11-Sep-2025

Friday 12 September 2025

13-Sep-2025

এলএমইতে তামার দরপতন

Bonik Barta

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কমেছে গতকাল। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ভরা মৌসুমেও চাহিদা কম হওয়ায় দাম কমছে ব্যবহারিক ধাতুটির। তিন মাসে সরবরাহের চুক্তিতে গতকাল এলএমইতে তামার দাম দশমিক ২৫ শতাংশ কমে টনপ্রতি বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৮ ডলারে। তবে চীনের সাংহাইয়ের ফিউচার মার্কেটে পণ্যটির দাম কিছুটা বেড়েছে। দশমিক ৪৯ শতাংশ বেড়ে টনপ্রতি বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৮০ হাজার ৭০ ইউয়ানে (১১ হাজার ২৬৩ ডলার ৭৮ সেন্টের সমপরিমাণ)। খাতসংশ্লিষ্ট ব্রোকার প্রতিষ্ঠান গ্যালাক্সি ফিউচারস জানিয়েছে, সাধারণত বছরের এ সময় তামার চাহিদা বাড়ে। কিন্তু এবার ভরা মৌসুমেও পণ্যটির চাহিদার গতি শ্লথ হয়ে আসা বা বৃদ্ধি না পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার প্রভাব দেখা যাচ্ছে পণ্যটির বাজারে।

নিম্নমুখী প্রবণতা কাটিয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

Bonik Barta

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের বাজার উপাদানগুলো এ মুহূর্তে মূল্যহ্রাসের অনুকূলে। কিন্তু মস্কোর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হয়ে পড়ার ঘোষণায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর ভূরাজনৈতিক অস্থিরতা নতুন করে আরো তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দেয়, যা এ মুহূর্তে বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। সরবরাহ চাপ বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে লেনদেন শুরু হয়েছিল নিম্নমুখিতায়। যদিও পরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নতুন বিধিনিষেধের শঙ্কায় দাম বাড়তে থাকে পণ্যটির । আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম বেড়েছে ২ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স।

১২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক

Bonik Barta

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছিল তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পর্ষদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছিল তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পর্ষদ। তবে বর্তমান বাজার পরিস্থিতি ও প্রয়োজনীয় মূলধনসংক্রান্ত শর্ত পূরণে বন্ডটির আকার বাড়িয়ে ১ হাজার ২০০ কোটি টাকা করা হয়েছে। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সার্কুলার রেজল্যুশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে ব্যাংকটি। তথ্যানুসারে ব্যাসেল-৩-এর সঙ্গে সংগতি রেখে মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি চলমান রাখতে বন্ড ইস্যুর অর্থ ব্যবহার করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এইচএসবিসি ও সিপিএর যৌথ উদ্যোগে ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু

The Business Standard

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) যৌথ উদ্যোগে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু করেছে। এ উপলক্ষে এইচএসবিসি ও সিপিএ যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সিপিএর ঊর্ধ্বতন প্রতিনিধি, শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তি, গ্লোবাল পোর্ট অপারেটর, শিপিং ও সিঅ্যান্ডএফ এজেন্ট, টেকনোলজি পার্টনার এবং এইচএসবিসির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান ও এইচএসবিসি বাংলাদেশের মার্কেটস অ্যান্ড সিকিউরিটিজ সার্ভিসেস প্রধান বাশার এম তারেক।

স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম বাড়ল

The Financial Express

দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। নতুন দাম সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যে মুদ্রাগুলো দেড় লাখ টাকায় বিক্রি হতো, সেগুলোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা (বাক্সসহ)। এবারের বাড়তি দামের প্রেক্ষাপটে দেখা গেছে, এক বছরের ব্যবধানে স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়েছে ৫৫ হাজার টাকা। ২০২৪ সালের আগস্টে এ মুদ্রার দাম ছিল ১ লাখ ১৫ হাজার টাকা। অন্যদিকে স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক মুদ্রার দামও বেড়েছে। প্রতিটি রৌপ্যমুদ্রার (বাক্সসহ) দাম দেড় হাজার বাড়িয়ে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় এ সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়।

ডোনাল্ড ট্রাম্প নিজে শুল্ক বাড়াচ্ছেন, অন্যদেরও বাড়াতে চাপ দিচ্ছেন

Bonik Barta

চীন ও অন্যান্য এশীয় দেশ থেকে আমদানীকৃত গাড়ির ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে মেক্সিকো। আমদানি শুল্কের ব্যাপক এ পুনর্বিন্যাসের পেছনে আঞ্চলিক শীর্ষ বাণিজ্য অংশীদার দেশটির ওপর যুক্তরাষ্ট্রের চাপকে দায়ী করছেন বিশ্লেষকরা। শুধু মেক্সিকো নয়, চীন ও ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতাদের ওপরও চাপ প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, টেক্সটাইল, ইস্পাত ও গাড়িসহ বিভিন্ন খাতের পণ্যের ওপর আমদানি শুল্কহার বাড়ানো হবে। এতে প্রভাবিত হবে ৫ হাজার ২০০ কোটি ডলারের আমদানি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত বুধবার মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো ইব্রার্ড জানিয়েছেন, বর্তমানে চীনা গাড়ির ওপর ২০ শতাংশ কার্যকর রয়েছে। এখন তারা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সর্বোচ্চ অনুমোদিত সীমা পর্যন্ত শুল্ক বাড়াবেন। কারণ একটা নির্দিষ্ট মাত্রার সুরক্ষা ছাড়া কর্মসংস্থান বাজারে স্থিতিশীলতা ও দেশীয় শিল্পের প্রতিযোগিতা প্রায় অসম্ভব।

বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কমছে, শ্লথ হচ্ছে মার্কিন অর্থনীতি

Bonik Barta

বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে পূর্বাভাস সংশোধন করেছে ঋণমান সংস্থা ফিচ রেটিংস। সংশোধন করে পূর্বাভাস বাড়ালেও নিউইয়র্কভিত্তিক সংস্থাটির হিসাবে, বিশ্বব্যাপী চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষে প্রবৃদ্ধির হার অর্জন হবে ২০২৪ সালের তুলনায় কম। একই সঙ্গে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধির গতিও শ্লথ হয়ে আসছে বলে মনে করছে সংস্থাটি। ঋণমান সংস্থাটির সর্বশেষ বিশ্লেষণ অনুসারে, বৈশ্বিক অর্থনীতিতে চলতি বছর সম্প্রসারণের হার দাঁড়াতে পারে ২ দশমিক ৪ শতাংশে। জুনে দেয়া এক পূর্বাভাসে তা ২ দশমিক ২ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল ফিচ রেটিংস। এর আগে ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতির এ শ্লথগতি বজায় থাকবে ২০২৬ সালেও। ওই সময় বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধির মোট হার দাঁড়াতে পারে ২ দশমিক ৩ শতাংশে। তবে ২০২৭ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যেতে পারে। ওই বছর বৈশ্বিক অর্থনীতির সম্প্রসারণের হার দাঁড়াতে পারে ২ দশমিক ৬ শতাংশে।

প্রায় ১ শতাংশ বেড়েছে সূচক

Bonik Barta

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। তবে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ১৮ শতাংশের বেশি। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বেলা ১১টার পর থেকে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে আবারো ঊর্ধ্বমুখী হয় সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৭৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৮ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮৮ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রবি অাজিয়াটার শেয়ার।

যুক্তরাষ্ট্রে কনটেইনারভিত্তিক আমদানিতে কমেছে চীনের হিস্যা

Bonik Barta

যুক্তরাষ্ট্রে গত মাসে কনটেইনারভিত্তিক পণ্যের আমদানি ২০২৪ সালের আগস্টের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে চীনসহ প্রধান সরবরাহকারী দেশগুলো থেকে আমদানি কমেছে। এর কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সাপ্লাই চেইন প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসকার্টেস এ তথ্য জানিয়েছে। গত মাসে মার্কিন সমুদ্রবন্দরগুলো ২৫ লাখ টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) পণ্য আনলোড করেছে। তবে তা আগের মাস জুলাইয়ের রেকর্ড ২৬ লাখ টিইইউর তুলনায় কিছুটা কম। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটিতে গত বছরের একই সময়ের তুলনায় কনটেইনারভিত্তিক আমদানি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ।

সিবিওটিতে সয়াবিন, গম ও ভুট্টার মূল্যবৃদ্ধি

Bonik Barta

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিন, ভুট্টা ও গমের দাম বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) আজ প্রকাশিত হতে যাওয়া প্রতিবেদনে পণ্যগুলোর উৎপাদন পূর্বাভাস কমবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা, যার প্রভাব দেখা গেছে পণ্যগুলোর গতকালের বাজারমূল্যে। সিবিওটিতে গতকাল সয়াবিনের সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তিতে দাম বেড়েছে দশমিক ১২ শতাংশ। পণ্যটির বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য দাঁড়িয়েছে ১০ ডলার ২৬ সেন্টে। অন্যদিকে গমের বুশেলপ্রতি দাম দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ ডলার ১৬ সেন্ট এবং ভুট্টার ক্ষেত্রে তা দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ ডলার ১৮ সেন্টে পৌঁছেছে।

কমলেও এখনো রেকর্ড সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি স্বর্ণের দাম

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কিছুটা কমেছে। যদিও এখনো তা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। মূলত ডলারের বিনিময় হার বৃদ্ধি ও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বিক্রয়চাপ কিছুটা বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম কমেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। আবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায়ও লেনদেনে রক্ষণশীল অবস্থান নিয়েছিলেন অনেক বিনিয়োগকারী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ৩ হাজার ৬২১ ডলার ১৯ সেন্টে। আগের দিনের তুলনায় দরপতনের হার দশমিক ৫ শতাংশ। এর আগে গত মঙ্গলবার স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৬৭৩ ডলার ৯৫ সেন্টে পৌঁছে, যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৯ ডলার ৭০ সেন্টে।

অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে সরবরাহ চাপ বাড়ছে

Bonik Barta

চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে সরবরাহ বাড়তে যাচ্ছে প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে। পণ্যটির উত্তোলন বাড়ানোর মাধ্যমে বাজারে এর সরবরাহ বাড়িয়ে তুলছে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলো। জোট-বহির্ভূত উত্তোলনকারী দেশগুলোও এখন একই পথে হাঁটছে। এতে অতিরিক্ত সরবরাহ চাপের মধ্যে পড়তে যাচ্ছে জ্বালানি পণ্যটির বাজার। একই ধারা বজায় রেখে ২০২৬ সালে আরো বাড়তে পারে পণ্যটির উদ্বৃত্ত। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) গতকাল প্রকাশিত নিয়মিত মাসিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক সরবরাহ বাড়তে যাচ্ছে ২৭ লাখ ব্যারেল। এর আগের পূর্বাভাসে তা ২৫ লাখ ব্যারেল হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি। আইইএর হিসাবে, ২০২৬ সালে পণ্যটির দৈনিক গড় সরবরাহ বাড়তে পারে আরো ২১ লাখ ব্যারেল।