আকস্মিক উৎপাদন সংকটে বড় বিদ্যুৎ কেন্দ্র, সাড়ে ১৩শ মেগাওয়াট লোডশেডিং
Bonik Barta
যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বড় আকারে বিদ্যুৎ সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে সারা দেশে আকস্মিকভাবে লোডশেডিং বেড়ে গেছে। ঘণ্টাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টা পর্যন্ত ১ হাজার ৩০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। এ পরিস্থিতির উন্নতি হতে দুই-তিনদিন সময় লাগতে পারে বলে বিদ্যুৎ বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপালে অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ইউনিটটি (৬৬০ মেগাওয়াট) বন্ধ হয়ে গেছে, সেটি চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা নেই। অন্যদিকে ভারতের আদানি পাওয়ারের একটি ইউনিট (৮০০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
জিডিপিতে এসএমই খাতের অবদান ৩০ শতাংশ
Bonik Barta
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত জাতীয় জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে। পাশাপাশি শিল্প খাতে মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এখান থেকে আসে। রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে ‘বায়ার-সেলার সামিট ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশন ও বিশ্বব্যাংক গ্রুপ, বাংলাদেশ যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়। শিল্প উপদেষ্টা বলেন, ‘এসএমই ফাউন্ডেশনের এ আয়োজন ক্লাস্টারভিত্তিক তৃণমূল উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক ক্রেতাদের সঙ্গে যুক্ত করবে। পাশাপাশি নতুন বাজার তৈরি ও মেন্টরিংয়ের মাধ্যমে ব্যবসা বিকাশে সহায়তা করবে।’ এ সময় তিনি জানান, এসএমই ফাউন্ডেশন নীতিগত সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে।
নারীর গৃহস্থালি কাজের শ্রমমূল্য ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা
Bonik Barta
বছরে বিনা মজুরিতে করা গৃহস্থালি কাজের শ্রমমূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে যদি নারীরা গৃহস্থালি ও সেবাযত্নের কাজের জন্য মজুরি পেতেন তাহলে এর মোট মূল্য দাঁড়াত ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা। এসব কাজ ৮৫ দশমিক ৩৭ শতাংশ নারীই করে থাকেন। হিসাবটি ২০২১ সালের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে হাউজহোল্ড প্রডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্টে (এইচপিএসএ) এসব তথ্য জানানো হয়। বিবিএস ও ইউএন উইমেন যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে
ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৬২ শতাংশ আমদানিনির্ভর
Bonik Barta
দেশে বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ফার্নেস অয়েল, কয়লা এবং সরকারি ও বেসরকারিভাবে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। প্রতি বছর এসব প্রাথমিক জ্বালানি ও আমদানি বিদ্যুৎ দিয়ে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৬২ শতাংশ পর্যন্ত পূরণ হচ্ছে। শেষ হওয়া অর্থবছরে মোট বিদ্যুৎ চাহিদা আরো বেড়েছে বলে জ্বালানি খাতের আন্তর্জাতিক বিশ্লেষক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইএফএ) গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত দেশে মোট বিদ্যুৎ ব্যবহারে আমদানি বিদ্যুতের পরিমাণ ৪০ থেকে বেড়ে প্রায় ৬২ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি এ বিদ্যুতের পরিমাণ আরো বেড়েছে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে উদ্বেগে ফেলে দিয়েছে। দেশের বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ আমদানিনির্ভরতা কমাতে হলে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে এ খাতে সরকারি যে লক্ষ্যমাত্রা রয়েছে তার জন্য বছরভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।
অস্বাভাবিক মূল্য বৃদ্ধির দায়ে ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল
Bonik Barta
উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পেয়ে ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নিবন্ধন কর্তৃপক্ষ একেএম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিল হওয়া ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে রয়েছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি (প্রা.) লি., আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জেএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এনএমএসএস ইন্টারন্যাশনাল।
দুর্বল ঋণ মূল্যায়ন, একই গোষ্ঠীর হাতে অতিরিক্ত ঋণ ও পুনঃতফসিল সুযোগের অপব্যবহারে বেড়েছে খেলাপি ঋণ
Bonik Barta
কেন্দ্রীয় ব্যাংক মূলত অর্থনীতির সমন্বয়ক। মুদ্রানীতি, অর্থ প্রদানের ব্যবস্থা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং ব্যাংক তদারকির মাধ্যমে সামষ্টিক স্থিতিশীলতা নিশ্চিত করে। বাংলাদেশের ক্ষেত্রে দায়িত্ব আরো জটিল, কারণ একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্সের প্রবাহ সচল রাখা, আমদানি-রফতানির ভারসাম্য সামলানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয়। সুদের হার ও ওপেন মার্কেট কার্যক্রম কার্যকর হলে অর্থনীতি স্থিতিশীল থাকে। তবে তদারকির ক্ষেত্রে দ্রুত ও কঠোর প্রয়োগের ঘাটতি রয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক বা মালয়েশিয়ার ব্যাংক নেগারার মতো ভবিষ্যৎ নির্দেশনা দিয়ে বাজারকে প্রস্তুত করা এখন জরুরি। আমাদেরও প্রয়োজন স্বচ্ছ যোগাযোগ কৌশল, ঝুঁকিনির্ভর তদারকি এবং নিয়মিত চাপ পরীক্ষার ব্যবস্থা। সর্বোপরি, কেন্দ্রীয় ব্যাংককে হতে হবে স্বাধীন কিন্তু জবাবদিহিমূলক, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা পায়।
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিতে হবে
Bonik Barta
আমাদের অর্থনীতিতে বেকারত্ব দীর্ঘদিন ধরেই বড় একটি সংকট। দেশে প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশযোগ্যতা লাভ করে। তাদের মধ্যে অনেকেই কাজ পায় না, অনেকে পেলেও যথাযোগ্য কাজটি পায় না কিংবা অনেকেই কাঙ্ক্ষিত পারিশ্রমিক পায় না। বিনিয়োগ-কর্মসংস্থান আর দারিদ্র্য বিমোচন যেহেতু একই সূত্রে গাঁথা, তাই এখানে অব্যাহত বিনিয়োগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোয় দেশের সামষ্টিক অর্থনীতিতে, বিশেষত ব্যবসা-বাণিজ্যে নানা সংকট চলছে। ডলার সংকট ও এর মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ বেড়েছে। উল্লেখযোগ্য হারে ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি হয়নি। বিদেশী বিনিয়োগও খুব বেশি বাড়েনি। এর নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর, সেভাবে নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না। যদিও প্রতি বছর কর্মক্ষম বিপুলসংখ্যক মানুষ চাকরির বাজারে যুক্ত হলেও তাদের একটি বড় অংশই কাজ না পেয়ে বেকার থাকছে।
Exporters relieved of custom hassles over HS Code mismatch
The Business Standard
The National Board of Revenue (NBR) has instructed all customs houses to release consignments of imported raw materials for bonded establishments, even if there are minor discrepancies between the declared HS code or product description and the actual goods.
An HS code (Harmonised System code) is a globally standardised numerical system used to classify products for international trade and customs purposes. Business leaders welcomed the move, saying it will prevent customs officials from holding consignments for days, reducing lead time, port demurrage, additional costs, and unnecessary delays in delivering goods to buyers.
দেড় শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে সূচক
Bonik Barta
দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেন দুটোই কমেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট ঊর্ধ্বমুখী থাকলেও এর পর থেকে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮৯ দশমিক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬২৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৯ দশমিক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৯২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২১ দশমিক ২ পয়েন্ট কমে ১ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২২৫ পয়েন্ট।
সিঙ্গাপুর থেকে হাজার কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনবে সরকার
Bonik Barta
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকা। সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৫তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
৬০০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেল রেকো দিক
Bonik Barta
বাস্তবায়নকারীদের ঘোষণা অনুসারে, বিশ্বের অন্যতম বৃহৎ তামা খনি হতে যাচ্ছে পাকিস্তানের রেকো দিক তামা ও স্বর্ণ খনি প্রকল্প। সম্প্রতি সৌদি আরবের প্রতিশ্রুত একটি বিনিয়োগ এ প্রকল্প থেকে সরে গেছে। এরপর মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে তহবিল সংগ্রহের জন্য ধরনা দেয় কানাডার খননকারী সংস্থা বারিক মাইনিং। এতে রেকো দিকে মোট ঋণ প্রতিশ্রুতি দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলার। দুজন পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে নিক্কেই এশিয়া জানিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মার্কিন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা যৌথভাবে প্রকল্পটিতে ঋণ প্রতিশ্রুতি দিয়েছে।
রুপার্ট মারডক-পরবর্তী ফক্স সাম্রাজ্য নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতা
Bonik Barta
‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডকের বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে তার পরিবার। ৯৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান-আমেরিকান ব্যবসায়ীর পারিবারিক এ চুক্তির ফলে ফক্স নিউজের নীতি বা দিকনির্দেশনায় কোনো পরিবর্তন আসবে না বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রক্ষণশীলদের কাছে সবচেয়ে জনপ্রিয় এ টিভি নেটওয়ার্ক আগের মতোই পরিচালিত হবে। খবর এপি। রুপার্ট মারডক ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সাত দশকের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টানেন। এদিন তিনি ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন। তবে পরামর্শক হিসেবে নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন রুপার্ট মারডক।
টানা তৃতীয় দিনের মতো মালয়েশীয় পাম অয়েলের মূল্যবৃদ্ধি
Bonik Barta
মালয়েশীয় পাম অয়েলের ফিউচার মার্কেটে দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। চীনের ডালিয়ানে বিভিন্ন ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) মজুদ ও চাহিদা-সংক্রান্ত তথ্যের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম বেড়েছে ১৯ রিঙ্গিত বা দশমিক ৪২ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৭ রিঙ্গিতে (১ হাজার ৭১ ডলার ৫৬ সেন্ট)।
দাম বাড়ছে আকরিক লোহার
Bonik Barta
গিনির সিমান্ডু প্রকল্প থেকে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং চীনে চাহিদা বাড়ার প্রত্যাশায় গতকাল টানা ষষ্ঠ দিনের মতো বেড়েছে আকরিক লোহার দাম। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল পণ্যটির দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৮০৯ ইউয়ানে (১১৩ ডলার ৫৭ সেন্ট), যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৩ শতাংশ বেশি। এর আগে লেনদেনের শুরুতে ডিসিইতে প্রতি টন আকরিক লোহার দাম পৌঁছেছিল ৮১৪ ইউয়ানে, যা ২৫ জুলাইয়ের পর সর্বোচ্চ। সিঙ্গাপুর এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে টনপ্রতি ১০৭ ডলার ১০ সেন্টে স্থির হয়। লেনদেনের শুরুতে এটি ১০৭ ডলার ৬৫ সেন্টে পৌঁছেছিল, যা ২৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
সিবিওটিতে কমেছে সয়াবিনের বাজারদর
Bonik Barta
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম কমেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাম কমার পেছনে ভূমিকা রেখেছে শীর্ষ আমদানিকারক দেশ চীনের নিম্নমুখী ক্রয় চাহিদা ও পর্যাপ্ত ফলনের পূর্বাভাস। খবর বিজনেস রেকর্ডার। সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) নেমেছে ১০ ডলার ৩২ সেন্টে। এ সময় ভুট্টার দাম দশমিক ২৪ শতাংশ কমে বুশেলপ্রতি ৪ ডলার ২০ সেন্টে নেমে এসেছে। এ সময় গমের দাম দাঁড়িয়েছে বুশেলে ৫৪ ডলার ২৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৪ শতাংশ কম।
ব্রাজিলে কমতে পারে কফি উৎপাদন
Bonik Barta
ব্রাজিলে কফি উৎপাদন পূর্বাভাস কমিয়েছে দেশটির সরকারি সংস্থা কোনাব। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ মৌসুমে কৃষিপণ্যটির মোট উৎপাদন দাঁড়াবে ৫ কোটি ৫২ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এর আগে মে মাসে ৫ কোটি ৫৭ লাখ ব্যাগের পূর্বাভাস দেয়া হয়েছিল। যদিও উৎপাদনের এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি। খবর ইউকেআরএগ্রো কনসাল্ট। সংস্থাটির নতুন হিসাব অনুযায়ী, চলতি বছর ব্রাজিলে অ্যারাবিকা কফি উৎপাদন হতে পারে ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার ব্যাগ। মে মাসে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল ৩ কোটি ৭০ লাখ ব্যাগ। অন্যদিকে এ সময় রোবাস্তা কফি উৎপাদন বেড়ে দাঁড়াতে পারে ২ কোটি ৫ লাখ ব্যাগে। মে মাসে এর পূর্বাভাস ছিল ১ কোটি ৮৭ লাখ ব্যাগ।
রাশিয়া থেকে সরবরাহ সংকটের শঙ্কায় দাম বেড়েছে জ্বালানি তেলের
Bonik Barta
রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ ও তা কার্যকর করলে দেশটি থেকে পর্যাপ্ত মাত্রায় জ্বালানি তেলের সরবরাহ বজায় থাকা নিয়ে জোর আশঙ্কা রয়েছে বাজারে। আবার ওপেক প্লাস অক্টোবর থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এর মাত্রা বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশার চেয়ে কম। আবার বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন এখন পণ্যটির মজুদ ক্রমেই বাড়িয়ে তুলছে। এসবের সম্মিলিত প্রভাবে বাজারে গতকাল দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৭৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৬ ডলার ৭৫ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ৫৮ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২ ডলার ৮৪ সেন্টে পৌঁছে।
বিশ্ববাজারে স্বর্ণের দরবৃদ্ধি অব্যাহত
Bonik Barta
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদহার কমাতে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে গতকাল মূল্যবান ধাতুটির দাম পৌঁছেছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৫৪ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। এদিন লেনদেনের শুরুতে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬৫৯ ডলার ১০ সেন্টে পৌঁছে, যা রেকর্ড সর্বোচ্চ। খবর রয়টার্স। এদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম পৌঁছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৯৩ ডলারে। এটিও আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। এর আগে সোমবার স্পট মার্কেটে প্রথমবারের মতো ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। সে সময় লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬২২ ডলার ৭ সেন্টে পৌঁছেছিল।