রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
The Business Standard
রমজান মাস সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ৪ কোটি ৭৫ লাখ লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ১ কোটি লিটার রাইস ব্রান তেল এবং ৩ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল রয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। জানা গেছে, রাইস ব্রান তেল স্থানীয় পর্যায় থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। আর সয়াবিন তেল কেনা হবে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে।
২ হাজার ৪৩ কোটি টাকার চাল, ডাল, ভোজ্যতেল সার কিনবে সরকার
Bonik Barta
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২ হাজার ৪৩ কোটি টাকার চাল, ডাল, ভোজ্যতেল ও সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। এর বাইরে ৯০৭ কোটি টাকা ব্যয়ে পাঁচটি গ্যাসকূপ খনন করা হবে। পাশাপাশি বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও বিতরণসংক্রান্ত একটি প্রস্তাবে ৫৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) অনেক জমির নামজারি ও অনাপত্তিপত্র না থাকায় প্রকৃত মালিকানা নিশ্চিত করা যায়নি।
Bonik Barta
নিরীক্ষকরা তাদের মতামতে জানিয়েছেন, গত ৩০ জুন শেষে পাওয়ার গ্রিড ১ হাজার ৪১০ কোটি ২২ লাখ টাকার জমি দেখিয়েছে। চলতি বছর ১৬ কোটি ৪৪ লাখ টাকায় নতুন কেনা জমিও এর অন্তর্ভুক্ত। এর মধ্যে কিছু জমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে হস্তান্তর হয়েছে। এসব জমির মালিকানা দেখাতে কোম্পানিটি কিছু পুরনো নথি প্রদর্শন করেছে। তবে কোনো নামজারি ও অনাপত্তিপত্র দেয়া হয়নি। এসব জমির মূল্য আবার আলাদাভাবে উল্লেখ করা হয়নি। তাই জমির প্রকৃত মালিক কে তা নিশ্চিত করা যায়নি।
যুক্তরাষ্ট্র থেকে ৫৫ হাজারের বেশি গাড়ি ফেরত নিচ্ছে টয়োটা
Bonik Barta
যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার ৪০৫টি গাড়ি বাজার থেকে ফেরত নিচ্ছে জাপানের টয়োটা। এসব গাড়ির ‘ইনভার্টার’ (গাড়ির ব্যাটারি ও মোটরের মধ্যকার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী যন্ত্র) এর ভেতরে একটি বোল্ট বা স্ক্রু ঠিকমতো টাইট না হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে কোম্পানিটি। ফলে বৈদ্যুতিক সংযোগে সমস্যা হওয়াসহ গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা আগুনের ঝুঁকি তৈরি হতে পারে। টয়োটা বর্তমানে এ সমস্যা সমাধানের উপায় নিয়ে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।
Higher taxing of billionaires likely to narrow inequality
Bonik Barta
Ramping up the tax incidence on high-net-worth individuals (HNWI) is under government strategy to narrow widening income inequality in Bangladesh as the Gini index is getting imbalanced. Medium and Long-term Revenue Strategy (MLTRS) for the financial year 2025-26 to FY2034-35, published by the National Board of Revenue (NBR) in June 2025, indicates such taxing paradigm shift. "Revisit of tax rates for the HNWI to ensure a higher tax incidence, effective management of their complex financial affairs, introduction of a system to monitor and enforce compliance are also in the pipeline under the strategic framework," it is stated in the strategy about ways of establishing tax justice.
লিজ ব্যর্থতায় বিমানের বহর সংকট গভীরতর, নতুন উড়োজাহাজ পেতে লাগবে আরও বছর
The Business Standard
যাত্রী চাহিদা যখন দ্রুত বাড়ছে, ঠিক সেই সময় গত পাঁচ বছরে একটি উড়োজাহাজও বহরে যুক্ত করতে না পারায় তীব্র সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রসারণ না হয়ে, বরং জাতীয় পতাকাবাহী এই সংস্থার বহর আরও সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ১৯টিতে। গত বছর লিজের মেয়াদ শেষ হওয়ায় দুটি উড়োজাহাজ ফেরত দেওয়ার পর বহরের আকার কমে আসে। এরপর বিকল্প হিসেবে উড়োজাহাজ লিজ নেওয়ার একাধিক চেষ্টা করা হলেও, আন্তর্জাতিক লিজদাতাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। পাঁচ দফা দরপত্র আহ্বান করলেও—কেউ আগ্রহ দেখায়নি।বিমানের কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টদের মতে, মূল সমস্যা হলো সরকারি ক্রয়বিধি বা দরপত্র প্রক্রিয়ার কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা। বৈশ্বিক বাজারে যখন উড়োজাহাজের তীব্র সংকট এবং লিজ সংক্রান্ত সিদ্ধান্ত অনেক সময় কয়েক দিন বা ঘণ্টার মধ্যেই নিতে হয়, তখন এই দীর্ঘসূত্রতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
ইউরোপে টানা পঞ্চম মাসের মতো বাড়ল নতুন গাড়ি বিক্রি
Bonik Barta
ইউরোপের বাজারে নতুন গাড়ি বিক্রিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসিইএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত নভেম্বরে টানা পঞ্চম মাসের মতো গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধির দেখা পেয়েছে মহাদেশটি। মূলত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্রেতাদের ক্রমবর্ধমান আগ্রহই বিক্রি বাড়ার মূল কারণ। খবর রয়টার্স। এসিইএর তথ্যানুযায়ী, নভেম্বরে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনে (ইএফটিএ) গাড়ি বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১ লাখে দাঁড়িয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফক্সওয়াগন ও রেনোঁর গাড়ি নিবন্ধন যথাক্রমে ৪ দশমিক ১ শতাংশ এবং ৩ শতাংশ বেড়েছে, অন্যদিকে স্টেলান্টিসের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৭ শতাংশ কমেছে।
বেক্সিমকোর গ্রিন সুকুক রূপান্তরে ১৮ আবেদন
Bonik Barta
বেক্সিমকো লিমিটেডের গ্রিন সুকুক আল ইসতিসনার চতুর্থ বছরে ১৭ জন সুকুকধারী ২০ শতাংশ ও একজন সুকুকধারী ৮০ শতাংশ সুকুক রূপান্তরের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের নামে মোট ৬৪০টি সুকুক রয়েছে। যার মধ্যে ৩৫০টি সুকুক বেক্সিমকো লিমিটেডের ৪২০টি সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, রূপান্তরের ক্ষেত্রে প্রতি শেয়ারের মূল্য ৮২ টাকা ৫৮ পয়সা। রূপান্তর প্রক্রিয়া শেষে বাজারে মোট ২৮ কোটি ৯ লাখ ২৪ হাজার ২৬৩টি সুকুক অবশিষ্ট রয়েছে। সুকুকটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) জানায়, ২২ ডিসেম্বর বেক্সিমকোর গ্রিন সুকুকের রেকর্ড ডেট ছিল। এর মধ্যে সুকুকধারীরা সুকুক রূপান্তরের জন্য আবেদন করেছেন।
ইস্টার্ন রিফাইনারি প্রকল্পে ব্যয় হবে ৩৫ হাজার কোটি টাকা
Bonik Barta
দেশে অপরিশোধিত আমদানীকৃত তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে সরকারি মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকা ব্যয়ে ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ (ইআরএল-২)’ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে ঝুলে থাকার পর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় ইআরএলের নিজস্ব জায়গায়ই নতুন এ ইউনিট স্থাপন করবে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এছাড়া সভায় আরো ২১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
চীনের এআই খাতে ঝুঁকছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা
Bonik Barta
চলতি বছর ওয়াল স্ট্রিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোর শেয়ারদরে রেকর্ড উল্লম্ফন ঘটেছে। যদিও বছরের শেষ দিকে এসে এসব কোম্পানির শেয়ারদরে অতিমূল্যায়নের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। তারা এখন বাজারে চলতি শতকের গোড়ার দিকে ঘটে যাওয়া ডটকম বাবলের পুনরাবৃত্তির ভয় পাচ্ছেন। অর্থনীতিবিদরাও বলছেন, বর্তমানে মার্কিন অর্থনীতিতে শেয়ারবাজারের প্রভাব বেশি। ফলে এআই খাতের শেয়ারদরে বড় ধরনের উল্লম্ফনসৃষ্ট বুদবুদ ফেটে গেলে বিশ্বের শীর্ষ অর্থনীতিতে আগের চেয়েও বেশি প্রভাব পড়ার জোর আশঙ্কা রয়েছে। এ অবস্থায় চীনের এআই খাতের প্রতি আকর্ষণ বাড়ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের। এতে বাজারে বিদ্যমান ঝুঁকির বৈচিত্র্যায়ন ও নিরাপদ বণ্টনের পাশাপাশি চীনা এআই প্রযুক্তির অগ্রগতির সুফলকেও কাজে লাগানো সম্ভব হবে বলে প্রত্যাশা তাদের।