| 19-AUG-2025 |
৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র |
র্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব ভিসা বাতিলের কারণ ছিল হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং 'সন্ত্রাসবাদে সহায়তা' করার মতো অভিযোগ। তবে 'সন্ত্রাসবাদে সহায়তা' বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন। প্রশাসনের দাবি, তারা ইহুদিবিদ্বেষী আচরণ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ছিল অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে তাদের কঠোর অবস্থানের অংশ। বাতিল হওয়া ৬ হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজার ভিসা বাতিল হয়েছে আইন ভঙ্গের কারণে। আরও ২০০–৩০০ ভিসা বাতিল হয়েছে 'আইএনএ ৩বি'-এর আওতায়, অর্থাৎ 'সন্ত্রাসবাদী কার্যক্রমে' সম্পৃক্ত থাকার অভিযোগে। এই আইনে 'সন্ত্রাসবাদী কর্মকাণ্ড' বলতে এমন সব কার্যকলাপ বোঝানো হয়েছে যা মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ বা যুক্তরাষ্ট্রের আইনের পরিপন্থী। |
Education |
University Education |
The Financial Express |
View |