11-Dec-2025

Friday 12 December 2025

13-Dec-2025

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রেমিট্যান্স বাড়লেও শ্রমিক ও অর্থনীতির ক্ষতি হয় দীর্ঘমেয়াদে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছোট ও উন্নয়নশীল শ্রম রফতানিকারক দেশগুলোর জন্য নতুন ধরনের দীর্ঘমেয়াদি চাপ তৈরি করছে। স্বল্পমেয়াদে রেমিট্যান্স বাড়লেও দীর্ঘমেয়াদি ক্ষতিতে পড়ছে দেশীয় শ্রমিক, প্রবাসী আয় ও উৎপাদন শিল্প। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘তেলের মূল্যবৃদ্ধিতে রেমিট্যান্স ও অভিবাসী শ্রমিকদের ওপর প্রভাব’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। বিআইডিএস আয়োজিত এ সেমিনারে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গবেষণাপত্র উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. একেএম মাহবুব মোরশেদ।

ডিসিইতে স্থিতিশীল আকরিক লোহার দাম

Bonik Barta

ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দামে গতকাল সীমিত ওঠানামা দেখা গেছে। বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের আরেক দফা উচ্চপর্যায়ের নীতি বৈঠকের দিকে নজর রাখছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। খবর বিজনেস রেকর্ডার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গতকাল আকরিক লোহার দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৬৯ ইউয়ানে (১০৮ ডলার ৯১ সেন্ট) দাঁড়ায়। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম ছিল ১০২ ডলার ৪০ সেন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৪ শতাংশ কম।

বিশ্ববাজারে বেড়েছে তামার দর

Bonik Barta

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) গত বুধবার সুদহার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। এর প্রভাবে ডলারের বিনিময় হার আগের তুলনায় কমে গেছে। এমন প্রেক্ষাপটে গতকাল বিশ্ববাজারে তামার দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর বিজনেস রেকর্ডার। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিনিময় হার কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য পণ্য ক্রয় তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এমন অবস্থায় চাহিদা বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্যের দামে।

জিপিএইচ ইস্পাতের নিট মুনাফা ২ কোটি ৫৬ লাখ টাকা

Bonik Barta

তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৫৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের গ্রস আয় হয়েছে ১ হাজার ২৫৯ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ১৬৩ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮৫ পয়সায়।

দেশীয় সুতা ব্যবহারকারী রফতানিকারকদের ১০% প্রণোদনা দেয়ার দাবি

Bonik Barta

স্পিনিং শিল্পকে রক্ষার্থে দেশীয় সুতা ব্যবহারকারী গার্মেন্টস পণ্য রফতানিকারকদের ১০ শতাংশ প্রণোদনা দেয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এ সুতা আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ সুরক্ষা শুল্ক প্রয়োগের দাবি জানানো হয়েছে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘বাংলাদেশের স্পিনিং শিল্পের সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সালমা গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) আজহার আলী বলেন, ‘কাঁচা তুলা থেকে সুতা উৎপাদন, দক্ষ শ্রমশক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা—সব মিলিয়ে এ শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে কভিড, ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, জ্বালানি সংকটের মতো নানা কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা এসব চ্যালেঞ্জে স্পিনিং শিল্প খুবই সংকটময় পরিস্থিতির মুখোমুখি। এরই মধ্যে প্রায় ৪০ ভাগ শিল্প-কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে লক্ষাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাকি শিল্প-কারখানাগুলোও বন্ধ হওয়ার পথে।’

২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী বাড়তে পারে গম উৎপাদন

Bonik Barta

বিশ্বব্যাপী গম উৎপাদন ২০২৫-২৬ মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তে পারে। ওয়ার্ল্ড অ্যাগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেট (ডব্লিউএএসডিই) শীর্ষক প্রতিবেদনের ডিসেম্বর সংস্করণে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্বব্যাপী গম উৎপাদন হতে পারে ৮৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টন। এটি আগের দেয়া পূর্বাভাসের তুলনায় ৮৯ লাখ ২০ হাজার টন বেশি। প্রতিবেদনে ইউএসডিএ আরো জানায়, চলতি মৌসুমে বিশ্বব্যাপী গমের মোট সরবরাহ আগের দেয়া প্রাক্কলনের তুলনায় ৭৫ লাখ টন বেড়ে ১০৯ কোটি ৭৮ লাখ টনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। এ সময় সরবরাহ বাড়ার পেছনে মূল ভূমিকা রাখবে প্রধান রফতানিকারক দেশগুলোয় উৎপাদন বৃদ্ধি।

জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি

Bonik Barta

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির প্রভাবে গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি। পাশাপাশি ভেনিজুয়েলা উপকূলে নিষেধাজ্ঞার আওতাধীন একটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করার ঘটনায় সম্ভাব্য প্রভাবও খতিয়ে দেখছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৮১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ৪০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৫৭ ডলার ৬৮ সেন্টে।

১৬ ব্যাংক থেকে আরো প্রায় ১৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

চলতি ডিসেম্বরের প্রথম ১০ দিনেই রেকর্ড ১ হাজার ২৯০ মিলিয়ন বা ১২৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে আবারো ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ১৬টি ব্যাংক থেকে গতকাল কিনেছে ১৪৯ মিলিয়ন বা প্রায় ১৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে গত ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হচ্ছে।