চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে
Bonik Barta
অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলগুলোয় জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। এরই মধ্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে বিক্রি শুরু হয়েছে ও তা চলমান রয়েছে।’ নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গতকাল স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এরপর শিল্প উপদেষ্টা নাটোর সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন।
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের মূল্যবৃদ্ধি
Bonik Barta
ফিউচার মার্কেটে টানা দুদিন দরপতনের পর মালয়েশীয় পাম অয়েলের দাম শুক্রবার কিছুটা বেড়েছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ (ডিসিই) ও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) অন্যান্য ভোজ্যতেলের দরবৃদ্ধি এর পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে শুক্রবার মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে টনে ৪৭ রিঙ্গিত বা ১ দশমিক ১৪ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ১৫২ রিঙ্গিতে।
এশিয়ার দেশগুলো থেকে চাল আমদানি কমাতে যাচ্ছে ইইউ
Bonik Barta
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভারতসহ এশিয়ার অন্যান্য দেশ থেকে চাল আমদানি সীমিত করতে যাচ্ছে। সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে দ্য হিন্দু বিজনেস লাইন জানিয়েছে, স্থানীয় কৃষক ও প্রক্রিয়াজাতকারীদের সুরক্ষায় বিশেষ ‘সেফগার্ড’ ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে ইইউ। এরই অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হচ্ছে। যদিও এরই মধ্যে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ২৩টির মধ্যে ১১ অধ্যায় নিয়ে সমঝোতা হয়েছে। এর পরও এ উদ্যোগকে ‘এক দরজা বন্ধ করে আরেক দরজা খোলার মতো’ পরিস্থিতি বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।
এলএমইতে রেকর্ড সর্বোচ্চে তামার দাম
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে তামার দরবৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন পণ্যবাজার বিশ্লেষণকারী সংস্থা। এর প্রভাবে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ধাতব পণ্যটির বাজারদর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধিও এ সময় তামার দাম বাড়ায় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম শুক্রবার ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৬০৯ ডলার ৫০ সেন্টে। এদিন বেচাকেনার এক পর্যায়ে ধাতব পণ্যটির দাম পৌঁছেছে টনপ্রতি ১১ হাজার ৭০৫ ডলারে, যা রেকর্ড সর্বোচ্চ।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পূর্বাভাস ছাড়িয়েছে ইউরোজোনের প্রবৃদ্ধি
Bonik Barta
ইউরোস্ট্যাটের প্রকাশিত চূড়ান্ত তথ্যানুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোজোনের অর্থনীতি, যা পূর্বাভাসকৃত দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। দ্বিতীয় প্রান্তিকে দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল ইউরো মুদ্রাভিত্তিক অঞ্চলটি। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিডিপি বেড়েছে দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে রয়েছে ডেনমার্ক। ১ দশমিক ১ শতাংশ সম্প্রসারণ হয়েছে লুক্সেমবার্গ ও সুইডেনের অর্থনীতির। অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সংকোচনের মুখে পড়েছে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও রোমানিয়ার অর্থনীতি। খবর আনাদোলু
স্পট মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে রুপার বাজারদর
Bonik Barta
ক্রিটিক্যাল মিনারেলসের তালিকায় রুপা যোগ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ফলে ধাতুটির ওপর নতুন শুল্ক আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি শিল্প খাতে উল্লেখযোগ্য মাত্রায় চাহিদা বাড়ছে রুপার। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে ধাতুটির বাজারদর। স্পট মার্কেটে তা টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় ধাতুটির দরবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) শক্তিশালী বিনিয়োগপ্রবাহ। খবর মাইনিং ডটকম।
৫৯০০ কোটি ডলার ঋণে ভরসা করছে নেটফ্লিক্স
Bonik Barta
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে ৮ হাজার ৩০০ কোটি ডলারে অধিগ্রহণ করতে যাচ্ছে নেটফ্লিক্স। আকাশছোঁয়া এ অর্থ পরিশোধে ইতিহাসের অন্যতম বৃহৎ ঋণের ওপর নির্ভর করছে স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠানটি। নগদ তহবিল জোগাতে ৫ হাজার ৯০০ কোটি ডলারের একটি স্বল্পমেয়াদি বা ব্রিজ লোন নিচ্ছে নেটফ্লিক্স। আর এ অর্থায়নের নেতৃত্বে রয়েছে মার্কিন ব্যাংক ওয়েলস ফার্গো। খবর এফটি। নেটফ্লিক্সকে অর্ধেক অর্থায়ন করতে সম্মত হয়েছে ব্যাংকটি। এলএসইজির তথ্যানুযায়ী, কোনো কোম্পানিকে অধিগ্রহণে সহায়তার জন্য এটি ইতিহাসের অন্যতম বড় ব্রিজ লোন। সেই সঙ্গে ওয়েলস ফার্গোর দেয়া সবচেয়ে বড় ঋণ এটি।
নভেম্বরেও কমেছে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম
Bonik Barta
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম নভেম্বরে টানা তৃতীয় মাসের মতো কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে খাদ্যপণ্যের গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১২৫ দশমিক ১ পয়েন্টে। এটি অক্টোবরে সংশোধিত মূল্যসূচকের তুলনায় ১ দশমিক ২ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। খবর হেলেনিক শিপিং নিউজ। খাতসংশ্লিষ্টরা জানান, গত মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যসূচক কমার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল, সূর্যমুখী তেল ও সরিষা তেলের মূল্যহ্রাস। একই সময়ে বিশ্বব্যাপী ডিম, মাংস ও দুগ্ধজাত পণ্যের সরবরাহ বেড়েছে। পাশাপাশি ব্রাজিল, ভারত ও থাইল্যান্ডে চিনির উৎপাদন বৃদ্ধি মূল্যসূচক কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি চাহিদা কমে যাওয়া সূচক হ্রাসে প্রভাব ফেলেছে।
ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার বেশি লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ২ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি বিডি থাই ফুডের ৯ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২৫ টাকা ৮০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭১ টাকা ২০ পয়সায়।