19-Jun-2025

Friday 20 June 2025

21-Jun-2025

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ এক বছরের সর্বনিম্নে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ এক বছরের সর্বনিম্নে নেমেছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী, ১৩ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ১ কোটি ১৫ লাখ ব্যারেল কমে ৪২ কোটি ৯ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। সংস্থাটি আরো জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি দৈনিক ১৮ লাখ ব্যারেল কমে ১১ লাখ ব্যারেলে নেমেছে। এ সময় রফতানির পরিমাণ ছিল দৈনিক ৪৪ লাখ ব্যারেল, যা আগের তুলনায় ১১ লাখ ব্যারেল বেশি। এ বিষয়ে বাজার বিশ্লেষক অ্যান্ডি লিপো বলেন, ‘এক মাস আগের বুকিং অনুযায়ী গত সপ্তাহে জ্বালানি তেল রফতানি করেছে যুক্তরাষ্ট্র। ফিউচার মার্কেটে ব্রেন্ট ও ডব্লিউটিআই দামের ব্যবধান কমে আসায় সামনের সপ্তাহগুলোয় রফতানি কমে যেতে পারে।’

কৃষ্ণসাগরীয় অঞ্চলগুলোয় ভুট্টার দাম কমার পূর্বাভাস

Bonik Barta

কৃষ্ণসাগরীয় অঞ্চলে আসন্ন মৌসুমে ভুট্টার ফলন ভালো হওয়ার পূর্বাভাস রয়েছে। এ কারণে সামনের দিনগুলোয় অঞ্চলটিতে কমতে পারে খাদ্যশস্যটির দাম। বাজার বিশ্লেষকদের মতে, রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেনসহ প্রধান রফতানিকারক দেশগুলোয় খরার অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় ভুট্টার ফলন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্ল্যাটস জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে রোমানিয়ায় ভুট্টা উৎপাদন বাড়তে পারে ৭৬ শতাংশ। এ সময় মোট উৎপাদন পৌঁছতে পারে ১ কোটি ১৪ লাখ টনে। এ সময় বুলগেরিয়ায় উৎপাদন ১৬ লাখ থেকে বেড়ে ৩৩ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের উৎপাদন ২ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ৩ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সার্বিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি বলেন, ‘ভুট্টা বপন শেষ হয়েছে। জমির পরিমাণ গত বছরের মতোই আছে। তবে অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় ভালো ফলন ও উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।’

ভারতে ৬৫ হাজার টন পাম অয়েল আমদানির ক্রয়াদেশ বাতিল

Bonik Barta

ফিউচার মার্কেটে সম্প্রতি মালয়েশীয় পাম অয়েলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। এ কারণে ভারতের পরিশোধনকারী কোম্পানিগুলো জুলাই-সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৬৫ হাজার টন অপরিশোধিত পাম অয়েল (সিপিও) আমদানির ক্রয়াদেশ বাতিল করেছে। ব্যবসাসংশ্লিষ্ট চার সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লোকসানের ঝুঁকি এড়ানো ও মুনাফা নিশ্চিত করতে ভোজ্যতেলটির ক্রয়াদেশ বাতিল করেছেন ভারতের ব্যবসায়ীরা। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি পরিশোধনকারী কোম্পানির মালিক বলেন, ‘বর্তমান বাজার অস্থিতিশীল সময় পার করছে। অপরিশোধিত পাম অয়েলের ক্রয়াদেশ বাতিল করে যে অর্থ সাশ্রয় হচ্ছে, তা আমদানি, পরিশোধন ও স্থানীয় বাজারে বিক্রির তুলনায় বেশি।’ ভারতীয় ক্রেতারা প্রায় এক মাস আগে প্রতি টন পাম অয়েল ১ হাজার থেকে ১ হাজার ৩০ ডলারে কিনতে পারতেন (খরচ, বীমা ও পরিবহনসহ)। বর্তমানে জুলাইয়ে সরবরাহের চুক্তির আওতায় তা বেড়ে টনপ্রতি প্রায় ১ হাজার ৭০ ডলারে পৌঁছেছে। এদিকে যুক্তরাষ্ট্র বায়োফুয়েল মিশ্রণের পরিমাণ বৃদ্ধির প্রস্তাব দেয়ার পর শিকাগোয় সয়াবিন তেলের দামও বাড়তে শুরু করেছে।

শূন্য সুদহারে ফিরল সুইজারল্যান্ড

Bonik Barta

সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে শূন্য শতাংশে নামিয়ে এনেছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেশটিতে নেতিবাচক সুদহারে ফিরে যাওয়ায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সুদহার কমানোর সিদ্ধান্তটি বাজারে বহুল প্রত্যাশিত ছিল। কারণ সম্প্রতি ব্যবসায়িক জরিপে প্রায় ৮১ শতাংশই বলেছিলেন সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে। অন্যদিকে ১৯ শতাংশ বলেছিল, ৫০ বেসিস পয়েন্ট কমতে পারে। বিশ্বের বেশির ভাগ দেশ এখনো মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে, এর বিপরীতে সুইজারল্যান্ড মূল্যসংকোচনে ভুগছে। দেশটিতে গত মাসে ভোক্তা মূল্যহার আগের বছরের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। অবশ্য সুইজারল্যান্ডে মূল্যস্ফীতির ধীরতা অস্বাভাবিক কিছু নয়। ২০১০ ও ২০২০-এর দশকে দেশটি অনেকবার মূল্যসংকোচন পার করেছে। এর একটি বড় কারণ হলো সুইস মুদ্রা ফ্রাঁর শক্তিশালী অবস্থান। আর্থিক প্রতিষ্ঠান আইএনজির ফ্রান্স ও সুইজারল্যান্ডবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শার্লট দ্য মঁপেলিয়ে বলেন, ‘একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত হওয়ায় বৈশ্বিক বাজারে চাপ পড়লে সুইস ফ্রাঁর মান সাধারণত বাড়ে। ফলে আমদানীকৃত পণ্যের দাম কমে যায়। সুইজারল্যান্ড একটি ছোট এবং উন্মুক্ত অর্থনীতি, যেখানে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) মূল্যস্ফীতির বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল।’

গত ১১ মাসে ভ্যাট ও কাস্টমসের রাজস্ব ঘাটতি ৬৭ হাজার কোটি টাকা

Bonik Barta

শেষ হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ভ্যাট ও কাস্টমসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ ভ্যাট ও কাস্টমস খাতে সংশোধিত লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ১০ শতাংশ অর্জন করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। গতকাল ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে পর্যালোচনা সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্য, ঢাকায় পদস্থ কমিশনার, মহাপরিচালক, প্রথম ও দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ) অংশ নেন। এছাড়া ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার থেকে কমিশনার/মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তারা জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন। এনবিআর জানায়, অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ দশমিক ৪৫ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ দশমিক ২৬ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। এ ১১ মাসে মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আয় করেছে এনবিআর। এ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ কোটি টাকা। গত অর্থবছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

ষষ্ঠ দিনের মতো কমেছে আকরিক লোহার দাম

Bonik Barta

চীনের রিয়েল এস্টেট খাতে দীর্ঘমেয়াদি সংকটের কারণে ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামাল আকরিক লোহার চাহিদা দিন দিন কমছে। এর প্রভাবে গতকাল টানা ষষ্ঠ দিনের মতো ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। ডিসিইতে গতকাল সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম কমেছে দশমিক ৩৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৬৯২ দশমিক ৫ ইউয়ানে (৯৬ ডলার ৩২ সেন্ট)। একই সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে টনপ্রতি আকরিক লোহার দাম ৯২ ডলার ৩৫ সেন্টে অপরিবর্তিত ছিল। এ বিষয়ে ব্রোকার হেক্সুন ফিউচার্স জানিয়েছে, চীনে বর্তমানে আকরিক লোহার মৌসুমি চাহিদা কমতে শুরু করেছে। দেশটির বন্দরগুলোয় পণ্যটির মজুদ বাড়তে শুরু করেছে। স্টিলহোমের তথ্যানুযায়ী, ১৩ জুন পর্যন্ত চীনের বন্দরগুলোয় আকরিক লোহার মোট মজুদ আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ১৩ কোটি ৩৪ লাখ টনে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী কয়েক বছরে চীনের নতুন আবাসনের চাহিদা ২০১৭ সালের সর্বোচ্চ চাহিদার তুলনায় অনেক কম থাকবে। এমন পূর্বাভাস বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দীর্ঘমেয়াদি আবাসন খাতে মন্দার আশঙ্কা তৈরি করেছে। এমনকি এটি আকরিক লোহার দামে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

Tax revenue growth slows sharply

The Financial Express

Tax-revenue collection remained sluggish up to May, posting only 6.0-percent growth and raising serious doubts about meeting the revised target for the current fiscal year (FY 2024-25). During the July-May period, the National Board of Revenue (NBR) achieved only 6.0 per cent growth, much lower than above 10 per cent averaged over the past five years. Up to May, the NBR mobilised Tk 3.27 trillion in tax revenue, facing a shortfall of Tk 666 billion against the revised target for this period, according to figures released on Thursday. To achieve the FY25 target, the revenue authority will have to collect Tk 4.63 trillion more by June 30, 2025. Among its three wings, the VAT department recorded 8.78 per cent growth, collecting Tk 1.27 trillion, but still fell short of the target by Tk 180.35 billion. The income tax wing collected Tk 1.07 trillion, marking 6.66 per cent growth, with a shortfall of Tk 322.28 billion.

ADB, WB approve $1.5b in loans to support reforms, energy security

The Financial Express

Two top global lenders on Thursday approved loans amounting to US$1.54 billion to support banking-sector reforms, economic development, climate-impact resilience, and energy security in Bangladesh. Of the total, the Asian Development Bank (ADB) will provide $900 million while another $640 million will be available from the World Bank (WB), according to press statements. The financial support comes at a time when the country is dire need of foreign currency to finance its external trade and development projects. The ADB will provide a $500 million policy-based loan to help stabilise and reform the banking sector in Bangladesh by strengthening regulatory supervision, corporate governance, asset quality, and stability. The Stabilizing and Reforming the Banking Sector Program, Subprogram-1, aims to focus on policy reforms to promote finance sector resilience by enhancing banking sector governance, increasing the effectiveness of Bangladesh Bank's liquidity management framework, and introducing immediate measures to resolve significant nonperforming loans in the banking system.