আইএমএফের প্রেসক্রিপশন কাজ করছে না, মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করেছে
Bonik Barta
সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে প্রেসক্রিপশন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে দেয়া হয়েছিল, সেটি কাজে আসছে না। দেশে মূল্যস্ফীতি আবারো বাড়তে শুরু করেছে। গত নভেম্বরের পর ডিসেম্বরেও মূল্যস্ফীতি বেড়ে প্রায় সাড়ে ৮ শতাংশে উন্নীত হয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে জানানো হয়েছে। মূল্যস্ফীতি এমন এক সময় বাড়ছে যখন দেশের ডলার সংকট অনেকটা কেটে গেছে, ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) উদ্বৃত্তের ধারায় ফিরেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং বিনিময় হারও স্থিতিশীল হয়েছে। জ্বালানি তেলসহ ভোগ্যপণ্যের মূল্য বিবেচনায় সদ্য সমাপ্ত ২০২৫ সাল ছিল বৈশ্বিকভাবে স্বস্তির বছর। এ সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটা কমেছে। মূল্য কমেছে চাল, গম, সয়াবিন তেল, গুঁড়া দুধ, মসলাসহ বিভিন্ন পণ্যের। দামের পাশাপাশি গত বছর সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যয়ও কমেছে। যদিও বিশ্ববাজারে দাম ও পরিবহন ব্যয় কমার সুফল বাংলাদেশের মানুষ পায়নি। উল্টো আগের দুই বছরের মতো বিদায়ী বছরজুড়েও তাদের ভুগতে হয়েছে উচ্চ মূল্যস্ফীতির চাপে।
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুইদিনে জমা ৪৪ কোটি ও উত্তোলন ১০৮ কোটি টাকা
Bonik Barta
একীভূত হওয়া পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে। যদিও নতুন বছরের প্রথম দিনই লেনদেন শুরু করেছে ব্যাংকটি। একীভূত ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় এরই মধ্যে নতুন ব্যাংকের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর দুই কার্যদিবসে এ ব্যাংকে আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা। একই সময় গ্রাহকরা উত্তোলন করেছেন প্রায় ১০৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াও বক্তব্য রাখেন।
তৃতীয় ধাপে চলতি মাসে অবসায়ন হবে ২ লাখ ইউনিট
Bonik Barta
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বন্ডের তৃতীয় ধাপে অবসায়ন চলতি মাসে সম্পন্ন হবে। এক্ষেত্রে অবসায়ন করা হবে বন্ডটির দুই লাখ ইউনিট। বন্ডটির ট্রাস্টি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিদ্ধান্ত ও ইনফরমেশন মেমোরেন্ডাম অনুসারে এ অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এপিএসসিএল বন্ডের ইনফরমেশন মেমোরেন্ডাম অনুসারে, চার ধাপে বন্ডটির মূল অর্থ ফেরত দেয়া হবে। এক্ষেত্রে প্রতি ধাপে মূল অর্থের ২৫ শতাংশ করে ফেরত দেয়া হবে। তৃতীয় ধাপে চলতি বন্ডটির দুই লাখ ইউনিট অবসায়ন হবে। এক্ষেত্রে ১ হাজার ২৫০ টাকা অভিহিত মূল্যে ২৫ কোটি টাকা ফেরত দেয়া হবে। সাত বছর মেয়াদের জন্য বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল এপিএসসিএল। বন্ড ইস্যুর সময় কোম্পানিটি জানিয়েছিল, চতুর্থ বছর শেষে বার্ষিক ২৫ শতাংশ হারে বন্ডের মূল অর্থ ফেরত দেয়া শুরু হবে। এরই মধ্যে ২০২৪ সালে প্রথম ধাপে ৩ হাজার ৭৫০ টাকা অভিহিত মূল্যে বন্ডটির দুই লাখ ইউনিট অবসায়ন করা হয়েছিল, যার মোট মূল্য ছিল ৭৫ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে আরো ২৫ শতাংশ ইউনিট অবসায়ন করা হয়েছে। এক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা অভিহিত মূল্যে বন্ডটির দুই লাখ ইউনিট অবসায়নের মোট অর্থের পরিমাণ ছিল ৫০ কোটি টাকা। একইভাবে এবার তৃতীয় ধাপে অবসায়নের সময় বন্ডটির অভিহিত মূল্য হবে ১ হাজার ২৫০ টাকা এবং চতুর্থ ধাপের সময় পুরোটাই অবসায়ন হয়ে যাবে।
জেনেসিসের বৈশ্বিক বিক্রি ১৫ লাখ ছাড়াল
Bonik Barta
হুন্দাই মোটর গ্রুপের স্বাধীন বিলাসবহুল ব্র্যান্ড জেনেসিসের বৈশ্বিক বিক্রি ১৫ লাখ ইউনিট ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার এ গাড়ি নির্মাতা জানিয়েছে, ২০১৫ সালে ব্র্যান্ডটি চালুর ১০ বছর পর গত নভেম্বরে এ মাইলফলক অর্জন করে। ২০২১ সালে পাঁচ লাখ ইউনিট গাড়ি বিক্রি করে জেনেসিস। এর দুই বছর পর ২০২৩ সালে ১০ লাখ ইউনিট বিক্রির সীমা অতিক্রম করে। বিলাসবহুল এ সেডান ব্র্যান্ড গত কয়েক বছরে ইউরোপ ও চীনে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। পাশাপাশি বিক্রি বাড়াতে লাইনআপে যুক্ত করেছে ইলেকট্রিফায়েড জি৮০ ও জিভি৬০ ম্যাগমাসহ বিভিন্ন নতুন ও বৈচিত্র্যময় মডেল। খবর ও ছবি কোরিয়া হেরাল্ড
বছরে সাড়ে ৩৩ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য কিয়ার
Bonik Barta
চলতি বছরে বিশ্বজুড়ে ৩৩ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে কিয়া করপোরেশন। দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা কোম্পানিটির এ লক্ষ্য গত বছরের বিক্রির তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। খবর রয়টার্স। কিয়া গত বছর মোট ৩১ লাখ ৩৫ হাজার ৮০৩টি গাড়ি বিক্রি করেছে। যদিও বিক্রির লক্ষ্য ছিল ৩২ লাখ ২০ হাজার ইউনিট। লক্ষ্য থেকে অল্প পিছিয়ে থাকলেও ২০২৫ সাল বার্ষিক বৈশ্বিক বিক্রিতে নতুন রেকর্ড গড়ে কিয়া, যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি। দক্ষিণ কোরিয়ার বাইরে কিয়া গত বছর ২৫ লাখ ৮৪ হাজার ২৩৮টি গাড়ি বিক্রি করেছে। অন্যদিকে দেশটির স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৭৭৬ ইউনিট। মডেল ভিত্তিতে গত বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্পোর্টেজ এসইউভি। বিশ্বজুড়ে এ মডেলের ৫ লাখ ৬৯ হাজার ৬৮৮টি গাড়ি বিক্রি হয়েছে। তালিকার পরের অবস্থানে রয়েছে সেলটোস ও সোরেন্টো।
আর্থসামাজিক ও কূটনৈতিক সম্পর্কের অস্থিতিশীলতা কাটিয়ে ওঠা জরুরি
Bonik Barta
দেশের অর্থনীতিতে নানামুখী সংকটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল বৈদেশিক মুদ্রার ঘাটতি ও ক্রমাগত রিজার্ভ ক্ষয়। এ দুই সংকটের তীব্রতা কমিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখে রফতানি ও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা। তবে বর্তমানে রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলেও রফতানি আয়ে প্রবৃদ্ধি নেই। গত মাসে রফতানি প্রবৃদ্ধি প্রায় ১৪ দশমিক ২৫ শতাংশ কমেছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে উল্লেখ করা হয়েছে। এমনকি চলতি অর্থবছরের টানা পাঁচ মাস ধরে রফতানি খাতে প্রবৃদ্ধির নিম্নগামিতা পরিলক্ষিত হচ্ছে। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রফতানি হয়েছে ২ হাজার ৩৯৯ কোটি ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলারের পণ্য। আয় বাড়াতে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে রফতানি বাণিজ্য সীমাবদ্ধ রাখাটা কোনোভাবেই সুবিবেচনাপ্রসূত নয়। রফতানির জন্য অপ্রচলিত পণ্য খুঁজে বের করার পাশাপাশি নতুন নতুন রফতানি গন্তব্য অনুসন্ধানে মনোযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের প্রভাবে তৈরি পোশাক খাতে যে অস্থিরতা বিরাজ করছে, বৈচিত্র্যময় পণ্য রফতানি সেই অস্থিরতা অনেকটাই কমিয়ে আনতে পারবে। একইভাবে অপ্রচলিত নতুন পণ্যের বাজার সৃষ্টি রফতানি আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ ঘটাবে। রফতানি বহুমুখীকরণকে একক বা বিচ্ছিন্নভাবে না দেখে শিল্পনীতি, আমদানিনীতি, আর্থিক নীতি ও অন্যান্য নীতির সামঞ্জস্য রাখা জরুরি, যাতে রফতানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো যায়। নীতিসহায়তা ও সুনির্দিষ্ট পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রফতানি প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
ইউসিবির আমানতে তিন গুণের বেশি প্রবৃদ্ধি
Bonik Barta
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আমানতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালে যেখানে আমানত প্রবৃদ্ধি ছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, সদ্যসমাপ্ত বছরে (২০২৫) সব রেকর্ড ভেঙে তা প্রায় ১৩ হাজার কোটি টাকায় পৌঁছায়। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি বেড়েছে তিন গুণেরও বেশি। আমানতের সাফল্য উদযাপনে ইউসিবির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে কর্মীরা সাফল্য ভাগ করে নেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান শরীফ জহীর এবং এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, গ্রাহক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
যৌথভাবে ৪ বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
Bonik Barta
বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি যৌথভাবে প্যারামাউন্ট হোল্ডিংসের সঙ্গে ২৯৫ মেগাওয়াটের চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে এ-সংক্রান্ত নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) বা কার্যাদেশ পেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, কার্যাদেশ পাওয়ার ২৮ দিনের মধ্যে বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিসি) স্বাক্ষর হবে। আর চুক্তি স্বাক্ষরের পর দুই বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। চারটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আনুমানিক ব্যয় হবে ২৬ কোটি ৮০ লাখ ডলার এবং এ কেন্দ্রগুলো থেকে বছরে ৫১৩ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা আয় হবে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ৭০ শতাংশ ব্যাংক ঋণ ও ৩০ শতাংশ ইকুইটির মাধ্যমে অর্থায়ন করা হবে।
ডেল্টা লাইফের ঋণমান ‘এএএ’
Bonik Barta
বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ডেল্টা লাইফের বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৮৯ কোটি টাকায়, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ২৩ কোটি টাকা। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকায়, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এক্ষেত্রে ৭৮ কোটি টাকার ঘাটতি ছিল।
ট্রাম্পের শুল্কচাপের মধ্যেও স্থিতিশীল দক্ষিণ-পূর্ব এশিয়ার রফতানি
Bonik Barta
ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ক সত্ত্বেও অপেক্ষাকৃত স্থিতিশীল রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রফতানি। মার্কিন চাহিদা, কম উৎপাদন খরচ ও চীনা পণ্যের গতিপথ বদলে দেয়ার (রিরুটিং) মাধ্যমে রফতানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সক্ষমতা দেখাচ্ছে অঞ্চলটি। বিশেষ করে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো প্রধান অর্থনীতি সুবিধাগুলো নিচ্ছে। তবে ট্রাম্পের শুল্কনীতিতে পরিবর্তন ও চীনা কাঁচামালের ওপর নিয়ন্ত্রণের আশঙ্কা এ অঞ্চলের রফতানি বাণিজ্যে অনিশ্চয়তা জিইয়ে রেখেছে। মার্কিন সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ের তুলনায় গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রমুখী রফতানি ২৫ শতাংশ বেড়েছে। এছাড়া অঞ্চলটির প্রধান শিল্পোৎপাদনকারী দেশগুলোয় বিদেশী বিনিয়োগ বেড়েছে। কারণ কোম্পানিগুলো সরবরাহ চেইন বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। এতে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কের প্রভাব কমে এসেছে। গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোৎপাদননির্ভর অর্থনীতিগুলোর ওপর সর্বোচ্চ ৪৯ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেন ট্রাম্প। যদিও পরে ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আওতায় শুল্ক প্রায় ২০ শতাংশে নামিয়ে আনে।
মূল্যস্ফীতির কারণ হয়ে উঠতে পারে এআই খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের উন্মাদনা নিয়ে বছর শুরু করেছে আর্থিক বাজার। এ উন্মাদনাসৃষ্ট মূল্যস্ফীতি বৈশ্বিক অর্থনীতিতে শিগগিরই বড় ধরনের আঘাত হানতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। এ বিষয়ে তাদের বক্তব্য হলো কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হয়ে আসছে। সুদহার হ্রাস ও সরকারের প্রণোদনা মিলিয়ে বাজারে অর্থপ্রবাহ আরো বাড়তে যাচ্ছে। এর মধ্যেই প্রযুক্তি খাতের মারাত্মক বিনিয়োগ ক্ষুধা, বিশেষ করে ডাটা সেন্টার নির্মাণ ও উন্নত চিপ ব্যবহার, ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকট বাজারে নতুন করে মূল্যচাপ বাড়ার কারণ হয়ে উঠতে পারে, যা প্রভাবিত করতে পারে ভোক্তাপণ্যের বাজারকেও। তবে এ মূল্যস্ফীতির প্রতিক্রিয়া বাজারে মারাত্মক দ্বিমুখী সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার পর্যবেক্ষকরা। তাদের বক্তব্য অনুযায়ী, এআই খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি করলে তা নিয়ন্ত্রণে নেয়ার নীতিগত পদক্ষেপও বাজারকে আরো চাপে ফেলে দিতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারো সংকোচনমূলক মুদ্রানীতির ধারায় ফিরে যেতে পারে, যার প্রভাবে আর্থিক বাজারে নতুন করে ঝুঁকি তৈরি হতে পারে।
মিরসরাইয়ে চার বছর পর আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ
Bonik Barta
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও বাজার স্থিতিশীল রাখতে প্রতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ও চাল সংগ্রহ করে সরকার। যেখানে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান বা চাল কেনা হয়। গত ২০ নভেম্বর এ অভিযান শুরু হয়েছে। শেষ হওয়ার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কমবেশি পূরণ হলেও চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২১-২৪ সাল পর্যন্ত টানা ঘাটতিতে পড়ে খাদ্য বিভাগ। তবে চার বছর পর চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে দপ্তরটি।
চীনে পরিষেবা খাতে ছয় মাসের সর্বনিম্ন প্রবৃদ্ধি
Bonik Barta
চীনের পরিষেবা খাতের কার্যক্রম ছয় মাসের মধ্যে সবচেয়ে ধীরগতিতে বেড়েছে গত ডিসেম্বরে। গতকাল প্রকাশিত এক বেসরকারি জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। পরিষেবা খাতের প্রবৃদ্ধি পতনের কারণ হিসেবে নতুন ব্যবসা কমে আসা এবং বিদেশী চাহিদা কমে যাওয়ার প্রভাব উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। খবর রয়টার্স। এসঅ্যান্ডপি গ্লোবাল সংকলিত রেটিংডগ চায়না জেনারেল সার্ভিসেস পিএমআই সূচক ডিসেম্বরে সামান্য কমে ৫২-এ নেমে আসে, যা আগের মাসে ছিল ৫২ দশমিক ১। এটি গত জুনের পর সবচেয়ে দুর্বল অবস্থান।
দুবাইয়ের আবাসন বাজারে রেকর্ড প্রবৃদ্ধি
Bonik Barta
দুবাইয়ের আবাসন বাজারে ২০২৫ সালে রেকর্ড ৬৮ হাজার ১০০ কোটি দিরহাম বা ১৮ হাজার ৫৫০ কোটি ডলারের সমপরিমাণ লেনদেন হয়েছে। মূলত জনসংখ্যা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে বসবাসের প্রবণতা বাড়ায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শহরটিতে আবাসন খাত উল্লেখযোগ্য একটি বছর পার করেছে। খাতসংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান প্রভিডেন্ট এস্টেটের ২০২৫ সালের বাজার পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। দুবাইয়ে গত বছর ২ লাখ ১৩ হাজার ৭০০টি আবাসন বিক্রি হয়েছে। এটি ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। এ সময় গড় বিক্রয়মূল্য বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।