07-Sep-2025

Monday 08 September 2025

09-Sep-2025

এফএওর প্রতিবেদন আগস্টেও দুই বছরের সর্বোচ্চে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম

Bonik Barta

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আগস্টে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মাসে মাংস, চিনি ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি খাদ্যশস্য ও দুগ্ধজাত পণ্যের মূল্যহ্রাসকে ছাপিয়ে গেছে। এফএওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রকাশিত তথ্যানুযায়ী, আগস্টে বিশ্বব্যাপী খাদ্যপণ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১৩০ দশমিক ১ পয়েন্টে, যা জুলাইয়ের সংশোধিত ১৩০ পয়েন্টের তুলনায় কিছুটা বেশি। তবে এক বছর আগের তুলনায় মূল্যসূচক বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, আগস্টে বিশ্বব্যাপী ভোজ্যতেলের দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ইন্দোনেশিয়া আমদানীকৃত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে বায়োডিজেলে পাম অয়েলের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। এ কারণে পাম অয়েলসহ সূর্যমুখী ও ক্যানোলা তেলের দাম গত মাসে বেড়েছে। যদিও পর্যাপ্ত সরবরাহের পূর্বাভাসে এ সময় তুলনামূলক কম ছিল সয়াবিন তেলের দাম।

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে তুরস্কের উদ্যোগ

Bonik Barta

ইরাকের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। এর অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা কিরকুক–জেইহান জ্বালানি তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে দেশটি। তুরস্কের উপজ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আহমেত বেরাত কনকার বাগদাদ ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামে বলেন, ‘‌গত শতকের সত্তরের দশক থেকে চালু এ পাইপলাইন দুই দেশের জ্বালানি বাণিজ্যের মূল ভিত্তি। বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি তেল কোম্পানি, কুর্দি আঞ্চলিক প্রশাসন (কেআরজি) ও বাগদাদ সরকারের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে পাইপলাইন পূর্ণ সক্ষমতায় আবার চালু হবে।’ তিনি জানান, শুধু জ্বালানি তেল নয়, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডেভেলপমেন্ট রোড প্রকল্পকে জ্বালানি করিডর হিসেবে কাজে লাগানোর আলোচনা চলছে। কনকারের মতে, আগের তুলনায় এখন ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতার সুযোগ অনেক বেশি। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ এগিয়ে নেয়া হচ্ছে। এর মধ্যে নতুন পাইপলাইন, বিদ্যুৎ সংযোগ ও গ্যাস পরিবহন ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

জাপানে জুলাইয়ে ভ্রমণার্থীদের রাত্রিযাপন কমেছে

Bonik Barta

জাপানের অর্থনীতিতে পর্যটন খাতের বড় ভূমিকা রয়েছে। কিন্তু খাতটিতে মন্দার লক্ষণ দেখা যাচ্ছে। দেশটির পর্যটন সংস্থা জাপান ট্যুরিজম এজেন্সির প্রাথমিক তথ্যানুযায়ী, গত জুলাইয়ে হোটেল ও অতিথিশালাসহ স্থানীয় আবাসনে অতিথিদের কাটানো রাতের সংখ্যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কমেছে। টানা দ্বিতীয় মাসে এ ধরনের পতন অর্থনীতির স্থবিরতার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাইয়ে জাপানের হোটেল ও অতিথিশালায় মোট ৫ কোটি ৬৪ লাখ ভ্রমণার্থীদের রাত্রিযাপন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিদেশী পর্যটকদের রাত্রিযাপন ছিল ১ কোটি ৪২ লাখ, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। জুনেও বিদেশী পর্যটক কমেছিল। যদিও পরে পরিসংখ্যানে সামান্য সংশোধন করে প্রবৃদ্ধি কিছুটা বাড়ানো হয়, তবু তা দুর্বল ছিল। বিশ্লেষকদের মতে, ইয়েনের বিনিময় হার বাড়ায় বিদেশীদের জন্য জাপান ভ্রমণ ব্যয়বহুল হয়ে পড়ছে। এ পরিস্থিতির প্রভাব দেশটির খুচরা বিক্রিতেও পড়েছে। জুলাইয়ে ডিপার্টমেন্ট স্টোরগুলোর করমুক্ত বিক্রি কমেছে ৩৬ দশমিক ৩ শতাংশ, যা টানা পঞ্চম মাসের মতো পতন।

ইতিহাদ এয়ারওয়েজের রেকর্ড মুনাফা ক্রিপ্টো পেমেন্ট চালুর পরিকল্পনা

Bonik Barta

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এয়ারলাইনস ইতিহাদ এয়ারওয়েজ চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তাদের ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। যাত্রী চাহিদা বৃদ্ধি ও নতুন রুট চালুর কারণে এ রেকর্ড মুনাফা হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি ব্যবহারে আরো বিনিয়োগের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভাড়া পরিশোধের সুযোগ চালু করার পরিকল্পনা করছে। গত বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইতিহাদ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়কালে কর-পরবর্তী নিট মুনাফা ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটি ডলার (১১০ কোটি দিরহাম)। একই সময়ে আয় বেড়েছে ১৬ শতাংশ, যা ১ হাজার ৩৫০ কোটি দিরহাম ছাড়িয়েছে। এর মধ্যে যাত্রীদের থেকে আয় হয়েছে ১ হাজার ১২৯ কোটি ডলার এবং কার্গো থেকে আয় বেড়েছে ৯ শতাংশ।

৫০ বছরে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প মোজাম্বিকে

Bonik Barta

দক্ষিণ আফ্রিকার জ্বালানি সংকট নিরসনে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে মোজাম্বিক। দেশটি বিশ্বব্যাংকের সহায়তায় ৬০০ কোটি ডলারের মফান্দা নুকুওয়া জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে। গত ৫০ বছরে এ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ এটি। জাম্বেজি নদীর ওপর কাহোরা বাসা বাঁধের ৬০ কিলোমিটার নিচে নির্মিতব্য এ প্লান্ট ২০৩১ সালে চালু হলে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। মোজাম্বিকের মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। তবে দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রায় ৩ কোটি ৩০ লাখ নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা। বর্তমানে বিদ্যুৎ সংযোগের হার ৬০ শতাংশ, যা ২০১৮ সালে ছিল মাত্র ৩১। রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইলেকট্রিসিদাদে দে মোজাম্বিক (ইডিএম) গত বছর ৫ লাখ ৬৩ হাজার পরিবারে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। চলতি বছর এ সংখ্যা ছয় লাখে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইডিএম।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে স্থবিরতা, চাপে অর্থনীতি

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে এক নতুন স্বর্ণযুগে নিয়ে যাবেন। তার দাবি, শুল্ক আরোপ, আমদানি নিয়ন্ত্রণ ও কড়াকড়ি অভিবাসন নীতি শেষ পর্যন্ত দেশটির অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। কিন্তু সাম্প্রতিক সরকারি তথ্যে ভিন্ন চিত্র দেখা গেছে। চাকরির বাজারে স্থবিরতা দেখা দিয়েছে এবং এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হচ্ছে। এ পরিস্থিতি আগামী কংগ্রেস নির্বাচন সামনে রেখে রিপাবলিকান দলকে বড় চাপের মুখে ফেলছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বিউরো অব লেবার স্ট্যাটিসটিকস (বিএলএস) জানিয়েছে, গত মাসে দেশটিতে মাত্র ২২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। আগের কয়েক মাসেও চাকরি বৃদ্ধির হার খুব দুর্বল ছিল। গত তিন মাসে গড়ে ২৯ হাজার চাকরি সৃষ্টি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতির জন্য কার্যত স্থবিরতার সমান। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের মন্থরতা বড় ধরনের সতর্ক সংকেত। ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কনীতি ও বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ ও নতুন কর্মী নিয়োগে নিরুৎসাহিত করছে।

Inflation eases to 8.29pc in Aug

The Financial Express

The rate of inflation on a point-to-point basis eased moderately in August but increased slightly on a month-to-month basis. On a point-to-point basis, inflation in August fell to 8.29 per cent from 8.55 per cent in July, the Bangladesh Bureau of Statistics (BBS) said Sunday. On the other hand, inflation on a month-to-month basis increased to 2.36 per cent in August from 2.23 per cent in July. The August inflation rate was the lowest in the last 37 months. Inflation was 7.48 per cent in July 2022, according to BBS data. Since then, the rate never went below 8.0 per cent. Food inflation went up slightly to 7.60 per cent in August from 7.56 per cent in July. Non-food inflation, however, fell to 8.90 per cent in August from 9.38 per cent in July. Meanwhile, the inflationary pressure in rural areas was higher than urban ones. In August, general inflation on a point-to-point basis in rural areas was 8.39 per cent, down from 8.55 per cent in July.

Economic expansion slows in Aug

The Financial Express

Bangladesh's economic expansion slowed in August as both manufacturing and services sectors reported weaker growth, while agriculture and construction slipped back into contraction, according to the latest Purchasing Managers' Index (PMI). The PMI - jointly prepared by the Metropolitan Chamber of Commerce and Industry, and Policy Exchange Bangladesh - stood at 58.3 in August, down 3.2 points from July's reading. It is an economic indicator, with a reading of above 50 indicating economic expansion, while below 50 means contraction and 50 refers to stagnation. As the August figure was above 50, it indicates overall expansion despite the slowdown. The agriculture sector reverted to contraction after recording its 10th month of expansion. It posted slower expansion rates for the indices of new business, business activity, and input costs, while the order backlogs index returned to contraction.

UK assures BD's free market access after LDC exit Rearing skilled post-LDC era trade negotiators pool starts

The Financial Express

Rearing a pool of skilled trade negotiators starts for sustaining export growth, diversifying markets and safeguarding Bangladesh's interests in an increasingly competitive global trading system. The urgency and initial development were unveiled at a meet in Dhaka on Sunday, with main government negotiators in the just-held intense trade-and tariff negotiations with the United States presenting their views. At the dialogue, titled 'Reflections & Way Forward: Building National Capabilities in Trade Negotiations', supported by the Commonwealth and the UNDP, the British envoy in Bangladesh assured that the United Kingdom will continue to accord duty-free market access even after its LDC graduation. Speakers at the meet underscored the urgency of strengthening Bangladesh's trade-negotiation capacity as the country is poised to graduate from the least-developed countries (LDC) club next year.

Cotton-yarn import up despite land-port ban

The Financial Express

Bangladesh's clothing industries saw a surge in cotton-yarn import, even after the government imposed in April a ban on its shipment through land ports, as apparel makers eye oncoming export-demand rise. The restrictions were aimed at curbing revenue losses caused by alleged miss-declaration by importers, which, however, could do little to stem the tide of cotton-made yarn from nearby amid the spree of preparation by factory owners to grab impending demand from western markets, sources said. According to the latest customs data, total yarn imports rose 18 per cent to 207,955 tonnes during a three-month period between May and July, after the ban, compared to 176,925 tonnes in the same period of 2024. In terms of value, imports grew 16 per cent to Tk 75.22 billion, up from Tk 64.85 billion in the same period a year before. The increase was almost entirely driven by cotton yarn, which saw strong growth in both volume and value. Imports of cotton yarn jumped to 184,689 tonnes, up from 155,580 tonnes during the same three-month period last year.

3 LNG cargoes to be bought from spot market by Dec

The Financial Express

The government will buy three more liquefied natural gas (LNG) cargoes from the international spot market by late December next to help meet the country's mounting demand for natural gas. The state-run Rupantarita Prakritik Gas Company Ltd has invited tenders for buying LNG cargoes from the spot market for November 22-23, November 25-26 and December 26-27 delivery windows, a senior RPGCL official told The Financial Express on Sunday. The volume of the proposed spot LNG cargo would be around 3.36 million British thermal unit (MMBtu) each. Such LNG cargoes are to be delivered to Moheshkhali Island, with an option to discharge it at either of the country's two floating storage regasification units (FSRUs), located on the island. Bangladesh has so far bought only one spot LNG cargo for November delivery, and if the tender turns out successful, the country's spot LNG cargo purchase for November deliveries would be three.

Forex still over $30b even after ACU payment

The Financial Express

Bangladesh's gross foreign exchange (forex) reserves are still over US$30 billion, even after settling $1.50 billion in import payment obligations to the Asian Clearing Union (ACU) member countries on Sunday. After the payment for the July-August period of 2025, the country's gross forex reserves came down to $30.31 billion on the day, from $31.43 billion on Wednesday, according to the traditional calculation of the Bangladesh Bank (BB). It was $31.19 billion on Thursday last. As per the International Monetary Fund (IMF)'s Balance of Payments International Investment Poisson Manual, known as BMP6, the forex reserves fell to $25.40 billion during the period under review from $26.45 billion, according to the central bank's latest data released on the day.

Bangladesh Bank targets $40b in reserves to stabilise taka

The Business Standard

The Bangladesh Bank is seeking to boost foreign exchange reserves to around $40 billion by June to help stabilize the local currency, Governor Ahsan H Mansur said. "The market is essentially in equilibrium, and we are now building reserves from a position of strength," Mansur told Reuters in a phone interview on Saturday. The bank has already purchased more than $1 billion in recent weeks without unsettling the taka, he added. "Our objective is to stabilize the exchange rate, not to fix the price," Mansur said. Bangladesh held $31.4 billion in gross reserves as of 3 September, enough to cover about five months of imports under the central bank's measure, or four months under the IMF's stricter definition. Mansur said his goal was to reach six months' coverage, regardless of whether the IMF program continues, reports Bloomberg.

Solar import taxes dim Bangladesh apparel’s green ambitions

The Business Standard

Bangladesh's apparel sector is keen to expand rooftop solar, but entrepreneurs say steep import taxes are inflating installation costs and slowing large-scale adoption which could save the government Tk2,500 crore each year on primary fuel imports. The country's largest export sector has been racing to cut carbon emissions to meet global compliance, and the government has pledged to raise the renewable share of power generation to 20% by 2030 from around 5% now. But high taxes on imported equipment are driving up costs, setting those 30% to 50% higher than in India, some entrepreneurs have said. Installing solar panels– known as photovoltaic generator sets for industrial use requires 13 types of equipment. While panels and inverters are taxed at just 1%, some of the rest, representing about half of the total installation cost, face duties as high as 62% or 77%.

Bank Company Act: BAB for lifting family director cap, proposes 9-year tenure

The Business Standard

The Bangladesh Association of Banks (BAB) has submitted its recommendations to the central bank on the proposed 2025 amendment to the Bank Company Act, urging reforms that would broaden shareholder participation and ease governance restrictions. In a letter sent to the central bank today (7 September), BAB Chairman Abdul Hai Sarkar called for the definition of "family" to be limited strictly to spouses and dependents. The association also proposed raising the maximum shareholding limit for a single family to 25% and relaxing restrictions on the number of directors from one family. The association recommended that Bangladesh Bank use CAMELS, sustainability, risk rating, and PCA frameworks to determine board structures for each bank.

Gold price breaks record again, hits Tk181,550 per bhori

The Business Standard

The Bangladesh Jewellers Association (Bajus) has once again raised gold prices, setting a new record in the country's history. The price of 22-carat gold has been increased by Tk2,718 per bhori, taking it to Tk181,550, according to a Bajus press release issued yesterday (7 September). The new rate will come into effect from tomorrow. Bajus attributed the latest hike to an increase in the price of pure gold in the local market. As per the revised rates, 21-carat gold will now cost Tk173,304 per bhori, 18-carat gold Tk148,541 and traditional goldTk 123,067 per bhori (11.664 grams). Buyers will also have to pay an additional 5% VAT set by the government, along with a minimum 6% making charge fixed by Bajus. The making charge may vary depending on design and quality, it added. Earlier, on 3 September, Bajus raised the price of 22-carat gold by Tk3,044 per bhori to Tk178,832 — which was then the highest in the country's history.

২২৭ কোটি টাকায় টোটালগ্যাস বাংলাদেশকে কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম

The Business Standard

টোটালগ্যাস বাংলাদেশ নামে পরিচিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় সমস্ত শেয়ার ২২৭ কোটি টাকায় কিনে নিয়েছে এমজেএল বাংলাদেশ পিএলসি-র সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম। তবে এই চুক্তি কার্যকর হওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে। এই অধিগ্রহণের ফলে ওমেরা এখন প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ারের মালিক হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী ও প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ওমেরার পরিচালক আজম জে চৌধুরী ও টোটালএনার্জিস-এর মার্কেটিং অ্যান্ড সার্ভিস বিভাগের দক্ষিণ এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট থিবো লেসোয়ার-সহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোশাক খাতের সবুজ রূপান্তরের প্রচেষ্টা হোঁচট খাচ্ছে সোলার আমদানি শুল্কের ভারে

The Business Standard

বাংলাদেশের তৈরি পোশাক খাত ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে আগ্রহী হলেও উদ্যোক্তারা বলছেন, যন্ত্রাংশ আমদানিতে অস্বাভাবিক শুল্ককরের কারণে স্থাপনের খরচ বেড়ে যাচ্ছে, এতে বাধাগ্রস্ত হচ্ছে বৃহৎ পরিসরে সৌর প্রযুক্তি ব্যবহারের পথ। অথচ এ উদ্যোগ সফল হলে প্রতিবছর প্রাথমিক জ্বালানি আমদানিতে সরকারের প্রায় আড়াই হাজার কোটি টাকা সাশ্রয় হতো। দেশের সবচেয়ে বড় রপ্তানিখাত কার্বন নির্গমন কমানোর জোর চেষ্টা চালাচ্ছে—বৈশ্বিক কমপ্ল্যায়েন্স পূরণে। সরকারও প্রতিশ্রুতি দিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ বর্তমানের প্রায় ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার। কিন্তু উদ্যোক্তারা জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রাংশ আমদানিতে উচ্চ শুল্কের কারণে প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রতিবেশী ভারতের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি খরচ হচ্ছে বাংলাদেশে।

হবিগঞ্জের রশিদপুরের কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

The Business Standard

সিলেট গ্যাস ফিল্ডের অধীনে হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার শেষে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটি থেকে দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। এই কূপ সংস্কারে কাজ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন করা হয়েছে। গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি রোববার (৭ সেপ্টেম্বর) এসজিএফএল-এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে। গ্যাস পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী আব্দুল জলির প্রামাণিক। এসজিএফএল সূত্রে জানা গেছে, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে আগামী ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি, কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা হিসাবে এই কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

১৩ মাস পর পুঁজিবাজারে লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়াল

Bonik Barta

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩৯ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ ১৩ মাস পর ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষদিকে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৮৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৩০ পয়েন্ট।

বাণিজ্য আলোচনায় বড় বাধা সীমিত রফতানি পণ্য

Bonik Barta

বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য নেই। সীমিত পণ্যের ওপর নির্ভর করে দেশের রফতানি বাজার, যা বাণিজ্য আলোচনায় বড় বাধা বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ‘রিফ্লেকশনস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড: বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটিস ইন ট্রেড নেগোসিয়েশনস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সহযোগিতায় ছিল ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রফতানি পণ্যে বৈচিত্র্যের অভাব বাণিজ্য আলোচনার জন্য অন্যতম বড় সমস্যা। আমাদের প্রধান রফতানি পণ্য খুব সীমিত। এছাড়া পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা বা কাঁচামালও নেই। বেশির ভাগ কাঁচামাল আমদানি করে সামান্য মূল্য সংযোজন করে আমরা তা বিক্রি করি।’ এজন্য রুলস অব অরিজিন বা উৎপত্তি সম্পর্কিত নিয়মগুলো বাণিজ্য আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ৯২ হাজার জিপ গ্র্যান্ড চেরোকি ফিরিয়ে নেবে স্টেলান্টিস

Bonik Barta

যুক্তরাষ্ট্রে প্রায় ৯২ হাজার জিপ গ্র্যান্ড চেরোকি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ক্রাইসলারের মূল কোম্পানি স্টেলান্টিস। দেশটির জাতীয় মহাসড়ক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ) জানিয়েছে, হাইব্রিড কন্ট্রোল প্রসেসরের সফটওয়্যার ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধরনের ত্রুটি গাড়ির চালনাশক্তি কমাতে পারে, যা বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করবে। মোট ৯১ হাজার ৭৮৭টি গাড়ি এ ফিরিয়ে নেয়ার তালিকায় থাকবে। কোম্পানি জানিয়েছে, ত্রুটি সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে, যাতে গ্রাহকরা নিরাপদে গাড়ি ব্যবহার করতে পারেন।

ভারত থেকে চা রফতানি কমার আশঙ্কা

Bonik Barta

ভারতের আসাম ও দার্জিলিং অঞ্চলের চা-বাগানগুলোয় অস্বাভাবিক খরা এবং তাপপ্রবাহ চা উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। এমন প্রতিকূল আবহাওয়ায় ফলন কমার পাশাপাশি দেশটির শতাব্দীপ্রাচীন এ শিল্পের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি করছে। ভারতের চা গবেষণা সংস্থার তথ্যমতে, তাপমাত্রা ও বৃষ্টিপাতের অস্বাভাবিক ওঠানামা এখন আর ব্যতিক্রম নয়, বরং নতুন বাস্তবতা। ২০২৪ সালে ভারতের চা উৎপাদন প্রায় ৭ দশমিক ৮ শতাংশ কমে ১৩০ কোটি কেজিতে নেমে এসেছে। এর বড় অংশই আসামে উৎপাদন কমার প্রভাব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎপাদন কমার কারণে ভারতে চায়ের গড় দাম ২০ শতাংশ বেড়ে কেজিপ্রতি ২০১ রুপি ২৮ পয়সায় পৌঁছেছে। ভারতে গত এক দশকে চায়ের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ২৩ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বৃদ্ধির কারণে দেশটি থেকে রফতানি কমে যাবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ ভারতের রফতানি এরই মধ্যে বৈশ্বিক বাণিজ্যের ১২ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে দেশটির চা আমদানি গত বছর প্রায় দ্বিগুণ হয়ে ৪ কোটি ৫৩ লাখ কেজিতে পৌঁছেছে।

এশিয়ায় মিশ্র প্রবণতায় চালের দাম

Bonik Barta

রুপির বিনিময় হার কমে যাওয়ায় গত সপ্তাহে ভারতীয় চালের দাম কিছুটা কমেছে। তবে আফ্রিকার দেশগুলোয় খাদ্যশস্যটির চাহিদা এখনো স্থিতিশীল। অন্যদিকে এ সময় ভিয়েতনামের চালের দাম আট মাসের সর্বোচ্চে স্থিতিশীল ছিল। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল গত সপ্তাহে টনপ্রতি ৩৬৭-৩৭১ ডলারে লেনদেন হয়েছে। এটি আগের সপ্তাহের ৩৭১-৩৭৬ ডলারের তুলনায় কম। একই সময় দেশটির ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম নেমে এসেছে টনপ্রতি ৩৬১-৩৬৬ ডলারে। কলকাতার এক ব্যবসায়ী জানান, কয়েক সপ্তাহ ধরে রুপির বিনিময় হারে ওঠানামা বেশি হচ্ছে। রুপির দরপতন সামঞ্জস্য করতে ব্যবসায়ীরা চলতি সপ্তাহে চালের দাম কিছুটা কমিয়েছেন। এর আগে গত সপ্তাহের শুরুতে ভারত সরকার জানিয়েছে, নতুন মৌসুমে দেশী কৃষকদের কাছ থেকে ৪ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪৫৫-৪৬০ ডলারে অফার করেছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত সপ্তাহেও দাম একই ছিল, যা জানুয়ারির শুরুর পর সর্বোচ্চ।

অক্টোবরে জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে ওপেক প্লাস

Bonik Barta

ওপেক প্লাস অক্টোবরেও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশ্ববাজারে চাহিদা কিছুটা মন্থর হওয়ায় সাম্প্রতিক মাসগুলোর তুলনায় উত্তোলন ধীরগতিতে বাড়ানো হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে ওপেক প্লাস-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। সংগঠনটি গত এপ্রিল থেকে দৈনিক প্রায় ২৫ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। এটি বৈশ্বিক চাহিদার ২ দশমিক ৪ শতাংশের সমান। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তোলন বাড়ানোর মাধ্যমে বাজারে অংশীদারত্ব বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা চলছে। তবে এসব বৃদ্ধিও দামে তেমন প্রভাব ফেলতে পারেনি। পশ্চিমা দেশগুলোর রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা এবং ওপেক-বহির্ভূত দেশগুলোয় উত্তোলন বাড়ানোর কারণে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি এখনো ৬৬ ডলারের কাছাকাছি।

সাপ্তাহিক দরবৃদ্ধির হার তিন মাসে সর্বোচ্চে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম

Bonik Barta

বাজার পর্যবেক্ষকদের প্রত্যাশামাফিক উন্নতি করতে পারছে না বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলো। এর মধ্যেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কর্তৃক চলতি মাসে দেশটিতে সুদহার কমানোর জোর সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন অর্থনীতির অস্থিতিশীলতার ধাক্কা পড়েছে বিশ্বব্যাপী অন্যান্য দেশেও। দেশে দেশে সরকারি বন্ডের বাজারে প্রবল হয়ে উঠেছে বিক্রয়চাপ। বৈশ্বিক অর্থনীতির এ দুর্বল দশায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা এখন ক্রমেই বেড়ে চলেছে। ঊর্ধ্বমুখী রয়েছে পণ্যটির বাজারদর। গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে পণ্যটির দরবৃদ্ধির হার দাঁড়িয়েছে তিন মাসে সর্বোচ্চে।