31-Jul-2025

Friday 01 August 2025

02-Aug-2025

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ রফতানির জন্য ইতিবাচক, প্রয়োজন সহনশীল বাণিজ্য কৌশল : সেলিম রায়হান

Bonik Barta

বাংলাদেশের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক পাল্টা শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, ‘এ হারের সংশোধন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কাঠামোর একটি বৃহত্তর পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসেছে, যা দেশটির অনেক বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য বলে মনে হচ্ছে। তবে বাংলাদেশকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে একটি বৈচিত্র্যময়, প্রতিযোগিতামূলক এবং সহনশীল বাণিজ্য কৌশল প্রতিষ্ঠা করা যায়। শুক্রবার (১ আগস্ট) এক প্রতিক্রিয়ায় সেলিম রায়হান এ কথা বলেন। সানেমের নির্বাহী পরিচালক বলেন, শ্রীলংকার জন্য হার কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে (আগে ছিল ৩০ শতাংশ), পাকিস্তানের হার কমে হয়েছে ১৯ শতাংশ (আগে ছিল ২৯ শতাংশ)। বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী যেমন ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে ট্যারিফ হার বর্তমানে যথাক্রমে ২০ শতাংশ ও ২৫ শতাংশ। এ প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নতুন হার এখন এর প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ, যা বাণিজ্য বিচ্যুতি এর ঝুঁকি হ্রাসের ইঙ্গিত দেয় এবং বিশেষ করে তৈরি পোশাক খাতে রপ্তানিতে বড় ধরনের বিঘ্নের ঝুঁকি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি করে। তবে বৈশ্বিক বাণিজ্য প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা এখনো রয়ে গেছে, যেহেতু চীনের ওপর পাল্টা শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি।

ছয় মাসে ১২৭৮ কোটি ডলার লোকসান রেনোঁর

Bonik Barta

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১ হাজার ১১৯ কোটি ইউরো বা ১ হাজার ২৭৮ কোটি ডলার লোকসান দিয়েছে ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ। এর মধ্যে এককালীন ৯৩০ কোটি ইউরো লোকসানের কারণ ছিল অংশীদার নিশানে বিনিয়োগ বাবদ মূল্যহ্রাস বা ইনভেস্টমেন্ট রাইট-ডাউন। রেনোঁ চলতি বছরের প্রথমার্ধে আয় করেছে ২ হাজার ৭৬০ কোটি ইউরো, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। এ আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বেশ কয়েকটি নতুন পণ্য। তবে কোম্পানির পরিচালন মার্জিন ২ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমে ৬ শতাংশে নেমে এসেছে। খবর ও ছবি রয়টার্স

ট্রেজারি বন্ডে বিনিয়োগে আয় ১ হাজার ৯৭ কোটি টাকা

Bonik Barta

পূবালী ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট সুদ আয় কমেছে। তবে বিনিয়োগ আয় বেশি হওয়ায় আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে ব্যাংকটির আয় হয়েছে ১ হাজার ৯৭ কোটি টাকা। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে পূবালী ব্যাংকের সুদ আয় হয়েছে ৩ হাজার ৩৪৬ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ৭৩৪ কোটি টাকা। এ সময়ে ব্যংকটির সুদ বাবদ ব্যয় ৩৯ শতাংশ বেড়ে ২ হাজার ৬৯৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের হিসাব বছরে ব্যয় হয়েছিল ১ হাজার ৯৪২ কোটি টাকা। ফলে ব্যাংকটির নিট সুদ আয় ১৭ দশমিক ৬৬ শতাংশ কমে ৬৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৭৯২ কোটি টাকা।

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা ১০৯ কোটি টাকা

Bonik Barta

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৩৫৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির একত্রিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ছিল ১০৮ দশমিক ৮ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘আগামীতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের মাধ্যমে দেশের আর্থিক খাতে নিজেদের প্রভাব আরো গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আইডিএলসি।

‘শ্বেত হস্তি’ রিক্ত করছে বাংলাদেশকে: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঋণ ৬.৪ লাখ কোটি টাকায়

The Business Standard

ক্রমবর্ধমান খেলাপি ঋণের ভারে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন ধসের মুখে, ঠিক তখনই ভিন্ন এক বাস্তবতায় পরিচালিত হচ্ছে রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান বা এসওই-গুলো। সরকারি সাহায্যে বাঁচিয়ে রাখা এসব প্রতিষ্ঠান কার্যত ব্যর্থতা, অদক্ষতা ও অপচয়ের চক্রেই ঘুরপাক খাচ্ছে, যার ফলে বাড়ছে সরকারি ঋণ, এবং দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।অর্থবিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে আশঙ্কাজনক এ চিত্র: ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত, ১০১টি রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও স্বায়ত্তশাসিত সংস্থার (এবি) মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। এটি সরকারের ওপর তৈরি হওয়া গুরুতর আর্থিক চাপকেই তুলে ধরে।

ট্রাম্পের নির্বাহী আদেশের ৭ দিন পরে বাংলাদেশি পণ্যে সংশোধিত মার্কিন শুল্ক কার্যকর হবে

The Business Standard

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, ট্রাম্পের নির্বাহী আদেশে সইয়ের সাত দিন পর থেকে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে। এই সময় গণনায় আদেশ সইয়ের দিনটি অন্তর্ভুক্ত নয়। শুল্ক কার্যকরের নির্দিষ্ট সময় হলো পূর্বাঞ্চলীয় সময় অঞ্চল (ইটি) অনুযায়ী রাত ১২টা ০১ মিনিট, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১০ টা ০১ মিনিট থেকে। হোয়াইট হাউসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত শুল্ক সেসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো নির্বাহী আদেশে সইয়ের সাত দিন পর [আদেশে সইয়ের দিন ব্যতীত] রাত ১২টা ১ মিনিট [পূর্বাঞ্চলীয় সময় অঞ্চল] বা এই সময়ের পর আমদানি কিংবা গুদাম থেকে ছাড় করা হয়েছে।nতবে যেসব পণ্য ইতোমধ্যেই পথে রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু ছাড় থাকবে।

শুল্কহারের কারণে বাজার হারাব না, কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হারও মোটামুটি একই রকম: আনোয়ার উল আলম

The Business Standard

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের ওপর আরোপিত শুল্কের পরিমাণ ঘোষণা করেছে ওয়াশিংটন। আজ শুক্রবার (১ আগস্ট) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় নতুন এই শুল্কহারের তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ-এর (বিসিআই) সভাপতি এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ টিবিএস কে বলেন, 'এটা খুশির খবর যে শুল্ক কমার মাধ্যমে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কম্পিটিটিভ (প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ) থাকবো, শুল্ক রেট (শুল্কহার) এর কারণে আমরা অন্য দেশের কাছে বাজার হারাবো না। কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শুল্ক হারও মোটামুটি একই রকম।'