03-Nov-2025

Tuesday 04 November 2025

05-Nov-2025

এশিয়ার শিল্পোৎপাদন খাতে স্থবিরতা

Bonik Barta

চীন ও দক্ষিণ কোরিয়ার শিল্পোৎপাদন খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি খাতে অক্টোবরের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) তথ্য অনুযায়ী, চীনে উৎপাদন খাতের প্রবৃদ্ধি আগের তুলনায় ধীর হয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় তা নিম্নমুখী হয়েছে। দুই দেশেই রফতানি ক্রয়াদেশ কমেছে। চীন ও দক্ষিণ কোরিয়ার শিল্পোৎপাদন খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি খাতে অক্টোবরের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) তথ্য অনুযায়ী, চীনে উৎপাদন খাতের প্রবৃদ্ধি আগের তুলনায় ধীর হয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় তা নিম্নমুখী হয়েছে। দুই দেশেই রফতানি ক্রয়াদেশ কমেছে।

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা চালু করল সিকা বাংলাদেশ

Bonik Barta

নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) নতুন কারখানা চালু করেছে সিকা বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল। সুইজারল্যান্ডভিত্তিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা, নির্মাণ ও মোটরগাড়ি শিল্পের জন্য বন্ডিং, সিলিং, ড্যাম্পিং, রিইনফোর্সিং ও প্রটেকশনের জন্য বিভিন্ন সিস্টেম, পণ্য উদ্ভাবন ও উৎপাদন করে। সিকা বাংলাদেশ তাদের এ কারখানা স্থাপনে প্রায় ৫ দশমিক ১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগ করেছে।

সিএসই-৫০ সূচক সমন্বয়

Bonik Barta

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি আগের তিনটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে, ১১ নভেম্বর থেকে যা কার্যকর হবে। সিএসই-৫০ সূচকে যুক্ত কোম্পানিগুলো হলো বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। অন্যদিকে সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

ঋণ ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র কার্যালয় গঠনের ভাবনা সরকারের

Bonik Barta

সরকারের ঋণের আকার ক্রমেই স্ফীত হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে সুদ পরিশোধের পরিমাণও। এ অবস্থায় ঋণ ব্যবস্থাপনার জন্য একটি একীভূত স্বতন্ত্র কার্যালয় গড়ে তোলার চিন্তাভাবনা করছে সরকার। এতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। সংস্থা দুটির একটি যৌথ কারিগরি সহায়তা মিশন এ উদ্দেশ্যে সম্প্রতি বাংলাদেশ সফর করছে। গতকাল মিশন সদস্যরা অর্থ বিভাগের কর্মকর্তাদের কাছে স্বতন্ত্র ঋণ ব্যবস্থাপনা কার্যালয় স্থাপনের বিষয়ে তাদের সুপারিশ তুলে ধরেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, জনপ্রশাসনের বিদ্যমান কাঠামোর পরিবর্তন করা না হলে এ ধরনের কার্যালয় গঠন করে খুব বেশি সুফল পাওয়া যাবে না।

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় এল ৬১ হাজার টন গম

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা গমের দ্বিতীয় চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। দেশটির করপাস ক্রিস্টি বন্দর থেকে ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে গতকাল ‘এমভি স্পার এরিস’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জিটুজি চুক্তি নং ১-এর অধীনে দ্বিতীয় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করেছে। জানা গেছে, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম আমদানি শুরু হয়েছে। প্রথমে ৫৬ হাজার ৯৫৯ টন গম নিয়ে ‘‌এমভি নোর্স স্ট্রাইড’ নামের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে।

২০৩০ সালের মধ্যে এআই ডাটা সেন্টারগুলোয় বিদ্যুতের ব্যবহার বাড়বে ১৬০%

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডাটা সেন্টারগুলো আগামী দশকে বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে এ ডাটা সেন্টারগুলোর বিদ্যুতের ব্যবহার ১৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক বিদ্যুৎ খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। খবর ইকোনমিক টাইমস। প্রায় এক দশক ধরে বৈশ্বিক বিদ্যুৎ চাহিদা স্থির ছিল। কিন্তু এআই-ভিত্তিক ডাটা সেন্টারের উদ্ভাবনের পর থেকে এ চিত্র পরিবর্তন হচ্ছে। এ ধরনের ডাটা সেন্টারগুলোয় উন্নত কম্পিউটিং সিস্টেম পরিচালনার জন্য অনেক বৈদ্যুতিক শক্তি খরচ হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনই একমাত্র সমাধান নয়। বরং উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করাও বড় চ্যালেঞ্জ। নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু করতে সময় লাগে, কারণ সংযোগ ও ট্রান্সমিশন ব্যবস্থায় জটিলতা রয়েছে।

রফতানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা ও টাকা সোয়াপ সুবিধা চালু

Bonik Barta

রফতানিকারকদের নগদ টাকার চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রা ও টাকা সোয়াপ সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে রফতানিকারকরা তাদের রফতানি আয়ের বৈদেশিক মুদ্রা (ডলার, ইউরো ইত্যাদি) না ভাঙিয়ে তার বিপরীতে টাকার সুবিধা নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে রফতানিকারকদের এ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। সোয়াপ হলো এমন এক ধরনের চুক্তি, যেখানে রফতানিকারক সাময়িকভাবে তার বৈদেশিক মুদ্রা ব্যাংককে দেবে এবং নির্দিষ্ট সময় পর একই পরিমাণ মুদ্রা ফেরত নেবে। এ সময়ের মধ্যে ওই টাকার সুবিধা ব্যবহার করতে পারবে রফতানিকারক। এ ক্ষেত্রে রফতানিকারকের নিজস্ব উৎসের বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হবে। সোয়াপের মেয়াদ ইআরকিউ তহবিলের ব্যবহারযোগ্য মেয়াদের বেশি হতে পারবে না এবং ৩০ দিনের পুল তহবিলের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন মেয়াদি সোয়াপ করা যাবে।

সরকার এলডিসি গ্র্যাজুয়েশনে গেলেও ব্যবসায়ীরা যাবেন না

Bonik Barta

দেশের শিল্প খাতের ৮০ শতাংশ কারখানাই এখন লোকসানে চলছে। অথচ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) কথা রয়েছে বাংলাদেশের। তবে সরকার এলডিসি গ্র্যাজুয়েশনে গেলেও ব্যবসায়ীরা যাবেন না বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। রাজধানীর গুলশানে গতকাল ‘ব্যবসায়িক পরিবেশ: সংস্কার, সুযোগ ও সামনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তারা। অনুষ্ঠানটির আয়োজন করে ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। বৈঠকে প্যানেল আলোচনায় অংশ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘সরকার এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছে কিনা জানি না। তবে আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি তারা যাব না।’ এক্ষেত্রে সরকার ও ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অক্টোবরে ইউরোজোনে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ১ শতাংশে

Bonik Barta

ইউরোজোনে অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ১ শতাংশে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) লক্ষ্যমাত্রা ২ শতাংশের সামান্য ওপরে থাকা এ হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ২ শতাংশ। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। খাদ্য ও জ্বালানি পণ্য বহির্ভূত মূল্যস্ফীতি (কোর ইনফ্লেশন) সেপ্টেম্বরের মতো অক্টোবরেও ২ দশমিক ৪ শতাংশে অপরিবর্তিত ছিল। তবে সেবা খাতে মূল্যচাপ কিছুটা বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতি ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা এপ্রিলের পর সর্বোচ্চ এবং সেপ্টেম্বরের তুলনায় দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেশি।

নিষ্ক্রিয় হয়ে পড়বে বেশির ভাগ প্রাইভেট ক্যাপিটাল কোম্পানি

Bonik Barta

আগামী এক দশকের মধ্যে বিশ্বজুড়ে বেশির ভাগ প্রাইভেট ক্যাপিটাল কোম্পানি নিষ্ক্রিয় হয়ে পড়বে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সুইডেনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইকিউটির প্রধান নির্বাহী পের ফ্রানসেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশই নতুন তহবিল গঠনে ব্যর্থ হবে এবং শুধু পুরনো বিনিয়োগ পরিচালনা করে কোনোমতে টিকে থাকবে।’ খবর এফটি। প্রাইভেট ক্যাপিটাল কোম্পানি এমন এক বিনিয়োগ প্রতিষ্ঠান, যা বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিতে বিনিয়োগ করে বা মালিকানার অংশীদার হয়। ব্যাংক, ধনী ব্যক্তি, পেনশন ফান্ড, বীমা কোম্পানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এতে লগ্নি করে থাকে। সাধারণত ৫-১০ বছর মেয়াদে কোনো কোম্পানিকে অর্থ দেয় প্রাইভেট ক্যাপিটাল কোম্পানি। এর সঙ্গে ব্যবস্থাপনায়ও অংশ নেয় তারা। এ ধরনের বিনিয়োগে বড় ধরনের ঝুঁকি থাকে।

সাত বছরে জিনজিয়াংয়ে পর্যটক বেড়ে ৩০ কোটি

Bonik Barta

গত বছর প্রায় ৩০ কোটি পর্যটক পেয়েছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং, যা ২০১৮ সালের তুলনায় দ্বিগুণ। অঞ্চলটির বাসিন্দা উইঘুর মুসলমানদের ওপর দমননীতি চালাচ্ছে দেশটির সরকার, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ শোনা যাচ্ছে আন্তর্জাতিক ফোরামে। তবে সাম্প্রতিক বছরগুলোয় এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলায় মনোযোগ দিয়েছে বেইজিং। অবকাঠামো উন্নয়ন, নাটক ও টিভি সিরিজ নির্মাণ এবং বিলাসবহুল হোটেল নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ হচ্ছে। হিলটন ও ম্যারিয়টসহ প্রায় ২০০ আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড জিনজিয়াংয়ে ব্যবসা সম্প্রসারণ করছে। ২০২৪ সালে জিনজিয়াংয়ে পর্যটন আয় দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার কোটি ইউয়ান বা ৫ হাজার ১০০ কোটি ডলারের সমতুল্য, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। শুধু ২০২৪ সালের প্রথমার্ধেই (জানুয়ারি-জুন) অঞ্চলটি পেয়েছে ১৩ কোটি পর্যটক, আয় করেছিল ১৪ হাজার ৩০০ কোটি ইউয়ান। এখনকার পর্যটন খাত নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে চীনের।

ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি বেড়েছে ১১.৬২%

Bonik Barta

পাম অয়েল উৎপাদন ও রফতানিতে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটি থেকে অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল রফতানি বেড়েছে ১১ দশমিক ৬২ শতাংশ। গতকাল প্রকাশিত প্রতিবেদনে ইন্দোনেশিয়ার স্ট্যাটিস্টিকস ব্যুরো জানায়, এ সময় দেশটি থেকে মোট রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টন। খবর বিজনেস রেকর্ডার। তবে শুধু সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এ সময় মোট রফতানির পরিমাণ ছিল ১৩ লাখ ৮০ হাজার টন।

১০০ কোটি টনের নিচে নামবে চীনের ইস্পাত উৎপাদন

Bonik Barta

চীন চলতি ২০২৫ সালে ইস্পাত উৎপাদন ১০০ কোটি টনের নিচে নামিয়ে আনতে যাচ্ছে। দেশটি উৎপাদন হ্রাসের সরকারি অঙ্গীকার পূরণের পথে থাকলেও শিল্প খাতে জোগান-চাহিদার ভারসাম্যহীনতা রয়ে গেছে বলে জানিয়েছে চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (সিআইএসএ)। খবর হেলেনিক শিপিং নিউজ। চীনের ইস্পাত উৎপাদন ২০২০ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর পর থেকে তা ক্রমান্বয়ে কমছে। যদিও ২০২৪ সালেও দেশটিতে ধাতব পণ্যটির মোট উৎপাদনের পরিমাণ ১০০ কোটি টনের ওপরে ছিল।

Only 32.9pc of Bangladeshis fully food secure, BBS survey shows

The Financial Express

Only 32.9 per cent of Bangladesh's population is fully food secure in terms of daily intake, with millions facing vulnerability in their everyday nutrition, according to a new survey by the Bangladesh Bureau of Statistics (BBS). The survey, titled "Food Security Situation and Coping Mechanism in Bangladesh", released on Monday, found that 44.57 per cent of the population is marginally food secure, meaning their daily food supply is fragile and could deteriorate at any time. Rural communities are particularly at risk. While 20.94 per cent of urban residents face moderate to severe food insecurity, the figure rises to 25.75 per cent in rural areas, the survey revealed.

জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা স্থগিত ওপেক প্লাসের

Bonik Barta

আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা স্থগিত রাখবে ওপেক প্লাস। বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ও পণ্যটির দাম নিয়ন্ত্রণে রাখতে রোববারের বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। খবর রয়টার্স। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সংগঠনভুক্ত দেশগুলো এপ্রিল থেকে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর লক্ষ্য নিয়েছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ২ দশমিক ৭ শতাংশ। তবে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনায় অক্টোবর থেকে উত্তোলন বাড়ার গতি কমাচ্ছে সংগঠনটি।

ফেডের সুদহার কমানোর প্রত্যাশায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

Bonik Barta

কর্মসংস্থান কমে যাওয়ায় ডিসেম্বরে সুদহার কমানো উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) বোর্ডের কর্মকর্তা ক্রিস্টোফার ওয়ালা। তার এ মন্তব্যের পর ফেডের সুদহার কমানোর সম্ভাবনা ৭০ শতাংশ বলে বিবেচনা করছেন ব্যবসায়ীরা। এমন প্রেক্ষাপটে গতকাল বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে এ দাম বাড়ার প্রবণতাকে কিছুটা সীমিত করে তুলেছে ডলারের ঊর্ধ্বমুখী বিনিময় হার ও বাণিজ্য উত্তেজনা কমে আসার তথ্য।

আফ্রিকার বিনিয়োগ আকর্ষণ বাড়ছে

Bonik Barta

সাম্প্রতিক বছরগুলোয় বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে উদীয়মান অর্থনীতির দেশগুলো। এসব দেশের শেয়ারবাজারেও দেখা যাচ্ছে শক্তিশালী উত্থান। বিশেষ করে আফ্রিকার আর্থিক বাজারের আকর্ষণ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা রাখছে ধাতব পণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, মুদ্রার স্থিতিশীলতা ও আর্থিক বাজারের শক্তিশালী অবস্থান। কয়েক বছর আগেও মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন ও দায়দেনা পরিশোধে ব্যর্থতা ছিল এখানকার দেশগুলোর নিয়মিত চিত্র। বর্তমানে সে পরিস্থিতি কাটিয়ে উঠেছে এখানকার বাজারগুলো। বৈশ্বিক অর্থনীতির বর্তমান ঘোলাটে পরিস্থিতি স্বর্ণ ও ধাতব পণ্যের মতো বাস্তব সম্পদের বিনিয়োগ চাহিদাকে ব্যাপক মাত্রায় বাড়িয়ে তুলেছে। এতে খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মহাদেশটিতে বিনিয়োগের আকর্ষণ আরো বেড়েছে।

IMF sceptical about 35pc-higher revenue target, bank overhauls

The Financial Express

International Monetary Fund creditworthiness-review mission appears unsatisfied with Bangladesh finance officials' explanation over ramped-up revenue target handed to the revenue board for the current fiscal year, and the means of mobilisation. Finance Division sources said the visiting IMF team, at a meeting last week, sought to know specific grounds and rationale of raising the target steeply by over 35 per cent compared to last fiscal's actual earnings. In the current fiscal year, the National Board of Revenue (NBR) has been given the target of generating Tk 4.99 trillion compared to Tk 4.8 trillion in the previous year. Against the target of Tk 4.8 trillion for the fiscal year 2024-25 the revenue board could generate Tk 3.68 trillion, leaving a wide shortfall.

তিন মাস ধরে কমছে রফতানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ

Bonik Barta

দেশে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথগতির মধ্যেও কিছুটা স্বস্তি ছিল রফতানি আয় ও রেমিট্যান্সে। কিন্তু চলতি অর্থবছরের চার মাস পর রফতানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে। টানা তিন মাস ধরে রফতানি আয় কমছে। বিশেষ করে অক্টোবরে দেশের রফতানি আয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ পতন ঘটেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে দেশ থেকে ৩৮২ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ৪১৩ কোটি ৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল। সে হিসাবে গত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রফতানি কমেছে। সেপ্টেম্বরে রফতানি কমার হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। আর আগস্টে কমেছিল ২ দশমিক ৯৩ শতাংশ।

পুঁজিবাজারে সূচক কমেছে ১ শতাংশের বেশি

Bonik Barta

দেশের পুঁজিবাজারের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক শূন্য ৭ শতাংশ। সূচকের পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনও সামান্য কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর প্রথম ২৫ মিনিট সূচক ঊর্ধ্বমুখী ছিল। এরপর শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকায় ধীরে ধীরে পয়েন্ট হারায় সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

তিন মাস ধরে কমছে রফতানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ

Bonik Barta

দেশে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথগতির মধ্যেও কিছুটা স্বস্তি ছিল রফতানি আয় ও রেমিট্যান্সে। কিন্তু চলতি অর্থবছরের চার মাস পর রফতানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে। টানা তিন মাস ধরে রফতানি আয় কমছে। বিশেষ করে অক্টোবরে দেশের রফতানি আয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ পতন ঘটেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে দেশ থেকে ৩৮২ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ৪১৩ কোটি ৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল। সে হিসাবে গত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রফতানি কমেছে। সেপ্টেম্বরে রফতানি কমার হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। আর আগস্টে কমেছিল ২ দশমিক ৯৩ শতাংশ।