18-Sep-2025

Friday 19 September 2025

20-Sep-2025

অস্ট্রেলিয়ার বাজারে ওষুধ পাঠিয়েছে রেনাটা

Bonik Barta

ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি সফলভাবে রিভারোক্সাবান ১৫ ও ২০ মিলিগ্রামের ওষুধ অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে। দেশটির বাজারে ওষুধটি প্রথমবারের মতো রক্ত জমাট বাঁধা প্রতিরোধক ক্যাপসুল আকারে পাওয়া যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। তথ্যানুসারে ওষুধটি অস্ট্রেলিয়ার ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ন্ত্রক সংস্থা (টিজিএ) অনুমোদিত কারখানায় তৈরি করা হয়েছে, যা বৈশ্বিক নিয়ন্ত্রক মানদণ্ড মেনে চলায় রেনাটার অঙ্গীকারকে প্রতিফলিত করে। এ অর্জন শুধু অস্ট্রেলিয়ার রোগীদের জন্য চিকিৎসার বিকল্প বাড়ায়নি, বরং আন্তর্জাতিক বাজারে রেনাটার ধারাবাহিক অগ্রগতিকেও তুলে ধরেছে।

যুক্তরাজ্যে রেকর্ড ১৫০ বিলিয়ন পাউন্ড মার্কিন বিনিয়োগের ঘোষণা

Bonik Barta

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকালে যুক্তরাজ্যে রেকর্ড ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিভিন্ন খাতের মার্কিন কোম্পানিগুলো। বেসরকারি বিনিয়োগ হিসেবে একে সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি হিসেবে আখ্যায়িত করছে যুক্তরাজ্য সরকার, যা হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি করবে। প্রতিশ্রুত বিনিয়োগের বড় অংশই দেবে বিশ্বের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, আগামী ১০ বছরে যুক্তরাজ্যে ৯০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে কোম্পানিটি। এছাড়া চার বছরে ২২ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে মাইক্রোসফট। বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গুগল, প্রলজিস, প্যালান্টির, আমেন্টাম ও বোয়িং। খবর বিবিসি

জেদ্দায় বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট প্রকল্প

Bonik Barta

সৌদি আরবের জেদ্দায় ২৮ হাজার ৮০০ বর্গমিটারের ভূমি অধিগ্রহণের ঘোষণা দিয়েছে লন্ডনের পুঁজিবাজারে তালিকাভুক্ত সৌদি রিয়েল এস্টেট ডেভেলপার দার গ্লোবাল। মিশ্র চরিত্রের প্রকল্পটিতে থাকবে প্রিমিয়াম আবাসন, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, খুচরা দোকান ও অফিস স্পেস। খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি জেদ্দার সাম্প্রতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে যাচ্ছে, যা সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জ্বালানি তেলবহির্ভূত অর্থনৈতিক সম্প্রসারণে নতুন এ এজেন্ডা নিয়ে কাজ করছে সৌদি সরকার। এ লক্ষ্য পূরণে দেশী-বিদেশী বিনিয়োগের জন্য নীতি সহজ করেছে জেদ্দা।

আগস্টে ভারত থেকে ৩৫১০ কোটি ডলারের রফতানি

Bonik Barta

গত মাসের শেষ দিকে ভারত থেকে আমদানীকৃত পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। শুল্কের এ বাধা এড়াতে আগাম রফতানির কারণে আগস্টে বেশ সরগরম ছিল ভারতীয় বন্দরগুলো। ওই মাসে দেশটির পণ্য রফতানি ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৫১০ কোটি ডলারে পৌঁছে। খবর দ্য হিন্দু। আগস্টে ভারতের রফতানি প্রবৃদ্ধিতে অবদান রেখেছে রত্ন ও গহনা শিল্প, প্রকৌশল, ইলেকট্রনিকস ও পেট্রোলিয়াম পণ্য। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে বলা হয়েছে, শুল্কের প্রভাব এড়াতে যুক্তরাষ্ট্রে অনেক পণ্য আগাম রফতানি হয়েছে। তবে বার্ষিক হারে বাড়লেও আগের কয়েক মাসের তুলনায় আগস্টে রফতানিতে কিছুটা ধীরগতি দেখা গেছে।

জাপানি উপকরণ-প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হবে নভেম্বরে

Bonik Barta

জাপানের নির্মাণশিল্পে তীব্র শ্রমিক সংকট মোকাবেলা এবং বাংলাদেশী তরুণদের জন্য আরো ভালো ক্যারিয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে জাপান-বাংলাদেশ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে চলতি বছরের নভেম্বর মাসে। হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান), হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) যৌথভাবে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় যৌথ এ প্রকল্পে নেতৃত্ব দেবেন হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা। জাপান থেকে আগত অভিজ্ঞ ও বিশেষায়িত প্রশিক্ষক ও জাপানি ভাষা শিক্ষকের তত্ত্বাবধানেএ কর্মসূচি পরিচালিত হবে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে জাপান থেকে সরাসরি আমদানি করা নির্মাণ উপকরণ ব্যবহার করা হবে। এতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, যা তাদের একটি নিশ্চিত ক্যারিয়ার পথ তৈরি করে দেবে।

এসসিসিআই বাণিজ্য সম্মেলনে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান রাজনীতি এখন বিনিয়োগে সরাসরি প্রভাব ফেলছে

Bonik Barta

রাজনীতি এখন বিনিয়োগে সরাসরি প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি, পৃথক অর্থনীতি, আঞ্চলিক অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্য ব্লকগুলোর উচিত তাদের পথ নির্ধারণ করা—কীভাবে তারা এ পরিবর্তনশীল বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে চলবে, কীভাবে এ পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের পরিচালিত করবে। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘বৈশ্বিক ও আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগের অগ্রগতি’ শীর্ষক এক সম্মেলনে এ কথা বলেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ সময় ‘ইমার্জিং ট্রেডস ইন গ্লোবাল পলিটিকস অ্যান্ড ইমপ্লিকেশনস ইন দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার’ ও ‘ইনক্রিজিং সাউথ এশিয়া ইকোনমিক কো-অপারেশন: অপশনস ফর ইনহ্যান্সিং কনেক্টিভিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়

দেশের প্রথম শতভাগ রিসাইকেলড গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করল মেঘনা ব্যাংক

Bonik Barta

মেঘনা ব্যাংক পিএলসি দেশের প্রথম শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে। এ উদ্যোগ ব্যাংকের টেকসই ব্যাংকিং ও পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতির প্রতিফলন। একই সঙ্গে ‘গ্রিন প্লাটিনাম’ ও ‘উইমেন প্লাটিনাম’ নামে দুটি নতুন প্রিমিয়াম ভিসা ক্রেডিট কার্ড উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) এবং হেড অব কার্ডসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইভরি কোস্টে কোকোর ফলন বাড়ার সম্ভাবনা

Bonik Barta

আইভরি কোস্টে গত সপ্তাহে কোকোর ফলন বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দেশটির কৃষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশটিতে এখন বর্ষা মৌসুম চলছে, যা সাধারণত এপ্রিল থেকে মধ্য নভেম্বর পর্যন্ত চলে। এ সময় আইভরি কোস্টে সাধারণত ভারি বৃষ্টি হয়। কৃষকরা জানিয়েছেন, সাম্প্রতিক রোদ কোকো গাছে ব্ল্যাক পড রোগ প্রতিরোধে সহায়ক হচ্ছে। এছাড়া এতে কোকো ফল শুকানোর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের হালকা বৃষ্টি ফসলের উন্নয়নে সহায়তা করবে। তবে আগের বছরের চেয়ে দীর্ঘমেয়াদি ও উর্বর ফসল পেতে অক্টোবরের শেষ পর্যন্ত নিয়মিত বৃষ্টি প্রয়োজন হবে।

মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে

Bonik Barta

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গতকাল কমেছে। এ সময় বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম নেমে এসেছে ৪ হাজার ৪২৫ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার)। এটি আগের দিনের তুলনায় ৫০ রিঙ্গিত বা ১ দশমিক ১২ শতাংশ কম। খবর বিজনেস রেকর্ডার। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো বায়োফুয়েল উৎপাদনের জন্য কতটা ভোজ্যতেল (যেমন সয়াবিন তেল) ব্যবহার করতে হবে, এ নিয়ে লক্ষ্য নির্ধারণ করে। বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন, সয়াবিন তেলের জন্য বরাদ্দ বাড়বে। কিন্তু নিয়মে তেমন সুযোগ রাখা হয়নি। ফলে ভোজ্যতেলটির দাম কমে গেছে, যার প্রভাব পড়েছে পাম অয়েলের দামে। এছাড়া রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়াও পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

প্যারামাউন্টের ঋণমান ‘‌ডাবল এ’

Bonik Barta

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

স্টার্টআপে বিদেশী বিনিয়োগ আকর্ষণে নীতিমালা সংস্কার করছে জাপান

Bonik Barta

দেশীয় পর্যায়ে ইউনিকর্ন কোম্পানি বাড়ানোর লক্ষ্য নিয়েছে জাপান সরকার। এর অংশ হিসেবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি স্থানীয় স্টার্টআপে আরো বেশি বিদেশী ভেঞ্চার ক্যাপিটাল আকর্ষণে বিনিয়োগ নীতিমালায় সংশোধন আনছে। খবর নিক্কেই এশিয়া। চলতি মাসের শেষ নাগাদ বিদেশী বিনিয়োগকারী ও স্টার্টআপের মধ্যে চুক্তির ক্ষেত্রে নতুন নির্দেশিকা চূড়ান্ত করবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রণালয়। এতে স্টার্টআপের জন্য বাধ্যবাধকতা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নিয়ম বাতিল হবে। এর পরিবর্তে বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়ার বিকল্প পথ হিসেবে একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) উৎসাহিত করা হবে।

সমুদ্রপথে রাশিয়ার শস্য রফতানি নিম্নমুখী

Bonik Barta

রাশিয়ার সমুদ্রপথে শস্য রফতানি আগস্টে ৫৩ লাখ টনে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ কম। গত মঙ্গলবার প্রকাশিত শিল্পসংশ্লিষ্ট সূত্রের শিপিং ডাটায় এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। গত মৌসুমে রাশিয়ার মোট শস্য রফতানির প্রায় ৯০ শতাংশই এসেছিল সমুদ্রপথে। চলতি মৌসুমের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) সমুদ্রপথে মোট রফতানি দাঁড়িয়েছে ৮০ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ কম।

জ্বালানি তেলের বাজারে দরপতন অব্যাহত

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ প্রত্যাশামাফিক সুদহার কমালেও মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও অতিরিক্ত সরবরাহ পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৬ সেন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৭ ডলার ৬৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৩ ডলার ৭৭ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ২৮ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ কম।

ভারতে চালের রেকর্ড মজুদ, গম চার বছরের সর্বোচ্চে

Bonik Barta

ভারতের সরকারি গুদামে চালের মজুদ সেপ্টেম্বরের শুরুতে রেকর্ড পরিমাণে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যশস্যটির মজুদ বেড়েছে ১৪ শতাংশের বেশি। এ সময় গমের মজুদও চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ভারতের রেকর্ড চাল মজুদ দেশটির রফতানি বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে গমের বাড়তি মজুদের কারণে বাজারে সরবরাহ বাড়াতে পারে ভারত সরকার। এতে বছরের শেষ দিকে সম্ভাব্য হবে মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব বলে মনে করছেন তারা।

চীন থেকে জাহাজ কেনার চুক্তি বিএসসির পর্ষদে অনুমোদন

Bonik Barta

চীন থেকে দুটি নতুন জাহাজ কিনতে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে দুটি জাহাজ কেনার বিষয়টি অনুমোদনের জন্য গত ১২ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়। দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত হয়, যা বিএসসির নিজস্ব অর্থায়নে কেনা হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জাহাজ দুটি নির্মাণ করা হচ্ছে চীনে। সেখান থেকেই পাঠানো হবে বাংলাদেশে।

ডিজিটাল সেবা সম্প্রসারণে মেঘনা ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক

Bonik Barta

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে মেঘনা ব্যাংক পিএলসির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের ডিএমডি মো. কামাল হোসেন সরকার এবং মেঘনা ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. সাদেকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। চুক্তির আওতায় ট্রাস্ট মানি অ্যাপের চার লক্ষাধিক ব্যবহারকারী এবং মেঘনা পে গ্রাহকরা সহজে ফান্ড ট্রান্সফার ও অ্যাড মানি সুবিধা উপভোগ করতে পারবেন।

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে ওমেরা রিনিউয়েবল এনার্জি

Bonik Barta

পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে ৬ দশমিক শূন্য ৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর সেতু ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম ও ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় নয় হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে বছরে আনুমানিক ছয় হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে।

ফেড সুদহার কমালেও রয়ে গেছে মার্কিন অর্থনীতির অনিশ্চয়তা

Bonik Barta

চলতি বছর প্রথমবারের মতো সুদহার কমাল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে সুদহার নিয়ে আরো সতর্ক অবস্থান গ্রহণেরও। ফেড জানিয়েছে, সংস্থাটির সুদহার কর্তনসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তগুলো নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি পরিস্থিতির ওপর। মার্কিন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার এমন মন্তব্য থেকে দেশটির অর্থনীতিতে অনিশ্চয়তা বজায় থাকার আশঙ্কা করছেন অনেক বিনিয়োগকারী। বিশেষ করে অর্থনীতিতে দীর্ঘমেয়াদি স্ট্যাগফ্লেশনের (উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে নিম্ন প্রবৃদ্ধিও কর্মসংস্থান) আশঙ্কা করছেন তারা। খবর রয়টার্স ও এপি।

২০ লাখের বেশি ক্রুজযাত্রী প্রত্যাশা করছে তুরস্ক

Bonik Barta

চলতি বছরের শেষ নাগাদ ২০ লাখেরও বেশি প্রমোদতরী বা ক্রুজশিপে ভ্রমণকারী প্রত্যাশা করছে তুরস্ক। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ২০২৩ সালের ২২ লাখ পর্যটকের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। খবর আনাদোলু। তুরস্কের পর্যটন সংস্থাগুলোর সংগঠন টুরসাবের প্রধান ফিরুজ বাগলিকায়া সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রমোদতরীভিত্তিক বৈশ্বিক পর্যটন খাত দ্রুত পুনরুদ্ধার করেছে। এ সাফল্যের সুফল পাচ্ছে তুরস্ক।’ দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত সাত মাসে ৬৭৫টি প্রমোদতরীতে প্রায় ১০ লাখ পর্যটক তুরস্ক ভ্রমণ করেছে, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি।

BD becoming priority country to France in financing

The Financial Express

Bangladesh gradually becomes a priority country to France under Indo- Pacific development policy but its assistance, as of other countries, may pass through challenges ahead due to US global pullback trends The next G7 summit where the United States' role is significant for having strong investment would ascertain the global funding scenario though demand for development funds is high, according to France's government and funding agencies' officials of the important EU country. Officials of the Ministry for Europe and Foreign Affairs say the French government's approach to the region is more cooperative to development, but may have impact on the development policy after the next G7 summit with the United States being an important member of the elite grouping. The Group of Seven or G7 is an informal intergovernmental political and economic forum comprising Canada, France, Germany, Italy, Japan, the United Kingdom, and the United States, with the European Union also participating.