21-Jul-2025

Tuesday 22 July 2025

23-Jul-2025

মার্কিন পণ্যে ২১ বিলিয়ন ইউরো শুল্ক আরোপের হুমকি ইইউর

Bonik Barta

মার্কিন পণ্যের ওপর ২১ বিলিয়ন ইউরো বা ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার সমমূল্যের শুল্ক আরোপের একটি তালিকা প্রস্তুত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই পক্ষ যদি কোনো ধরনের বাণিজ্য চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তবে মার্কিন শুল্কের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এ শুল্ক ব্যবহার হবে। গতকাল স্থানীয় এক পত্রিকাকে এ তথ্য দেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও তাজানি। খবর রয়টার্স। এর আগে গত শনিবার মেক্সিকো ও ইইউ থেকে আমদানীকৃত পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের আলোচনার পরও যুক্তরাষ্ট্রের প্রধান এ বাণিজ্য অংশীদাররা কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি। এ পরিপ্রেক্ষিতে ১ আগস্ট থেকে শুল্ক আরোপের ঘোষণা আসে।

‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত আরএকে সিরামিকস

Bonik Barta

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডকে গত মে সাসে ‘‌এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছিল। তবে কোম্পানিটি ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করার কারণে ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আজ থেকে আরএকে সিরামিকসের ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৬ ডিসেম্বর ২০২১ তারিখের নির্দেশনা অনুসারে ক্যাটাগরি পরিবর্তনের দিন থেকে সপ্তম কার্যদিবস পর্যন্ত কোম্পানিটির শেয়ার কেনায় বিনিয়োগকারীদের মার্জিন ঋণ সুবিধা না দিতে সব ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে বলা হয়েছে।

ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রি করতে চায় সরকার

Bonik Barta

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের (খোলাবাজারে বিক্রি) মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘গতবার যে দামে আলু কিনেছেন, এবার কিন্তু কৃষক আলুর দাম পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি কৃষক যাতে আলুর দাম পান। এজন্য ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেয়া যায় সে চেষ্টা করছি। কৃষক যদি পণ্যের দাম না পান পরে তারা এটি উৎপাদনের দিকে যাবেন না। এজন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পান।’ গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান। উপদেষ্টা বলেন, ‘গতবার যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল। এবার কিন্তু কৃষক অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। উৎপাদন বেশি করায় এবার পেঁয়াজ আমদানি না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে। এগুলো কৃষকেরই অবদান।’

৫ আগস্ট বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

Bonik Barta

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানি বন্ধসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে গত ১৭ জুলাই ব্যাংক বন্ধের নির্দেশনা দেয়া হয়ে‌ছিল। বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠান ছুটির আওতাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

কম সরবরাহ ও চাঁদাবাজির কারণে ইলিশের দাম বেশি

Bonik Barta

সরবরাহ কম থাকার পাশাপাশি চাঁদাবাজি ও ডিজেলের দাম বেশি হওয়ার কারণে দেশে বর্তমানে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘এখন ইলিশের কেজি ২ হাজার টাকার ওপরে। দাম কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে।’ গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফরিদা আখতার এ কথা বলেন। এর আগে লিখিত বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে। এ বছর জাটকা রক্ষা সপ্তাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ইলিশ রক্ষার চেষ্টা করা হয়েছে। ১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত ৪৬ হাজার ৭৯০ টন ইলিশ আহরিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মডেল অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের ইলিশ উৎপাদন ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার টন হতে পারে। কিন্তু এটাও সতর্ক করে দেয়া হচ্ছে যে ২০২৩-২৪ অর্থবছরের মতো উৎপাদন হ্রাসের প্রবণতা অব্যাহত থাকলে প্রকৃত উৎপাদন আরো কম হতে পারে।’

বিশ্বজুড়ে ক্রমে বাড়ছে খাদ্যপণ্যের দাম

Bonik Barta

জলবায়ু পরিবর্তনের কারণে চরমভাবাপন্ন আবহাওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যপণ্যের দাম। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থাও আরো অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বার্সেলোনার সুপারকম্পিউটিং সেন্টারের নেতৃত্বে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। খবর ফাইনান্সিয়াল টাইমস। পূর্ববর্তী গবেষণাগুলোয় সাধারণত দীর্ঘমেয়াদে তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসল উৎপাদনে ধস ও জোগান সংকটের প্রেক্ষাপটে খাদ্যমূল্যস্ফীতি নিয়ে আলোচনা করা হয়েছিল। তবে নতুন গবেষণাটি বলছে, অনেক পণ্যের ক্ষেত্রে স্বল্পমেয়াদে তীব্র মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে।

চীনে আর্থিক প্রণোদনার প্রত্যাশায় বেড়েছে আকরিক লোহার দাম

Bonik Barta

ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামাল আকরিক লোহার দাম গতকাল বেড়েছে। চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন প্রণোদনা আসবে, এমন প্রত্যাশা পণ্যটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া দেশটি থেকে সামনের দিনগুলোয় ইস্পাত রফতানি বাড়ার সম্ভাবনায়ও পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চীনের অর্থনৈতিক তথ্যে মিশ্রপ্রবণতা থাকলেও এখানে প্রণোদনা আসার সম্ভাবনা আছে। খবর বিজনেস রেকর্ডার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম ২ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮০৯ দশমিক ৫ ইউয়ানে (১১২ ডলার ৭৮ সেন্ট)। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহের চুক্তিতে দাম ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে পৌঁছায় প্রতি টনে ১০৩ ডলার ৬০ সেন্টে।

স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলারে পৌঁছার পূর্বাভাস সিআইবিসির

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে কানাডাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিআইবিসি ক্যাপিটাল মার্কেটস। প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্বর্ণের গড় দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় আরো ৩ শতাংশ বেশি। খবর মাইনিং ডট কম। সিআইবিসির বিশ্লেষণ বলছে, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরো বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষক আনিতা সোনির নেতৃত্বে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও রাশিয়াকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডি-ডলারাইজেশন স্বর্ণের চাহিদাকে বাড়িয়ে তুলেছে।’

চট্টগ্রামে চায়ের নিলামে সরবরাহ বেড়েছে

Bonik Barta

দেশের বাগানগুলোয় চা উৎপাদন বেড়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাতে উৎপাদন বেড়ে যাওয়ায় নিলামেও পণ্যটির সরবরাহ বাড়িয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এ ধারা অব্যাহত থাকলে চলতি মৌসুমে চা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছে বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ। নিলাম প্রতিবেদন ও চা বোর্ডের মাসভিত্তিক চা বুলেটিং অনুযায়ী, মে মাস পর্যন্ত দেশের ১৭০টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা ক্ষেত্রে উৎপাদন হয়েছে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ১ হাজার কেজি চা। এর মধ্যে শুধু মে মাসেই উৎপাদন হয়েছে ৮৬ লাখ ৪৮ হাজার কেজি চা। গত বছরের একই সময় যা ছিল ৪৭ লাখ ৭৫ হাজার কেজি।

প্রথমার্ধে রূপালী ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯ পয়সা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস কমেছে ৭৭ দশমিক ৫৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রূপালী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৯ পয়সায়।

১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে টিএসএমসির বাজারমূল্য প্রকাশ:

Bonik Barta

তাইপেই শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার বাজারমূল্য অতিক্রম করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। একই সঙ্গে এটি প্রথম এশীয় কোম্পানি, যার শেয়ারমূল্য ট্রিলিয়ন ডলারের বেশি হয়েছে, যদিও ২০০৭ সালে পেট্রোচায়না সংক্ষিপ্ত সময়ের জন্য এ মাইলফলক ছুঁয়েছিল। টিএসএমসির এ উত্থানের পেছনে ভূমিকা রেখেছে এআই চিপের জোরালো চাহিদা এবং কোম্পানির ঊর্ধ্বমুখী বিক্রির পূর্বাভাস। সম্প্রতি চলতি বছরের জন্য আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে প্রায় ৩০ শতাংশে উন্নীত করেছে টিএসএমসি। খবর এমএসএন

চীনে টেসলার নতুন আকর্ষণ মডেল থ্রি প্লাস

Bonik Barta

ভারতে সম্প্রতি মডেল ওয়াই উন্মোচন করেছে টেসলা। ধারণা করা হচ্ছে, একই বাজারে বছরের শেষ নাগাদ আসবে মডেল থ্রি। নতুন খবর হলো বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) মডেল থ্রির উন্নত একটি সংস্করণ চীনের বাজারে আনতে যাচ্ছে টেসলা। এরই মধ্যে মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) বরাবর মডেল থ্রির নতুন একটি সংস্করণ বিক্রির লাইসেন্সের আবেদন করেছে। নতুন এ সংস্করণ আগের তুলনায় বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম, যার নাম মডেল থ্রি প্লাস। এমআইআইটি সম্প্রতি তাদের ক্যাটালগে গাড়িটি অন্তর্ভুক্ত করেছে। এ ক্যাটালগের ওপর জনমত গ্রহণের সময়সীমা ১৭-২৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ক্যাটালগে অন্তর্ভুক্তি মানে চীনে যেকোনো গাড়ি বিক্রির জন্য চূড়ান্ত নিয়ন্ত্রক পদক্ষেপ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টেসলা সেপ্টেম্বর নাগাদ নতুন এ সংস্করণ বাজারে আনতে পারে। এটি হবে টেসলার সবচেয়ে দীর্ঘ রেঞ্জের মডেল। যার সম্ভাব্য দাম ২ লাখ ৭০ হাজার ইউয়ান বা ৩৭ হাজার ৬১৫ ডলারের সমতুল্য।

ইস্টারের ছুটির প্রভাবে রায়ানএয়ারের মুনাফা বেড়ে দ্বিগুণ

Bonik Barta

আয়ারল্যান্ডভিত্তিক এয়ারলাইনস সংস্থা রায়ানএয়ারের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) নিট মুনাফা দ্বিগুণ হয়েছে। এ প্রবৃদ্ধির কারণ হিসেবে সংস্থাটি সামনে রেখেছে ইস্টারের ছুটি ও স্থিতিশীল টিকিট বুকিং। চলতি গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষেও শক্তিশালী বুকিং আশা করছে ইউরোপের বৃহত্তম এ বাজেট এয়ারলাইনস। খবর রয়টার্স। জুনে শেষ হওয়া প্রান্তিকে ৮২ কোটি ইউরো বা ৯৫ কোটি ৩০ লাখ ডলারের সমতুল্য নিট মুনাফা অর্জন করেছে রায়ানএয়ার, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৩৬ কোটি ইউরো। এর আগে এক জরিপে বিশ্লেষকরা গত প্রান্তিকের জন্য ৭১ কোটি ৬০ লাখ ইউরো মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। অর্থাৎ সে পূর্বাভাস ছাড়িয়ে গেছে রায়ানএয়ার।

তীব্র গরমের প্রভাবে ব্রিটিশ খুচরা খাতে প্রবৃদ্ধি

Bonik Barta

তীব্র গরমে যুক্তরাজ্যের খুচরা খাতে বিক্রি কিছুটা বেড়েছে। বিশেষ করে গত মাসে বৈদ্যুতিক পাখা, খেলাধুলার সরঞ্জাম ও গ্রীষ্মকালীন পণ্যের প্রতি ভোক্তা আগ্রহের বৃদ্ধি ছিল লক্ষণীয়। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, দেশটির সাধারণ মানুষ এখনো চড়া জীবনযাত্রার খরচ ও অর্থনৈতিক অনিশ্চয়তার চাপের মধ্যে রয়েছে। খবর দ্য গার্ডিয়ান। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের (বিআরসি) সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, জুনে দেশটিতে খুচরা খাতে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে মে মাসে একই খাতে ২ দশমিক ৭ শতাংশ সংকোচন দেখা গিয়েছিল, যা প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক পতন।

জাপানি কোম্পানিগুলোর মুনাফায় কর্মীদের প্রাপ্ত হিস্যা ৫১ বছরের সর্বনিম্নে

Bonik Barta

জাপানের করপোরেট কোম্পানিগুলোর আয় ও মুনাফা রেকর্ড পরিমাণে বেড়েছে। কিন্তু মুনাফার তুলনায় কোম্পানির আয়ে শ্রমিকদের প্রাপ্ত হিস্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। নিক্কেই এশিয়ার সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, জাপানি কোম্পানিগুলোর মুনাফার যে অংশ কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য পারিশ্রমিক বাবদ ব্যয় হয়, তার পরিমাণ ২০২৪ অর্থবছরে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৯ শতাংশ, যা কিনা ১৯৭৩ সালের পর সর্বনিম্ন। অন্যদিকে একই সময় জাপানি করপোরেট খাতে মোট সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে ৬৩৬ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৪ দশমিক ৩১ ট্রিলিয়ন ডলারের সমতুল্য। সংরক্ষিত মুনাফার এ পরিমাণ আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি এবং এটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। সাধারণত বেতন, মোট আয় থেকে উৎপাদন খরচ, সুদ, কর ও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করে সংরক্ষিত মুনাফা হিসাব করা হয়।

আট বছরে ৩২০ বিলিয়ন ডলার মুনাফা হারিয়েছে বড় কোম্পানিগুলো

Bonik Barta

সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিক প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভূরাজনৈতিক সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তা। এর মধ্যে রয়েছে দুই বা ততোধিক দেশের মধ্যে যুদ্ধ, বাণিজ্যিক টানাপড়েন ও মেরুকরণ, মূল্যস্ফীতি বা মন্দার মতো ঘটনা। এ ধরনের অনিশ্চয়তার কারণে সর্বশেষ আট বছরে (২০১৭-২৪) বিশ্বজুড়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ৩২০ বিলিয়ন ডলার (৩২ হাজার কোটি) মুনাফা হারিয়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। খবর এফটি। বিগ ফোর নামে পরিচিত বৈশ্বিক পরামর্শক সংস্থাগুলোর একটি আর্নস্ট অ্যান্ড ইয়াং (ইওয়াই)। প্রতিষ্ঠানটির কৌশলগত বিশ্লেষণ শাখা ইওয়াই-পারথেনন সম্প্রতি এক গবেষণায় গত আট বছরে বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও অর্থনৈতিক অনিশ্চয়তাজনিত আর্থিক ক্ষতির মাত্রা নিরূপণ করে।

দক্ষতার উন্নয়ন করলে রেমিট্যান্স ৪০-৪৫ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব

Bonik Barta

যারা দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এ অনুষ্ঠান আয়োজন। সত্যি কথা বলতে কি, আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। আগাম অবসরে যাওয়ার আগ পর্যন্ত ৩২ বছর দেশের বাইরে ছিলাম। আপনাদের মতোই চেষ্টা থাকত প্রতি বছর দেশে আসার। প্রায় প্রতি বছরই কোনো না কোনোভাবে দেশে এসেছি। দেশের সঙ্গে এ সম্পর্কটা থাকায় ফেরার পর অবসর-পরবর্তী জীবনে প্রবেশে তেমন অসুবিধা হয়নি। রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ আমি ব্যক্তিগতভাবেই অনুধাবন করি।

রিজার্ভকে শক্তিশালী করতে নিজ দেশে খনন হওয়া সোনা কিনছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

আন্তর্জাতিক বাজার থেকে কেনার চেয়ে ঘরোয়াভাবে সোনা কেনা সস্তা পড়ে। কারণ, কেন্দ্রীয় ব্যাংকগুলো স্থানীয়ভাবে বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে সোনা কিনতে পারে। এর ফলে ব্যাংকিং খরচ, মধ্যস্থতাকারীর ফি ও পরিবহনের খরচও কমে যায়। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে সোনা কিনতে হলে ডলার বা অন্য বিদেশি মুদ্রা খরচ করতে হয়। কিন্তু দেশীয় সোনা স্থানীয় মুদ্রায় কিনে রিজার্ভ বাড়ানো যায়—এতে বৈদেশিক মুদ্রা খরচ হয় না . ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় সোনার মজুদে ঝুঁকছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ‘সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে ২০২৫’ অনুসারে, বিশ্বের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামীতে র্স্বণ ভান্ডার আরো সমৃদ্ধ করতে আগ্রহী। তবে নিজেদের স্বর্ণ মজুদ বাড়াতে স্থানীয়ভাবে খনন হওয়া সোনা কিনতে আগ্রহী হয়ে উঠছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। খবর সিএনবিসি।

শুল্ক চুক্তি: আজ খসড়া জমা দেবে ঢাকা, যুক্তরাষ্ট্র এখনও বৈঠকের তারিখ দেয়নি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তির জবাবে বাংলাদেশ আজ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে (ইউএসটিআর) নিজেদের খসড়া অবস্থানপত্র জমা দেবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তৃতীয় দফা বৈঠকের জন্য ঢাকার অনুরোধে ওয়াশিংটন এখনও সাড়া দেয়নি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আলোচনার জন্য মিটিংয়ের সময় চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ই-মেইল পাঠানো হয়েছে। 'তবে তারা এখনও আমাদের কোনো সময় জানায়নি,' বলেন তিনি। খসড়া অবস্থানপত্রের বিষয়ে তিনি বলেন, পরিবেশ ও শ্রম অধিকারসহ বিভিন্ন অ-বাণিজ্যিক শর্ত বাস্তবায়নে ৫ থেকে ১০ বছর সময় চাওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ব্যবসা-বাণিজ্যের বাধা দূরীকরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে কারিগরি সহায়তা চাওয়া হবে বলেও জানান সচিব। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের তৈরি করা খসড়া অবস্থানপত্র চূড়ান্ত করতে গতকাল বিকেলে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ সকালে খসড়াটি চূড়ান্ত করে ইউএসটিআরের কাছে ই-মেইল করার কথা রয়েছে।

Investor interest in blue-chip stocks lifts turnover to 10-month peak

The Financial Express

The Dhaka Stock Exchange witnessed this year's highest turnover on Monday, surpassing Tk 8.5 billion after 10 months, as buoyant investors put fresh bets on selective blue-chip stocks.Turnover, a crucial indicator of the market, stood at Tk 8.61 billion on the country's premier bourse, climbing further by 11 per cent from the day before. Fundamentally-strong stocks remained the focus of investors because of their attractive valuations, market analysts said. The market might have drawn heightened attention also due to high hopes surrounding upcoming earnings disclosures and dividend declarations. Supported by robust investor participation, the broad index of the prime bourse crossed the threshold of 5,200 after three months as the market had stayed upbeat for five consecutive sessions.