ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ কানাডার
Bonik Barta
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের অতিরিক্ত আমদানি রোধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর এফটি। মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সঙ্গে ২৫ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফের সামঞ্জস্য করবে কানাডা। তবে বিষয়টি ২১ জুলাইয়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে। ৩০ জুন কার্যকর হতে যাওয়া নতুন শুল্কের লক্ষ্য ডাম্পিং ঠেকানো। যেসব দেশ কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেই, সেসব দেশ যদি ২০২৪ সালের তুলনায় বেশি ইস্পাত কানাডায় রফতানি করতে চায়, তাহলে নতুন করে শুল্ক প্রযোজ্য হবে।
বিশ্ববাজারে সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ
Bonik Barta
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত বিলম্ব হওয়ার এ খবরে গতকাল জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১ ডলার ৫৭ সেন্ট বা ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৭ ডলার ২৮ সেন্টে। যদিও এ সময় দাম বেড়েছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)। বাজারে গতকাল জুলাইয়ে সরবরাহের চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৬৬ সেন্ট। এটি এর আগের তুলনায় ৫২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেশি। আর আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম গতকাল ছিল ৭৪ ডলার ৬ সেন্ট, যা আগের তুলনায় ৫৬ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেশি।
বিকাশ অ্যাপে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা
Bonik Barta
বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ‘ডিজিটাল লোন’ নিতে পারবেন গ্রাহকরা। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে ২০২১ সালে এই ডিজিটাল ঋণ সুবিধা চালু হলেও এতদিন এর সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এ ঋণের সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এখন পর্যন্ত বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখের বেশি ডিজিটাল ঋণ নিয়েছেন প্রায় ১০ লাখ বিকাশ গ্রাহক, টাকার অংকে যার পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি। গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত লোনের পরিমাণ লিখে পরের ধাপে গিয়ে শর্তাবলি ভালোভাবে পড়ে-বুঝে সম্মতি দিতে হবে। তারপর পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। ঋণের ধরন অনুযায়ী গ্রাহককে মাসিক কিস্তিতে তা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া হবে। তবে গ্রাহক চাইলে মেয়াদ পূর্তির আগেই আংশিক বা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে শুধু ব্যবহার করা সময়ের জন্যই সুদ দিতে হবে। অগ্রিম পরিশোধের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। এ ঋণের সর্বোচ্চ মেয়াদ ছয় মাস। এজন্য যেতে হবে না ব্যাংকে, লাগবে না কোনো কাগজপত্র।
জিম্বাবুয়ের ভুট্টা উৎপাদন দ্বিগুণের পূর্বাভাস
Bonik Barta
অনুকূল আবহাওয়ার প্রভাবে ২০২৫-২৬ বিপণন বর্ষে জিম্বাবুয়ের ভুট্টা উৎপাদন দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। প্রতিবেদন অনুযায়ী, চলতি বিপণন বর্ষে জিম্বাবুয়ের ভুট্টা উৎপাদন ১৩ লাখ টনে পৌঁছতে পারে। আগের বছর খরার কারণে উৎপাদন হয়েছিল মাত্র ৬ লাখ ৩৫ হাজার টন। এবার উৎপাদন ভালো হওয়ার পেছনে বিপণন বর্ষের শেষার্ধে অনুকূল আবহাওয়া পরিস্থিতি অবদান রাখতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
ফিউচার মার্কেটে কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম
Bonik Barta
প্রধান বাজারগুলোয় চাহিদা হ্রাসের কারণে ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল প্রতি টন পাম অয়েল বেচাকেনা হয়েছে ৪ হাজার ৯৪ রিঙ্গিতে (৯৬২ ডলার ৬১ সেন্ট), যা আগের দিনের তুলনায় ১০ রিঙ্গিত বা দশমিক ২৪ শতাংশ কম। যদিও সপ্তাহজুড়ে পণ্যটির চুক্তিমূল্য বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। খবর বিজনেস রেকর্ডার। এ বিষয়ে সেলাঙ্গরভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিনডুং বেস্টারির পরিচালক পারামালিঙ্গাম সুপ্রামানিয়াম বলেন, ‘লেনদেনের পরিমাণ তুলনামূলক কমেছে। চলতি সপ্তাহের ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখতে হলে বাড়তি কোনো ইতিবাচক খবরের প্রয়োজন হবে। কারণ এখন পর্যন্ত চাহিদা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি।’
Recapitalisation vs inflation: Twin dilemmas of our banking crisis
The Business Standard
For years, Bangladesh's banking sector operated under political patronage, allowing loans to be issued – often under fictitious names and without proper collateral. Much of this borrowing has since defaulted. Following the fall of the Awami League government after the August 2024 uprising, the true scale of the damage is coming into focus. And the picture is grim. Seasoned bankers and economists warn that the country's banking sector is staring into an abyss, with no clear path out. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
According to Bangladesh Bank, non-performing loans (NPLs) stood at Tk4.2 lakh crore as of March 2025. Experts predict this figure could reach Tk8 lakh crore within six months – nearly half of the Tk17.12 lakh crore currently lent out by banks. Of these bad loans, 81% fall into the "bad and loss" category, meaning no repayments have been made for nine to twelve months or more. This has plunged many banks into a severe liquidity crisis. Unable to recover loans, they are now struggling to return depositors' funds. Among the country's 61 banks, at least 16 are in precarious condition, collectively holding 77% of total bad loans – equivalent to Tk3.25 lakh crore.
Cut likely in airlines' hangar fees, airport surcharges
The Business Standard
Bangladesh's struggling private airlines are getting a much-needed boost as the government rolls out several financial relief measures. The aim is to revitalise an industry battered by soaring operational costs, including high fuel prices, hangar rents, airport fees, and surcharges. From VAT exemptions on aircraft leases to fuel price cuts and potential reductions in hangar charges and airport surcharges, these initiatives have ignited hope among the country's few remaining private carriers."The reduction of surcharge and hangar charge at the airport is under active consideration, and a formal announcement is expected soon," Civil Aviation Authority of Bangladesh (CAAB) Chairman Air Vice Marshal Mohammad Monjur Kabir Bhuiyan told The Business Standard. A source from the civil aviation ministry confirmed that revised hangar charges have already been forwarded to the Finance Division for final approval.
NBR Reform Unity Council announces fresh round of pen-down strike for Monday to press demands
The Business Standard
NBR Reform Unity Council, a platform of National Board of Revenue (NBR) officials, have announced a fresh round of pen-down strike for Monday, demanding their inclusion in reforms of the institution.
The platform pressed for their demands of removing NBR Chairman Abdur Rahman Khan from the position, and inclusion of the platform's representatives to the process of dissolving the NBR into separate divisions Revenue Policy Division and the Revenue Management Division. "Officers and employees of all departments in Dhaka will observe a sit-in programme and pen-down programme from 9am to 12pm at their respective offices," said the platform at a press briefing at Agargaon Revenue Building today (21 June).
বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন উৎপাদিত সাত পণ্যের মধ্যে একটিতে লক্ষ্যমাত্রা অর্জন
Bonik Barta
বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) কর্তৃক উৎপাদিত সাত ধরনের পণ্যের মধ্যে শুধু স্পিরিট-অ্যালকোহলেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এছাড়া ফরেন লিকারের উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি হলেও চিনি, চিটাগুড়সহ অন্যান্য পণ্যে এখনো পিছিয়ে রয়েছে সংস্থাটি। চাহিদা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের পুরনো কারখানার সক্ষমতা দিন দিন কমতে থাকায় ক্রমশ পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসএফআইসি। ২০২৩-২৪ মৌসুমের উৎপাদন প্রতিবেদন অনুযায়ী, এ সময় চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ১০ টন। কিন্তু মৌসুম শেষে নয়টি মিলে মোট উৎপাদন হয়েছে ৩০ হাজার ৮১৮ টন, যা লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৪৭ শতাংশ। যদিও এ সময়ে স্পিরিট-অ্যালকোহলের লক্ষ্যমাত্রা ৬০ লাখ প্রুফ লিটারের মধ্যে উৎপাদন হয়েছে ৬০ লাখ ২৯ হাজার প্রুফ লিটার। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিতীয় স্থানে রয়েছে ফরেন লিকার। সর্বশেষ মৌসুমে এ পণ্যের উৎপাদন ২ লাখ ৩৩ হাজার কেস, যা লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে চিটাগুড় লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৪১ শতাংশ, জৈবসার ৭৩ দশমিক ৬৪ শতাংশ, চিনি ৬৮ দশমিক ৪৭ শতাংশ এবং ভিনেগার ৬৩ দশমিক ১১ শতাংশ উৎপাদন হয়েছে।
পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে দশমিক ৯৬ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৭০৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৭৬২ পয়েন্ট। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২৯ পয়েন্ট।
শূন্য নিঃসরণ গাড়ির বাজারে চীনের আধিপত্য
Bonik Barta
বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে দ্রুত প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাচ্ছে চীনা কোম্পানিগুলো। গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশন (আইসিসিটি) সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক শূন্য কার্বন নিঃসরণ বা জিরো এমিশন যানবাহনের প্রতিযোগিতায় চীনা কোম্পানিগুলোর আধিপত্য এখন স্পষ্ট। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতি বছর বিশ্বে যত ইভি বিক্রি হয়, তার অর্ধেকের বেশি বিক্রি হয় চীনেই। গত বছর এ সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের শুরুতে চীনে এক মাসে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি প্রথমবারের মতো ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আরেক গবেষণা প্রতিষ্ঠান রো মোশন। চীনের অভ্যন্তরীণ চাহিদা ও রফতানির ওপর জোর দেয়ার ফলেই এমন সাফল্য এসেছে বলে বিশ্লেষকদের ধারণা।
Project worth Tk 46.62b up for ECNEC approval
The Financial Express
Another hefty sum of Tk 31.74 billion is to be invested over the next two years in maintenance dredging along the 75-kilometre channel of the Payra Port, which continuously faces navigability challenges for its distance from the sea estuary. Additionally, two hopper dredgers will be procured at a cost of Tk 14.0 billion for regular maintenance dredging to maintain navigability in the long term to keep the seaport operational, officials say. In this regard, the Ministry of Shipping has proposed a project titled 'Maintenance Dredging of Rabnabad Channel of Payra Port and Procurement of Hopper Dredger'. The estimated aggregate cost of the project is Tk 46.62 billion, which will cover dredging operations, dredger procurement and associated activities, said Planning Commission sources. "The Physical Infrastructure Division of the Planning Commission reviewed the proposal at a project-evaluation committee (PEC) meeting Wednesday and decided to forward it to the Executive Committee of the National Economic Council (ECNEC) for final approval, subject to the incorporation of certain recommendations," a senior planning official said.