পুঁজিবাজারে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮২ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২২ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৩৪ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩২ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫৭ পয়েন্ট।
সাড়ে তিন লাখ টন লবণ মজুদ থাকার পরও আমদানির অনুমতি উৎপাদন নিয়ে শঙ্কা
Bonik Barta
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ২০২৪ সালে লবণের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২৬ লাখ ১০ হাজার টন। তবে উৎপাদন হয়েছিল ২২ লাখ ৫১ হাজার ৬৫১ টন। ফলে ঘাটতি দাঁড়ায় প্রায় ৩ লাখ ৫৮ হাজার ৩৪৯ টন। দেশে লবণের চাহিদার অর্ধেক বা প্রায় ১৩ লাখ টন শিল্প খাতে ব্যবহার হয়। কিন্তু তখন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে চাহিদা কমে অর্ধেকে নেমে আসে। এ হিসাবে উৎপাদন ঘাটতি থাকলেও দেশে লবণের মজুদ রয়েছে সাড়ে তিন লাখ টনের বেশি। কিন্তু এক শ্রেণীর মিল মালিকের আগ্রহে উৎপাদন মৌসুমে হঠাৎই এক লাখ টন লবণ আমদানির অনুমোদন নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে লবণের দাম ও চাষের উপযোগী জমির লিজ মূল্য কমতে শুরু করায় সাধারণ লবণ চাষী এবং জমির মালিক উভয়ই বিপাকে পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
কর্মী সংকটে ইন্ডিগোর তিন শতাধিক ফ্লাইট বাতিল
Bonik Barta
ভারতের সবচেয়ে বড় এয়ারলাইনস সংস্থা ইন্ডিগো গত মঙ্গলবার থেকে পরবর্তী তিনদিনে তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এতে বিপাকে পড়েন কয়েক হাজার যাত্রী। বিশেষ করে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো ভারতের ব্যস্ত বিমানবন্দরগুলোর পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। ইন্ডিগো কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিগত ত্রুটি, খারাপ আবহাওয়া ও নতুন ক্রু-রোস্টারিং নিয়মের কারণে এ বিঘ্ন ঘটেছে। যদিও ইন্ডিগোর ৫৪ শতাংশ যাত্রী শিডিউল-সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন সাম্প্রতিক এক জরিপে। ভারতের অভ্যন্তরীণ আকাশপথে বাজেট এয়ারলাইনসটির হিস্যা ৬০ শতাংশের বেশি। বিশেষ করে বড় ও ছোট শহরগুলোর ফ্লাইট যোগাযোগে ইন্ডিগোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খবর বিবিসি
৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়েছে ওসাকা এক্সপোর অর্থনৈতিক প্রভাব
Bonik Barta
জাপানের ওসাকায় আয়োজিত ওয়ার্ল্ড এক্সপো প্রায় ৩ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৯৫০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব তৈরি করেছে। এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অব রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ওসাকায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহায়ক পরিবেশ তৈরি করেছে এ বাণিজ্য মেলা। কিন্তু যেভাবে ভাবা হয়েছিল, পার্শ্ববর্তী অঞ্চলগুলো এক্সপোর তেমন সুফল পায়নি। বাড়তি পর্যটন বা ব্যবসা হয়নি সেখানে। এক্সপো ভেন্যুর ভেতর ও বাইরে দর্শনার্থীদের ব্যয় বাবদ ১ ট্রিলিয়ন ইয়েনের বেশি অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভেন্যু নির্মাণসহ বিস্তৃত শিল্প খাতে উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়েছে।
যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক বেকারত্ব দাবি তিন বছরের সর্বনিম্নে
Bonik Barta
যুক্তরাষ্ট্রে সপ্তাহ ভিত্তিতে নতুন বেকারত্ব সুবিধার জন্য আবেদনকারীর সংখ্যা তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর আগে বলা হয়েছিল, দেশটির বেসরকারি খাতে নভেম্বরে রেকর্ড পরিমাণ কর্মসংস্থান কমেছে। এখন বেকারত্বের দাবি হ্রাস যুক্তরাষ্ট্রের শ্রমবাজার পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কাকে প্রশমিত করেছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স। অবশ্য এমনও বলা হচ্ছে, থ্যাংকস গিভিং ডের মতো বড় ছুটির সময় ব্যস্ততা, অফিস বন্ধ বা সরকারি কর্মসূচি পরিবর্তনের কারণে নতুন বেকারত্ব দাবির তথ্য ঠিক সময়ে জমা পড়ে না। ফলে বেকারত্ব দাবির সংখ্যা হঠাৎ কমে যেতে পারে।
বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড পরিমাণে কাঠের ব্যবহার যুক্তরাজ্যে
Bonik Barta
যুক্তরাজ্যে বিদ্যুৎ উৎপাদনে জৈব জ্বালানির ব্যবহার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাজ্যের ড্রাক্স পাওয়ার প্লান্ট জানিয়েছে, জুলাইয়ে দেশটির মোট বিদ্যুতের ৯ শতাংশ কাঠের টুকরো পোড়ানোর মাধ্যমে উৎপাদন করেছে তারা। সেপ্টেম্বরের এক সকালে এটি পৌঁছে ১৭ শতাংশে। ওই সময় বাতাস ও সূর্যালোক কম থাকায় বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন কমে যায়। ফলে জাতীয় গ্রিডে জৈব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের হিস্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। খবর দ্য গার্ডিয়ান।
রেকর্ড সর্বনিম্নে মূল্যস্ফীতি সুদহার কমল ভারতে
Bonik Barta
দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রেকর্ড সর্বনিম্ন মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সুদহার কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলেছেন, গোল্ডিলকস পিরিয়ড বা অনুকূল সময়ের সুযোগ দিতে দেশটির নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর এফটি। তিনদিনের বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর ঘোষণা দিয়েছে।
গত বছরের শেষ দিকে আরবিআইয়ের গভর্নর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। তার অধীনে এ পর্যন্ত মোট সুদহার কমেছে ১ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট। এতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের বেঞ্চমার্ক সুদহার নেমে এসেছে ৫ দশমিক ২৫ শতাংশে।
যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এল প্রায় ৬১ হাজার টন গম
Bonik Barta
যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি ১-এর অধীনে এসেছে এ চালান। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বাংলাদেশ এরই মধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে। সবশেষ চতুর্থ চালানে এসেছে ৬০ হাজার ৯৫০ টন গম। এ হিসেবে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ টন গম দেশে পৌঁছেছে।
ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে
Bonik Barta
ওপেক প্লাস গত নভেম্বরে দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশগুলোর প্রকৃত উত্তোলন এ সময় কমেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, সদস্য কয়েকটি দেশের উত্তোলন ব্যাহত হওয়ার বিষয়টি নভেম্বরে ওপেক প্লাসের মোট উত্তোলন কমার পেছনে ভূমিকা রেখেছে। সমীক্ষা থেকে আরো জানা যায়, গত মাসে ওপেক-ভুক্ত দেশগুলোয় মোট জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ৮৪ লাখ ব্যারেল। এটি অক্টোবরের দৈনিক উত্তোলনের তুলনায় ৩০ হাজার ব্যারেল কম। এ সময় সবচেয়ে বেশি উত্তোলন কমেছে নাইজেরিয়া ও ইরাকে।
নভেম্বরে ব্রাজিলের সয়াবিন রফতানি বেড়েছে ৬৪ শতাংশ
Bonik Barta
ব্রাজিল থেকে নভেম্বরে সয়াবিন রফতানি বেড়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ সময় ব্রাজিল থেকে তেলবীজটি রফতানির পরিমাণ ছিল ৪২ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি। খবর রয়টার্স। সাধারণত বছরের শেষ দিকে ব্রাজিলের সয়াবিন রফতানি কমতে থাকে। কারণ নতুন মৌসুমের ফসল জানুয়ারির শেষ ভাগ বা ফেব্রুয়ারির শুরুতে বাজারে আসে। তবে চলতি বছরের শেষে দেকে এসেও তা ঊর্ধ্বমুখী রয়েছে বলে জানিয়েছে শস্য রফতানিকারক কোম্পানিগুলোর সংগঠন অ্যানেক। সংগঠনটি জানিয়েছে, ডিসেম্বরে ব্রাজিলের সয়াবিন রফতানি প্রায় ৯০ শতাংশ বেড়ে ২৮ লাখ টনে পৌঁছতে পারে। এছাড়া ২০২৫ সালে ব্রাজিলের মোট সয়াবিন রফতানি দাঁড়াতে পারে ১১ কোটি টনে। এটি ২০২৪ সালের ৯ কোটি ৭৩ লাখ টনের তুলনায় উল্লেখযোগ্য বেশি।
মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ সাড়ে ছয় বছরের সর্বোচ্চে
Bonik Barta
মালয়েশিয়ায় নভেম্বরে পাম অয়েলের মজুদ সাড়ে ছয় বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। রফতানি কমে যাওয়ার পাশাপাশি এ সময় রেকর্ড উৎপাদন মজুদ বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। ব্যবসায়ী, উৎপাদনকারী ও বিশ্লেষকের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। জরিপ অনুযায়ী, নভেম্বরে দেশটিতে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৭ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২৬ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের এপ্রিলের পর সর্বোচ্চ।