তিন মাস পর সেপ্টেম্বরে পুঁজিবাজারে নেতিবাচক রিটার্ন
Bonik Barta
চলতি বছরের জুন, জুলাই ও আগস্টে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা ছিল। তবে সেপ্টেম্বরে সূচকে নেতিবাচক রিটার্ন পরিলক্ষিত হয়েছে। গত আগস্টে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৭ শতাংশ বাড়লেও সেপ্টেম্বর শেষে ৩ দশমিক ১৯ শতাংশ কমেছে। পাশাপাশি এক মাসের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ৭ শতাংশ।পুঁজিবাজার পর্যালোচনায় দেখা যায়, গত মে মাস শেষে ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৬৩৮ পয়েন্টে। জুনে সূচকটি ২০০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এরপর জুলাইয়ে আরো ৬০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৩ পয়েন্ট ও আগস্টে ১৫১ পয়েন্ট বেড়ে সূচকটি ৫ হাজার ৫৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সেপ্টেম্বর শেষে ডিএসইএক্স ১৭৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৬ পয়েন্টে নেমে আসে।
সিটি ব্যাংককে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
Bonik Barta
বৈশ্বিক বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদি ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন ও এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে। এ ঋণ বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে। এর মাধ্যমে দেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি পূরণ ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত হবে।
সিএসএমই খাতে ঋণ বিতরণ কমেছে প্রায় ১০ শতাংশ
Bonik Barta
উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের অভাব ও খেলাপি ঋণের উল্লম্ফনে দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে। অর্থনৈতিক মন্দার সাম্প্রতিক এ সময়ে বাংলাদেশের আর্থিক খাতে বড় আকারের ঋণ বিতরণ খুব একটা দেখা যায়নি। তবে এ ভাটার সময় যেখানে কুটির ও ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে ঋণ বিতরণ আরো কমেছে। ব্যাংকার, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে এ খাতকে বাঁচানোর আহ্বান জানালেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতে (সিএমএসএমই) ঋণ বিতরণ কমেছে প্রায় ১০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
টানা দ্বিতীয় দিন বেড়েছে পাম অয়েলের দাম
Bonik Barta
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি ও রফতানি চাহিদার প্রভাবে ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ভোজ্যতেলটির দাম পৌঁছে টনপ্রতি ৪ হাজার ৪৩৮ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার ৯১ সেন্ট), যা আগের দিনের তুলনায় ৫০ রিঙ্গিত বা ১ দশমিক ১৪ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার। কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠান আইসবার্গ এক্স এসডিএন বিএইচডির এক ব্যবসায়ী ডেভিড এনজি বলেন, ‘সয়াবিন তেলের বাজারে ঊর্ধ্বগতির প্রভাবে পাম অয়েলের দাম বেড়েছে। এছাড়া রফতানি চাহিদা বৃদ্ধিও ভোজ্যতেলটির দাম বাড়ার অন্যতম কারণ।’
সরবরাহ নিয়ে উদ্বেগে তামার বাজারমূল্যে ঊর্ধ্বগতি
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনের কারণে ডলারের বিনিময় হার কমে গেছে। এছাড়া খনি থেকে চলমান সরবরাহ বিঘ্নের কারণে তামার বাজারমূল্যে গত বুধবার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহের চুক্তিতে এদিন ধাতব পণ্যটির দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১০ হাজার ৩০৭ ডলারে। খবর বিজনেস রেকর্ডার। এদিকে জাতীয় উৎসবের কারণে চীনের বাজার কার্যক্রম ১-৮ অক্টোবর পর্যন্ত বন্ধ। এ বিষয়ে সুকডেন ফাইন্যান্সিয়ালের একটি নোটে বলা হয়েছে, চীনের বাজারে অংশগ্রহণকারীদের অনুপস্থিতি সামনের কয়েক দিনে তামার দামের ওঠানামা বাড়াতে পারে।
চীনে সয়াবিন উৎপাদন বাড়লেও কমেনি আমদানি
Bonik Barta
প্রাণিখাদ্যে প্রোটিনের চাহিদা বাড়ায় চীনে তেলবীজের ব্যবহার অব্যাহত বাড়ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে চীনে সয়াবিন উৎপাদন দাঁড়াতে পারে ১ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টনে। তবে উৎপাদন বাড়লেও বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ক্রেতা দেশটির আমদানি ১০ কোটি ৬০ লাখ টনে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে, যার বেশির ভাগই আসবে দক্ষিণ আমেরিকা থেকে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। এফএএস জানায়, উত্তর চীনের অনুকূল আবহাওয়া ও আবাদযোগ্য জমির সামান্য বৃদ্ধি উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রাখবে।
গমের ক্রয়মূল্য ৬ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ভারত
Bonik Barta
গম উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন মৌসুমের গমের ন্যূনতম ক্রয়মূল্য (এমএসপি) ৬ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী মৌসুমে দেশটির সরকার অভ্যন্তরীণ কৃষকদের কাছ থেকে প্রতি ১০০ কেজি গম ২ হাজার ৫৮৫ রুপি দরে কিনবে, গত বছর যা ছিল ২ হাজার ৪২৫ রুপি। খবর বিজনেস রেকর্ডার।কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত প্রতি বছর গম ও চালের জন্য এমএসপি নির্ধারণ করে।
খাদ্যপণ্যের দাম নিয়ে ইসিবির উদ্বেগ বাড়ছে
Bonik Barta
খাদ্যপণ্যের বাড়তি দাম শুধু ইউরোজোনের পরিবার নয়, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) জন্যও মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছে। অঞ্চলটির সামগ্রিক মূল্যস্ফীতি সংস্থাটির দীর্ঘমেয়াদি লক্ষ্য ২ শতাংশের কাছাকাছি থাকলেও ২০২২ সাল থেকে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি স্পষ্টভাবে ব্যতিক্রমী ও দীর্ঘস্থায়ী প্রবণতা বজায় রেখেছে। এক ব্লগ পোস্টে এমন তথ্য দিয়েছে আর্থিক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা। খবর ইউরো নিউজ। ইসিবির প্রতিবেদন অনুসারে কভিড মহামারীর আগের তুলনায় খাবার জোগাড়ে প্রায় এক-তৃতীয়াংশ বেশি অর্থ ব্যয় হচ্ছে ইউরোজোনে। এছাড়া ২০১৫ সালের পর খাদ্যের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে, যা ইসিবির সুদহার নির্ধারণে প্রভাব ফেলছে।
জেদ্দায় শত কোটি ডলারের দ্বিতীয় ট্রাম্প টাওয়ার
Bonik Barta
সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে লন্ডনভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দার গ্লোবাল। প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের এ প্রকল্পে থাকবে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদন সুবিধা। দার গ্লোবালের মতে, আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতি সৌদি আরবের সম্পত্তি খাতে চাহিদা বাড়ছে। তাই এখনই সময় ব্র্যান্ডেড ভবন নির্মাণের। খবর দ্য ন্যাশনাল। সৌদি আরবের দার আল আরকানের আন্তর্জাতিক বিনিয়োগ শাখা দার গ্লোবাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জেদ্দার কেন্দ্রস্থলে কিং আবদুল আজিজ রোডে নির্মাণ হচ্ছে ট্রাম্প প্লাজা জেদ্দা। এতে থাকছে বিলাসবহুল ফ্ল্যাট, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, অত্যাধুনিক অফিস স্পেস ও টাউনহাউজ।
এশিয়ার দিকে সরছে চীনা ইভি খাতের বিনিয়োগ
Bonik Barta
সর্বশেষ পাঁচ বছরে বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারণ হয়েছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ির বাজার, এর সঙ্গে বেড়েছে এ খাতে বিদেশে বিনিয়োগ। সাম্প্রতিক সময়ে বিক্রির প্রবৃদ্ধি ধীর হওয়ার পাশাপাশি বিদেশে লগ্নির ধারায় পতন ঘটেছে। এখন বিনিয়োগের কেন্দ্র সরে এসেছে এশিয়ায়। আগে উচ্চ মূলধননির্ভর বিনিয়োগ করলেও এখন কম মূলধন লাগে এমন প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে চীনা কোম্পানিগুলো। খবর নিক্কেই এশিয়া। ইভি সরবরাহ চেইনে পূর্ববর্তী প্রধান বিনিয়োগ ছিল ব্যাটারি ও কাঁচামাল সম্পর্কিত। উচ্চ মূলধননির্ভর এ প্রকল্পগুলো ২০২৩ সালে শীর্ষ পর্যায়ে পৌঁছায়। এখন বিদেশে নতুন বিনিয়োগ স্থিতিশীল অবস্থায় এসেছে।
২০৩০ সালের মধ্যে জাহাজের জ্বালানিতে এলএনজির চাহিদা দ্বিগুণ হওয়ার পূর্বাভাস
Bonik Barta
বিশ্বব্যাপী জাহাজের জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহারের চাহিদা ২০৩০ সালের মধ্যে অন্তত দ্বিগুণ হতে পারে। শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিদের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের এলএনজি রফতানি প্রকল্প সামনের দিনগুলোয় বাজারে সরবরাহের আধিক্য তৈরি করবে। ফলে দাম কমে জ্বালানি পণ্যটির ব্যবহার আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নগদ লভ্যাংশ পাঠিয়েছে কেপিসিএল
Bonik Barta
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ঘোষিত এ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে খুলনা পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৪ পয়সায়।
শেয়ারধারী বিও হিসাব বেড়েছে প্রায় সাত হাজার
Bonik Barta
দেশের পুঁজিবাজারে কয়েক মাস ধরে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দীর্ঘ মন্দা কাটিয়ে পুঁজিবাজার কিছুটা সচল হওয়ায় নতুন বিনিয়োগকারীদের মনোভাব ইতিবাচক হতে শুরু করেছে। এর ফলে গত সেপ্টেম্বরে শেয়ারধারী বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও হিসাব) সংখ্যা প্রায় সাত হাজার বেড়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সিডিবিএলের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, গত আগস্ট শেষে পুঁজিবাজারে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৪৫ হাজার ৪০১। সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে ১৬ লাখ ৫২ হাজার ২২৭টিতে দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৬ হাজার ৮২৬টি।
এডিবির কাছ থেকে ৩ কোটি ডলার পাচ্ছে এনভয় টেক্সটাইলস
Bonik Barta
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ৩ কোটি ডলারের ঋণসহায়তা পাচ্ছে। এরই মধ্যে ঋণের বিষয়ে এডিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। গতকাল এডিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটি এনভয় টেক্সটাইলসের সঙ্গে ৩ কোটি ডলারের একটি টেকসই-সংযুক্ত ঋণ সুবিধা চুক্তি স্বাক্ষর করেছে। এনভয়ের সঙ্গে এ লেনদেন ২০২২ সালে এডিবির টেক্সটাইল উৎপাদন প্রকল্পের একটি ধারাবাহিকতা। এটি বাংলাদেশে এডিবির প্রথম টেকসই-সংযুক্ত ঋণ। টেকসই-সংযুক্ত ঋণ হলো একটি অগ্রসরমুখী, কর্মদক্ষতাভিত্তিক ঋণ উপকরণ, যেখানে পূর্বনির্ধারিত মূল কর্মক্ষমতার সূচক (কেপিআই) থাকে এবং তা টেকসই পারফরম্যান্স লক্ষ্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। নির্বাচিত টেকসই পারফরম্যান্স লক্ষ্যগুলো এনভয়ের টেকসই উদ্দেশ্যকে প্রতিফলিত করে, যার মধ্যে রয়েছে কারখানার ছাদের ওপর স্থাপিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধি এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
বিশ্বের প্রথম অর্ধ-ট্রিলিয়নেয়ার ইলোন মাস্ক
Bonik Barta
বিশ্বে প্রথম অর্ধ-ট্রিলিয়নেয়ার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ইলোন মাস্ক। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কোম্পানি টেসলা ও অন্যান্য ব্যবসার মূল্য চলতি বছর বড় আকারে বেড়ে যাওয়ায় মাস্কের নিট সম্পদ নতুন এ রেকর্ড ছুঁয়েছে। খবর বিবিসি। ফোর্বসের বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, গত বুধবার নিউইয়র্ক সময় বিকালে ইলোন মাস্কের নিট সম্পদ সাময়িকভাবে ৫০০ দশমিক ১ বিলিয়ন বা ৫০ হাজার ১০ কোটি ডলারে পৌঁছে। এর অল্প সময় পর সম্পদ কিছু কমে ৪৯ হাজার ৯০০ কোটি ডলারের ওপরে নেমে আসে।
দীর্ঘ শাটডাউনে যুক্তরাষ্ট্রে কঠিন হয়ে পড়বে অর্থনৈতিক নীতিনির্ধারণ
Bonik Barta
মার্কিন অর্থনীতির নীতিনির্ধারণে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক অনিশ্চয়তা বিরাজ করছে। এর মাঝে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে চলমান শাটডাউন। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘ হলে নীতিনির্ধারক পর্যায় থেকে বিনিয়োগকারীরা অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জটিলতায় ভুগবেন। কারণ শাটডাউনের ফলে মার্কিন অর্থনীতির অভিমুখ বুঝতে গুরুত্বপূর্ণ তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হবেন তারা। খবর এপি।শাটডাউনে সৃষ্ট তথ্যসংক্রান্ত ঘাটতি যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিকভাবেই অনুভূত হচ্ছে। কারণ আজ মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও এটি বিলম্বিত হতে পারে। একই সঙ্গে সাপ্তাহিক বেকার ভাতা আবেদনের প্রতিবেদনও স্থগিত থাকতে পারে। সাধারণত ছাঁটাইয়ের সূচক হিসেবে ব্যবহার হয় বেকার ভাতা সংক্রান্ত পরিসংখ্যান।
মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট
Bonik Barta
দেশে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে মোবাইলভিত্তিক আর্থিক সেবা (এমএফএস)। মোবাইল ব্যাংকিং হিসেবে পরিচিতি পাওয়া এ সেবায় যুক্ত হয়েছেন ১৪ কোটি ৫৮ লাখ গ্রাহক। প্রতি মাসে তারা এখন গড়ে দেড় লাখ কোটি টাকারও বেশি লেনদেন করছেন। তবে এ লেনদেনের ৮৫ শতাংশই এখনো কেবল অর্থ স্থানান্তর তথা ক্যাশ ইন, ক্যাশ আউট ও ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট বা কেনাকাটায় বিল পরিশোধ হচ্ছে মোট লেনদেনের কেবল সাড়ে ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এমএফএস লেনদেন প্রতিবেদন বিশ্লেষণ করে এ হতাশাজনক চিত্র পাওয়া যায়।
বিদ্যুচ্চালিত মোটরযান শিল্পের প্রসারে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত থ্রি-হুইলার
Bonik Barta
বাংলাদেশে ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) চলছে এক দশকেরও বেশি সময় ধরে। এ দীর্ঘ সময়েও বাহনটি আমদানি কিংবা চলাচলে কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি সরকার। এ সুযোগে অবাধে বেড়েছে ইজিবাইকের সংখ্যা। সঠিক সংখ্যা জানা না গেলেও ২০২২ সালে বাহনটির চলাচল নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে উচ্চ আদালতে করা এক রিট আবেদনে দেশে ৪০ লাখ ইজিবাইক থাকার কথা উল্লেখ করা হয়েছিল। দেশে থাকা বিপুলসংখ্যক ইজিবাইককে এবার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। শিল্প মন্ত্রণালয় প্রণীত ‘ইলেকট্রিক ভেহিকল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৫’-এর খসড়ায় বলা হয়েছে, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক নির্ধারিত মান ও টেস্টিং সম্পন্ন করে’ ইজিবাইকের নিবন্ধন দেয়া হবে। শিল্প মন্ত্রণালয় ছাড়াও থ্রি-হুইলার নিবন্ধন দিতে পৃথক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যার শিরোনাম, ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’।
নিলামে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনায় আন্তঃব্যাংক লেনদেন কমেছে
The Business Standard
কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনায় আগস্টে দৈনিক গড় ইন্টারব্যাংক বা আন্তঃব্যাংক লেনদেন কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 'এক্সচেঞ্জ রেট ও ফরেইন এক্সচেঞ্জ মার্কেট ডাইনামিকস' শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ের তুলনায় আগস্টে সোয়াপ ও স্পট—দুই ধরনের আন্তঃব্যাংক লেনদেনই হ্রাস পেয়েছে। তথ্য অনুযায়ী, আগস্টে দৈনিক গড় স্পট লেনদেন কমে দাঁড়ায় ৩৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার, যা জুলাইয়ে ছিল ৪০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। একই সময়ে দৈনিক গড় সোয়াপ লেনদেন নেমে আসে ৭৭ দশমিক ০৪ মিলিয়ন ডলারে, যা জুলাইয়ে ছিল ৮৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। জুনে স্পট লেনদেন ছিল ৬৮ দশমিক ৭০ মিলিয়ন ডলার এবং সোয়াপ ১১৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
রপ্তানিকারকরা পাবেন দ্রুত পেমেন্ট, গ্লোবাল ইনভয়েস ডিসকাউন্টের অনুমতি দেবে কেন্দ্রীয় ব্যাংক
The Business Standard
বাংলাদেশি রপ্তানিকারকদের আর ৩–৪ মাস অপেক্ষার পর বিদেশি ক্রেতাদের কাছ থেকে ইনভয়েস পেমেন্ট নিতে হবে না। কেন্দ্রীয় ব্যাংক খুব শিগগিরই তাদের জন্য বৈশ্বিক ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্মে প্রবেশের অনুমোদন দিতে যাচ্ছে, ফলে দ্রুত নগদ অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে রপ্তানিকারকরা বিদেশি ক্রেতা-স্বীকৃত ইনভয়েস আপলোড করতে পারবেন। ক্রেতার ঋণযোগ্যতা যাচাইয়ের পর বিশ্বের বিভিন্ন ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্ঠান ইনভয়েসগুলো কেনার জন্য দর দিবে। এরপর রপ্তানিকারকরা ইনভয়েসের প্রকৃত অর্থের চেয়ে কিছুটা কম অগ্রিম অর্থ নিতে পারবেন—কয়েক মাস অপেক্ষার ঝামেলার পরিবর্তে।
আমদানি নির্ভরতায় ঝুঁকিতে বাংলাদেশের বিদ্যুৎ খাত: আইইইএফএ’র সতর্কতা
The Financial Express
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বহু বছরের প্রচেষ্টা চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা দেশটিকে বৈশ্বিক মূল্য ওঠানামা ও সরবরাহ ঘাটতির ঝুঁকিতে ফেলছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। আন্তর্জাতিক জ্বালানি অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ ইনস্টিটিউটের (আইইইএফএ) এক নতুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় ৬৫ শতাংশই এসেছে আমদানি থেকে—যার মধ্যে রয়েছে বিদ্যুৎ আমদানি এবং দেশের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত আমদানি করা জ্বালানি। এটি ২০১৯-২০ অর্থবছরের তুলনায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতায় ৬৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে, যেখানে একই সময়ে মোট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৪৩ শতাংশ।
কাঁচামরিচের দাম ছাড়াল ৩০০ টাকা
Bonik Barta
কাঁচামরিচের দাম আবার কেজিতে ৩০০ টাকা ছাড়িয়েছে। খুচরা বাজারে এখন এক কেজি কাঁচামরিচের দাম ৩২০ টাকার আশপাশে। পাঁচদিন আগেও প্রতি কেজি মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি বেড়েছে ১০০-১২০ টাকা। গত আগস্টের মাঝামাঝি সময়ে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল। এছাড়া রাজধানীর কাঁচাবাজারগুলোয় টানা বৃষ্টির প্রভাবে বেড়েছে সব ধরনের সবজি এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে মাছের দামও ঊর্ধ্বমুখী।
গুগলে ফের ছাঁটাই ডিজাইন টিম ছাড়ছেন শ খানেক কর্মী
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে আবারো কর্মী ছাঁটাই করছে গুগল। এবার ডিজাইন টিমে কাজ করা ১০০-এর মতো কর্মী চাকরি হারাচ্ছেন। খবর ইন্ডিয়া টুডে। সিএনবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক এসব কর্মী ব্যবহারকারীর অভিজ্ঞতা, তথ্য সংগ্রহ, জরিপ পরিচালনা ও পণ্য ব্যবহারের ধরন বিশ্লেষণের কাজ করতেন। তাদের সহায়তায় প্রকৌশলী ও ডিজাইনাররা পণ্য উন্নয়ন করতেন। এ ছাঁটাইয়ে কিছু দলে অর্ধেকের বেশি সদস্য বাদ পড়েছেন। আবার কয়েকজনকে জানানো হয়েছে, ডিসেম্বরের শুরুর মধ্যে অন্য বিভাগে নতুন কাজ খুঁজে নিতে হবে। তবে গুগল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত ও চীন
Bonik Barta
দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। চলতি মাসের শেষ দিকে, ২৬ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল শুরু করবে ভারতের বেসরকারি এয়ারলাইন ইন্ডিগো। খবর বিবিসি। দুই দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দীর্ঘ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি ফ্লাইট পরিষেবা আবার চালু করা হবে। এতে যোগাযোগ সহজ হবে, সেইসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো স্বাভাবিকের দিকে এগোবে।’