25-Oct-2025

Sunday 26 October 2025

27-Oct-2025

রেকর্ড রফতানি আয় তুরস্কের শিল্প খাতে

Bonik Barta

চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে রেকর্ড পরিমাণ রফতানি আয় করেছে তুরস্কের শিল্প খাত। দেশটির রফতানিকারকদের সংগঠন তুরস্ক এক্সপোর্টার্স অ্যাসেম্বলির (টিআইএম) তথ্যানুযায়ী, নয় মাসে শিল্প খাতের রফতানি আয় দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২০ কোটি ডলারে। খবর আনাদোলু। দেশটির শিল্প খাতে কর রেয়াত ও কর্মসংস্থান সহায়তা অব্যাহত থাকায় এ রফতানি প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছে টিআইএম। রফতানিকারকদের পাঁচ পয়েন্ট করছাড় ও প্রতিজন কর্মীর জন্য ২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৫৯ ডলার) সহায়তা রফতানি বাড়াতে ভূমিকা রেখেছে। পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক বাণিজ্য চুক্তি ও খাতভিত্তিক বৈঠকও ইতিবাচক প্রভাব ফেলেছে।

ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৪ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে এশিয়াটিক ল্যাবরেটরিজের সবচেয়ে বেশি ৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৮ টাকা ২০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৯৮ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩ টাকায়। চতুর্থ সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮৮ টাকা ২০ পয়সায়।

বাণিজ্যযুদ্ধ ঠেকাতে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্র-চীন বৈঠক

Bonik Barta

বাণিজ্যযুদ্ধের নতুন ধাপ শুরুর আশঙ্কা তৈরি হওয়ায় কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। গতকাল অনুষ্ঠিত এ বৈঠকের লক্ষ্য ছিল দুই পরাশক্তির মধ্যে চলমান শুল্ক বিরোধ প্রশমন এবং আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে নির্ধারিত বৈঠক নিশ্চিত করা। খবর রয়টার্স। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান আসিয়ান শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং। আলোচনায় যোগ দেন চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগ্যাংও।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে এল ৫৭ হাজার টন গম

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৬ হাজার ৯৫৯ টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল দুপুরে পানামার পতাকাবাহী ‘‌এমভি নর্স স্ট্রাইড’ নামের একটি জাহাজে করে এ গম চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পর প্রথম জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রাশিয়া ও ইউক্রেনের পর যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ। গম আমদানি করতে গত জুলাইয়ে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) মধ্যে চুক্তি সই হয়। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ ডলার, যা অন্যান্য দেশের তুলনায় ২৫-৩০ ডলার বেশি। চুক্তি অনুযায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম আমদানি করতে পারবে বাংলাদেশ। এর মধ্যে জুলাইয়ে মোট ২ লাখ ২০ হাজার টন আমদানির প্রস্তাব দেয় ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ বছরে চুক্তি করা হয়েছে। প্রথম চালানে আসা ৫৬ হাজার ৯৫৯ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে ও অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম

Bonik Barta

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক নিয়ে এক যুগ আগে ২০১৩ সালে প্রথমবার সেরা ব্যাংক নির্বাচন করে বণিক বার্তা। ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রতি বছরই এ র‍্যাংকিং প্রকাশ করা হচ্ছে। সাধারণত প্রতি বছর জুন-জুলাইয়ে দেশের ব্যাংকগুলোর এ মূল্যায়ন প্রকাশ করা হয়। তবে কয়েকটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত হতে দেরি হওয়ায় এ বছর র‍্যাংকিংয়ের প্রস্তুতিও পিছিয়েছে। দেশের ব্যাংকগুলোর ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার দ্বাদশ র‍্যাংকিং প্রস্তুত করা হয়েছে।

কক্সবাজার সীমান্ত দিয়ে ইউরিয়া পাচার, দেশে সংকট বাড়ার শঙ্কা

Bonik Barta

সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, দেশে সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় রয়েছে অতিরিক্ত মজুদ। তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। দেশের বিভিন্ন জেলার কৃষকের অভিযোগ, চাহিদা অনুযায়ী ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। খোলাবাজারে দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। তাই নির্ধারিত মূল্যে সার না পেয়ে অনেক কৃষক বাধ্য হচ্ছেন বেশি দামে কিনতে। এমন পরিস্থিতিতে ইউরিয়া পাচারের ঘটনা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজার দিয়ে মিয়ানমারে এ সার পাচার হচ্ছে। পার্শ্ববর্তী দেশটিতে বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি দামে ইউরিয়া বিক্রি হওয়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র এ কাজে জড়িত বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক অভিযানে সম্প্রতি বিপুল পরিমাণ ইউরিয়া জব্দ করা হয়েছে।

আমদানি-রফতানি সন্ধ্যা ৬টার পর বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

Bonik Barta

কাগজপত্রবিহীন ও চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে কোনো পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করেছে বেনাপোল কাস্টমস। তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ী, আমদানিকারক ও রফতানিকারকরা। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা অবশ্য বলছেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি, প্রশংসায় আইএমএফ

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফের সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে।’শুক্রবার হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ।’ তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এ সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান। থমাস হেলব্লিং আরো জানান, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলির পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনো দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’ তবে এ পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা—সেটিও আইএমএফ মূল্যায়ন করবে। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

কানাডার ‘প্রতারণামূলক’ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক বাড়ালেন আরো ১০%

Bonik Barta

কানাডার একটি বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক ও বৈরী পদক্ষেপ’ আখ্যা দিয়ে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই শুল্ক ‘তারা (কানাডা) এখন যা দিচ্ছে তার ওপরে’ ধার্য হবে। খবর রয়টার্স। শনিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেন, ‘তারা জানত বিজ্ঞাপনটি প্রতারণামূলক, তবুও ওয়ার্ল্ড সিরিজের সময় তা প্রচার করেছে।' বিজ্ঞাপনটিকে 'বিভ্রান্তিকর' আখ্যা দিয়ে ট্রাম্প বৃহস্পতিবার অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছিলেন।

ঢাকার মানুষের মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

Bonik Barta

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) হিসাব অনুযায়ী ঢাকা জেলার বাসিন্দাদের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার। দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে ২ হাজার ৮২০ ডলার, সেখানে এ পরিমাণ দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণের কাছাকাছি। গতকাল রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত অর্থনৈতিক অবস্থান সূচক বা ইপিআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১১ সালে করা জেলাভিত্তিক জিডিপির তথ্যকে ভিত্তি ধরে এ জেলার বিনিয়োগ, ভোগ, ব্যয়, আমদানি, রফতানি, আয়তন, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি বিষয়কে বিবেচনায় নিয়ে ঢাকা জেলার মাথাপিছু আয়ের এ হিসাব অনুমান করা হয়েছে বলে জানিয়েছে ডিসিসিআই।

২০২৫-২৬ মৌসুমে শস্য উৎপাদন আরো বাড়ার পূর্বাভাস আইজিসির

Bonik Barta

২০২৫-২৬ মৌসুমের (জুলাই-জুন) জন্য মোট শস্য (গম ও অন্যান্য দানাদার শস্য) উৎপাদনের পূর্বাভাস আবার সংশোধন করেছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। সর্বশেষ ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এ সময় গম ও যবের ফলন প্রত্যাশার তুলনায় বাড়তে পারে। এর প্রভাবে বিশ্বব্যাপী শস্য উৎপাদন পৌঁছতে পারে ২৪২ কোটি ৫০ লাখ টনে। এটি আগের মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় ১ কোটি ৩০ লাখ টন বেশি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ১.৬%

Bonik Barta

বিশ্বব্যাপী সেপ্টেম্বরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ১ দশমিক ৬ শতাংশ। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এ সময় মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ১৮ লাখ টনে। খবর হেলেনিক শিপিং নিউজ। ওয়ার্ল্ড স্টিল তার সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের ৭০টি দেশের ইস্পাত উৎপাদনের তথ্য প্রকাশ করেছে। ধাতব পণ্যটির বৈশ্বিক উৎপাদনে দেশগুলোর অবদান ৯৮ শতাংশ।

ভারতে কমেছে স্বর্ণের চাহিদা চীন-সিঙ্গাপুরে ক্রয় বাড়ছে

Bonik Barta

এশিয়ার স্বর্ণবাজারে গত সপ্তাহে মিশ্র চিত্র দেখা গেছে। এ সময় ভারতে দাম কিছুটা কমলেও ক্রেতারা বড় ধরনের মূল্য সংশোধনের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দরপতনের কারণে গত সপ্তাহে চীন ও সিঙ্গাপুরে স্বর্ণের ক্রয় বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতের স্থানীয় ডিলাররা গত সপ্তাহে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি আউন্সে সর্বোচ্চ ২৫ ডলার পর্যন্ত প্রিমিয়াম (মূল্য সংযোজন) ধার্য করেছেন, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত। উল্লেখ্য, এর মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।

এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে ১৪ শতাংশ

Bonik Barta

চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের আয় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি ৪৮৪ কোটি টাকা আয় করেছে, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৪২৩ কোটি টাকা। গতকাল অনুষ্ঠিত সভায় কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে এর পর্ষদ।

Forex-reserves buildup gets cautious IMF plaudits

The Financial Express

The International Monetary Fund (IMF) has cautiously hailed Bangladesh's recent foreign-exchange -reserves buildup, pending a spot-check as to whether the modalities of market operations are consistent with the Fund-prescribed exchange regime. An IMF mission is scheduled to visit Dhaka this week for the fifth review of progress on the conditions binding its US$5.50 -billion lending package meant to stabilise the country's macroeconomic situation, according to IMF's deputy director for Asia and Pacific Department Thomas Helbling. "They will conduct the discussions with the authorities, and remains to be seen what the outcome is. Mission will be in the field," he said in response to a question at a press briefing in Hong Kong on Friday on the Regional Economic Outlook for the Asia -Pacific region.

রেকর্ড উচ্চতায় ওয়াল স্ট্রিটের শেয়ার সূচক

Bonik Barta

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে পূর্বাভাসের তুলনায় কম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার আরো অন্তত দুই দফায় কমানোর সম্ভাবনা বেড়েছে। এ পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ে আশাবাদী মনোভাব দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। এর ধারাবাহিকতায় শুক্রবার সাপ্তাহিক লেনদেনের শেষদিনে ওয়াল স্ট্রিটের প্রধান শেয়ারবাজার সূচক বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড উচ্চতায়।

যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি জাপানে আমদানির পরিকল্পনা করছে টয়োটা

Bonik Barta

যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি জাপানে আমদানির পরিকল্পনা করছে টয়োটা মোটর। আগামীকাল শুরু হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনদিনের জাপান সফরের সময় এ পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টয়োটা চেয়ারম্যান আকিও টয়োডা ট্রাম্প ও জাপানের শীর্ষ ব্যবসায়ীদের এক বৈঠকে এ ঘোষণা দিতে পারেন। কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। জাপান সরকারও যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি অতিরিক্ত পরীক্ষাবিহীনভাবে বিক্রির অনুমোদন দিতে বিধি সংশোধনের কথা ভাবছে।

হিলিতে দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

Bonik Barta

দুদিন আগেও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বর্তমানে তা বেড়ে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় পেঁয়াজ আগে ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আমদানি কমায় বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ভারত থেকে আমদানি কমে যাওয়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আমদানিকৃত ও দেশীয় দুই ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। এর মধ্যে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আর দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা।

যুক্তরাষ্ট্রে রফতানি পণ্যে বাড়ছে শুল্ক, চাপের মুখে বাংলাদেশ

Bonik Barta

যুক্তরাষ্ট্রের নতুন পারস্পরিক শুল্ক নীতির কারণে দেশটির বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের ওপর শুল্ক হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এর ফলে রফতানিকারকরা বড় ধরনের চাপের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কের প্রভাব এবং এলডিসি থেকে উত্তরণ: বাংলাদেশের উদ্বেগ ও করণীয়’ নিয়ে জার্নালিস্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়।

সিস্টিক ফাইব্রোসিস চিকিৎসায় ‘ট্রিকো’ বাজারে আনছে বেক্সিমকো

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ ট্রিকাফটার জেনেরিক সংস্করণ ‘ট্রিকো’ বাজারে আনার ঘোষণা দিয়েছে বেক্সিমকো ফার্মা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত নর্থ আমেরিকান সিস্টিক ফাইব্রোসিস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। ওষুধটি ২০২৬ সালের এপ্রিল নাগাদ সরবরাহ করা যাবে বলে জানানো হয়েছে। কনফারেন্সে জানানো হয়, বেক্সিমকো ফার্মার তৈরি ট্রিকোর মাধ্যমে প্রতিটি শিশুর জন্য বছরে ব্যয় হবে মাত্র ৬ হাজার ৩৭৫ ডলার, যেখানে মার্কিন কোম্পানির তৈরি ট্রিকাফটার খরচ বছরে ৩ লাখ ৭০ হাজার ডলার।

কোহিনূর কেমিক্যালসের ৭৫% লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। তথ্যানুসারে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৭ ডিসেম্বর বেলা ৩টা ১৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।