10-Sep-2025

Thursday 11 September 2025

12-Sep-2025

প্রবৃদ্ধিতে কম্বোডিয়া পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

Bonik Barta

অর্থমূল্য বিবেচনায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোর পোশাক আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ। এ বাজারে চীনের পর দ্বিতীয় বৃহৎ পোশাক সরবরাহকারী হলো বাংলাদেশ। তবে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ পাঁচ বছরে ইইউর পোশাক আমদানির প্রবৃদ্ধিতে কম্বোডিয়া ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে বিশ্ববাজার থেকে ইইউ অন্তর্ভুক্ত দেশগুলো পোশাক আমদানির অর্থমূল্য ছিল ৬ হাজার ৮৪৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ইউরো। ২০২৪ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৫৫৫ কোটি ১৭ লাখ ৩০ হাজার ইউরোয়। এ হিসাবে পাঁচ বছরে আমদানি প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ।

ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৪৪ কোটি টাকা জরিমানা

Bonik Barta

শেয়ারদরে কারসাজির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ৪৪ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। তথ্যানুসারে ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত নিউ লাইন ক্লোদিংস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি তদন্ত করে বিএসইসি। তদন্তে শেয়ারদর কারসাজির প্রমাণ পেয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মো. রিয়াজ মাহমুদ সরকারকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ ও জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করে কমিশন।

ফেডের সুদহার হ্রাসের প্রত্যাশায় ঊর্ধ্বমুখী বৈশ্বিক শেয়ারবাজারের অধিকাংশ সূচক

Bonik Barta

চলতি মাসেই ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমাবে বলে একপ্রকার নিশ্চিত বৈশ্বিক বিনিয়োগকারীরা। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে সুদহার হ্রাসের সিদ্ধান্ত মূলধনপ্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কার্যক্রমকে আরো জোরালো করে তুলবে বলে প্রত্যাশা করছেন তারা। বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান এ আশাবাদের প্রেক্ষাপটে বৈশ্বিক শেয়ারবাজারের অধিকাংশ সূচকই গতকাল ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ইউরোপের বিভিন্ন খাতের কয়েকটি জায়ান্ট কোম্পানির ব্যবসায়িকভাবে ভালো পারফরম্যান্সও সেখানকার বাজার সূচকগুলোর ঊর্ধ্বমুখী হয়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। খবর এপি ও রয়টার্স।

সার্কুলার অর্থনীতির প্রসারে নেদারল্যান্ডসে বিজিএমইএর ট্রেড মিশন

Bonik Barta

বাংলাদেশের পোশাক শিল্পে সার্কুলার অর্থনীতি ও টেকসই উৎপাদন ব্যবস্থাকে আরো গতিশীল করতে নেদারল্যান্ডসে চার দিনব্যাপী সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। ‘টুগেদার ফর এ সার্কুলার ফ্যাশন টুমরো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ মিশন ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা আজ শেষ হবে। বিজিএমইএর সহযোগিতায় মিশনটি যৌথভাবে আয়োজন করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) ও ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস। এর লক্ষ্য হলো রিসাইক্লিং, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত উৎপাদন প্রযুক্তি এবং নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি বৈশ্বিক সার্কুলার টেক্সটাইল অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানো।

বন্ড লাইসেন্সবিহীন রফতানিকারকরা শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ পাবেন

Bonik Barta

বন্ড লাইসেন্সবিহীন রফতানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এনবিআর কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এক সভায় সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কথা বলেন। মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের সমস্যা সম্পর্কে মতামত জানার জন্য ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক এ সভাটি প্রথমবারের মতো আয়োজন করা হয়। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এ সভা অনুষ্ঠিত হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব রফতানিকারকের বন্ড লাইসেন্স নেই তারাও এখন থেকে শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবেন। তবে এজন্য তাদের ব্যাংক থেকে একটি গ্যারান্টি নিতে হবে যে আমদানি করা এসব কাঁচামাল পরবর্তী সময়ে রফতানি করা হবে। তবে এগুলো স্থানীয় বাজারে বিক্রি কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।’

Businesses censure NBR field officials for harassment, inefficiencies

The Financial Express

Businesses Wednesday were highly critical of the field-level revenue officials for alleged harassments, irregularities and inefficiencies that ultimately do disservice to the economy of Bangladesh, prompting instant response on remedies. At a meeting with the National Board of Revenue (NBR) at its headquarters, business leaders and trade-body representatives also voiced concerns about the non-adjustment of advance tax (AT) and the existing high rate of turnover tax for small businesses. They, however, had a word of praise for the NBR for its recent reform initiatives aimed at improving the ease-of-doing-business ambiance. Chairman of the NBR Abdur Rahman Khan acknowledged the resentments of the businesses and laid importance on brining about regulatory reforms. "We must amend certain rules to make day-to-day business operations easier," he told his business audience, with reference to the aspirations behind the regime change in the country.

বিশ্ববাজারে গমের দামে নিম্নমুখী ধারা অব্যাহত

Bonik Barta

বিশ্ববাজারে গমের দরে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। সরবরাহের আধিক্য, প্রধান রফতানিকারক দেশগুলোর অসম প্রতিযোগিতা ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে খাদ্যশস্যটির বাজারে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। এতে স্বল্পমেয়াদে গমের বৈশ্বিক বাজারে আরো দরপতনের সম্ভাবনা বাড়ছে। খবর ইউকেআর এগ্রো কনসালট্যান্ট। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। তবে খরা বা অন্য কোনো সরবরাহসংক্রান্ত বিপত্তির প্রেক্ষাপটে স্বল্পমেয়াদে দাম আবার বাড়তে পারে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এখন প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম ওঠানামা করছে সোয়া ৫ ডলারের আশপাশে। রাশিয়া ও অস্ট্রেলিয়ার গম রফতানি এখন বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিও খাদ্যশস্যটির বাজারকে প্রভাবিত করছে। দেশটিতে গমের মজুদ প্রত্যাশার তুলনায় বেশি থাকায় দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে। এর সঙ্গে নতুন করে চীন, মেক্সিকো ও কানাডার ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া এ শুল্কনীতির ফলে বৈশ্বিক সরবরাহ চেইনে অস্থিরতা তৈরি হয়েছে। চীন এরই মধ্যে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন থেকে তুলনামূলক কম দামে গম মজুদ বাড়াচ্ছে।

ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ

Bonik Barta

তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানিটি। তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৯ পয়সায়।

কানাডার বাজা‌রে ওষুধ বি‌ক্রি শুরু করে‌ছে রেনাটা

Bonik Barta

ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি প্রথমবারের মতো কানাডার ফার্মাসিউটিক্যাল বাজারে ওষুধ বিক্রি শুরু করেছে। কোম্পানিটি তাদের ডেসোজেস্ট্রেল/ইথিনাইলইস্ট্রাডিওল (দশমিক ১৫ মিলিগ্রাম/দশমিক ৩ মিলিগ্রাম) ট্যাবলেট দেশটিতে বাজারজাত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, কানাডার সুপরিচিত জেনেরিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যামবিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকরপোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের আওতায় এ ওষুধ বাজারজাত করেছে রেনাটা। ওষুধটি ‘মাইলি ২১’ ও ‘মাইলি ২৮’ নামে দেশটিতে পাওয়া যাবে।

মিউচুয়াল ফান্ডে ২২০ কোটি টাকার অনিয়ম: রেস অ্যাসেটকে আদালতে নিচ্ছে আইসিবি

The Business Standard

রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ছয়টি মিউচুয়াল ফান্ডে অনিয়মের অভিযোগে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এসব অনিয়ম বিনিয়োগকারীদের জন্য '২২০ কোটি টাকারও বেশি' ক্ষতি ডেকে আনতে পারে বলে অভিযোগ করছে ফান্ডগুলোর ট্রাস্টি আইসিবি। আইসিবি গত ২৪ আগস্ট আরএসি'কে পাঠানো একটি আইনি নোটিশে অভিযোগ করেছে, চারটি প্রকল্পে ৩৪৫ কোটি টাকার বিনিয়োগ ট্রাস্ট ডিড ভঙ্গ করেছে এবং এতে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে বন্ড থেকে মূলধন ও রিটার্ন ফেরত পাওয়া যায়নি, আবার কোথাও শেয়ার উচ্চ দামে কিনে পরে কম দামে বিক্রি করা হয়েছে সেকেন্ডারি মার্কেটে।

সাড়ে ৩ হাজার কর্মী ছাঁটাই করবে এএনজেড

Bonik Barta

অস্ট্রেলিয়ার আর্থিক প্রতিষ্ঠান এএনজেড গ্রুপ আগামী এক বছরের মধ্যে ৩ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করবে। সম্প্রতি ব্যাংকটির নতুন প্রধান নির্বাহী নুনো মাতোসের অধীনে ব্যাপক পুনর্গঠন পরিকল্পনা নেয়া হয়েছে, যার অন্যতম এ কাটছাঁট। সাম্প্রতিক বছরগুলোয় এটি বৈশ্বিক ব্যাংক খাতে অন্যতম বৃহৎ ছাঁটাই উদ্যোগ। এতে এএনজেডের ৪৩ হাজার পূর্ণকালীন কর্মীর প্রায় ৮ শতাংশ বাদ পড়বে। এএনজেড আরো জানিয়েছে, তারা এক হাজার চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করবে। এছাড়া পরামর্শক ও তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করবে।

৯০ শতাংশ খেলাপি ঋণ নিয়ে টালমাটাল ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংক

The Business Standard

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যখন অর্ধডজন দুর্বল বেসরকারি ব্যাংকের জন্য উদ্ধার পরিকল্পনা তৈরিতে ব্যস্ত, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ভেতর থেকেই ভেঙে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র ছয় মাসে ১০ শতাংশ বেড়ে চলতি বছরের জুনে ১,৪৬,৩৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে ১,৩২,৪৯৯ কোটি টাকা বা ৯০ শতাংশেরও বেশি 'খারাপ' বা 'ক্ষতি' হিসেবে চিহ্নিত করা হয়েছে—যা পুনরুদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। তবে খেলাপি ঋণই একমাত্র সমস্যা নয়। তীব্র মূলধন ঘাটতি, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কম পরিমাণ বরাদ্দ, প্রভিশন ঘাটতি ও কমতে থাকা মুনাফায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাঁসফাঁস অবস্থা।এসব আঘাত সামলানোর জন্য থাকা মূলধনও প্রায় ফুরিয়ে এসেছে।

মিয়ানমারের দুষ্প্রাপ্য খনিজ পেতে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ভারতের যোগাযোগ

Bonik Barta

মিয়ানমারের দুষ্প্রাপ্য খনিজের ওপর প্রায় একচ্ছত্র আধিপত্য চীনের। এখন ভারতও মিয়ানমার থেকে এ কৌশলগত সম্পদের বিকল্প সরবরাহ নিশ্চিত করতে চাইছে। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে মিয়ানমারের শক্তিশালী একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় কোম্পানিগুলো। মিয়ানমারের দুষ্প্রাপ্য খনিজের প্রধান উৎসগুলো কাচিন প্রদেশে অবস্থিত, যা কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) নিয়ন্ত্রণে। সম্প্রতি ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় সরকারি মালিকানাধীন ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (আইআরইএল) ও বেসরকারি কোম্পানি মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটারিয়ালসকে এসব খনি থেকে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে। মিডওয়েস্ট গত বছর এ খনিজ থেকে চুম্বক উৎপাদনের জন্য সরকারি তহবিল পেয়েছিল।

আবুধাবির সম্পত্তি বাজারে ১৬৬৫ কোটি ডলার লেনদেন

Bonik Barta

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির সম্পত্তি বাজারে চলতি বছর শক্তিশালী গতি দেখা যাচ্ছে। গত জানুয়ারি থেকে অঞ্চলটিতে ১৬ হাজার ৮৭৩টি রিয়েল এস্টেট চুক্তি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বাবদ লেনদেনের আকার দাঁড়িয়েছে ৬ হাজার ১১৫ কোটি দিরহাম বা ১ হাজার ৬৬৫ কোটি ডলারে। খবর অ্যারাবিয়ান বিজনেস। সরকারি কর্তৃপক্ষ ডিজিটাল রিয়েল এস্টেট ইকোসিস্টেমের (দারি) দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এ সময় সম্পত্তি বিক্রি বাবদ লেনদেন হয়েছে ৯৫১ কোটি ডলার। জানুয়ারি-আগস্টে চুক্তি হয়েছিল ৯ হাজার ২১০টি। অন্যদিকে ৭ হাজার ৩৯৯টি চুক্তির মাধ্যমে বন্ধকি খাতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ডলার।

চীনে প্রায় অর্ধেক মার্কিন কোম্পানি ট্রাম্পের শুল্কবিরোধী

Bonik Barta

রাজনৈতিক টানাপড়েন, স্থানীয় বাজারে তীব্র প্রতিযোগিতা এবং শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ব্যবসা চালানো নিয়ে আস্থার সংকটে ভুগছে চীনে পরিচালিত মার্কিন কোম্পানিগুলো। বিষয়টিকে আরো তীব্র করে তুলেছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। সাংহাই আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) এক জরিপে দেখা গেছে, পাঁচ বছর মেয়াদে কোম্পানিগুলোর ব্যবসায়িক আত্মবিশ্বাস রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। এ অবস্থায় চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত সব ধরনের শুল্ক বাতিল চেয়েছে অ্যামচেমের প্রায় অর্ধেক সদস্য। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়া।

অনলাইনে বিএডিসির ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক

Bonik Barta

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন ধরনের ফি ও চার্জ আদায় করা হবে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম ও বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের জিএম আকলিমা ইসলাম ও ডিজিএম মো. আমিনুর রহমান খান এবং বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেড় দশকেও শতভাগ নিশ্চিত হয়নি ১৯ পণ্যে পাটের মোড়ক ব্যবহার

Bonik Barta

ধান, চাল, গম, ভুট্টা, ডাল, আটা, ময়দাসহ ১৯ ধরনের পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে ২০১০ সালে আইন প্রণয়ন করে সরকার। তবে শুরু থেকেই আইন বাস্তবায়নে কঠোর হওয়ার ঘোষণা দিয়েই দায় সারছে পাট অধিদপ্তর। প্রতি বছর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হলেও দেড় দশকেও আইনটি শতভাগ বাস্তবায়ন হয়নি।