আমদানি ও রফতানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন, ২০২৩ অনুসরণ করে নতুন এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ৮ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সংস্থাটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আয়কর আইন অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) প্রদর্শনের বিধান রয়েছে। ২০২২ সালের অর্থ আইনে বিধানটি ঘোষণা করা হয়। উপকর কমিশনারদের এটির প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষমতা দেয়া হয়। আইনটি পরিপালন না করলে জরিমানারও বিধান রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ কোনো পরিপত্র বা আদেশ জারি করা হয়নি। বাস্তবে আইনটির প্রয়োগে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।