দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় ফক্সকনের
Bonik Barta
ফক্সকন জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৯৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭৯ হাজার ৭০০ কোটি নিউ তাইওয়ান ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৮২ শতাংশ বেশি। এ আয় বাজারের পূর্বাভাসের ১ লাখ ৭৮ হাজার ৯৬০ কোটিকে ছাড়িয়ে গেছে। চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ফক্সকন দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড পরিমাণ আয় করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই প্রযুক্তির চাহিদা বেড়ে যাওয়ায় আয় বেড়েছে। তবে তারা বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাবাজারের অস্থিরতা ভবিষ্যতের প্রবৃদ্ধিতে চাপ তৈরি করতে পারে। খবর রয়টার্স।
ভিয়েতনামের বাজারে স্থিতিশীল কফির দাম
Bonik Barta
ভিয়েতনামের অভ্যন্তরীণ বাজারে চলতি সপ্তাহে কফির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, মজুদ কমে যাওয়ায় ও অন্যান্য উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির কারণে কফি বেচাকেনা কমেছে। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ৯৪ হাজার ৭০০ থেকে ৯৫ হাজার ২০০ ডংয়ে (প্রায় ৩ ডলার ৬২ সেন্ট থেকে ৩ ডলার ৬৪ সেন্ট) বিক্রি করেছেন। আগের সপ্তাহে দেশটির কৃষকরা ৯৪ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ডংয়ের কাছাকাছি দামে কফি বিক্রি করেছিলেন। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল থেকে কফি বিনের সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী চাপে রয়েছে। এদিকে বুধবার যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, তারা ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। যার আওতায় যুক্তরাষ্ট্রে সরবরাহ করা পণ্যে ২০ শতাংশ শুল্ক ধার্য থাকবে।
মে মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বেড়েছে
Bonik Barta
কেন্দ্রীয় ব্যাংকগুলো মে মাসে বৈশ্বিক স্বর্ণ মজুদে নিট ২০ টন যোগ করেছে, যা আগের মাসের তুলনায় কিছুটা বেশি। ‘গোল্ড হাব পাবলিকেশন’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) এশিয়া প্যাসিফিকের সিনিয়র রিসার্চ লিড মারিসা সালিম। খবর মাইনিং উইকলি। তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে স্বর্ণের চাহিদা আরো বেড়েছে। কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংক মে মাসে সাত টন স্বর্ণ কিনেছে। এতে ব্যাংকটির মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৯ টনে। এছাড়া বছরের শুরু থেকে কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংকের মজুদ বেড়েছে ১৫ টন। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক মে মাসে ছয় টন স্বর্ণ কিনেছে। এতে ব্যাংকটির বছরে মোট ক্রয়ের পরিমাণ পৌঁছেছে ১৫ টনে।
পাওয়ার প্লান্ট বিক্রির কথা ভাবছে আরামকো
Bonik Barta
বিনিয়োগ তহবিল বাড়াতে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি আরামকো চার-পাঁচটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বিক্রির কথা ভাবছে। সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এসব বিদ্যুৎ কেন্দ্র বিক্রি হলে প্রায় ৪০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে পারবে কোম্পানিটি। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি আরামকো এখন খরচ কমানো, দক্ষতা বাড়ানো ও কিছু অপ্রধান সম্পদ বিক্রির দিকে মনোযোগ দিচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি তারা আবাসন প্রকল্প, পাইপলাইন ও বন্দরের অবকাঠামো বিক্রির কথাও ভাবছে।
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় মসলাপণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তবে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। দোকানগুলোয় এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৪৪-৪৫ টাকা। বর্তমানে তা বেড়ে ৪৮-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কিছুদিন ধরেই দেশী পেঁয়াজ দিয়েই বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। বর্তমানে দেশী পেঁয়াজের মৌসুম শেষের দিকে। তাই সরবরাহ কমছে।’
পরিকল্পনার চেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনের সিদ্ধান্ত ওপেক প্লাসের
Bonik Barta
পরিকল্পনার তুলনায় আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো বাড়াবে ওপেক প্লাস। এ সময় মোট উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল। গতকাল অনুষ্ঠিত বৈঠকে জোটটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। এ সংগঠনভুক্ত দেশগুলো বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করে। ওপেক প্লাস জ্বালানি তেলের দাম সমর্থনের উদ্দেশ্যে ২০২২ সাল থেকে উত্তোলন কমিয়ে আসছিল। তবে বাজারে অংশীদারত্ব পুনরুদ্ধারসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পর ক্রমে উত্তোলন আবার বাড়াচ্ছে জোটটি।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে হলুদ আমদানি
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে শুকনা হলুদ আমদানি বেড়েছে। চাহিদা ঊর্ধ্বমুখী থাকায় পণ্যটির আমদানি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছর (জুলাই-জুন) এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৩২ হাজার ২৯১ টন, যার আমদানি মূল্য ছিল ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের অর্থবছর ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ৪৫০ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল। এ হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছর ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে ১ হাজার ৮৪১ টন। এদিকে আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোয় গুঁড়া হলুদের দাম কমে এসেছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ২৮০ টাকা দরে, যা এক থেকে দেড় মাস আগেও ছিল কেজিপ্রতি ৩২০ টাকা।
এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম
Bonik Barta
এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, কম চাহিদা, সরবরাহ বৃদ্ধি ও পর্যাপ্ত মজুদ জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া ইরান-ইসরায়েলের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় সরবরাহ নিয়ে ঝুঁকির আশঙ্কায় মূল্যবৃদ্ধির প্রবণতাও কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১২ ডলার ৭০ সেন্টে বেচাকেনা হয়েছে। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ১০ সেন্ট। এ বিষয়ে কেপলারের বিশ্লেষক গো কাতায়ামা বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধি, চীন ও দক্ষিণ কোরিয়ায় বাড়তি মজুদের কারণে চলতি সপ্তাহে এলএনজির দাম কমে এসেছে। এছাড়া চীন ও ভারতের শিল্প খাতে নিম্নমুখী চাহিদাও দাম কমার অন্যতম কারণ।’
তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি
Bonik Barta
তুলা আমদানির ওপর সরকার ঘোষিত ২ শতাংশ অগ্রিম কর (এআইটি) বাস্তবায়ন হলে দেশের টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কায় এ কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে দেশী টেক্সটাইল মিলে উৎপাদিত তুলার সুতা, কৃত্রিম আঁশ এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর উৎপাদন পর্যায়ে কেজিপ্রতি সুনির্দিষ্ট কর ৫ টাকা অব্যাহতি প্রদানেরও দাবি জানানো হয়েছে।
রাজধানীর গুলশান ক্লাবে গতকাল বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এ খাতের প্রতিনিধিরা।
তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি
Bonik Barta
তুলা আমদানির ওপর সরকার ঘোষিত ২ শতাংশ অগ্রিম কর (এআইটি) বাস্তবায়ন হলে দেশের টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কায় এ কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে দেশী টেক্সটাইল মিলে উৎপাদিত তুলার সুতা, কৃত্রিম আঁশ এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর উৎপাদন পর্যায়ে কেজিপ্রতি সুনির্দিষ্ট কর ৫ টাকা অব্যাহতি প্রদানেরও দাবি জানানো হয়েছে।
রাজধানীর গুলশান ক্লাবে গতকাল বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এ খাতের প্রতিনিধিরা।
ব্লক মার্কেটে ৭৩ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৭২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ফাইন ফুডস, এবি ব্যাংক, রেনাটা ও আল-হাজ্জ্ব টেক্সটাইল। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিমের সবচেয়ে বেশি ১১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৬ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এসইএমএল লেকচার ইকুইটি মিউচুয়াল ফান্ডের ৫ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সায়।
ব্লক মার্কেটে ৭৩ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৭২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ফাইন ফুডস, এবি ব্যাংক, রেনাটা ও আল-হাজ্জ্ব টেক্সটাইল। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিমের সবচেয়ে বেশি ১১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৬ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এসইএমএল লেকচার ইকুইটি মিউচুয়াল ফান্ডের ৫ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সায়।
BRICS finance ministers make unified proposal for IMF reforms
The Financial Express
Finance ministers from the BRICS group of developing nations called on Saturday for reform of the International Monetary Fund, including a new distribution of voting rights and an end to the tradition of European management at the helm. The joint statement by the group's finance ministers marks the first time the BRICS countries have agreed on a unified position on the proposed reforms. They agreed to back the shared proposal at an IMF review meeting coming up in December, which will discuss changes to a quota system that defines contributions and voting rights.
১১ বহুজাতিক কোম্পানির বাজার মূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা
Bonik Barta
চলতি বছরের প্রথমার্ধে দেশের পুঁজিবাজারের সূচক ও লেনদেন দুটোই ছিল নিম্নমুখী। এ সময়ে বিদেশী বিনিয়োগ পরিস্থিতিও ছিল হতাশাজনক। বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারের ভালো শেয়ার হিসেবে বিবেচনা করা হয়। যদিও গত ছয় মাসে তালিকাভুক্ত ১৩ বহুজাতিক কোম্পানির মধ্যে ১১টিরই শেয়ারদর কমেছে। এ সময়ে তালিকাভুক্ত ১১ বহুজাতিক কোম্পানির বাজার মূলধন কমেছে ১২ হাজার ৬৩ কোটি ২০ লাখ টাকা।বাজার পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি ৪ হাজার ৭১৪ কোটি ২০ লাখ টাকার বাজার মূলধন কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩৬ কোটি ২০ লাখ টাকায়। যেখানে গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি ৪০ লাখ টাকা।
আমদানি-রফতানির শুল্ক জমা নিতে চালু হলো ‘এ-চালান’ সেবা
Bonik Barta
সরকারি কোষাগারে শুল্ক ও কর সরাসরি জমা দেয়ার জন্য ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থায় আমদানিকারক, রফতানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। অর্থ বিভাগ ও এনবিআরের যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। এনবিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এ সিস্টেমের মাধ্যমে এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএস++ প্লাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সম্পন্ন হয়েছে। ফলে অফলাইন বা অনলাইনে করদাতারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে অর্থ পরিশোধ করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে সরকারি তহবিলে জমা হবে। ফলে রাজস্ব খাতে সরকারের তাৎক্ষণিক ব্যয় সক্ষমতাও বৃদ্ধি পাবে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ আশানুরূপ নয়
Bonik Barta
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় আসছে না জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)। সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা ছিল, যার প্রভাব নতুন প্রকল্পগুলোয়ও পড়ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে ১১টি প্রস্তাব তুলে ধরেন বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল আলম, সহসভাপতি মো. আবু তাহের ও ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন এবং পরিচালক (ফাইন্যান্স) নিতাই পদ সাহা উপস্থিত ছিলেন।
হালাল পণ্যের বাজারে দেশের অংশ ৮৪৩ মিলিয়ন ডলার
Bonik Barta
বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের, যা প্রতি বছর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বিশাল এ বাজারে বাংলাদেশ রফতানি করছে মাত্র ৮৪৩ দশমিক শূন্য ৩ মিলিয়ন ডলারের পণ্য, যার বেশির ভাগই কৃষিভিত্তিক।বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে ‘হালাল পণ্যের বাজার, হালাল পণ্য উৎপাদনে অনুসরণীয় পদ্ধতি এবং হালাল সার্টিফিকেট সংগ্রহ পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর বিসিআই কার্যালয়ে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি) সাবেক পরিচালক মো. খালেদ আবু নাছের, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক এসএম আবু সাঈদ এবং সহকারী পরিচালক মোছা. রেবেকা সুলতানা। বিসিআইয়ের মহাসচিব ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের ২২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সূচকে ঊর্ধ্বগতি সত্ত্বেও মার্কিন শেয়ারবাজারে বিনিয়োগে আশঙ্কা কাটছে না
Bonik Barta
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সূচকে চলমান ঊর্ধ্বগতির মধ্যেই আবারো বাড়ছে শুল্কবিষয়ক অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন ‘রেসিপ্রোকাল’ শুল্কনীতির সময়সীমা শেষ হতে যাচ্ছে ৯ জুলাই। ফলে সপ্তাহজুড়েই হোয়াইট হাউজ থেকে কী বার্তা আসে সেদিকেই নজর থাকবে বিনিয়োগকারীদের। কারণ এ সময়সীমা পার হলে যুক্তরাষ্ট্র নতুন করে উচ্চ শুল্ক আরোপ করতে পারে। খবর রয়টার্স ও সিএনএন। ১ আগস্ট থেকে কার্যকর হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার, যার মধ্যে কিছু হার ৭০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে বলে ট্রাম্প নিজেই জানিয়েছেন। এ ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এখন শেষ মুহূর্তে নতুন চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে তারা বাড়তি শুল্কের আওতায় না পড়ে।
ইইউর ‘ব্লু কার্ড’ স্কিমে মিলছে না পর্যাপ্ত বিদেশী কর্মী
Bonik Barta
ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও প্রকৌশল খাতে। এ সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চালু করে ‘ব্লু কার্ড’ কর্মসূচি, যার মাধ্যমে বাইরের দেশ থেকে উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মী নেয়া হয়। সাম্প্রতিক বছরগুলোয় কার্ডটির ব্যবহার বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, ইইউর অনেক দেশ এখনো নিজেদের তৈরি আলাদা জাতীয় ভিসা কর্মসূচির ওপর বেশি নির্ভর করছে। ফলে ব্লু কার্ড এখনো ততটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি
যুক্তরাজ্যে জুনে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির একটি চীনা ব্র্যান্ডের
Bonik Barta
যুক্তরাজ্যে গত মাসে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির একটি চীনে তৈরি। দেশটির গাড়ি নির্মাতা ও বিক্রেতাদের সংগঠন সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের (এসএমএমটি) তথ্যানুযায়ী, জুনে এমজি, পোলস্টার, বিওয়াইডি, ওমোডা ও জিকুর মতো চীনা ব্র্যান্ডের ১৮ হাজার ৯৪৪টি গাড়ি যুক্তরাজ্যে বিক্রি হয়েছে, যা মোট বিক্রির ১০ শতাংশ। খবর বিবিসি। সংগঠনটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে বিক্রি হওয়া প্রতি ১২টি গাড়ির একটি হলো চীনা ব্র্যান্ডের। আগের দুই বছরে এ হার ছিল প্রায় ৫ শতাংশ। এবার তা বেড়ে ৮ শতাংশেরও বেশি হয়েছে, এসব গাড়ির বেশির ভাগই ছিল বিদ্যুচ্চালিত (ইভি)। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্য এখনো চীনা গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করায় দেশটির ব্র্যান্ডগুলোর জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। বিপরীতে ইইউ, যুক্তরাষ্ট্র ও কানাডা চীনা ইভির ওপর ৪৫-১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।
পারস্পরিক শুল্ক থেকে মুক্তি পেতে মার্কিন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে পারে বাংলাদেশ
The Business Standard
যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্ক দিয়ে ভিয়েতনাম এক ধাক্কায় পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) ৪৬ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার পর বাংলাদেশের ওয়াশিংটনের চাহিদা অনুযায়ী মার্কিন পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা ভাবছে। ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে মার্কিন পণ্যে শূন্য-শুল্ক সুবিধা দেওয়ার বিষয়টি এখন সক্রিয়ভাবে বিবেচনা করছে ঢাকা। কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তির এনেক্সার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে ডকুমেন্ট বা ট্যারিফ শিডিউল পাঠাবে, তা ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা। তবে চুক্তির খসড়ায় উল্লেখিত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসরণ করা সম্ভব নয় জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) বিধিবিধানের আওতায় চুক্তি স্বাক্ষরের আগ্রহের কথা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে (ইউএসটিআর) জানিয়েছে ঢাকা।
‘আমরা মারা যাচ্ছি’: প্রতিকূল নীতিতে টেক্সটাইল মিল মালিকেরা খাদের কিনারে, বলছেন শিল্প নেতারা
Bonik Barta
বিগত সরকারের সময় থেকে শুরু করে ক্রমাগত প্রতিকূল নীতির কারনে দেশের টেক্সটাইল শিল্পোদ্যোক্তারা সংকটে পড়েছেন, যার কারণে প্রায় ৯০ শতাংশ টেক্সটাইল মিল মালিক এ ব্যবসা থেকে বের হয়ে যাওয়ার উপায় খুঁজছেন বলে দাবি করেছেন এ খাতের ব্যবসায়ী নেতারা। শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, 'গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে, আবার গ্যাসের সরবরাহ নেই। রপ্তানির ওপর প্রণোদনা কমতে কমতে মাত্র ১ শতাংশে নেমেছে, যা একসময় ২৫ শতাংশ ছিল। আবার ব্যাংকে টাকা নেই। নতুন করে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করার কারণে এই শিল্প আর টিকে থাকবে না।' তিনি আরও বলেন, 'এই পরিস্থিতিতে ৯০ শতাংশ টেক্সটাইল মিল মালিক লোকসানে হলেও কারখানা বিক্রি করে দিতে চাচ্ছেন। আমরা মারা যাচ্ছি (উই আর ডাইং)।' সংবাদ সম্মেলনে সংগঠনটি নতুন আরোপিত অগ্রিম আয়কর, ভ্যাট ও করপোরেট কর অবিলম্বে কমানোর দাবি জানায়।সম্মেলনের পর বিটিএমএ-র একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'অন্তত ৫০টি টেক্সটাইল মিল বিক্রির জন্য চেষ্টা চালাচ্ছে।'
জাপানি ঋণের সুদহার রেকর্ড ২ শতাংশে, তারপরও অন্যদের চেয়ে তুলনামূলক সহনীয়
Bonik Barta
প্রথমবারের মতো জাপানি ঋণের জন্য ২ শতাংশ হারে সুদ দেবে বাংলাদেশ, বিশেষত জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প ঋণের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে। বাংলাদেশের জন্য জাপানের ঋণে এটাই সর্বোচ্চ সুদহার, যা এর আগে কখনো ছিল না।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৭ জুন সই হওয়া চুক্তির আওতায়, এ প্রকল্পের জন্য জাপান থেকে ৬৩ কোটি ডলার (৬৩০ মিলিয়ন) অর্থায়ন নিশ্চিত হয়েছে। এর আগে, বাংলাদেশের জন্য জাপানি ঋণ বরাবরই স্বল্পসুদে পাওয়া যেত এবং তা অত্যন্ত কাঙ্ক্ষিত-ও ছিল। তবে ইআরডি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপানি ঋণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। শুধু নির্মাণ প্রকল্প নয়, একই প্রকল্পের পরামর্শক নিয়োগের ক্ষেত্রে নেওয়া ঋণের সুদহারও বেড়ে ০.৬৫ শতাংশে পৌঁছেছে।
Washington views its ties with Dhaka through lenses of trade: Michael Kugelman
The Financial Express
South Asia affairs expert Michael Kugelman has said the Trump administration has drastically cut foreign aid and has "little interest" in devoting resources to democracy promotion or nation-building in Bangladesh.
Referring to recent telephone conversations between Chief Adviser Prof Muhammad Yunus and US Secretary of State Marco Rubio, Kugelman said the readouts of the Yunus-Rubio call from both governments suggest Washington now views its ties with Dhaka through the lenses of trade and great-power competition.
Kugelman, in Foreign Policy’s South Asia Brief, mentioned that the pair spoke about strengthening economic ties and partnering on enhancing security in the Indo-Pacific—the latter of which, for the United States, means countering China.
Washington views its ties with Dhaka through lenses of trade: Michael Kugelman
The Financial Express
South Asia affairs expert Michael Kugelman has said the Trump administration has drastically cut foreign aid and has "little interest" in devoting resources to democracy promotion or nation-building in Bangladesh.
Referring to recent telephone conversations between Chief Adviser Prof Muhammad Yunus and US Secretary of State Marco Rubio, Kugelman said the readouts of the Yunus-Rubio call from both governments suggest Washington now views its ties with Dhaka through the lenses of trade and great-power competition.
Kugelman, in Foreign Policy’s South Asia Brief, mentioned that the pair spoke about strengthening economic ties and partnering on enhancing security in the Indo-Pacific—the latter of which, for the United States, means countering China.