ডলারের প্রভাব কমাতে ইউয়ানে ঋণদান বাড়াচ্ছে চীন
Bonik Barta
আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের প্রভাব খর্ব করতে বিদেশে ইউয়ান বা রেনমিনবিতে ঋণদান বাড়াচ্ছে চীন। বিগত পাঁচ বছরে দেশটির বিভিন্ন ব্যাংক অন্যান্য দেশে নিজস্ব মুদ্রায় ঋণ, আমানত ও বন্ডে বিনিয়োগ বাড়িয়ে চারগুণে তুলেছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন (৩ লাখ ৪০ হাজার কোটি) ইউয়ানে (৪৮ হাজার কোটি ডলার)। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদে বৈশ্বিক মুদ্রাপ্রবাহে ডলারের প্রভাব কমাতে চীন এখন আগের চেয়ে আরো বেশি আগ্রাসী নীতির প্রয়োগ ঘটাচ্ছে।