13-Jan-2026

Wednesday 14 January 2026

15-Jan-2026

নির্ভরতা কমানোর ডাক দিয়ে ভারত থেকে আমদানি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি

Bonik Barta

ডিসেম্বরে খাদ্য উপদেষ্টা জানান, ভারতের পাশাপাশি সরকার টু সরকারের মাধ্যমে মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হবে। সে মাসেই আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতনির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার কথা জানায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয় গত বছরের এপ্রিলে। এছাড়া দেশটি থেকে নিউজপ্রিন্ট, গুঁড়া দুধ, সাইকেল ও মোটর পার্টস, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, টাইলসসহ আরো অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও ওঠে বিভিন্ন ইস্যুতে। তবে গত অর্থবছরে (২০২৪-২৫) এসবের কোনো প্রভাব ভারত থেকে আমদানিতে পড়তে দেখা যায়নি। বরং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ (গত বছরের ডিসেম্বরে অর্থ বিভাগ থেকে প্রকাশিত) থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের পণ্য আমদানির প্রধান উৎসগুলোর মধ্যে ভারত থেকেই গত অর্থবছরে আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা ৭ দশমিক ৮৩ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রয়েছে ভারত থেকে সরকারি ক্রয়েরও।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১.৭%

Bonik Barta

ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে গতকাল প্রায় সব ধরনের বাজার আদর্শে পণ্যটির দাম বেড়েছে উল্লেখযোগ্য মাত্রায়। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ ডলার ৬ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৯৩ সেন্টে দাঁড়িয়েছে, যা নভেম্বরের মাঝামাঝির পর সর্বোচ্চ। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম পৌঁছেছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৫২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বা ১ ডলার ২ সেন্ট বেশি।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার

Bonik Barta

তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল ১২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, এদিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫ লাখ ৯৩ হাজার ৭৬১টি শেয়ার ১ হাজার ৯৭৭ বার হাতবদল হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২০৫ টাকা ৩০ পয়সা, আগের কার্যদিবসে যা ছিল ২০৪ টাকা ৭০ পয়সা।

অ্যালফাবেটের বাজারমূল্য পৌঁছল ৪ ট্রিলিয়ন ডলারে

Bonik Barta

অ্যালফাবেটের বাজারমূল্য প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ডলার ছুঁয়েছে। বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এ মাইলফলক অর্জন করল গুগলের প্যারেন্ট কোম্পানিটি। একই তালিকায় রয়েছে শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল। অ্যালফাবেটের শেয়ারদরের এ উল্লম্ফনের বড় কারণ হলো অ্যাপল ও গুগলের মধ্যে ঘোষিত দীর্ঘমেয়াদি চুক্তি, যার লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভাগাভাগি। চুক্তি অনুযায়ী, গুগলের জেমিনি এআই মডেল ও ক্লাউড অবকাঠামো ব্যবহার করে তৈরি হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের অ্যাপল ফাউন্ডেশন মডেলস।

পাম জুমেইরায় ভিলার দাম ১৩ মাসে দ্বিগুণের বেশি

Bonik Barta

দুবাইয়ের বিলাসবহুল আবাসন বাজার আরেকটি মাইলফলক অর্জন করল। প্রপটেক প্রতিষ্ঠান স্মার্টক্রাউড পাম জুমেইরার ক্যানাল কোভের তিন বেডরুমের একটি ভিলা ২ কোটি ৪০ লাখ দিরহাম বা ৬৫ লাখ ৪০ হাজার ডলারের সমপরিমাণ অর্থে বিক্রি করেছে। লেনদেনটি ক্যানাল কোভ এলাকার জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রয়মূল্য হিসেবে নথিভুক্ত হয়েছে। একই সঙ্গে দুবাইয়ের বিলাসবহুল আবাসন খাতে প্রযুক্তিনির্ভর বিনিয়োগ কৌশলের ক্রমবর্ধমান প্রভাবও তুলে ধরেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৩ মাস আগে ১ কোটি ১৩ লাখ দিরহাম বা ৩০ লাখ ৮০ হাজার ডলারের সমতুল্য দামে ভিলাটি কিনেছিল স্মার্টক্রাউড। অর্থাৎ বছর ঘুরতেই দাম বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।

ভারতীয় বস্ত্র খাতে রেকর্ড ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ

Bonik Barta

ভারতের বস্ত্র ও পোশাক খাতে গত বছর ৬০ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ ও বিনিয়োগ প্রতিশ্রুতি এসেছে। দেশটির কর্মকর্তারা আশা করছেন, চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে। তারা আরো বলছেন, সরকারের নীতিগত সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবান্ধব উৎপাদন পরিকল্পনা ভারতে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে। খবর দ্য হিন্দু। ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্রা পার্ক ও প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিম বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো ভারতীয় বস্ত্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলা, রফতানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি।

দাম সহনীয় না হলে রেস্তোরাঁ বন্ধের পরিকল্পনা, বিপাকে পড়ার শঙ্কায় ৩০ লাখ কর্মী

Bonik Barta

দেশে হোটেল ও রেস্তোরাঁর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজারের মতো। এর মধ্যে রেস্তোরাঁ রয়েছে ৬০ হাজারের অধিক, যার ৮০ শতাংশই এলপিজির ওপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করছে। তাই সাম্প্রতিক দেশব্যাপী এলপি গ্যাসের সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এ খাতটি। গ্যাসের দাম সহনীয় পর্যায়ে না এলে রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালিকরা। আর সেটি হলে বিপাকে পড়বেন এ খাতে কর্মরত ৩০ লাখ কর্মী। দেশে এলপিজি সংকটে রেস্তোরাঁ খাতে প্রভাব নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলন করে এ খাতের মালিকদের সংগঠন ‘বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি’। সেখানে মালিকদের হয়রানি, মূল্যস্ফীতি, নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্যসহ নানা সংকট তুলে ধরা হয়। সেই সঙ্গে এ খাতের সংকট কাটাতে এলপিজির বাইরে পাইপলাইনের গ্যাস সংযোগ দিতে বিতরণ কোম্পানি তিতাসসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানানো হয়।

Economy experiences liftoff on growth leaps in pivotal sectors

The Financial Express

Bangladesh's turmoil-tossed economy shows significant signs of recovery with the July-September fiscal quarter showing a liftoff from a miasma over the last couple of years, analysts say, based on latest statistics. The economy got a boost with the gross domestic product (GDP) having grown at a rate of 4.50 per cent in the first quarter (July-September) of the current fiscal (FY) 2025-26, according to Bangladesh Bureau of Statistics (BBS) data released Tuesday. This marks a notable improvement from the sluggish 1.81-percent growth during the same period in the previous fiscal year (FY2024-25) -- the time of a political turmoil that toppled the reigning regime. Also, it has almost doubled over the immediate-previous quarter or Q4 of the last FY when the GDP growth was projected at 2.47 per cent,

স্বতন্ত্র সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

Bonik Barta

আমদানি ও রফতানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন,২০২৩ অনুসরণ করে নতুন এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। গত ৮ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। আজ (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এনবিআর জানিয়েছে, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ীই এতো দিন লাইসেন্স ইস্যু করা হতো। এ অবস্থায় সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম সহজতর ও সময়োপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করা হয়েছে।নতুন বিধিমালা অনুযায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআরের অনুমোদন নিতে হবে না। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সকল প্রার্থী এজেন্ট লাইসেন্স নিতে পারবেন। পাশাপাশি নিয়মিতভাবে প্রতিবছর নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আট মাসে সর্বনিম্নে ভারতের পাম অয়েল আমদানি

Bonik Barta

ভারতে পাম অয়েল আমদানি ডিসেম্বরে আট মাসের সর্বনিম্নে নেমে এসেছে। শীতকালীন মৌসুমি চাহিদা নিম্নমুখী থাকায় দেশটির রিফাইনাররা সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের মতো ভোজ্যতেলের দিকে ঝুঁকেছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষ একটি বাণিজ্য সংস্থা। খবর রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারতের পাম অয়েল আমদানি কমে যাওয়ায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় মজুদ বাড়তে পারে। এতে ফিউচার মার্কেটে পণ্যটির দাম কমে আসতে পারে।মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) জানায়, ডিসেম্বরে ভারতের পাম অয়েল আমদানি আগের মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে ৫ লাখ ৭ হাজার ২০৪ টনে নেমে এসেছে, যা ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন।

এক কোটি লিটার ভোজ্যতেল ও ৪০ হাজার টন সার কিনবে সরকার

Bonik Barta

দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। একই সঙ্গে কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিন বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

Bonik Barta

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিনটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন করেছে। ফান্ডগুলো হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড ও সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এসব অনুমোদন দেয়া হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বেমেয়াদি মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি দিয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা আর বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

ইরানে দ্বৈত অর্থনীতি তৈরি করেছে রেভল্যুশনারি গার্ড

Bonik Barta

গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইরান। অর্থনীতিবিদরা বলছেন, ক্রমেই দেশটির মুদ্রা ইরানি রিয়ালের অবমূল্যায়ন বাড়ছে, যা কিনা সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। এমন পরিপ্রেক্ষিতে সপ্তাহ খানেক ধরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকশ হতাহতের খবর প্রকাশ হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অর্থনৈতিক সংকটের পেছনে শুধু আন্তর্জাতিক নিষেধাজ্ঞাই দায়ী নয়, বরং দেশটির অর্থনীতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আধিপত্যও বড় ভূমিকা রাখছে। খবর ইউরো নিউজ। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে ইসলামী রীতিনীতি সুরক্ষার জন্য গঠিত হয় আইআরজিসি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাহিনীটি শুধু সামরিক শক্তি নয়, দেশের অর্থনীতিতে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবেও গড়ে উঠেছে। নির্মাণ, জ্বালানি, বন্দর, টেলিকম, খনিজ ও জ্বালানি তেল-গ্যাস শিল্পসহ প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে আইআরজিসি-সংশ্লিষ্ট কোম্পানিগুলো আধিপত্য বিস্তার করেছে।

এনবিআরের শুল্ক কমানোর সিদ্ধান্ত কাজে আসবে কি

Bonik Barta

সাধারণ মানুষের নিত্য অনুষঙ্গ হয়ে ওঠা মোবাইল হ্যান্ডসেটের দাম নাগালের মধ্যে রাখতে আমদানীকৃত ফোনের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে মোবাইল ফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশে। এনবিআরের পক্ষ থেকে শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারির আগেই অবশ্য মোবাইল ফোনের দাম ৫ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চলতি বছরের শুরুর দিন থেকেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর দাম বাড়িয়ে দেয়া হয়। নতুন করে শুল্ক কমানোর সিদ্ধান্ত মোবাইল ফোনের দাম কমাতে আদৌ কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারকে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিএসসি

Bonik Barta

সরকারকে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ কিস্তি ও ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বাবদ এ অর্থ দেয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চেক হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

অর্থনৈতিক মন্দার মধ্যেও জিডিপিতে প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি

Bonik Barta

উচ্চ সুদের কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি তলানিতে নেমেছে। নতুন বিনিয়োগ নেই বললেই চলে। অর্থনীতির এমন মন্দাবস্থার মধ্যেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বড় ধরনের প্রবৃদ্ধি দেখিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গতকাল সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সাড়ে ৪ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। এর আগের অর্থবছরের একই প্রান্তিকে ২ দশমিক ৫৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল। এক্ষেত্রে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপিতে প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ায় চলতি হিসাবের ঘাটতি বেড়েছে

The Business Standard

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পরেও কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বা চলতি হিসাব ঘাটতি আরও বেড়েছে। মূলত আমদানি বৃদ্ধি এবং রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্টের (বিওপি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৬৯৬ মিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৫৬৮ মিলিয়ন ডলার। অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়াই ঘাটতি বৃদ্ধির প্রধান কারণ। তবে সেই তুলনায় রপ্তানি বাড়েনি।

জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়

The Business Standard

বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রে পণ্য বন্দর থেকে ছাড় করাতে হলে আগেই সব ধরনের শুল্ক ও কর পরিশোধ বাধ্যতামূলক। কিন্তু সরকারের দুই বৃহত্তম জ্বালানি আমদানিকারক সংস্থা—বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলা—সঙ্গেসঙ্গেই শুল্ক পরিশোধ না করেই জ্বালানির চালান ছাড় করে নিচ্ছে। কাস্টমস কর্মকর্তাদের হিসাবে, এর ফলে দুই সংস্থার বকেয়া শুল্ক ও করের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি টাকারও বেশি। কাস্টমস কর্মকর্তারা জানান, এই চর্চার ফলে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশের অধিকাংশ পেট্রোলিয়াম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এই কাস্টম হাউসের আওতায় হওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে বিপিসি ও পেট্রোবাংলার অর্থ পরিশোধের ওপর তাদের নির্ভরতা অত্যন্ত বেশি। সবচেয়ে বড় ঝুঁকিটি তৈরি হয়েছে পেট্রোবাংলার এলএনজি আমদানিকে কেন্দ্র করে।

ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

The Business Standard

২০২৫ সালে চীনের বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। দেশটি বুধবার জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দীর্ঘস্থায়ী চাপ মোকাবিলায় উৎপাদনকারীরা বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালানোয় এবং যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন বাজারে রপ্তানি জোরদার হওয়ায় এই সাফল্য এসেছে। বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দিকে নজর দেওয়ার জন্য চীনা কোম্পানিগুলোর প্রতি নীতিনির্ধারকদের যে আহ্বান ছিল, তা কার্যকর ফল দিয়েছে। গত বছর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং বাণিজ্য, প্রযুক্তি ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লেও এই কৌশল অর্থনীতির জন্য সুরক্ষাকবচ হিসেবে কাজ করেছে।

তিন বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

Bonik Barta

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিনটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন করেছে। ফান্ডগুলো হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড ও সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এসব অনুমোদন দেয়া হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বেমেয়াদি মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি দিয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা আর বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।