র ব্যবহার বন্ধ করছে ম্যাকডোনাল্ড’স
Bonik Barta
জাপানজুড়ে প্রায় তিন হাজার আউটলেটে কাগজের স্ট্র ব্যবহার বন্ধ করতে যাচ্ছে ম্যাকডোনাল্ড’স। গ্রাহক অসন্তুষ্টির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ফাস্ট ফুড জায়ান্টটি। ১৯ নভেম্বর থেকে স্ট্রর বদলে বিশেষ ধরনের ঢাকনা চালু করছে তারা। ঢাকনাগুলো পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে তৈরি। এর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পানীয় গ্রহণ সহজ হয় এবং বহনের সময় ছড়িয়ে না পড়ে। চলতি বছরের শুরুতে জাপানে কাগজের বদলে উদ্ভিদভিত্তিক বায়োপ্লাস্টিক স্ট্র চালু করে স্টারবাকস। ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, টেকআউট অর্ডারের জন্য ব্যবহৃত প্লাস্টিক ব্যাগেও পরিবর্তন আনছে। ব্যাগগুলো ৯৫ শতাংশ বায়োপ্লাস্টিক উপাদান দিয়ে তৈরি হবে।
ম্যারিকো বাংলাদেশের আয় বেড়েছে ২০ শতাংশ
Bonik Barta
বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (মার্চ-সেপ্টেম্বর) আয় বেড়েছে ২০ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথমার্ধে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ১২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮৪১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৯ কোটি টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১০ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০১ টাকা ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৫ পয়সায়।
আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৪ শতাংশ
Bonik Barta
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ৭৩ দশমিক ৮০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ কোটি ১০ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্সের সুদ আয় হয়েছে ৭১১ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬২৮ কোটি ৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির বিনিয়োগ আয় হয়েছে ৯৩ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ কোটি ৫০ লাখ টাকা।
এমজেএল বাংলাদেশের মুনাফা বেড়েছে ৩০%
Bonik Barta
জ্বালানি খাতে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে মুনাফা বেড়েছে ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৬ পয়সায়।
বিশ্বব্যাপী শীর্ষ কোম্পানিগুলোর কর্মী ছাঁটাই বাড়ছে
Bonik Barta
ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই্) অটোমেশন বাড়াতে বিশ্বব্যাপী বড় কোম্পানিগুলো কর্মী ছাঁটাই বাড়িয়েছে। এ ছাঁটাই প্রবণতাকে আরো জোরালো করে তুলেছে প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ভোক্তা খাতে বিদ্যমান আস্থার ঘাটতি। রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, কেবল চলতি অক্টোবরেই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের শিপিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খাতের জায়ান্ট কোম্পানি ইউপিএসের ৪৮ হাজার কর্মী ছাঁটাইয়ের তথ্য এ হিসাবে ধরা হয়নি। কারণ তা ২০২৫ সালের শুরুতে কার্যকর হবে। চলতি অক্টোবরে ইউরোপে ছাঁটাইয়ের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নেসলে একাই গত সপ্তাহে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।
এক লাফে সাড়ে ১০ হাজার টাকা কমল স্বর্ণের দাম
Bonik Barta
গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের পতনের পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এ নতুন দাম কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।
আহরণের তুলনায় কম পরিশোধনের সক্ষমতা, সাড়া মিলছে না খামারিদের
Bonik Barta
সিরাজগঞ্জে প্রতি মৌসুমে প্রায় ৩০০ টন মধু আহরণ করা হয়। এসব মধু পরিশোধন করতে ২০২২ সালে উল্লাপাড়ায় নির্মিত হয় রিফাইন প্লান্ট। গত বছর প্লান্টটি চালু করা হলেও চাহিদা অনুপাতে রিফাইন সক্ষমতা কম। প্রতিদিন মাত্র এক টন মধু রিফাইন করা হচ্ছে প্লান্টটিতে। এ কারণে খামারিরা সেভাবে আসছেন না। খামারিরা বলছেন, জেলায় প্রতি বছরই সরিষার আবাদ বাড়ছে। সরিষার আবাদ বৃদ্ধি পাওয়ায় মধু আহরণও বাড়ছে। এখানকার মধুর গুণগত মান ভালো হওয়ায় সাতক্ষীরা, যশোর, খুলনা, নাটোর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক খামারি প্রতি মৌসুমে প্রায় ১৮ হাজার মৌবাক্স স্থাপন করেন। যা থেকে মধু উৎপাদন হয় প্রায় ৩০০ টন। মধুর গুণগত মান বজায় রাখতে রিফাইন প্লান্ট নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। তবে প্লান্ট নির্মিত হলেও এর কার্যক্ষমতা সে তুলনায় অনেক কম।
অনেক পরিশোধের পরও আবারো বকেয়ার চক্রে বিদ্যুৎ খাত
Bonik Barta
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বৈদেশিক ঋণ রেখে যায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বা প্রায় ৩৯ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ ঋণের ২৯ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। এর পরও এ খাতের আরো বৈদেশিক দেনা পরিশোধ করা হয়েছে। বৈদেশিক ঋণের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল পরিশোধে আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিশেষ বন্ডের উদ্যোগ অব্যহত রাখে অন্তর্বর্তী সরকার। সার ও বিদ্যুতের সাড়ে ২৬ হাজার কোটি টাকার বিশেষ বন্ডের বেশির ভাগ অর্থই বিদ্যুতের বকেয়া। কিন্তু বকেয়া পরিশোধে তৎপরতার মধ্যেও স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পর্যায়ক্রমে বেড়েই চলছে। বর্তমানে বিপিডিবির কাছে অন্তত ২০ হাজার কোটি টাকার বকেয়া জমেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর।
দেশে চরম দরিদ্র ১ কোটি ৬৫ লাখ মানুষ রংপুর ও বরিশালে সর্বোচ্চ
Bonik Barta
বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি (৪৯ দশমিক ১৯ মিলিয়ন), যেখানে চরম দারিদ্র্যের শিকার মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৬৫ লাখ (১৬ দশমিক ৪৩ মিলিয়ন)। দেশে চরম দারিদ্র্যের হার সবচেয়ে বেশি রংপুর ও বরিশাল বিভাগে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫-এর ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং খাদ্যনিরাপত্তা’ শীর্ষক সেশনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকল্প পরিচালক ড. শরিফ আহমেদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
ছয় দেশ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কিনবে সরকার
Prothom-Alo
রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রতিষ্ঠানের কাছ থেকে ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে তাতে সম্মতি দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৯২ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯২ দশমিক ৩৩ ডলার। একই দামে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে।
কারখানায় ২০ শ্রমিকে ট্রেড ইউনিয়ন হলে পোশাক শিল্প অস্থিতিশীল হবে
Bonik Barta
বর্তমানে প্রতিষ্ঠানভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনে ৩০ শতাংশ শ্রমিকের সম্মতি থাকার বিধান রয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পাওয়া ‘বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫’-এ বলা হয়েছে ন্যূনতম ২০ জন শ্রমিকের সমর্থন পেলেই গঠন করা যাবে ইউনিয়ন। যদিও এ বিধান নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এ নীতির কারণে পোশাক শিল্প অস্থিতিশীল হবে বলে মনে করছে সংগঠনটি। একই সঙ্গে সংশোধিত শ্রম আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
ওয়ালটন হাই-টেকের ১৯তম এজিএমে ১৭৫% নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এসএম শামছুল আলম। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, এমডি এসএম মাহবুবুল আলম, পরিচালক এসএম নূরুল আলম রেজভী ও এসএম মঞ্জুরুল আলম অভি এবং স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, অধ্যাপক মো. সাদিকুল ইসলাম ও আখতার মতিন চৌধুরী। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমাসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।