যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত
Bonik Barta
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিক্রীত স্মার্টফোন উৎপাদনে শীর্ষস্থান অর্জন করেছে দেশটি। ট্রাম্পের শুল্কনীতি এড়াতে অ্যাপলের উৎপাদন কার্যক্রমের একটি বড় অংশ ভারতে স্থানান্তর করায় এমন পরিবর্তন ঘটেছে বলে মনে করছেন অনেকে। খবর সিএনএন ও গ্যাজেটস থ্রিসিক্সটি। গবেষণা সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রে আমদানি করা স্মার্টফোনের ৪৪ শতাংশ ভারত থেকে এসেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৩ শতাংশ। এছাড়া দেশটির বাজারে সরবরাহকৃত ভারতে তৈরি স্মার্টফোনের মোট পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগ ‘বীর’
Bonik Barta
সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এই পরিমাণ প্রবাসী আয় আসেনি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভিত্তি করেই এগিয়ে চলেছে দেশের অর্থনীতি। অথচ একজন প্রবাসী যখন দেশে আসেন তখন বিমানবন্দরে হয়রানিসহ বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। কেউ কেউ গ্রামের জমি বিক্রি করে বিদেশে যান। আবার দীর্ঘ সময় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে থাকলেও তাদের তেমন কোনো সঞ্চয় ও সামাজিক মর্যাদা থাকে না। প্রবাসীদের এমন আর্থিক ও সামাজিক চাহিদাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ‘বীর’ নামে একটি প্লাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন। একই সঙ্গে বিদেশযাত্রা থেকে শুরু করে দেশে পুনর্বাসন পর্যন্ত—সব সুবিধাই নিশ্চিত করা হয়েছে এ প্লাটফর্মে। ‘বীর’-এ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। ব্যক্তিগত পর্যায়ে রয়েছে জীবন ও স্বাস্থ্য বীমা, পেনশন স্কিম ও বাড়ি নির্মাণ ঋণ। পরিবারের সদস্যদের জন্য রয়েছে নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র ও কুটির এবং কৃষি ঋণ। ‘বীর’ প্লাটফর্মের মাধ্যমে সাধারণ প্রবাসীরাও লাউঞ্জ, মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপের মতো প্রিমিয়াম এয়ারপোর্ট সুবিধা পাবেন। যদিও এ সেবাগুলো সাধারণত করপোরেট বা ভিআইপি শ্রেণীর গ্রাহকরাই পেয়ে থাকেন। শরিয়াহ ও প্রচলিত—উভয় পদ্ধতিতেই আমানত রাখা যাবে এ প্লাটফর্মে। মোট তিন ধরনের সেভিংস স্কিম নিয়ে এসেছে ‘বীর’। সঞ্চয়ী আমানত বা ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)। মাসিক ন্যূনতম ৩ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলার সুযোগ রয়েছে এ প্লাটফর্মে। আর ন্যূনতম ৫০ হাজার টাকা জমার মাধ্যমে পাওয়া যাবে মেয়াদি আমানতের সুবিধা। এছাড়া প্রফিট আর্নার্স স্কিম সেবাও রয়েছে।
বাটা সুর আয় ও নিট মুনাফা কমেছে
Bonik Barta
চামড়া খাতের বহুজাতিক বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় কমেছে। চামড়া খাতের বহুজাতিক বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় কমেছে। আয় কমার পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে প্রায় ২৭ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বাটা সুর আয় হয়েছে ৫১৭ কোটি ৬৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সময়ে বাটা সুর কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ কোটি ১৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৬ দশমিক ৮৩ শতাংশ। প্রথমার্ধে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সায়।
Bangladesh Bank likely to ease monetary policy amid interest rate shift
The Financial Express
Bangladesh Bank is expected to revise its long-standing contractionary monetary policy, with an eye towards easing interest rates. This crucial shift comes in response to lower-than-desired credit growth observed in the previous fiscal year, a direct consequence of the tight monetary stance. For the past three fiscal years, the central bank has maintained a contractionary policy, primarily aimed at taming persistent inflation and stabilising the volatile foreign exchange market. The central bank’s Monetary Policy Committee (MPC) now suggests measures to reduce interest rates in a bid to stimulate credit flow and boost employment.
Sources close to the MPC indicate that inflation is on a decreasing trend and has already fallen to a significant level. This positive development is paving the way for a review of the contractionary policy, which economists and policymakers believe has severely impacted investment, credit growth and overall employment in recent fiscal years. “The monetary policy significantly affected investment, credit growth and employment in the previous fiscal years. The central bank must now consider these major macroeconomic issues in the new monetary policy,” said a prominent economist associated with the MPC. The forthcoming monetary policy announcement on Thursday will reveal the extent of the central bank’s adjustments. This move signals a potential shift in focus from solely inflation containment to balancing price stability with economic growth and job creation.
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৪ লাখ ডলার বিনিয়োগ করবে হানডা গার্মেন্টস
Bonik Barta
চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হানডা (বাংলাদেশ) গার্মেন্টসের চেয়ারম্যান হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
আইসিডিডিআর,বিকে আর্থিক সহায়তা দিল ইডকল
Bonik Barta
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তার সিএসআর প্রোগ্রামের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বিকে অনুদান দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাড়তে থাকা ঝুঁকি মোকাবেলায় এ অনুদান প্রতিষ্ঠান দুটির যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীতে আইসিডিডিআর,বির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. তাহমীদ আহমেদের হাতে অনুদানের চেক তুলে দেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করছে এইচএসবিসি
Bonik Barta
হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশে তাদের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা অব্যাহত থাকবে। এইচএসবিসি কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধের প্রক্রিয়াটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এইচএসবিসি জানিয়েছে, বাংলাদেশে রিটেইল ব্যবসায় আপেক্ষিক বাজার অবস্থান, গ্রুপ পোর্টফোলিওতে এর কৌশলগত অবস্থান এবং বাংলাদেশে এইচএসবিসির রিটেইল ব্যাংকিং ব্যবসায়িক কার্যক্রমের পরিপূর্ণ পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আয় বাড়লেও বার্জার পেইন্টসের নিট মুনাফা কমেছে ১১ শতাংশ
Bonik Barta
বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) নিট আয় বেড়েছে। আয় বাড়লেও এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ১১ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বার্জার পেইন্টসের নিট আয় হয়েছে ৭০৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৮৫ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৬ কোটি ১৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১০ দশমিক ৯১ শতাংশ।
মার্কিন শুল্ক অ্যাডিডাসের খরচ বাড়াবে ২৩ কোটি ডলার
Bonik Barta
মার্কিন উচ্চ শুল্কের কারণে চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) অ্যাডিডাসের অতিরিক্ত খরচ হবে প্রায় ২০ কোটি ইউরো বা ২৩ কোটি ১০ লাখ ডলার। এরই মধ্যে স্পোর্টসওয়্যার ব্র্যান্ডটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আয়ে মিলিয়ন মিলিয়ন ইউরোর প্রভাব ফেলেছে এ শুল্ক। অ্যাডিডাসের পণ্যের প্রধান উৎস ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে দেশ দুটির পণ্যের ওপর যথাক্রমে ২০ ও ১৯ শতাংশ শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। অ্যাডিডাসের প্রধান নির্বাহী বিয়র্ন গুলডেনের মতে, শুল্ক বড় ধরনের মূল্যস্ফীতির কারণ হতে পারে। ভোক্তা চাহিদার ওপর এটি কী ধরনের প্রভাব ফেলবে, তা স্পষ্ট নয়।
উত্তর কোরিয়ায় বিচ আমব্রেলা আমদানি বেড়েছে ৪৭ গুণ
Bonik Barta
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) উত্তর কোরিয়ায় ব্যাপক হারে বেড়েছে বিচ আমব্রেলা ও সুইমিং পুলের সরঞ্জাম আমদানি। এ সময়ে দেশটির উপকূলে নির্মিত নতুন একটি রিসোর্ট ছিল আলোচনায়, যেটি উদ্বোধন করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। চীনা শুল্ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত জানুয়ারি-জুনে চীন থেকে মোট ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার মূল্যের বিচ আমব্রেলা আমদানি করেছে পিয়ংইয়ং। আগের বছরের একই সময়ে আমদানি করা হয়েছিল ৪ হাজার ৩৮০ ডলারের সৈকত ছাতা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ৪৭ গুণ। পরিমাণটি ২০১৭-১৯ সাল অর্থাৎ কভিড মহামারীর আগের গড় আমদানির চেয়ে ১১ গুণ। উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশির অংশীদার চীন। এছাড়া এবারই প্রথম চীন থেকে ২১ লাখ ৮০ হাজার ডলারের ওয়াটার পার্ক অ্যামিউজমেন্ট ইকুইপমেন্ট বা পানিভিত্তিক বিনোদন কেন্দ্রের যন্ত্রপাতি ও ওয়াটার স্লাইডের মতো সরঞ্জাম আমদানি করেছে দেশটি।
ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য পৌঁছে দেবে দারাজ ও হাইসেন্স
Bonik Barta
দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য সহজে পৌঁছে দিতে ই-কমার্স প্লাটফর্ম দারাজ বাংলাদেশ এবং ইলেকট্রনিকস ব্র্যান্ড হাইসেন্স একজোট হয়েছে। এ লক্ষ্যে হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিকসের মাধ্যমে এ কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় দারাজমলে ‘হাইসেন্স: ফেয়ার ইলেকট্রনিকস মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের এমডি ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন ই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
BB set to slash credit target, keep policy rate unchanged in new monetary policy
The Business Standard
The Bangladesh Bank is set to unveil its Monetary Policy Statement (MPS) today for the first half of the fiscal 2025-26, significantly lowering the private sector credit growth target to 7.2% from 9.8% in the preceding half. Concurrently, the central bank has decided to keep its key policy rate unchanged at 10%, aiming to further bring down the inflation rate. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
The revised target received approval during a central bank board meeting held on Wednesday, a board member told TBS yesterday.
This adjusted projection comes as private sector credit growth recorded a mere 6.40% in June this year, a level not observed in recent times, having consistently hovered below 7% for several months. The central bank anticipates that overall private sector credit growth will reach 8% by the end of the full FY26, he said. Bangladesh Bank Governor Ahsan H Mansur is scheduled to unveil the new Monetary Policy Statement for the July-December 2025 at 3pm today.
সমঝোতায় পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র-চীন; শুল্কবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব
Bonik Barta
শুল্ক বিবাদ নিরসনে দুদিন আলোচনার পরও সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেননি যুক্তরাষ্ট্র ও চীনের আলোচকরা। তবে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আরো আলোচনার সুবিধার্থে বিদ্যমান শুল্কবিরতির মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষের আলোচকরা। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ শুল্কবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে তিনি অনুমোদন দিতে পারেন, না-ও পারেন। মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে আলোচনার বিস্তারিত শোনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএন।
শুল্ক ঝুঁকির সতর্কবার্তা দিয়ে প্রবৃদ্ধি পূর্বাভাসে ঊর্ধ্বমুখী সংশোধন আইএমএফের
Bonik Barta
উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর আগে এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রাথমিক প্রতিক্রিয়া সামনে রেখে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। এখন সংশোধনীতে সে তুলনায় ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির পূর্বাভাস দেখা যাচ্ছে। নতুন প্রতিবেদনে বলা হচ্ছে, চীনের অর্থনীতি ঘিরে ইতিবাচক প্রবণতা ও চীন-মার্কিন শুল্ক কিছুটা কমে আসায় বৈশ্বিক প্রবৃদ্ধি কিছুটা গতিশীল হতে পারে। তবে ভবিষ্যৎ শুল্ক ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্স ও বিবিসি।
Trump says US will set 15% tariff on South Korean imports under new deal
The Business Standard
President Donald Trump said on Wednesday the US will charge a 15% tariff on imports from South Korea as part of a deal that eases, for now, tension with a top-10 trading partner and key Asian ally. The arrangement, announced shortly after Trump met with Korean officials at the White House, came during a blizzard of trade policy announcements ahead of a self-imposed 1 August deadline.
That is when Trump has promised higher tariffs will kick in on US imports from a range of countries. Imports from South Korea, a powerhouse exporter of computer chips, cars and steel, faced a 25% rate. "I am pleased to announce that the United States of America has agreed to a Full and Complete Trade Deal with the Republic of Korea," Trump wrote on Truth Social. The negotiations were an early test for South Korean President Lee Jae Myung, who took office in June after a snap election. He said the deal had eliminated uncertainty in the export environment and set US tariffs lower than or at the same level as major competitors.
মার্কিন কারখানায় খরচ বাড়তে পারে ৪.৫ শতাংশ
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব দেশটির অর্থনীতিতে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। বিশেষ করে বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর নির্ভরশীল মার্কিন উৎপাদন খাতে শুল্কের কারণে খরচ বাড়ছে। গবেষণা সংস্থা ওয়াশিংটন সেন্টার ফর ইকুইটেবল গ্রোথের এক বিশ্লেষণে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির ফলে মার্কিন কারখানাগুলোর খরচ গড়ে ২ থেকে ৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। খবর এপি। এ বিষয়ে সংস্থার বিশ্লেষক ক্রিস ব্যাঙ্গার্ট-ড্রাউনসের মতে, খুব কম মুনাফা করে এমন কারখানার ক্ষেত্রে খরচে অল্প বৃদ্ধিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি সহনীয় না হলে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোয় মজুরি বৃদ্ধির হার স্থবির হয়ে যেতে পারে। এমনকি ছাঁটাই ও কারখানা বন্ধের আশঙ্কা রয়েছে।
ইউরো অঞ্চলে দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি
Bonik Barta
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অতি অল্প প্রবৃদ্ধির দেখা পেয়েছে ইউরোজোনের অর্থনীতি। কারণ হিসেবে প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনে আনা হচ্ছে। এপির প্রতিবেদন অনুসারে, প্রথম প্রান্তিকে মার্কিন শুল্ক আরোপের আগে দেশটিতে ইউরোপ থেকে পণ্য রফতানির হিড়িক পড়ে যায়, যার উল্টো প্রভাব পড়ে দ্বিতীয় প্রান্তিকে। বিশেষ করে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানিতে উৎপাদন ব্যাপক মাত্রায় কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট গতকাল জানিয়েছে, ইউরো ব্যবহারকারী ২০টি দেশের সম্মিলিত জিডিপি আগের প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় মাত্র দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে ২০২৪ সালের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে উন্নত লজিস্টিকস চায় জাপান
The Business Standard
জাপানের প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ রয়েছে, তবে এজন্য ব্যবসা-সহায়ক পরিবেশ উন্নয়ন, বিশেষ করে লজিস্টিকস ও বন্দর ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে দেশটি। বুধবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে এক বৈঠকে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুয়াকি কাতাওকা এ মন্তব্য করেন। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাতাওকা বলেন, 'জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগ অংশীদার এবং অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। তবে এজন্য বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিক উন্নয়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি [সংযোগ] বাড়ানো জরুরি।'
আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনার বিষয়টি তুলে ধরেন। তিনি ইপিএতে সিঙ্গেল স্টেজ রুলস অভ অরিজিন অন্তরর্ভুক্তির বিষয়ে জোর দেন, যাতে জাপানে বাংলাদেশর পোশাক রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হয়। মাহমুদ বলেন, 'বিজিএমইএ কৌশলগত কারণে পোশাক রপ্তানির বাজার বৈচিত্র্যকরণের ওপর জোর দিয়েছে এবং এক্ষেত্রে জাপান বাংলাদেশের জন্য একটি অমিত সম্ভাবনার বাজার।'
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
Bonik Barta
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামীকাল থেকে এটি কার্যকর হবে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। এছাড়া ১ আগস্ট থেকে ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানান তিনি। তবে কীসের কারণে এ জরিমানা বা এর পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত জানাননি।ট্রুথ সোশ্যাল পোস্টে গতকাল ট্রাম্প লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। যেকোনো দেশের তুলনায় তাদের সঙ্গে বাণিজ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর কিছু আর্থিক-বহির্ভূত বাধা রয়েছে।’
দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
Bonik Barta
চুক্তির আওতায় গাড়ি ও সেমিকন্ডাক্টরে ১৫% শুল্ক আরোপ হবে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক বহাল থাকবে— যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক হার অনুযায়ী নির্ধারিত। তবে কোরিয়ার জন্য বড় সাফল্য হলো, তাদের চাল ও গরুর মাংসের বাজারে কোনো ছাড় দিতে হয়নি। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা গাড়ি ও সেমিকন্ডাক্টরে এখন থেকে ১৫% হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি’ বলে উল্লেখ করেন। খবর রয়টার্স।
এই চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া ২৫% হারে শুল্কের আশঙ্কা থেকে বাঁচল, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। একদিন আগেই এই চুক্তি সম্পন্ন হলো।
জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৬৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৩২%
The Business Standard
চলতি জুলাই মাসের ৩০ দিনে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়ে এ আয় দাঁড়িয়েছে ২.৩৬৮ বিলিয়ন ডলারে। আজ (৩১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স আয় ছিল ১.৭৯৪ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক অর্থবছরে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। পূর্ববর্তী অর্থবছরে আয় ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। সে হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬.৮০ শতাংশ।